Nursing Care

Nursing Care মহৎ পেশায় নিজেকে উৎসর্গ করি ও অসুস্থ মানুষের সেবা করি 🙏🏻 নার্সিং পেশা মহৎ পেশা

04/01/2023

জাতীয় পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - (নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি ২০২৩)

জাতীয় পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি?
উত্তর : স্বাধীনতা পুরস্কার।

প্রশ্ন : স্বাধীনতা পুরস্কার কবে প্রবর্তন করা হয়?
উত্তর : ১৯৭৭ সালে।

প্রশ্ন : ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?
উত্তর : ১৮ ব্যক্তি ।

প্রশ্ন : রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য?
উত্তর : কৃষি উন্নয়ন।

প্রশ্ন : রাষ্ট্রপতি পুরস্কারের নাম কি?
উত্তর : জাতীয় কৃষি পুরস্কার (বর্তমান নাম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার)।

প্রশ্ন : প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য?
উত্তর : বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করার জন্য।

প্রশ্ন : প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কারটি প্রবর্তন করা হয় কবে?
উত্তর : ১৯৯২ সালে ।

প্রশ্ন : ১৯৭৩ সালে শান্তির জন্য জুলিও কুরি পদক পেয়েছিল কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : সবেচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা বিজয়ী বাংলাদেশি স্থপতি কে?
উত্তর : ফজলুর রহমান খান ৷

প্রশ্ন : ফজলুর রহমান খানের সেরা স্থাপনা যুক্তরাষ্ট্রের (শিকাগো) সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম কি?
উত্তর : উইলিস টাওয়ার ।

প্রশ্ন : পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যাগসেসে পুরস্কার-২০১২ লাভকারী বাংলাদেশি ব্যক্তিত্ব কে?
উত্তর : সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রশ্ন : নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস।

প্রশ্ন : ড. মুহাম্মদ ইউনূস কোন বিভাগে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : শান্তিতে (২০০৬)।

প্রশ্ন : ২০১৩ সালে ভারতের পদ্মশ্রী পদক লাভ করে কোন বাংলাদেশি?
উত্তর : ঝর্ণাধারা চৌধুরী।

প্রশ্ন : ২০১৪ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ প্রদান করা হয় কাকে?
উত্তর : অধ্যাপক আনিসুজ্জামানকে ।

প্রশ্ন : একুশে পদক- ২০১৮ লাভ করেন কারা?
উত্তর : ২১ জন ব্যক্তি।

প্রশ্ন : একুশে পদকটি প্রবর্তিত হয় কবে?
উত্তর : ১৯৭৬ সালে ।

প্রশ্ন : জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার-২০১৫ (পলিসি লিডারশীপ) লাভ করেন কে?
উত্তর : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রশ্ন : ২০১৬ সালে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অ্যাওয়ার্ড লাভ করেন?
উত্তর : জাতিসংঘের প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব দি চেঞ্জ অ্যাওয়ার্ড এবং ২০১৮ লাভ করেন- গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড।

প্রশ্ন : প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ কোন অ্যাওয়ার্ড জয়লাভ করেন?
উত্তর : আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড (২০১৬)।

প্রশ্ন : বাংলাদেশে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
উত্তর : বাংলা একাডেমি পুরস্কার।

প্রশ্ন : বাংলা একাডেমি পুরস্কারটি প্রবর্তিত হয় কবে?
উত্তর : ১৯৬০ সালে।

প্রশ্ন : ২০১৭ সালে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় কাকে?
উত্তর : ৫ জনকে ।

প্রশ্ন : বিশ্ব খাদ্য পুরস্কার-২০১৬ লাভ করেন কে?
উত্তর : স্যার ফজলে হাসান আবেদ ।

প্রশ্ন : বেগম রোকেয়া পদক-২০১৭ লাভ করেন কে?
উত্তর : মুক্তিযোদ্ধ মাজেদা শওকত আলী, শিক্ষক শোভা রাণী ত্রিপুরা, গ্রাম বিকাশ সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, চিকিৎসক ব্রি.জে (অব) সুরাইয়া রহমান এবং সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরোণত্তর)।

প্রশ্ন : মাদার তেরেসা পুরস্কার ২০১৬ লাভ করেন কে?
উত্তর : ফারাজ আইয়াজ হোসেন ।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান (জানুয়ারি ২০২৩)
04/01/2023

সাম্প্রতিক সাধারণ জ্ঞান (জানুয়ারি ২০২৩)

01/01/2023

সাধারণ জ্ঞান আন্তজার্তিক বিষয়াবলী প্রশ্ন ও উত্তর

✬প্রশ্নঃ আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান।
✬প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উঃ চীন।
✬প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান।
✬প্রশ্নঃ পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?
উঃ ২৩৩ টি।
✬প্রশ্নঃ পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ২০৩ টি।
✬প্রশ্নঃ পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ১৯৫ টি।
✬প্রশ্নঃ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)
✬প্রশ্নঃ পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উঃ ১২২ টি।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?
উঃ হ্যামারফাস্ট (নরওয়ে)।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
উঃ পুয়োটো উইলিয়াম (চিলি)।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উঃ চিলি।
✬প্রশ্নঃ পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
উঃ ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।
✬প্রশ্নঃ পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী?
উঃ জাপান, ইন্দোনেশিয়া।
✬প্রশ্নঃ পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উঃ রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
✬প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
উঃ ইন্দোনেশিয়া।
✬প্রশ্নঃ বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উঃ চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।
✬প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী?
উঃ ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
✬প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উঃ প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.)
✬প্রশ্নঃ টাইটানিক জাহাজ ডুবে যায় কত সালে?
উত্তরঃ ১৯১২ সালে।
✬প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ ট্রিগভেলি (নরওয়ে)।
✬প্রশ্নঃ প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান কে?
উত্তরঃ আনোয়ার সাদাত।
✬প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
উত্তরঃ ১১ জুলাই।
✬প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৭ এপ্রিল।
✬প্রশ্নঃ SAPTA ভূক্ত দেশ কয়টি?
উত্তরঃ ৮ টি।
✬প্রশ্নঃ UNICEF ও UNFPA এর সদর দপ্তর কোথায় অবাস্থিত?
উত্তরঃ নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।
✬প্রশ্নঃ ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উত্তরঃ ডং।
✬প্রশ্নঃ বিশ্বের গভীরতম খাত কোনটি?
উত্তরঃ ম্যারিয়ানা খাত।
✬প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
✬প্রশ্নঃ আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ জর্ডান।
✬প্রশ্নঃ সবচেয়ে ছোট পাখির নাম কি?
উত্তরঃ হামিং বার্ড।
✬প্রশ্নঃ সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি?
উত্তরঃ অ্যালবাটর্স।
✬প্রশ্নঃ NASA এর সদর দপ্তর কথায় অবস্থিত?
উত্তরঃ ওয়াসিংটন ডিসি।
✬প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি?
উত্তরঃ কংগ্রেস।
✬প্রশ্নঃ আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জর্জ ওয়াসিংটন।
✬প্রশ্নঃ পলাশীর যুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন।
✬প্রশ্নঃ A Brief History of time- গ্রন্থের লেখক কে?
উত্তরঃ স্টিফেন হকিং।
✬প্রশ্নঃ প্রথম অলিম্পিক শুরু হয় কবে?
উত্তরঃ ৭৭৬ খ্রিষ্টাব্দে।
✬প্রশ্নঃ ইরাক- মার্কিন যুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ২০ মার্চ ২০০৩সালে।
✬প্রশ্নঃ হিরোশিমায় এটম বোমা ফেলা হয় কবে?
উত্তরঃ ১৯৪৫ সালের ৬ আগস্ট।
✬প্রশ্নঃ “আবু সায়াফ” কি?
উত্তরঃ ফিলিপাইনের গেরিলা সংস্থা।
✬প্রশ্নঃ “ফোর্স সেভেনটিন” কি?
উত্তরঃ ফিলিস্তিনের গেরিলা সংস্থা।
✬প্রশ্নঃ “কারেন” কি?
উত্তরঃ মায়ানমারের গেরিলা সংস্থা।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।
✬প্রশ্নঃ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউওয়ার্ক।
✬প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণি কোনটি?
উত্তরঃ কচ্ছপ।
✬প্রশ্নঃ পাখির রাজা বলা হয় কাকে?
উত্তরঃ ঈগল।
✬প্রশ্নঃ হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?
উত্তরঃ ফিনল্যান্ড।
✬প্রশ্নঃ জাতিসংঘের সর্বশেষ সদস্য কোন দেশ?
উত্তরঃ দক্ষিণ সুদান।
✬প্রশ্নঃ IFC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ International Finance Corporation
✬প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে সংঘঠিত হয়?
উত্তরঃ ১৭৫৭ সালে।
✬প্রশ্নঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কবে জার্মানি আত্ন সমর্পণ করে?
উত্তরঃ ১৯৪৫ সালের মে মাসে।
✬প্রশ্নঃ OIC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেদ্দায়, সৌদি আরব।
✬প্রশ্নঃ ২০১০ সালের ফুটবলের অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল?
উত্তরঃ জাকুমি।
✬প্রশ্নঃ বিশ্বের ৫০ বছরের সেরা ফুটবলার কে?
উত্তরঃ পেলে।
✬প্রশ্নঃ রাজীব গান্ধীর হত্যাকারী নারীর নাম কি?
উত্তরঃ ললিনী।
✬প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা স্পীকারের নাম কি?
উত্তরঃ ফাহমিদা মির্জা।
✬প্রশ্নঃ ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে

Collected নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩

01/01/2023

↘️ পল্লী উন্নয়ন একাডেমী কোথায় অবস্থিত?

ক) কুমিল্লা
খ) বগুড়া
গ) যশোর
ঘ) রাজশাহী

31/12/2022
31/12/2022

↘️ ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত?

ক) ২৪ গজ
খ) ২৯ গজ
গ) ২২ গজ
ঘ) ২০ গজ

31/12/2022

↘️ পিঁপড়ার কামড়ে জ্বালা করে কোন এসিডের কারণে?

ক. সাইট্রিক এসিড
খ. কার্বলিক এসিড
গ. অক্সালিক এসিড
ঘ. ফরমিক এসিড

নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
31/12/2022

নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

26/10/2022

বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর-

প্রশ্ন : চর্যাপদ আবিষ্কৃত হয়
উত্তর : ১৯০৭ সালে।

প্রশ্ন : চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন
উত্তর : ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

প্রশ্ন : ‘চর্যাপদর পদগুলো টাকার মাধ্যমে ব্যাখ্যা করেন
উত্তর : মুনিদত্ত

প্রশ্ন : মধ্যযুগের সাহিত্যধারা বিভক্ত
উত্তর : তিন ভাগে ।

প্রশ্ন : মৈথিলি ও বাংলার মিশ্রণে যে ভাষা তাকে বলে
উত্তর : ব্রজবুলি ।

প্রশ্ন : রামায়ণ রচিত হয়
উত্তর : সংস্কৃত ভাষায়।

প্রশ্ন : মনসামঙ্গল কাব্যের আদি কৰি
উত্তর : কানাহরি দত্ত।

প্রশ্ন : ‘সই, কেমনে ধরিব হিয়া/আমার বঁধুয়া আন বাড়ি যায় আমারি আঙিনা দিয়া” পদটির রচয়িতা
উত্তর : চণ্ডীদাস।

প্রশ্ন : বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম
উত্তর : সমাচার দর্পণ।

প্রশ্ন : বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয়
উত্তর : উনিশ শতকে।

প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন
উত্তর : উইলিয়াম কেরি।

প্রশ্ন : ‘পঞ্চতত্র গ্রন্থটির রচয়িতা
উত্তর : সৈয়দ মুজতবা আলী।

প্রশ্ন : কাশবনের কন্যা যে জাতীয় রচনা
উত্তর : উপন্যাস।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়
উত্তর : ১৯৭৪ সালে।

প্রশ্ন : “মেঘনাদবধ কাব্য’ মহাকাব্যে প্রবল প্রকাশ পেয়েছে
উত্তর : দেশপ্রেম ।

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার অন্তর্গত যে গ্রামে জন্মগ্রহণ করেন
উত্তর : কঠালপাড়।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার লাভ করেন
উত্তর : ১৯১৩ খ্রি.।

প্রশ্ন : ‘রোকেয়া দিবস পালিত হয়
উত্তর : ৯ ডিসেম্বর।

প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি
উত্তর : সুফিয়া কামাল।

প্রশ্ন : ‘তণ্ডল’ শব্দটির অর্থ
উত্তর : চাল।

প্রশ্ন : ‘নয়নচারা’ গল্পের রচয়িতা
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ।

প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন
উত্তর : ১৮২০ সালে।

প্রশ্ন : ‘স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে এ শ্লোকের রচয়িতা
উত্তর : চাণক্য পৃঞ্জিত।

প্রশ্ন : ‘নীললোহিত’ যে খেকের ছদ্মনাম
উত্তর : সুনীল গঙ্গোপাধ্যায় ।

প্রশ্ন : “শাহনামা’ বাংলায় অনুবাদ করেন
উত্তর : মোজাম্মেল হক
প্রশ্ন : ‘অপু ও দুর্গা’ চরিত্র দুটি যে উপন্যাসের
উত্তর : পথের পাঁচালী ।

প্রশ্ন : মরমি কবি বলা হয়
উত্তর : হাসন রাজাকে।

প্রশ্ন : একটি ধানের শিষের ওপর একটি শিশির বিন্দু পঙক্তিটির রচয়িতা
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : ‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা
উত্তর : সেলিনা হোসেন।

প্রশ্ন : কবি শামসুর রাহমান মৃত্যুবরণ করেন
উত্তর : ২০০৬ সালে ।

প্রশ্ন : কালের কলস’ কাব্যগ্রন্থটির রচয়িতা
উত্তর : আল মাহমুদ।

প্রশ্ন : জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনি কাব্য
উত্তর : নকশী কাঁথার মাঠ।

প্রশ্ন : শব্দের গৃহদাহ’ উপন্যাসের রচনাকাল
উত্তর : ১৯২০ সাল।

প্রশ্ন : চিত্তনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা
উত্তর : কাজী নজরুল ইসলাম ।

প্রশ্ন : ‘বীরাঙ্গনা’ পত্ৰকাব্যে পত্র সংখ্যা
উত্তর : ১১টি।

প্রশ্ন : স্টপ জেনোসাইড’ চলচ্চিত্রের নির্মাতা
উত্তর : জহির রায়হান ।

প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতা
উত্তর : মুহম্মদ আবদুল হাই।

প্রশ্ন : বাংলাদেশ স্বপ্ন দ্যাখে গ্রন্থটির রচয়িতা
উত্তর : শামসুর রাহমান।

প্রশ্ন : ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের উপজীব্য হলো
উত্তর : জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ।

প্রশ্ন : চলিত ভাষাকে জনপ্রিয় করেন
উত্তর : টেকচাঁদ ঠাকুর।

প্রশ্ন : ‘গৃহদাহ’ উপন্যাসের রচয়িতা
উত্তর : শরচ্চন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন : কবি গানের প্রথম কবি
উত্তর : গোঁজলা পুট (ই)।

প্রশ্ন : প্রযু’ নাটকের নাট্যকার
উত্তর : গিরিশচন্দ্র ঘোষ।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র সম্পাদনা করেন
উত্তর : হাসান হাফিজুর রহমান।
প্রশ্ন : রতন’ চরিত্রটি যে গল্পের অন্তর্গত
উত্তর : পোস্টমাস্টার।

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ছিলেন
উত্তর : ডেপুটি ম্যাজিস্ট্রেট।

প্রশ্ন : ধানসিড়ি নদী অবস্থিত
উত্তর : বরিশালে।

প্রশ্ন : ছাড়পত্র ব্যান্থের রচয়িতা
উত্তর : সুকান্ত ভট্টাচার্য।

প্রশ্ন : মীর মশাররফ হোসেনের ছদ্মনাম
উত্তর : গাজী মিয়া।

প্রশ্ন : বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক
উত্তর : মাইকেল

প্রশ্ন : উপন্যাস’ শব্দের আক্ষরিক অর্থ
উত্তর : বিশেষ রূপে উপস্থাপন ।

প্রশ্ন : ময়নামতির চর’ কাব্যটির রচয়িতা
উত্তর : বন্দে আলী মিয়া।

প্রশ্ন : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এ গানের প্রথম সুরকার
উত্তর : আব্দুল লতিফ।

প্রশ্ন : সমকাল পত্রিকার প্রথম সম্পাদক
উত্তর : সিকান্দার আবু জাফর ।

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম তাঁর যে গ্রন্থটি ধবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন
উত্তর : সঞ্চিতা।
💊 শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন, কাজে লাগবে !!

25/10/2022

নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি ২০২২-২৩

সংবিধান এর আদ্যোপান্ত !!

১. প্রশ্নঃ বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উত্তরঃ সার্বভৌম প্রজাতন্ত্র।
২. প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তরঃ সংবিধান।
৩. প্রশ্নঃ কোন দেশের কোনো লিখিত সংবিধান নাই?
উত্তরঃ বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
৪. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তরঃ ভারত।
৫. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উত্তরঃ আমেরিকা।
৬. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে?
উত্তরঃ ২৩ মার্চ ১৯৭২।
৭. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উত্তরঃ ১২ অক্টোবর ১৯৭২।
৮. প্রশ্নঃ সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়?
উত্তরঃ ০৪ নভেম্বর ১৯৭২।
৯. প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২।
১০. প্রশ্নঃ বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭২।
১১. প্রশ্নঃ কোন দেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র?
উত্তরঃ বাংলাদেশ
১২. প্রশ্নঃ বাংলাদেশের সরকার পদ্ধতি কি?
উত্তরঃ এককেন্দ্রীক
১৩. প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উত্তরঃ সংবিধান
১৪. প্রশ্নঃ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কি?
উত্তরঃ শাসন বিভাগ
১৫. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে মোট ভাগ কয়টি?
উত্তরঃ ১১টি
১৬. প্রশ্নঃ সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টি?
উত্তরঃ ১৫৩টি
১৭. প্রশ্নঃ সংবিধানে তফসিল আছে কয়টি?
উত্তরঃ ৭ টি
১৮. প্রশ্নঃ সংবিধানে মূলনীতি আছে কয়টি?
উত্তরঃ ৪টি
১৯. প্রশ্নঃ সংবিধানের রূপকার কে?
উত্তরঃ ড. কামাল হোসেন
২০. প্রশ্নঃ সংবিধান রচনা কমিটির সদস্য কয় জন?
উত্তরঃ ৩৪জন (প্রধান ছিলেন- ড. কামাল হোসেন)
২১. প্রশ্নঃ সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন?
উত্তরঃ সুরঞ্জিত সেনগুপ্ত
২২. প্রশ্নঃ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
উত্তরঃ বেগম রাজিয়া বানু
২৩. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান তৈরি করা হয় কার আলোকে?
উত্তরঃ ভারত ও বৃটেনের সংবিধানের আলোকে
২৪. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন কে?
উত্তরঃ ড. কামাল হোসেন
২৫. প্রশ্নঃ সংবিধান সর্ব প্রথমগণ পরিষদে উত্থাপিত হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালের ১২ অক্টোবর
২৬. প্রশ্নঃ সংবিধান গণপরিষদ গৃহীত হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর
২৭. প্রশ্নঃ সংবিধান কার্যকর হয় কবে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর১৯৭২
২৮. প্রশ্নঃ সংবিধান দিবস কবে?
উত্তরঃ ৪ নভেম্বর
২৯. প্রশ্নঃ হস্তলিখিত লিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন কে?
উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন
৩০. প্রশ্নঃ সংবিধান কত প্রকার ও কি কি?
উত্তরঃ ২ প্রকার । লিখিতসংবিধান ও অলিখিত সংবিধান
৩১. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কি
উত্তরঃ লিখিত সংবিধান
৩২. প্রশ্নঃ লিখিত সংবিধান নেই কোন কোন রাষ্ট্রের?
উত্তরঃ বৃটেন,নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব
৩৩. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন রাষ্ট্রের?
উত্তরঃ ভারতের; আর ছোট- মার্কিনযুক্তরাষ্ট্রের
৩৪. প্রশ্নঃ বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না?
উত্তরঃ ১৪ বছরের নিচের শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না
৩৫. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানথেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’বাদ পরে কবে?
উত্তরঃ ১৯৭৮ সালে
৩৬. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে আবার‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’সংযোজন হয় কবে?
উত্তরঃ ২০১১ সালে
৩৭. প্রশ্নঃ ‘বাঙালি’-র বদলে ‘বাংলাদেশি’জাতীয়তাবাদ প্রবর্তন করা হয় কবে?
উত্তরঃ ১৯৭৬সালে
৩৮. প্রশ্নঃ সংবিধানে ‘বিসমিল্লাহিররাহমানীর রাহিম’ গৃহীত হয় কবে?
উত্তরঃ ১৯৭৭সাল
৩৯. প্রশ্নঃ যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি কত?
উত্তরঃ ৪৭।
৪০. প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ চতুর্থ।
৪১. প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উত্তরঃ তৃতীয় ভাগে।
৪২. প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
উত্তরঃ ১১৭।
৪৩. প্রশ্নঃ “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তরঃ ধারা ২৭।
৪৪. প্রশ্নঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তরঃ ১৫ তম।
৪৫. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭২।
৪৬. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উত্তরঃ ১২ অক্টোবর, ১৯৭২।
৪৭. প্রশ্নঃ গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উত্তরঃ ০৪ নভেম্বর,১৯৭২।
৪৮. প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।
৪৯. প্রশ্নঃ বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭২।
৫০. প্রশ্নঃ সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উত্তরঃ ৩৪ জন।
৫১. প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উত্তরঃ ২ টি। বাংলা ও ইংরেজি।
৫২. প্রশ্নঃ কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উত্তরঃ প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
৫৩. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উত্তরঃ ১১ টি।
৫৪. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উত্তরঃ ১৫৩ টি।
৫৫. প্রশ্নঃ বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উত্তরঃ আবদুর রাউফ।
৫৬. প্রশ্নঃ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উত্তরঃ প্রধান বিচারপতির নিয়োগ দান।
৫৭. প্রশ্নঃ রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উত্তরঃ কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
৫৮. প্রশ্নঃ একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উত্তরঃ ২ মেয়াদকাল।
GK বুস্টার
৫৯. প্রশ্নঃ কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উত্তরঃ রাষ্ট্রপতি।
৬০. প্রশ্নঃ জাতীয় সংসদের সভাপতি কে?
উত্তরঃ স্পিকার।
৬১. প্রশ্নঃ রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উত্তরঃ স্পিকারের উদ্দেশ্যে।
৬২. প্রশ্নঃ প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।
৬৩. প্রশ্নঃ এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।
৬৪. প্রশ্নঃ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উত্তরঃ ১২টি।
৬৫. প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উত্তরঃ সুপ্রীম কোর্ট।
৬৬. প্রশ্নঃ সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উত্তরঃ ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
৬৭. প্রশ্নঃ সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উত্তরঃ ৬৭ বছর পর্যন্তু।
৬৮. প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উত্তরঃ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
৬৯. প্রশ্নঃ কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উত্তরঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
৭০. প্রশ্নঃ কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উত্তরঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
৭১. প্রশ্নঃ কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উত্তরঃ ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
৭২. প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উত্তরঃ ১১ অনুচ্ছেদ।
৭৩. প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উত্তরঃ ১৪ অনুচ্ছেদ।
৭৪. প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উত্তরঃ ২২ অনুচ্ছেদ।
৭৫. প্রশ্নঃ “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ২৭ অনুচ্ছেদে।
৭৬. প্রশ্নঃ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
৭৭. প্রশ্নঃ গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
৭৮. প্রশ্নঃ জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
৭৯. প্রশ্নঃ চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
৮০. প্রশ্নঃ সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
৮১. প্রশ্নঃ সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
৮২. প্রশ্নঃ চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
৮৩. প্রশ্নঃ বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
৮৪. প্রশ্নঃ সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
৮৫. প্রশ্নঃ পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
৮৬. প্রশ্নঃ ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
৮৭. প্রশ্নঃ সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?
উত্তরঃ ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
৮৮. প্রশ্নঃ স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
উত্তরঃ ৭৪ অনুচ্ছেদ।
৮৯. প্রশ্নঃ ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উত্তরঃ ৭৭ অনুচ্ছেদে।
৯০. প্রশ্নঃ জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উত্তরঃ ১৯৮০ সালে।
৯১. প্রশ্নঃ বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
উত্তরঃ ১৭ বার
৯২. প্রশ্নঃ ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উত্তরঃ ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
৯৩. প্রশ্নঃ ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উত্তরঃ ১২ নভেম্বর, ১৯৯৬।
৯৪. প্রশ্নঃ বাংলাদেশের আইন সভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ।
৯৫. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
উত্তরঃ ১৯৬২ সালে।
৯৬. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তরঃ লুই আই কান।
৯৭. প্রশ্নঃ লুই আই কান কোন দেশের নাগরিক?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নাগরিক।
৯৮. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উত্তরঃ হ্যারি পাম ব্লুম।
৯৯. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?
উত্তরঃ ১৯৬৫ সালে।
১০০. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত?
উত্তরঃ ২১৫ একর।
১০১. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৮ জানুয়ারী, ১৯৮২।
১০২. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উত্তরঃ ৯ তলা।
১০৩. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উত্তরঃ ১৫৫ ফুট।
১০৪. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
উত্তরঃ শাপলা ফুল।
১০৫. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
১০৬. প্রশ্নঃ বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উত্তরঃ ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
১০৭. প্রশ্নঃ বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৫০ টি।
১০৮. প্রশ্নঃ বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?
উত্তরঃ ৩০০ টি।
১০৯. প্রশ্নঃ সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উত্তরঃ ৫০ টি।
১১০. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উত্তরঃ পঞ্চগড়-১।
১১১. প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উত্তরঃ বান্দরবান।
১১২. প্রশ্নঃ জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উত্তরঃ স্পিকারের ভোটকে।
১১৩. প্রশ্নঃ সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন?
উত্তরঃ ৬০ দিন।
১১৪. প্রশ্নঃ গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তরঃ যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
১১৫. প্রশ্নঃ সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
উত্তরঃ ৩০ দিন।
১১৬. প্রশ্নঃ সংসদ অধিবেশন কে আহবান করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১১৭. প্রশ্নঃ সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উত্তরঃ ৬০ জন।
১১৮. প্রশ্নঃ সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উত্তরঃ দুই-তৃতীয়াংশ।
১১৯. প্রশ্নঃ একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উত্তরঃ ৯০ কার্যদিবস।
১২০. প্রশ্নঃ গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উত্তরঃ শাহ আব্দুল হামিদ।
১২১. প্রশ্নঃ গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উত্তরঃ মোহাম্মদ উল্ল্যাহ।
১২২. প্রশ্নঃ এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উত্তরঃ ১৯৩৭ সালে।
১২৩. প্রশ্নঃ কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উত্তরঃ যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।/h2>
১২৪. প্রশ্নঃ বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
উত্তরঃ এডভোকেট আবদুল হামিদ।
১২৫. প্রশ্নঃ নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উত্তরঃ সুপ্রীম কোর্ট।
১২৬. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ বিচারপতি এম ইদ্রিস।
১২৭. প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ
১২৮. প্রশ্নঃ নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উত্তরঃ স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
১২৯. প্রশ্নঃ “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
উত্তরঃ ২৭ মার্চ, ১৯৯৬।
১৩০. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
১৩১. প্রশ্নঃ এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উত্তরঃ ২১তম।
১৩২. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ।
১৩৩. প্রশ্নঃ শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
উত্তরঃ ১৪ তম।
১৩৪. প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
উত্তরঃ ৩৫ বছর।
১৩৫. প্রশ্নঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উত্তরঃ ২৫ বছর।
১৩৬. প্রশ্নঃ জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে?
উত্তরঃ ২৫ বছর।

💊 শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন, কাজে লাগবে !!

25/10/2022

নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি ২০২২-২৩
সাধারণ জ্ঞান ..

☞ বাংলাদেশের প্রথম জেলা→ চট্টগ্রাম জেলা। জেলাটি ১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
☞ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর → চট্টগ্রাম সমুদ্র বন্দর।
☞ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়→ চট্টগ্রামকে।
☞ শীতলতম জেলা→ সিলেট জেলা।
☞ বাংলার লন্ডন বলা হয়→ সিলেট জেলা।
☞ বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী বলা হয়→ সিলেট জেলাকে।
☞ নীলচাষের ভিত্তিতে নামকণ→ নীলফামারী।
☞ প্রথম আর্সেনিক জেলা→ চাঁপাইনবাবগঞ্জ।
☞ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বলা হয়→ কক্সবাজার।
☞ উষ্ণতম জেলা→ রাজশাহী জেলা।
☞ বাংলার শিক্ষানগরী বলা হয়→ রাজশাহী জেলাকে।
☞ প্রথম নিরক্ষরভুক্ত জেলা→ মাগুরা।
☞ প্রথম পাকিস্তানি হানাদার মুক্ত জেলা→ যশোর।
☞ বাংলার ডিজিটাল নগরী বলা হয়→ যশোর জেলাকে।
☞ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র
প্রতিরোধ তোলা হয়→ গাজীপুর জেলা।
☞ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা বলা হয়→ ভোলাকে।
☞ দ্বীপের রাণী বলা হয়→ ভোলাকে।
☞ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম→ ভোলাকে।
☞ বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলার নাম→ বান্দরবান।
☞ বাংলাদেশের সর্ব পূর্বের জেলার নাম→বান্দরবান
☞ বাংলাদেশের সংসদীয় স্থায়ী কমটির সংখ্যা কত?
উত্তরঃ ১১ জন।
☞ মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর কোনটি?
উত্তরঃ বিভাগ।
☞ ঢাকা পূর্ব বাংলার রাজধানীর হয় কবে?
উত্তরঃ ১৯৪৭ সালে।
☞ দেশের সকল থানাকে উপজেলায় রূপান্তর করা হয় কবে?
উত্তরঃ ১৯৮৫ সালে।
☞ বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেন?
উত্তরঃ মহিষ।
☞ বঙ্গবন্ধুর সর্ববৃহৎ তর্জনী ভাস্কর্যের নাম কী?
উত্তরঃ মুক্তির ডাক।
☞ পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় হবে?
উত্তরঃ ২০১৫ সালের ১২ ডিসেম্বর।
☞ জাতীয় স্যানিটেশন মাস কবে?
উত্তরঃ অক্টোবর।
☞ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠিা হয় কবে?
উত্তরঃ ১৯৭৬ সালে।
☞ Northeast Bangladesh Economic Corridor গঠনের প্রস্তাবক কে?
উত্তরঃ এশীয় উন্নয়ন ব্যাংক।
☞ ADB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Asian Development Bank.
☞ADB এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মান্দালুইয়ং শহর।
☞ ADB এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ৬৮ টি দেশ।
☞ ADB কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর।
☞ বর্তমানে বাংলাদেশে জি আই (GI) সনদপ্রাপ্ত পণ্য কোনটি?
উত্তরঃ ৯ টি।
☞ GI এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Golbal Indication.
📌 শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন, কাজে লাগবে !!
#সংগৃহীত_পোষ্ট

25/10/2022

📌 'সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত' এক কথায় প্রকাশ?

হিমালয় পর্যন্ত
আসমুদ্রহিমাচল
আসমুদ্র পর্যন্ত
হিমাচল

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nursing Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram