12/10/2025
সম্পূর্ণ ফ্রি, ভর্তি চলছে! সম্পূর্ণ ফ্রি, ভর্তি চলছে!
কেয়ারগিভারস স্কীল্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউটে
(গভঃ অ্যাসেট প্রজেক্ট) এর মাধ্যমে সম্পূর্ণ বিনা ফি'তে মাত্র ৩-৫ দিনে [গভঃ সার্টিফিকেট অর্জন (আর,পি,এল)] কোর্সে ভর্তি চলছে!
ফ্রি কোর্সগুলো নিম্নরূপঃ
(১) গ্রাফিক্স ডিজাইন লেভেল-৩ (আর,পি,এল)।
(২) ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল-৩ (আর,পি,এল)। [শর্ত প্রযোজ্য]।
প্রতি ব্যাচে সিট সংখ্যা-২০ জন ।
[(ছেলে-মেয়ে) উভয়ই প্রযোজ্য]
এছাড়াও কেয়ারগিভিং কোর্স-এ সম্পূর্ণ বিনা ফি'তে (রেগুলার), ৩ মাসব্যাপী) ভর্তি চলছে!
কোর্সগুলো নিম্নরূপঃ
(১) ডিমেনসিয়া কেয়ারগিভিং লেভেল-০৩
(২) স্পেশাল নিডস্ লেভেল-০৩
প্রতি ব্যাচে সিট সংখ্যা-২৪ জন ।
[(ছেলে-মেয়ে) উভয়ই প্রযোজ্য]
যেসব সুবিধাগুলি পাবেন- পরীক্ষায় পাশ করলে যাতায়াত ভাতা, আর্থিক সুবিধা, চাকুরীর নিশ্চয়তা ও অন্যান্য সুবিধা পাবেন। [শর্ত প্রযোজ্য ]।
ফ্রি ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের দ্রুত যোগাযোগ করতে বলা হলো।
যা যা জমা দিতে হবেঃ
১। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর ফটোকপি।
২। জাতীয় পরিচয়পএের ফটোকপি।
৩। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২ কপি।
৪। জীবন-বৃত্তান্ত/বায়োডাটা।
যোগাযোগ :
কেয়ারগিভারস স্কীল্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট
৩৪/এ (২য় তলা), মানিকনগর পুকুরপাড়, মুগদা, ঢাকা।
ফোনঃ ০২২২৪৪৫৯০১১
মোবা: ০১৭৮০৭০৪৩২০, ০১৭১১০৪০১৮১।