CARE Pharma,Mirpur

CARE Pharma,Mirpur এখানে যাবতীয় মেডিসিন সামগ্রী,সার্জিক্যাল আইটেম বিক্রয় ও হোম ডেলিভারি দেয়া হয়।

06/04/2025

আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ করবো।যদিও আমার জরুরি সেবার ব্যবসা "ফার্মেসী " তথাপিও আমি বন্ধ রাখবো ইনশাআল্লাহ।যুদ্ধ করার সুযোগ নেই।অন্তত নামাজ পড়ে দোয়া তো করতে পারবো!!

জীবনে পোষ্টারে নিজের একটা ছবি ছাপাইতে পারি নাই। যদি কেউ ঈদ মোবারক লেখা একটা পোষ্টার বানাইয়া দেতে! হ্যালে জনগণেরে শুভেচ্ছ...
27/06/2023

জীবনে পোষ্টারে নিজের একটা ছবি ছাপাইতে পারি নাই। যদি কেউ ঈদ মোবারক লেখা একটা পোষ্টার বানাইয়া দেতে! হ্যালে জনগণেরে শুভেচ্ছা জানাইতাম।🤣🤪

26/06/2023
26/06/2023

কারো সহায়তায় নিজের অবস্থান তৈরি হলে তাকে বাচিয়ে রাখো।নয়তো এমন দিন আসবে,সেদিন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেনা।কারন বেঈমান ক...
14/06/2023

কারো সহায়তায় নিজের অবস্থান তৈরি হলে তাকে বাচিয়ে রাখো।নয়তো এমন দিন আসবে,সেদিন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেনা।কারন বেঈমান কে স্বয়ং আল্লাহ শাস্তি দেন।

পবিত্র ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,নেয়ামত ও সুস্থতা।ঈদ মুবারক।
21/04/2023

পবিত্র ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,নেয়ামত ও সুস্থতা।ঈদ মুবারক।

02/01/2023

কে বলতে পারবেন?

পৃথিবীর সব থেকে দামী জিনিসের নাম কি?

যা মানুষ সবচেয়ে বেশি অপচয় করে।

✪ জিনিসপত্রের দাম সস্তা করার সহজ উপায় হযরত ইবরাহীম ইবনে আদহাম রহ. কে কেউ  একজন এসে বললো-হযরত! গোস্তের দাম অনেক বেড়ে গেছে...
29/08/2022

✪ জিনিসপত্রের দাম সস্তা করার সহজ উপায়

হযরত ইবরাহীম ইবনে আদহাম রহ. কে কেউ একজন এসে বললো-
হযরত! গোস্তের দাম অনেক বেড়ে গেছে। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। এখন আমরা কী করব?
তিনি বললেন -
নিজেরা আবার সস্তা করে নাও!
লোকটি বলল-
কিভাবে সস্তা করব হযরত?
তিনি বললেন - একান্ত প্রয়োজন না হলে ক্রয় করা ছেড়ে দাও। কিছুদিন পর দেখবে নিজে নিজেই সস্তা হয়ে যাবে।

সূত্রঃ আল- বিদায়া ওয়ান্নিহায়াহ।
সংগৃহীত -

 #ডা_ই_বি_(ডেক্স)সেবন_করুন ু_লিন_মুক্ত_জীবন_গড়ুন। #ডা_ই_বি_(ডেক্স) যা ইনডেক্স ল্যাবরেটরিস আয়ুঃ  এর একটি আয়ুর্বেদিক ঔ_ষু_...
03/06/2022

#ডা_ই_বি_(ডেক্স)সেবন_করুন
ু_লিন_মুক্ত_জীবন_গড়ুন।
#ডা_ই_বি_(ডেক্স) যা ইনডেক্স ল্যাবরেটরিস আয়ুঃ এর একটি আয়ুর্বেদিক ঔ_ষু_ধ।
যার প্রধান কাজ শরীরে ইনসুলিন তৈরীতে ভূমিকা পালনকারী অঙ্গগুলোকে সক্রিয় করা।
ফলাফল, শরীরে ইনসুলিন তৈরী হওয়া এবং শরীর ডায়াবেটিস মুক্ত করা
বিভিন্নজন ডায়া বেটিস নিয়ন্ত্রনে বিভিন্ন প্রচলিত পদ্ধতি গ্রহন করে থাকেন। যথা ইনসুলিন, ট্যাবলেট, ক্যাপসুল ইত্যাদি।
ডায়াবেটিস হয়ে গেছে এমন কেউ যদি এই #ডা_ই_বি_(ডেক্স) ক্যাপসুল নিয়মিত ধৈর্য ধরে সেবন করে যেতে পারেন, তাহলে আপনার শরীরে ইনসুলিন তৈরী হবে স্বাভাবিক হারে_ এবং এক সময় এই ক্যাপসুলটি ও সেবন করতে হবে খুব সামান্য পরিমানে। যেখানে বর্তমান প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে সেবন বা গ্রহনের মাত্রা ক্রমাম্বয়ে বাড়তে থাকে।
#ডা_ই_বি_ডে_ক্স সেবনের ফলে এক সময় ডায়াবেটিসের জন্য আপনার কোন ঔষধ গ্রহনের প্রয়োজন হবে না।
প্রথম দিকে #ডা_ই_বিডে(ক্স) ক্যাপসুলটির পাশাপাশি আপনার নিয়মিত অন্যান্য ঔষধগুলোও চলবে।
যখন আপনার সুগার লেবেল নিয়ন্ত্রন পর্যায়ে অর্থাৎ ৬ বা ৭ বা ৮ হবে এবং তা নিয়মিত হবে, তখন আপনার ঔষধ, তথা ট্যাবলেট বা ক্যাপসুল সেবনের হার কিছুটা কমাতে হবে, আর ইনসুলিন হলে তা কিছু পরিমান, যেমন ২০ থাকলে ১৭ বা ১৮ করতে হবে।
৩ থেকে ৫ দিন যাওয়ার পর যদি ফলাফল একই থাকে, তাহলে আবারও কিছুটা কমাতে হবে ঔষধের পরিমান।
এভাবে ক্রমাম্বয়ে কমাতে কমাতে এক সময় সেই প্রচলিত ঔষুধগুলোও বাদ হয়ে যাবে।
তবে আমরা পরামর্শ দিব, সপ্তাহে অন্ততঃ একটি করে সেবন করতে।

বিদ্রঃপ্রতি সোমবার কেয়ার ফার্মায় বিশেষজ্ঞ মহিলা ডাক্তারের মাধ্যমে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

সরবরাহঃ
৬০ টির কৌটার মূল্য ৬২০ টাকা।
৩০ টির ক্যাপসুল প্যাক ৩১০ টাকা।

বিঃ দ্রঃ
#ডা_ই_বি_ডে_ক্স এর পাশাপাশি (অবশ্যই চিকিৎসকের পরামর্শ ক্রমে) কিছু ভেষধ এর প্রয়োজন হতে পারে।
যোগাযোগের ঠিকানা
#ইনডেক্স_সেলস_সেন্টার
Care Pharma,550/3 Middle Monipur,Mirpur
মোবাইল ঃ 01715-150640

 #ইনসুলিন_মেডিসিন নিতে কি বিরক্ত হয়ে যাচ্ছেন!!খুব সহজেই সলিউশন নিন, মাত্র ২০-৩০ দিনেই নিন এই প্যারা থেকে মুক্তি, সাথে থা...
06/04/2022

#ইনসুলিন_মেডিসিন নিতে কি বিরক্ত হয়ে যাচ্ছেন!!
খুব সহজেই সলিউশন নিন, মাত্র ২০-৩০ দিনেই নিন এই প্যারা থেকে মুক্তি, সাথে থাকছে সার্বক্ষণিক হেলথ কন্সাল্টেশন টিম এর পর্যবেক্ষণ এবং দেশের যে কোন প্রান্তে হোম ডেলিভারি।।

আপনার বয়স,বর্তমান কন্ডিশন উল্লেখ করে ইনবক্সে মেসেজ করুন এবং আপনার নাম্বার টি দিয়ে রাখুন আমাদের কন্সাল্টেশন টিম সিরিয়াল অনুযায়ী আপনার সাথে বিস্তারিত আলোচনা করবে
অথবা সরাসরি কল করুন 01715-150640।

এছাড়া সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার সেবা নিতে প্রতি সোম বারে বিকেল ৫ টা থেকে রাত ৯ টার মধ্যে কল করে সিরিয়াল দিয়ে চলে আসুন "কেয়ার ফার্মায়"। ৫৫০/৩ মধ্যমনিপুর,মাইকওয়ালা মসজিদ সংলগ্ন,৬০ ফিট রোড, বারেক মোল্লার মোড়ের কাছে।

09/03/2022

ছোট মেয়ের চেষ্টা।

আচ্ছালামুয়ালাইকুম।প্রিয় ক্রেতা সাধারণ 🌷"ডায়াবেটিস এর চিকিৎসা নিন।ইনসুলিন কে না বলুন"🌹। এই স্লোগান কে প্রতিপাদ্য করে " কে...
04/02/2022

আচ্ছালামুয়ালাইকুম।প্রিয় ক্রেতা সাধারণ 🌷"ডায়াবেটিস এর চিকিৎসা নিন।ইনসুলিন কে না বলুন"🌹। এই স্লোগান কে প্রতিপাদ্য করে " কেয়ার ফার্মা" আপনাদের জন্য সপ্তাহে একদিন "মঙ্গলবার" ফ্রি ডাক্তার সেবা দিচ্ছে।যারা যারা ডায়াবেটিস সহ নিম্নোক্ত রোগে আক্রান্ত তারা অন্তত একবার🏵️ ফ্রি🏵️চিকিৎসা নিন।ইনশাআল্লাহ সবাই সন্তুষ্ট হবেন।

Address

550/3, Middle Monipur, Near Maikwala Mosjid. Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801715150640

Website

Alerts

Be the first to know and let us send you an email when CARE Pharma,Mirpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CARE Pharma,Mirpur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram