Functional Neurosurgery Bangladesh

Functional Neurosurgery Bangladesh Deals with improving quality of life by surgical intervention in certain neurological disorders.

Muscle preservation during endoscopic spine surgery improves the functional outcome.Beauty of UBE spine Surgery is illum...
26/08/2025

Muscle preservation during endoscopic spine surgery improves the functional outcome.

Beauty of UBE spine Surgery is
illumination,
detail anatomy,
wide range of movement,
good decompression and
excellent outcome.

Endoscopy is the future.......

23/08/2025
পারকিনসনস ডিজিজঃ ডিবিএস সার্জারি পারকিনসনস ডিজিজের জন্য আমরা নিয়মিত বিরতিতে ডিবিএস সার্জারি করছি । আমাদের ২ টি বাধা। ১।...
04/04/2025

পারকিনসনস ডিজিজঃ ডিবিএস সার্জারি

পারকিনসনস ডিজিজের জন্য আমরা নিয়মিত বিরতিতে ডিবিএস সার্জারি করছি । আমাদের ২ টি বাধা।

১। আমাদের রোগীরা, এমনকি অনেক ডাক্তারও জানেন না যে পারকিনসনস ডিজিজে অপারেশনের সুযোগ আছে ।তাই তারা আমাদের কাছে আসছেন না ।
২। এই অপারেশনে যে ডিভাইস টি রোগীর শরীরে স্হাপন করা হয় সেটি খুবই ব‍্যায়বহুল ।

তবে আমরা সরকারি ভাবে এই ডিভাইসটি ক্রয় করিয়েছি । এবং সরকারি ক্রয়মুল‍্যের মাত্র ৪০ ভাগ দাম রোগীর কাছে থেকে নেওয়ার সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়েছি।

আমাদের পরামর্শ নিতে পারেন- রুম নং - ৫২৯, ন‍্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতাল, আগারগাঁও, ঢাকা । প্রতি শনি/ বুধ বার।

+880 17 8325 0027

+880 17 4700 7827



20/12/2024

আজ আমরা আরেকটি মৃগীরোগীর সফল অস্রপ্রাচারের পর, রোগীর বর্তমানে সুস্থ থাকার গল্প শুনবো। যে কিনা ১২ বছর ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল।


24/11/2024

আজ থেকে আনুষ্ঠানিক ভাবে ( Comprehensive Epilepsy Management Program ) মৃগীরোগীর সমন্বিত চিকিৎসা ও অপারেশন শুরু হল।

কাজ করুন। পরিশ্রমের কাজ করুন। ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম করুন। স্ট্রোকের ঝুঁকি কমবে।
29/10/2024

কাজ করুন।
পরিশ্রমের কাজ করুন।
ব্যায়াম করুন।
নিয়মিত ব্যায়াম করুন।
স্ট্রোকের ঝুঁকি কমবে।

বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ নিউরোসার্জন, বিশ্ব বরেন্য ফাংশনাল নিঊরোসার্জন, প্রফেসর টিপু আজিজ, ২৫/ ১০/ ২৪ রাত ৮ টায় ( ইংল্...
26/10/2024

বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ নিউরোসার্জন, বিশ্ব বরেন্য ফাংশনাল নিঊরোসার্জন, প্রফেসর টিপু আজিজ, ২৫/ ১০/ ২৪ রাত ৮ টায় ( ইংল্যান্ডের সময়) শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহ ওয়া ইননা ইলাইহি রাজিউন। তার হাত ধরেই বাংলাদেশে ডিবিএস সার্জারী শুরু হয়।

Tipu Zahed Aziz (Bengali: টিপু আজিজ জাহেদ; born 9 November 1956) is a Bangladeshi-born British professor of neurosurgery at the John Radcliffe Hospital in Oxford, Aarhus Denmark and Porto, Portugal. He specialises in the study and treatment of Parkinson's disease, multiple ...

মৃগীরোগের চিকিৎসামৃগীরোগের চিকিৎসা প্রধানত দুটি বিষয়ের ওপর নির্ভরশীল যেমন: ওষুধের মাধ্যমে চিকিৎসা ও সার্জারি বা শল্যচিকি...
12/03/2024

মৃগীরোগের চিকিৎসা

মৃগীরোগের চিকিৎসা প্রধানত দুটি বিষয়ের ওপর নির্ভরশীল যেমন: ওষুধের মাধ্যমে চিকিৎসা ও সার্জারি বা শল্যচিকিৎসা।

ওষুধের মাধ্যমে চিকিৎসা: অ্যান্টি-এপিলেপটিক ওষুধগুলোই সাধারণত সকলের নিকট পছন্দসই চিকিৎসাব্যবস্থা। বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ৭০ শতাংশ ঘটনায় ওষুধ দিয়েই খিঁচুনির উপসর্গগুলো নিয়ন্ত্রণ করা গিয়েছে। এই ওষুধগুলো মস্তিষ্ক থেকে নিঃসৃত হওয়া রাসায়নিকগুলোর পরিমাণ পরিবর্তন করে খিঁচুনির তীব্রতা ও পুনরাবৃত্তির হার হ্রাস করতে সাহায্য করে। মৃগীরোগের যথোপযুক্ত চিকিৎসায় প্রায় সব ধরনের প্রয়োজনীয় অ্যান্টি-এপিলেপটিক ওষুধসমূহ বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যায়। এমনকি উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে মৃগীরোগের নতুন এবং আধুনিক অ্যান্টি-এপিলেপটিক ওষুধসমূহও এখন দেশে সহজলভ্য।

চিকিৎসার শুরুতে ওষুধ অল্প মাত্রায় প্রয়োগ করা হয় এবং খিঁচুনির ঘটনা না থামা পর্যন্ত পর্যায়ক্রমে ধীরে ধীরে ওষুধের মাত্রা বৃদ্ধি করা হয়। মৃগীরোগের ধরনের ওপরে ওষুধের ধরন নির্ভর করে এবং শুধু একজন চিকিৎসকই এই ওষুধগুলো প্রেসক্রাইব করতে পারেন। সুতরাং ব্যবস্থাপত্রে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, ওষুধগুলো ঠিক সেইভাবেই সেবন করতে হবে। ওষুধের মাত্রা পরিবর্তন করার পূর্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। চিকিৎসকের অনুমতি ছাড়া কোনোভাবেই ওষুধ বন্ধ করা যাবে না। রোগীর মানসিক কোনো পরিবর্তন লক্ষ করলে চিকিৎসককে তা জানাতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে অধিকাংশ অ্যান্টি-এপিলেপটিক ওষুধই বন্ধ করে দেওয়া হয় এবং রোগী কোনো খিঁচুনির উপসর্গ ছাড়াই সুস্থ-স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারবেন।

সার্জারি বা শল্যচিকিৎসা: কিছু কিছু ক্ষেত্রে ওষুধের মাধ্যমে খিঁচুনি নিয়ন্ত্রণে না এলে অথবা বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে শল্য চিকিৎসা করার পরামর্শ দেওয়া হতে পারে। অস্ত্রোপচারের সময় মস্তিষ্কের প্রভাবিত অংশ বাদ দেওয়া হয়। অস্ত্রোপচার তখনই করা হয়, যখন মস্তিষ্কের খুব ছোট এলাকা প্রভাবিত হয় এবং সেই এলাকা শরীরের কোনো গুরুত্বপূর্ণ কাজ যেমন: বাক্শক্তি, শ্রবণশক্তি, চলাফেরা, অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া ও সমন্বয় ইত্যাদির কোনো ক্ষতি করে না।

এছাড়া কিটো-জেনিক ডায়েট, এপিলেপসি সার্জারি, ভেগাল নার্ভ স্টিমুলেশন (ভিএনএস), রেসপন্সিভ নার্ভ স্টিমুলেশন (আরএনএস), ডিপ ব্রেইন স্টিমুলেশন, স্টেরিওট্যাকটিক সার্জারি ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করা হয়। এসব চিকিৎসা সাধারণত উন্নত বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হয়ে থাকে।

#মৃগীরোগ

Epilepsy surgery: 12 years old girl has been suffering from frequent seizures for three years. Now she is experiencing 4...
09/03/2024

Epilepsy surgery:

12 years old girl has been suffering from frequent seizures for three years. Now she is experiencing 4 to 5 seizures every day, despite three well chosen, anti epileptic drag in adequate dose.

Seizures semiology includes rolling of the eyeball, blinking of eyelids>version of head and neck to the left> Fall and generalised tonic clonic seizure.

Interictal EEG shows spike and SHARP waves from all leads with maximum amplitude at T6 and 02. EEG was also recorded during seizure, it’s shows evolution of seizure from T6 and 02
( Right occipital).

MRI shows subtle altered Signal intensity around right occipital horn, then we have done diffusion tensor imaging which shows deficient optic radiation in right visual cortex.

Visual perimetry confirmed left homonymos hemianopia.

We planned for excision of the gliotic right occipital cortex. Under navigation guidance we made craniotomy and durotomy and electrocortigram ( ECoG) recorded before excision. It showed typical epileptiform spikes from multiple leads. We started excision with ECoG in interval. When ECoG showed no spike, we were satisfied and stopped further excision.

On fourth post-operative day we have done another interictal EEG. It was clear of all spikes and waves visible in pre operative EEG. She still has one or two seizures in 3/4 days intervals but of very short duration and not disabling.

মৃগীরোগের লক্ষণসমূহমৃগীরোগীর মধ্যে নিম্নেলিখিত যেকোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দিতে পারে:- হঠাৎ শরীরের কোনো অংশে খিঁচুন...
08/03/2024

মৃগীরোগের লক্ষণসমূহ

মৃগীরোগীর মধ্যে নিম্নেলিখিত যেকোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দিতে পারে:
- হঠাৎ শরীরের কোনো অংশে খিঁচুনি শুরু হওয়া ও পর্যায়ক্রমে তা সারা শরীরে ছড়িয়ে পড়া
- হঠাৎ নমনীয়ভাবে ঢলে পড়া
- শরীর শক্ত হয়ে গিয়ে হঠাৎ পড়ে যাওয়া
- হঠাৎ জ্ঞান হারানো
- ঘন ঘন কাজে অমনোযোগী হয়ে পড়া
- ছোট শিশুদের শরীর হঠাৎ ঝাঁকি খাওয়া
- হঠাৎ মাথা বা পিঠ কিংবা পুরো শরীর সামনে ঝুঁকে আসা
- হাত থেকে হঠাৎ করে কিছু ছিটকে পড়া
- হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করা এবং হাত, পা ও মুখের অস্বাভাবিক নড়াচড়া শুরু হওয়া
- হঠাৎ শরীরের কোনো অংশে ভিন্ন ধরনের অনুভ‚তি সৃষ্টি হওয়া

#মৃগীরোগ

মৃগীরোগের কারণসমূহ:মৃগীরোগ হওয়ার সুনির্দিষ্ট কারণ নেই এবং শতকরা ৭০ ভাগের ক্ষেত্রে কোনো কারণ বের করা সম্ভব হয়নি। তবে নিম্...
05/03/2024

মৃগীরোগের কারণসমূহ:

মৃগীরোগ হওয়ার সুনির্দিষ্ট কারণ নেই এবং শতকরা ৭০ ভাগের ক্ষেত্রে কোনো কারণ বের করা সম্ভব হয়নি। তবে নিম্নোক্ত কারণগুলো থেকে মৃগীরোগ হওয়ার আশঙ্কা থাকে:

- জন্মের আগে বা জন্মের সময় বা জন্মের পরে মস্তিষ্কে আঘাত
- জন্মের সময় মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেনের অভাব
- দুর্ঘটনার কারণে মাথায় আঘাত বা ট্রমা
- মস্তিষ্কের সংক্রমণ বা প্রদাহ (এনসেফালাইটিস, এইডস এবং মেনিনজাইটিস)
- মস্তিষ্কে রক্ত চলাচলে প্রতিবন্ধকতা (স্ট্রোক এবং অন্যান্য ভাস্কুলার রোগ)
- মস্তিষ্কের টিউমার
- মস্তিষ্কের অন্যান্য রোগ (ডিমেনশিয়া এবং আলঝেইমার)
- অধিক মাত্রার জ্বর

#মৃগীরোগ

Address

Room No: 529, National Institute Of Neurosciences & Hospital, Sher-E-Bangla Nagar, Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Functional Neurosurgery Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Functional Neurosurgery Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram