Qurani Noor Online Academy

Qurani Noor Online Academy আমাদের লক্ষ্য:
✨ কুরআনের সঠিক শিক্ষা সবার কাছে পৌঁছে দেওয়া
✨ শিশুদের দ্বীনি শিক্ষা ও চরিত্র গঠন
(1)

 #📖 ঘরে বসেই সন্তানকে কুরআন শিক্ষা দিন!ব্যস্ততার কারণে সন্তানকে কুরআন শেখাতে পারছেন না❓আর বাসায় আলাদা টিচার রাখাও সম্ভব ...
09/10/2025

#📖 ঘরে বসেই সন্তানকে কুরআন শিক্ষা দিন!
ব্যস্ততার কারণে সন্তানকে কুরআন শেখাতে পারছেন না❓
আর বাসায় আলাদা টিচার রাখাও সম্ভব হয়ে উঠছে না❓

🕌 এখন সমাধান একদম হাতের মুঠোয়!
কুরআনি নূর অনলাইন একাডেমী এনেছে অনলাইনে ইসলামী শিক্ষার বিশ্বস্ত পরিবেশ।

🎓আপনার সন্তান বা আপনি আমাদের একাডেমিতে যেসব বিষয় শিখবে:

✅ নূরানী কায়দা – একদম শুরু থেকে ধাপে ধাপে
✅ আপ পারা- তারতিলের সাথে তেলাওয়াত
✅ কুরআন শরীফ (নাজেরা) তিলাওয়াত
✅ ১০টি গুরুত্বপূর্ণ সূরা – মুখস্থ ও তাজউইদ সহ
✅ নামাজ ও দৈনন্দিন দুআসমূহ – বুঝে ও মুখস্থ

"সপ্তাহে ৩টি/৫ টি ক্লাস"
আপনি বা আপনার সন্তানের সুবিধামত দিন ও সময়ে ক্লাস করাতে পারবেন।
(প্রতিটি ক্লাস ৩০ মিনিট করে)
পুরুষ/মহিলা/ বাচ্চা সবাই শিখতে পারবে
যোগাযোগ করুন: 01753-375395

🏫আপনার ফ্রি সময়ে-অনলাইনে-ঘরে বসে, স্বল্প হাদিয়াতে কুরআন-হাদীস-দোয়া-নামাজ শিখুন অনায়াসে, এখনই সেরা সুযোগ।আমাদের একাডেমির ...
03/10/2025

🏫আপনার ফ্রি সময়ে-অনলাইনে-ঘরে বসে, স্বল্প হাদিয়াতে কুরআন-হাদীস-দোয়া-নামাজ শিখুন অনায়াসে, এখনই সেরা সুযোগ।

আমাদের একাডেমির বৈষিষ্টঃ
🔹 তাজবিদসহ কুরআন শিক্ষা
🔹 দোয়া-মাসায়েল শিক্ষা
🔹 সঠিক নিয়মে নামাজ শিক্ষা
🔹 গুরুত্বপূর্ণ সূরা মুখস্ত
🔹 একক শিক্ষার্থী ক্লাস (১-টু-১)
🔹 শিশুদের জন্য বিশেষ যত্ন
🔹 বোনদের জন্য আলাদা শিক্ষিকা
🔹 শিক্ষার্থীর সুবিধামতো সময় নির্ধারণ
🔹 বিকল্প ক্লাসের সুব্যবস্থা
🔹 আজীবন শেখার সুযোগ

ক্লাসের পদ্ধতি
✅ সপ্তাহে ৩/৬ দিন ক্লাস
✅ প্রতিটি ক্লাস 45 মিনিট
✅ গুগল মিট বা জুমের মাধ্যমে লাইভ ক্লাস
✅ স্ক্রিন শেয়ার করে সরাসরি পড়ানো
✅ প্রফেশনাল সিলেবাস অনুসারে পাঠ
✅ মাসিক শিক্ষা সেমিনার
✅ মাসিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ

🎁 ফ্রি ট্রায়াল ক্লাসের ব্যবস্থা!
✅ আপনার সন্তানকে বা নিজেকে যুক্ত করুন সুন্দর ও সহজ পদ্ধতির কুরআন শিক্ষায়।

👉 ক্লাস বুক করতে বা বিস্তারিত জানতে কল করুন এখনই!
📞 01753-375395


#ঘরেবসেইশিক্ষা


কুরআন শেখা ফরজ।তবে শুধু কুরআন শেখা ফরজ নয়,বরং সঠিক উচ্চারণ ও নিয়ম মেনে শেখা ফরজ। অনেকই আছেন, যারা ছোটবেলায় কুরআন পড়েছেন,...
22/09/2025

কুরআন শেখা ফরজ।
তবে শুধু কুরআন শেখা ফরজ নয়,
বরং সঠিক উচ্চারণ ও নিয়ম মেনে শেখা ফরজ।
অনেকই আছেন, যারা ছোটবেলায় কুরআন পড়েছেন,
কিন্তু তাজউইদ জানেন না,
ফলে নামাজ ও ইবাদতে ভুল হচ্ছে,
দোয়া কবুল হচ্ছে না।
নবী করীম ﷺ কুরআন অত্যন্ত সুন্দরভাবে
তাজউইদসহ পাঠ করতেন।
তাঁর সুন্নাহ অনুসরণ করতে হলে
আমাদেরও তাজউইদ শেখা জরুরি।
কিন্তু বয়স ও পরিবেশের সীমাবদ্ধতায় অনেকে
আর প্রতিষ্ঠানেও যেতে পারছেন না।

এই সমস্যার চমৎকার সমাধান নিয়ে এসেছে
Qurani Noor Online Academy
কুরআন ফর এল্ডার্স ডিপার্টমেন্টের
বহুল প্রতীক্ষিত বেসিক তাজউইদ কোর্স।
প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত 👇

14/09/2025
12/09/2025

আপনি যদি অনলাইন বিজনেস করেন বা করার প্ল্যান করেন, তাহলে “Sales Funnel” শব্দটা হয়তো শুনেছেন। আবার অনেকেই হয়তো ভাবছেন “এই জ....

🔷🔷 অনলাইন বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্স 🔷🔷----------------------------------------------------------------------আপনি বা আপন...
05/09/2025

🔷🔷 অনলাইন বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্স 🔷🔷
----------------------------------------------------------------------
আপনি বা আপনার সন্তান কি বিশুদ্ধভাবে কুরআন পড়তে জানেন?
সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন?

আমরা Qurani Noor Online Academy , এর পক্ষ থেকে এক অভিনব পদ্ধতিতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া বা বিভিন্ন পেশাজীবি আগ্রহী ভাইদের বিশুদ্ধভাবে কুরআন পড়া ও প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান শিক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ।

যা যা পড়ানো হয়:
✅ কায়দা থেকে কুরআন শিক্ষা।
✅ তাজভীদ সহ কুরআন শিক্ষা।
✅ নামাজের জন্য ১৫+ সূরা মুখস্থ করানো।
✅ অর্থসহ কালিমা শিক্ষা।
✅ পবিত্রতার মাসআলা।
✅ নামাজের মাসআলা।
✅ নামাজের প্রয়োজনীয় দোয়া মুখস্থ।
✅ প্রাকটিক্যাল নামাজ শিক্ষা।
✅ ইসলামিক ম্যানার্স বা উত্তম আখলাক।
✅ দৈনন্দিন প্রয়োজনীয় দোয়া ও আমল শিক্ষা।
✅ রোজা, হজ, যাকাতসহ ইসলামের মৌলিক বিষয়াবলির শিক্ষা।

ক্লাস সংক্রান্ত তথ্য:
✅ Google meet অ্যাপের মাধ্যমে সরাসরি ক্লাস।
✅ সপ্তাহে ৩/৫ দিন ক্লাস ।
✅ যে কোন প্রশ্ন সরাসরি জিজ্ঞাসা করে জেনে নেওয়ার সূবর্ণ সুযোগ।
✅ সার্বক্ষণিক গ্রুপ সাপোর্ট।
✅ অনুশীলনের জন্য লেকচার শিট ও ভয়েস রেকর্ড সরবরাহ।

আপনি কুরআন ও দ্বীনি শিক্ষায় দক্ষ হয়ে গড়ে উঠার জন্য আজই Qurani Noor Online Academy. তে যোগাযোগ করে ভর্তি হয়ে যান।
☎️ 01753-375395

🕛🕛 ক্লাসের সময় : আপনার সুবিধা মত সময়ে

আরো বিস্তারিত জানতে কল করুন :
☎️ 01753-375395

আলহামদুলিল্লাহ 🌸কোরআন শেখা একজন মুসলমানের জন্য শুধু কর্তব্যই নয় বরং এটি দুনিয়া ও আখেরাতের সফলতার চাবিকাঠি।কোরআন কেন শিখব...
04/09/2025

আলহামদুলিল্লাহ 🌸
কোরআন শেখা একজন মুসলমানের জন্য শুধু কর্তব্যই নয় বরং এটি দুনিয়া ও আখেরাতের সফলতার চাবিকাঠি।

কোরআন কেন শিখবেন?

1. আল্লাহর বাণী জানার জন্য – কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত চূড়ান্ত গ্রন্থ, যা মানব জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।
2. সঠিক ইবাদতের জন্য – নামাজ, দোয়া, আখলাক—সবকিছুর মূল উৎস কোরআন। সঠিকভাবে ইবাদত করতে হলে কোরআন শেখা জরুরি।
3. সওয়াব ও বরকতের জন্য – হাদিসে এসেছে, কোরআনের একটি অক্ষর পড়লে দশটি নেকি লেখা হয়।
4. আখেরাতের মুক্তির জন্য – কিয়ামতের দিন কোরআন পাঠক ও হাফেজদের জন্য সুপারিশ করবে।
5. আত্মার শান্তির জন্য – কোরআন তিলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে, দুঃখ-কষ্ট দূর হয়।
6. সন্তানদের সঠিক পথে চালানোর জন্য – নিজে শিখলে পরিবারকে শিখানো যায়, প্রজন্ম আল্লাহর পথে থাকে।
7. ভুল-ভ্রান্তি থেকে বাঁচতে – কোরআন মানুষকে হালাল-হারাম শেখায়, সঠিক ও ভুলের পার্থক্য বুঝায়।
8. সর্বোত্তম মানুষ হওয়ার জন্য – রাসূল ﷺ বলেছেন:
> “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়।” (বুখারী)

👉 তাই কোরআন শেখা মানে হলো আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা, দুনিয়া ও আখেরাতকে সুন্দর করা।

03/09/2025
🔷🔷 অনলাইন বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্স 🔷🔷----------------------------------------------------------------------আপনি বা আপন...
03/09/2025

🔷🔷 অনলাইন বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্স 🔷🔷
----------------------------------------------------------------------
আপনি বা আপনার সন্তান কি বিশুদ্ধভাবে কুরআন পড়তে জানেন?
সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন?

আমরা Qurani Noor Online Academy , এর পক্ষ থেকে এক অভিনব পদ্ধতিতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া বা বিভিন্ন পেশাজীবি আগ্রহী ভাইদের বিশুদ্ধভাবে কুরআন পড়া ও প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান শিক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ।

যা যা পড়ানো হয়:
✅ কায়দা থেকে কুরআন শিক্ষা।
✅ তাজভীদ সহ কুরআন শিক্ষা।
✅ নামাজের জন্য ১৫+ সূরা মুখস্থ করানো।
✅ অর্থসহ কালিমা শিক্ষা।
✅ পবিত্রতার মাসআলা।
✅ নামাজের মাসআলা।
✅ নামাজের প্রয়োজনীয় দোয়া মুখস্থ।
✅ প্রাকটিক্যাল নামাজ শিক্ষা।
✅ ইসলামিক ম্যানার্স বা উত্তম আখলাক।
✅ দৈনন্দিন প্রয়োজনীয় দোয়া ও আমল শিক্ষা।
✅ রোজা, হজ, যাকাতসহ ইসলামের মৌলিক বিষয়াবলির শিক্ষা।

ক্লাস সংক্রান্ত তথ্য:
✅ Google meet অ্যাপের মাধ্যমে সরাসরি ক্লাস।
✅ সপ্তাহে ৩/৫ দিন ক্লাস ।
✅ যে কোন প্রশ্ন সরাসরি জিজ্ঞাসা করে জেনে নেওয়ার সূবর্ণ সুযোগ।
✅ সার্বক্ষণিক গ্রুপ সাপোর্ট।
✅ অনুশীলনের জন্য লেকচার শিট ও ভয়েস রেকর্ড সরবরাহ।

আপনি কুরআন ও দ্বীনি শিক্ষায় দক্ষ হয়ে গড়ে উঠার জন্য আজই Qurani Noor Online Academy. তে যোগাযোগ করে ভর্তি হয়ে যান।
☎️ 01753-375395

🕛🕛 ক্লাসের সময় : আপনার সুবিধা মত সময়ে

আরো বিস্তারিত জানতে কল করুন :
☎️ 01753375395

📖✨ কোরআন শিক্ষা – জীবনের প্রকৃত আলো ✨📖আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,কোরআন শুধু একটি গ্রন্থ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থ...
02/09/2025

📖✨ কোরআন শিক্ষা – জীবনের প্রকৃত আলো ✨📖

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

কোরআন শুধু একটি গ্রন্থ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ হেদায়েত। 🌙
যে ব্যক্তি কোরআন শিখে ও তা অনুযায়ী আমল করে, তার জীবন আলোকিত হয়, অন্তর প্রশান্ত হয়, আর আখিরাত সুন্দর হয়।

🌿 হাদিসে এসেছে:
“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।” (বুখারি)

👉 আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, কিন্তু কোরআন শিক্ষা ছাড়া আমাদের জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়।
👉 সন্তানদের সুন্দর চরিত্র ও সঠিক দিশা দিতে হলে তাদেরকে কোরআনের আলোয় আলোকিত করা জরুরি।

✨ আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি—

প্রতিদিন অন্তত কিছুটা সময় কোরআন শিক্ষায় ব্যয় করব।

নিজে শিখব, পরিবারকেও শেখাব।

আল্লাহর কিতাবকে আমাদের জীবনের দিশারি বানাব।

🕌 কোরআন শিক্ষা হলো দুনিয়া ও আখিরাতের সেরা বিনিয়োগ।
আজই শুরু করুন, কারণ শুরু করার জন্য কাল নয়—আজই শ্রেষ্ঠ সময়।

আলহামদুলিল্লাহ আগামী ১৮ই ফেব্রুয়ারী শনিবার লাইলাতুল মেরাজ🖊️বুরাক কেমন  কিছু কথা ‘বুরাক’ নামক ক্ষিপ্রগতির একটি সওয়ারী আনা...
01/09/2025

আলহামদুলিল্লাহ আগামী ১৮ই ফেব্রুয়ারী শনিবার লাইলাতুল মেরাজ
🖊️বুরাক কেমন কিছু কথা
‘বুরাক’ নামক ক্ষিপ্রগতির একটি সওয়ারী আনা হল, যা ছিল গাধার চেয়ে বড় ও খচ্চরের চেয়ে ছোট এবং দীর্ঘদেহী। রং ছিল শুভ্র। এমনই ক্ষিপ্র ছিল তার চলার গতি যে, দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়ত তার পায়ের খুর। তার পিঠের উপর জিন আঁটা ছিল, মুখে ছিল লাগাম। নবীজী রেকাবে পা রাখবেন এমন সময় ‘বুরাক’ ঔদ্ধত্য দেখাল। জিবরীল তাকে থামিয়ে বললেন, হে বুরাক! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঔদ্ধত্য প্রকাশ করছ? তুমি কি জান, আল্লাহ্র কাছে তার চেয়ে মহান ও প্রিয়তম কোনো ব্যক্তি কখনও তোমার উপর সওয়ার হয়নি। একথা শুনতেই বুরাক ঘর্মাক্ত হয়ে গেল।
১🖋️অতঃপর নবীজী বুরাকে আরোহণ করলেন। মুহূর্তেই এসে উপস্থিত হলেন জেরুজালেম নগরীর বায়তুল মাকদিসে। জিবরীল একটি পাথর ছিদ্র করে বুরাককে বেঁধে রাখলেন।
২🖊️এটা সেই বৃত্ত, যেখানে নবীগণও নিজেদের বাহন বেঁধে রাখতেন।
৩🖋️ বায়তুল মাকদিসে ঢুকে তিনি দেখেন, হযরত মূসা আ. নামাযরত আছেন। তিনি ছিলেন ছিপছিপে ও দীর্ঘ দেহের অধিকারী। তাঁর চুল ছিল কোঁকড়ানো, যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত। দেখে মনে হবে যেন ‘ শানওয়া’ গোত্রেরই একজন লোক। হযরত ঈসা আ.-কেও দ-ায়মান হয়ে নামায পড়তে দেখা গেল। তিনি ছিলেন মাঝারি গড়নের, সাদা ও লাল রং বিশিষ্ট। তাঁর চুল ছিল সোজা ও চাকচিক্যময়। তাঁর আকার-আকৃতি সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফী রা.-এর সাথে অধিক মেলে। হযরত ইব্রাহীম আ.-কেও নামাযরত অবস্থায় দৃষ্টিগোচর হল। নবীজী বলেন, তাঁর দেহাবয়ব আমার সাথে অধিক সামঞ্জ্যশীল।
৪🖊️ইতিমধ্যে জামাত প্রস্তুত হল। তিনি দু’রাকাত নামায আদায় করলেন। সকল নবী-রাসূলগণ নবীজীর পিছনে ইক্তেদা করলেন। ওখান থেকে বের হয়েই দেখলেন, জিবরীল আ.-এর হাতে দুটি সুদৃশ্য পাত্র। একটি শরাবের, অপরটি দুধের । পাত্রদুটি পেশ করা হলে নবীজী দুধেরটিকেই বেছে নিলেন। এতদ্দর্শনে জিবরীল আ. তাঁকে বললেন, আপনি ও আপনার উম্মত স্বভাবজাত ফিত্রাতকেই বেছে নিয়েছেন। আপনি যদি শরাব পছন্দ করতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত।
৫🖊️এরপর শুরু হল ঊর্ধ্বজগতের সফর। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরই ছিলেন। একে একে প্রতি আকাশের দ্বার তাঁর জন্য উন্মুক্ত করে দেওয়া হল। প্রথমে দুনিয়ার দৃশ্যমান আসমানে এসে জিবরীল আ. দ্বার উন্মুক্ত করতে অনুরোধ করেন। অপর প্রান্ত হতে প্রশ্ন হয়, কে আপনি? তিনি বললেন, আমি জিবরীল।

প্রশ্ন করা হয়, কে আছেন আপনার সাথে? বললেন, মুহাম্মাদ।

প্রশ্ন হয়, আপনি কি তাঁর কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হাঁ

অতঃপর প্রথম আসমানের দ্বার খুলে দেওয়া হয়। তাঁরা এর উপরে উঠে আসেন। নবীজী বলেন, ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম, যার ডানদিকে রূহের একটি ঝাঁক দেখা গেল, বামদিকেও তেমনি একটি ঝাঁক।

ওই ব্যক্তি ডানদিকে তাকালে হাসেন আর বামদিকে তাকালে ক্রন্দন করেন। তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন, মারহাবা হে মহান পুত্র! মারহাবা হে মহান নবী!!

নবীজী জিবরীলকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? তিনি বললেন, তিনি আদম আ.। তাঁর ডান ও বামদিকে যাদের দেখলেন তারা তাঁর আওলাদ। ডানদিকে যারা তারা জান্নাতী; আর বামদিকে যারা, তারা দোযখী। আর তাই তিনি ডানদিকে তাকিয়ে হাসেন এবং বামদিকে তাকিয়ে কাঁদেন।
৬🖊️এরপর জিবরীল আ. নবীজীকে নিয়ে দ্বিতীয় আকাশের পানে ছুটলেন। সেখানেও দ্বার উন্মুক্ত করতে বলা হলে জিজ্ঞাসা করা হল, কে? তিনি জবাব দিলেন, জিবরীল। প্রশ্ন করা হল, আপনার সঙ্গে কে? তিনি উত্তর দিলেন, মুহাম্মাদ। আবার প্রশ্ন হল, তিনি কি আহূত হয়েছেন? তিনি বললেন, হাঁ, তাঁকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি। দ্বার উন্মুক্ত করা হলে সেখানে দু’খালাত ভাই অর্থাৎ হযরত ঈসা আ. ও ইয়াহইয়া ইবনে যাকারিয়া আ.-এর সাথে সাক্ষাৎ হল। তাঁরা উভয়ই নবীজীকে মারহাবা বলে দুআ করলেন। এরপর জিবরীল তাঁকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতো প্রশ্নোত্তর পর্বের পর দ্বার উন্মুক্ত হলে সেখানে হযরত ইউসুফ আ.-এর সাথে মুলাকাত হল। আল্লাহ তাআলা তাঁকে গোটা রূপ-সৌন্দর্যের অর্ধেকটাই দান করেছিলেন। তিনিও নবীজীকে মারহাবা বলে উষ্ণ অভিবাদন জ্ঞাপন করলেন।

একই পদ্ধতিতে চতুর্থ আকাশে পৌঁছালে সেখানে হযরত ইদরীস আ.-এর সাথেও শুভেচ্ছা বিনিময় হল। নবীজী বলেন, আমরা যখন সেখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম, তখন হযরত মূসা আ. ক্রন্দন করতে লাগলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে। তদুপরি তাঁর উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে। একথা ভেবেই আমি কাঁদছি। সেখান থেকে নবীজীকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হযরত ইব্রাহীম আ.-কে দেখলেন, তিনি বায়তুল মা‘মুরে ঠেস দিয়ে উপবিষ্ট। বায়তুল মা‘মুর সেই স্থান যেখানে প্রত্যহ এমন সত্তর হাজার ফেরেশতা ইবাদত করার জন্য প্রবেশ করে, যাদের পালা এরপর আর কখনও আসে না।

হযরত ইব্রাহীম আ.ও নবীজীকে দেখে অভ্যর্থনা জানালেন। অতঃপর তিনি নবীজীকে উদ্দেশ্য করে বললেন, মুহাম্মাদ! আপনার উম্মতকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে, জান্নাতের মাটি পবিত্র, এর পানি সুমিষ্ট। জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল। এর বৃক্ষ হচ্ছে-

سبحان الله والحمد لله ولا إله إلا الله، الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلى العظيم. ৭

৭🖋️অতঃপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘সিদরাতুল মুনতাহা’ পর্যন্ত নিয়ে যাওয়া হল। পৃথিবী থেকে যেসকল বস্তু অথবা রূহ উপরে আরোহণ করে, সেগুলো এখানে পৌঁছে থেমে যায়। তদ্রƒপ ঊর্ধ্বজগৎ থেকে নিম্নে আগমনকারী সব কিছু এখানে এসে থেমে যায়। নবীজী বলেন, সিদরাতুল মুনতাহার পাতা ছিল হাতির কানের মতো, আর ফল ছিল বড় মটকার মতো। আল্লাহ তাআলার নির্দেশ যখন বৃক্ষটিকে ঘিরে নিল, তখন সে এক অপরূপ সাজে সজ্জিত হল। কোনো মানুষের সাধ্য নেই সে সৌন্দর্য বর্ণনা করার। নবীজী বলেন, সিদরাতুল মুনতাহা পেরিয়ে এত ঊর্ধ্বে পৌঁছে যাই, যেখান থেকে আমি আল্লাহ্র হুকুম-আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেশতাদের ‘কলমের’ আওয়াজ শুনতে পেলাম।

অতঃপর, আল্লাহ নবীজীকে যা দিবার ছিল তা দিলেন। তিনি দিনরাত্রিতে পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করলেন। ফিরে আসতে হযরত মূসা আ.-এর সাথে সাক্ষাৎ হলে তিনি নবীজীকে জিজ্ঞাসা করলেন, আপনার রব আপনার উম্মতের উপর কী ফরয করেছেন? নবীজী বললেন, পঞ্চাশ ওয়াক্ত নামায। তিনি বললেন, আপনি মহান রবের কাছে ফিরে যান এবং আরও হ্রাস করার আবেদন করুন। এতটুকু পালনের সাধ্য আপনার উম্মতের নেই। আমি তো বনী ইসরাঈলকে এর চেয়ে অনেক কম ফরয দিয়ে খুব পরীক্ষা করে দেখেছি। নবীজী ফের মহান রবের কাছে ফিরে গেলেন এবং বললেন, রাব্বুল আলামীন! আমার উম্মতের জন্য নামায আরও হ্রাস করুন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামায কমিয়ে দিলেন। ফিরে আসার সময় পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাযের কথা হযরত মূসা আ.-কে জানালে তিনি বললেন, আপনার উম্মতের এতটুকু পালন করার সামর্থ্য নেই। অতএব আরও হ্রাস করার আবেদন করুন। নবীজী বললেন, আমি এমনিভাবে বারবার আপন রব ও মূসা আ.-এর কাছে আসা-যাওয়া করতে থাকলাম। আর প্রতিবারই পাঁচ-পাঁচ করে কমতে থাকল। অবশেষে আল্লাহ পাক ইরশাদ করলেন, মুহাম্মাদ! দিবা-রাত্রির মধ্যে পাঁচ ওয়াক্ত নামাযই মাত্র। প্রত্যেক নামাযের জন্য দশ নামাযের সওয়াব, ফলে সেই পঞ্চাশ নামাযই হয়ে যাবে। যে ব্যক্তি সৎকাজের ইচ্ছা করবে, এরপর তা আমলে পরিণত করবে না, তার জন্যও একটি নেকী লেখা হবে। আর যে ইচ্ছা করার পর আমলেও পরিণত করবে, সে দশটি নেকী পাবে। পক্ষান্তরে যে ব্যক্তি মন্দ কর্মের কেবল ইচ্ছা করে, আমলে পরিণত করে না, তার কোনো গুনাহ লেখা হবে না। আর যদি আমলেও পরিণত করে তবে একটি মাত্র গুনাহ লিপিবদ্ধ হবে।

নবীজী বলেন, এরপর আমি নেমে এসে হযরত মূসা আ.-এর কাছে গেলাম। তাঁকে সবকিছু অবগত করলে তিনি বললেন, আপনার রবের কাছে গিয়ে আরও হ্রাস করার আবেদন করুন। আমি বললাম, মহান প্রভুর কাছে অনেকবার গিয়েছি, আবেদন করেছি। এখন আমার লজ্জা হচ্ছে। অবশেষে জান্নাত, জাহান্নাম ও সপ্তাকাশের দীর্ঘ সফর করে মহান মাওলার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়ে নবীজী ফিরে এলেন মক্কায়। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পবিত্র রজনীতে মুসলমানদের জন্য তিনটি বিষয় হাদিয়াস্বরূপ নিয়ে এসেছিলেন। পাঁচ ওয়াক্ত নামায, সূরা বাকারার শেষ আয়াতসমূহ এবং পুরো উম্মতের মধ্যে শিরক থেকে আতœরক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য মাগফিরাত ও ক্ষমার ঘোষণা। এ ছিল উম্মতে মুহাম্মাদীর জন্য মিরাজের পুরস্কার।
৮🖊️ এ ছিল মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সংক্ষিপ্ত চিত্র। এর মাঝে জান্নাত ও জাহান্নামসহ বৈচিত্র্যময় সৃষ্টির অনেক কিছুই প্রত্যক্ষ করেছেন নবীজী।৯ বিভিন্ন বিক্ষিপ্ত বর্ণনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিচিত্র ঘটনাবলি থেকে নির্ভরযোগ্য ঘটনা উল্লেখ করলে বিবরণ পূর্ণতা পাবে বলে মনে হয়। যেমন

১ 🖋️এ রাতে নবীজী জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজীকে সালাম ও অভ্যর্থনা জানান।১০

২🖋️তিনি দাজ্জালকেও দেখেছিলেন।১১

৩🖋️এমন এক দল লোকের পাশ দিয়ে নবীজী গমন করেছিলেন, যাদের নখ ছিল তামার। এই নখ দ্বারা তারা স্বীয় মুখম-ল ও বক্ষ আচঁড়াচ্ছিল। এদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জিবরীল নবীজীকে জানালেন, এরা সেই লোক, যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত। অর্থাৎ একে অপরের গীবত ও মানহানি করত। অন্য এক বর্ণনা দ্বারা জানা যায়, বরং দুনিয়াতে গীবতকারী এসব লোকদেরকে মৃত ভক্ষণ করতে দেখেছিলেন নবীজী।১২

৪।🖋️ এই মহান রাতে নবীজী এমন কিছু লোককে দেখতে পেয়েছিলেন, যাদের ঠোঁট কাঁচি দিয়ে কাটা হচ্ছিল, ঠোঁট কাটা মাত্র তা পুনরায় জোড়া লেগে পূর্ববৎ হয়ে যেত। এদের স¤পর্কে প্রশ্ন করলে জিবরীল নবীজীকে উত্তর দিলেন, এরা এমন বিষয়ে বক্তৃতা ও ওয়ায করত, যা তারা নিজেরা আমল করত না।১৩

৫।🖊️ শবে মেরাজে নবীজী এমন লোকদের দেখলেন, যাদের পেট ছিল এক একটি গৃহের মতো। পেটের ভেতরটা ভর্তি ছিল সর্পে, যা বাইরে থেকেই দৃষ্টিগোচর হচ্ছিল। প্রশ্ন করা হলে জিবরীল জানালেন, এরা সুদখোর।১৪

৬।🖊️ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার সৌভাগ্যও লাভ করেছিলেন।১৫

৭।🖊️ মোতি জমরদের প্রাসাদে ঘেরা একটি নহর দেখতে পেলেন, যার পানি ছিল মেশক-এর চেয়ে বেশি সুগন্ধিময়। এটা কী- নবীজী জানতে চাইলে জিবরীল আ. বললেন, এর নাম ‘কাওসার’, যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত করে রেখেছেন।

৮।🖊️ মহানবী চারটি নদীও দেখেছিলেন। এর মধ্যে দু’টি জাহেরী আর দু’টি বাতেনী। বাতেনী দু’টি জান্নাতে প্রবাহিত আর জাহেরী দু’টি হচ্ছে নীল ও ফোরাত।

৯।🖊️ নবীজী জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? জিবরীল বললেন, মুয়াযযিন বেলালের কণ্ঠ। মিরাজ থেকে ফিরে নবীজী সাহাবায়ে কেরামের উদ্দেশে বললেন, বেলাল সাফল্য অর্জন করেছে, আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি।

১০। 🖋️শবে মিরাজে নবীজী এক পবিত্র খোশবুর কাছ দিয়ে গেলেন। তিনি সুধালেন, এটা কীসের খোশবু? ফেরেশতারা বলল, এটা ফেরাউন-তনয়ার কেশ বিন্যাসকারিনী ও তার সন্তানদের খোশবু। কোনো একদিন চুল আচঁড়াতে গিয়ে তার হাত থেকে চিরুনী পড়ে গেলে সে বিসমিল্লাহ বলেছিল। ফেরাউন-তনয়া বলল আমার পিতা? মহিলা বলল, আমার রব তিনি, যিনি আপনার ও আপনার পিতার প্রতিপালক। ফেরাউন-তনয়া বলল, আমার পিতা ছাড়া কি তোমার অন্য কোনো রবও আছে? মহিলা বলল, হাঁ। এ খবর ফেরাউনের কানে গেলে সে মহিলাকে ডেকে বলল, আমি ছাড়া তোর আরও রব আছে? সে বলল, হাঁ, আমার ও আপনার প্রতিপালক তো মহান আল্লাহ তাআলা। শুনে অগ্নিশর্মা হয়ে ফিরাউন তামায় নির্মিত একটি বড় পাত্রে তেল ভরে খুব গরম করার আদেশ দিল। ওই মহিলা ও তার সন্তানদের এতে নিক্ষেপের হুকুম হল। ফিরাউনের লোকেরা এক এক করে সবাইকে তাতে নিক্ষেপ করতে লাগল। সবার শেষে মায়ের কোলে থাকা নিষ্পাপ শিশুটির পালা এল। ছোট্ট শিশু মুখ ফুটে মাকে অভয় দিল। বলে উঠল, মা নেমে পড়ো, পিছপা হয়ো না। আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব তো অতি তুচ্ছ।১৭

১১। 🖊️বিভিন্ন বর্ণনা দ্বারা জানা যায়, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মাকদিসে যাওয়া বা আসার পথে মক্কার কুরাইশদের বাণিজ্য কাফেলাও দেখতে পেয়েছিলেন।১৮

শবে মিরাজের সকাল বেলা। নবীজী হাতীমে কাবায় চিন্তিত মন নিয়ে একান্তে বসে আছেন। মনে মনে ভাবছেন, রাত্রে সংঘটিত মিরাজ ও ইসরার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মিথ্যুক ঠাওরাবে না তো? ইতিমধ্যে কাছ দিয়ে যাচ্ছিল আবু জাহল। নবীজীর কাছে বসে বিদ্রƒপের ছলে বলল, কোনো ব্যাপার আছে নাকি? নবীজী বললেন, হাঁ। সে বলল কী? তিনি জবাব দিলেন, আজ রাতে আমার মিরাজ হয়েছে। সে বিস্ময়ের সাথে সুধাল, কতদূর পর্যন্ত যাওয়া হয়েছিল? নবীজী বললেন, বায়তুল মাকদিস পর্যন্ত। সে আরও ঠাট্টা করে বলে উঠল, চমৎকার তো! এরপর সকালেই তুমি আমাদের কাছে এসে গেলে? তিনি দৃঢ়তার সাথে বললেন, হাঁ। এরপর আবু জাহল কথা না বাড়িয়ে তাঁকে বলল, আচ্ছা! আমি যদি পুরো কওমকে ডেকে নিয়ে আসি তাহলেও কি তুমি একই কথা বলতে পারবে? নবীজী আরও সুদৃঢ় হয়ে বললেন, অবশ্যই। আবু জাহল লুয়াই ইবনে কা‘ব গোত্রের নাম ধরে ডাকতে লাগল। আর তারাও দলে দলে খানায়ে কাবায় সমবেত হতে লাগল। সকলে এসে উপস্থিত হলে আবু জাহল বলল, আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে, পারলে তা এদের কাছেও ব্যক্ত করো। নবীজী পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ে হাতের উপর হাত রাখল। আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল। তারা বলল, তাহলে তুমি কি আমাদের কাছে বায়তুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে? উল্লেখ্য, উপস্থিত অনেকেই বায়তুল মাকদিস সম্পর্কে সম্যক অবগত ছিল।১৯

নবীজী বলেন, আমি তাদের কাছে বায়তুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম। কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল। মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম। আমি তখনও কাবার হাতীমে পুরো কওমের সামনে দ-ায়মান, ইতিমধ্যেই পুরো বায়তুল মাকদিস আমার চোখের সামনে উদ্ভাসিত করা হল। আকীলের ঘরের উপর উদ্ভাসিত বায়তুল মাকদিস আমি স্বচক্ষে দেখে দেখে সব কিছু নিসংকোচে বলতে লাগলাম। শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল, মানচিত্র ও অবস্থা তো সঠিকই বর্ণিত হয়েছে।

মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রা.। মক্কার কাফেররা তাকে এ বিস্ময়ের কথা বলে সুধাল, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ঈমানের বহ্নিশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয়েও তাঁকে বিশ্বাস করি। তাঁর কাছে আসা আসমানী বার্তাসমূহের উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান।

আল্লাহ সবাইকে আমল করার তাওফিক দান করুন আমিন।

🏫আপনার ফ্রি সময়ে-অনলাইনে-ঘরে বসে, # কুরআন-হাদীস-দোয়া-নামাজ শিখুন অনায়াসে, এখনই সেরা সুযোগ।আমাদের একাডেমির বৈষিষ্টঃ🔹 তাজব...
01/09/2025

🏫আপনার ফ্রি সময়ে-অনলাইনে-ঘরে বসে, # কুরআন-হাদীস-দোয়া-নামাজ শিখুন অনায়াসে, এখনই সেরা সুযোগ।

আমাদের একাডেমির বৈষিষ্টঃ
🔹 তাজবিদসহ কুরআন শিক্ষা
🔹 দোয়া-মাসায়েল শিক্ষা
🔹 সঠিক নিয়মে নামাজ শিক্ষা
🔹 গুরুত্বপূর্ণ সূরা মুখস্ত
🔹 একক শিক্ষার্থী ক্লাস (১-টু-১)
🔹 শিশুদের জন্য বিশেষ যত্ন
🔹 বোনদের জন্য আলাদা শিক্ষিকা
🔹 শিক্ষার্থীর সুবিধামতো সময় নির্ধারণ
🔹 বিকল্প ক্লাসের সুব্যবস্থা
🔹 আজীবন শেখার সুযোগ

ক্লাসের পদ্ধতি
✅ সপ্তাহে ৩/৬ দিন ক্লাস
✅ প্রতিটি ক্লাস 45 মিনিট
✅ গুগল মিট বা জুমের মাধ্যমে লাইভ ক্লাস
✅ স্ক্রিন শেয়ার করে সরাসরি পড়ানো
✅ প্রফেশনাল সিলেবাস অনুসারে পাঠ
✅ মাসিক শিক্ষা সেমিনার
✅ মাসিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ

🎁 ফ্রি ট্রায়াল ক্লাসের ব্যবস্থা!
✅ আপনার সন্তানকে বা নিজেকে যুক্ত করুন সুন্দর ও সহজ পদ্ধতির কুরআন শিক্ষায়।

👉 ক্লাস বুক করতে বা বিস্তারিত জানতে কল করুন এখনই!
📞 01753-375395


#ঘরেবসেইশিক্ষা


#ঘরে_বসে_কুরআন

Address

Dhaka
88889999

Telephone

+8801603593665

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qurani Noor Online Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Qurani Noor Online Academy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram