06/12/2025
ভর্তি চলছে! ভর্তি চলছে!!
বিজয়ের মাসজুড়ে ভর্তি হলেই থাকছে বিশেষ ছাড়!!
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তপক্ষ (NSDA) অনুমোদিত কেয়ারগিভারস স্কীল্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এ জেনারেল কেয়ারগিভিং লেভেল -২ ( তিনমাস মেয়াদি) কোর্সে ভর্তি চলছে।
বর্তমান প্রেক্ষাপটে একাডেমিক সার্টিফিকেট এর পাশাপাশি সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্কীল দেখাতে হয়। আপনার যতবেশি স্কীল থাকবে চাকুরিতে অগ্রাধিকার তত বেশি পাবেন। তাই নিজের স্কীল গড়তে আমাদের প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করুন।
এই কোর্সে ভর্তি হলে আপনি যে বিষয়গুলোর উপর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন :
* ফার্স্ট এইড
* ফিজিওথেরাপি
* নার্সিং
* নিউট্রিশন
* সাইকোলজি
* হাউজকিপিং
* অটিজম ও ডিমেনশিয়া মেনেজমেন্ট ও
* স্পোকেন ইংলিশ।
এই কোর্স করে যে সকল দেশে মানসম্মত ও উচ্চ বেতনে চাকুরি করতে পারবেন :
* জাপান (ফ্রী)
* অস্ট্রেলিয়া
* কানাডা
* ইউরোপ
* আমেরিকা
* সৌদিআরব
ভর্তির যোগ্যতা:
এস এস সি / সমমান, তদূর্ধ্ব।
ভর্তি হতে যা লাগবে:
*দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
* জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধের সনদ।
*শিক্ষাগত যোগ্যতার সনদ।
কোর্স শেষে আমাদের প্রতিষ্ঠান থেকে শতভাগ জব সহোযোগিতা ও দেশের বাইরে যেতে সর্বাত্মক সহোযোগিতা করা হয়।
কোর্স শেষে উত্তির্নদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তপক্ষ (NSDA) কর্তৃক আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান করা হয়।
যোগাযোগ :
কেয়ারগিভারস স্কীল্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট
৩৫/এ (২য় তলা), মানিকনগর পুকুরপাড়, মুগদা,ঢাকা।
ফোন: ০২২২৪৪৫৯০১১
মোবা: ০১৭৮০৭০৪৩২০, ০১৭১১০৪০১৮১