Doc Seba

Doc Seba বাংলাদেশের সকল জেলার ডাক্তারদের যাবতীয় তথ্য অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এখান থেকে।

 #শিশুরোগ_বিশেষজ্ঞ_মাগুরা_ডকসেবা
12/08/2022

#শিশুরোগ_বিশেষজ্ঞ_মাগুরা_ডকসেবা

09/08/2022



চিকিৎসা নিন সঠিক সময়ডাক্তার খুঁজে ডকসেবায়।।
09/08/2022

চিকিৎসা নিন সঠিক সময়
ডাক্তার খুঁজে ডকসেবায়।।

09/08/2022
09/08/2022

একটা অসুস্থ ফ্রেন্ডকে আজকে রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসি। ডাক্তারেরা চেকআপ করার পর দুটি মেডি...
01/06/2022

একটা অসুস্থ ফ্রেন্ডকে আজকে রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসি। ডাক্তারেরা চেকআপ করার পর দুটি মেডিকেল টেস্ট করতে দেয়। ততক্ষণে রাত সাড়ে দশটা বেজে গেছে। সিবিসি টেস্টটি মেডিকেল কলেজে করা গেলেও রাত বেশি হওয়ায় আল্ট্রাসনোগ্রাফি করা সম্ভব হবে না বলে জানান সেখানকার দায়িত্বরত কর্মীরা। আল্ট্রাসনোগ্রাফি করার জন্য বাইরে এসে ডায়াগনিস্টিক সেন্টারের খোঁজ করতে লাগলাম। প্রথম দুটিতে রাত বেশি হওয়ায় করা যাবে না বলে জানায়। পরেরটিতে দুইটা টেস্টের জন্য ১৪০০ টাকা চাই। এর পরেরটিতে দুইটা টেস্টের জন্য ১২০০ টাকা চাই।
সেখানে আল্ট্রাসনোগ্রাফি করানোর জন্য ২০ মিনিট অপেক্ষা করার পর তারা জানায় যে ডাক্তার নাকি এখন‌ আস্তে পারবে না। আবার নতুন করে খোঁজার পালা শুরু। অনেক খুঁজে শেষে অন্য একটি ডায়াগনিস্টিক সেন্টারে গিয়ে ১৩০০ টাকায় দুটি টেস্ট সম্পন্ন করলাম।

এই মুহূর্তে যদি আমার কাছে এই লোকেশনের সকল ডায়াগনিস্টিক সেন্টারের তথ্য থাকত তাহলে কাজটি আমার জন্য কতটা সহজ-ই না হত! কোথায় সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো সার্ভিসটি পাওয়া যাবে তা পাঁচ মিনিটের মধ্যেই বের করে ফেলতে পারতাম।


রোগীদের চোখে মুখে বিরক্তির ছাপ। প্রায় সবাই-ই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে তার সিরিয়াল আসার জন্য। অথচ যারা শুধুমাত্র ডা...
21/05/2022

রোগীদের চোখে মুখে বিরক্তির ছাপ। প্রায় সবাই-ই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে তার সিরিয়াল আসার জন্য। অথচ যারা শুধুমাত্র ডাক্তারের সাথে কনসাল্ট করতে এসেছে তাদের কাজ মাত্র দুই থেকে পাঁচ মিনিটের। অনেকে আবার দূরদূরান্ত থেকে সিরিয়াল নিতে এসে সিরিয়াল পূর্ণ হয়ে যাওয়ায় হতাশ হয়ে বাসায় ফিরছে।

ডকসেবা ব্যবহারের মাধ্যমে আপনি সিরিয়াল গ্রহণের সকল কার্যাবলী ঘরে বসে সম্পন্ন করতে পারবেন এবং সিরিয়াল আসার কিছুক্ষণ আগে ফিজিক্যালি গিয়ে ডাক্তার দেখিয়ে আসতে পারবেন


docseba.com

পদ্মা সেতুর মাধ্যমে এখন দেশের দক্ষিণ-পশ্চিম বঙ্গের লোকেরা সহজেই ফিজিক্যালি গিয়ে ঢাকার যেকোন ডাক্তারের সেবা গ্রহণ করতে প...
19/05/2022

পদ্মা সেতুর মাধ্যমে এখন দেশের দক্ষিণ-পশ্চিম বঙ্গের লোকেরা সহজেই ফিজিক্যালি গিয়ে ঢাকার যেকোন ডাক্তারের সেবা গ্রহণ করতে পারবে।

চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য = docseba.com


মাগুরা জেলার ডাক্তারদের যাবতীয় তথ্য অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এখান থেকে।
21/03/2022

মাগুরা জেলার ডাক্তারদের যাবতীয় তথ্য অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এখান থেকে।

বাংলাদেশের সকল জেলার ডাক্তারদের যাবত

Address

66/2, New Palton Road, New Market
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Doc Seba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doc Seba:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram