
17/07/2025
ACL ইনজুরিতে ফিজিওথেরাপির ভূমিকা
✅ ACL কী?
ACL (Anterior Cruciate Ligament) হলো হাঁটুর একটি প্রধান লিগামেন্ট, যা হাঁটু সংযোগস্থলের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মূলত হাঁটুকে সামনে-পেছনে স্লিপ হওয়া থেকে রক্ষা করে এবং অতিরিক্ত মোচড় থেকে বাঁচায়।
❗ ACL ইনজুরি কিভাবে হয়?
ACL ইনজুরি সাধারণত ঘটে:
হঠাৎ বাঁক নেওয়ার সময়
লাফিয়ে নেমে আসার সময়
খেলাধুলার সময়
মোচর খাওয়ার ফলে
এটি পুরোপুরি ছিঁড়ে যাওয়া (Complete Tear) অথবা আংশিক ছিঁড়ে যাওয়া (Partial Tear)—এই দুই ভাবে হতে পারে।
⚠️ ACL ছিঁড়ে যাওয়ার সাধারণ লক্ষণসমূহ:
•হাঁটুতে তীব্র ব্যথা অনুভব হওয়া
হাঁটু ফুলে যাওয়া (swelling)
হাঁটুর ভেতর "pop" জাতীয় শব্দ শোনা
•হাঁটুর নড়াচড়া সীমিত হয়ে যাওয়া
হাঁটার সময় হাঁটু ঘুরে যাওয়া
•পায়ের পেশি দুর্বল হয়ে যাওয়া
দীর্ঘমেয়াদে পা চিকন হয়ে যেতে পারে (muscle wasting)
🩺 ফিজিওথেরাপির ভূমিকা: সার্জারি ছাড়াও সুস্থ হওয়া সম্ভব!
যারা Partial Tear ACL ইনজুরিতে আক্রান্ত এবং যাদের দৈনন্দিন জীবনে দৌড়, লাফ, তীব্র শরীরচর্চা নেই—তাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসাই যথেষ্ট ও নিরাপদ সমাধান।
এমনকি Complete Tear হলেও, যাদের বয়স বেশি বা যারা নন-অ্যাকটিভ লাইফস্টাইলে অভ্যস্ত, তাদের ক্ষেত্রেও ফিজিওথেরাপি দিয়ে কার্যকরীভাবে হাঁটু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
🛠️ ফিজিওথেরাপি কীভাবে সাহায্য করে?
•Pain Management: বিভিন্ন অত্যাধুনিক মডালিটিস ব্যবহার এর মাধ্যমে ব্যথা ও ফোলা কমায়।
Strengthening Exercises: হাঁটুর •চারপাশের পেশিগুলো শক্তিশালী করে।
•Balance & Coordination Training: হাঁটুর নিয়ন্ত্রণ ও ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসে।
•Functional Training: দৈনন্দিন কাজের উপযোগী করে হাঁটু তৈরি করা।
🔄 সার্জারির আগে ও পরে ফিজিওথেরাপি কেন প্রয়োজন?
•সার্জারির আগে: হাঁটুর পেশিগুলোকে শক্তিশালী করে সার্জারির ঝুঁকি ও রিকভারি টাইম কমাতে সাহায্য করে।
•সার্জারির পরে: স্বাভাবিক হাঁটাচলা, গতি ও ভারসাম্য ফিরে পেতে এবং রি-ইনজুরি প্রতিরোধে সহায়তা করে।
🔒 ভবিষ্যৎ ইনজুরি প্রতিরোধ:
নিয়মিত ফিজিওথেরাপি অনুশীলন হাঁটুকে মজবুত রাখে এবং কাস্টমাইজড ব্যালান্স ও স্ট্যাবিলিটি ট্রেনিং ইনজুরি রিস্ক কমায়।
শরীরের ওজন নিয়ন্ত্রণ ও সঠিক নিয়নে পা এর ব্যবহার শেখায়।
আপনি যদি ACL ইনজুরিতে ভোগেন, তবে দয়া করে দেরি না করে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।
সঠিক সময়ে সঠিক চিকিৎসা আপনাকে সার্জারি ছাড়া সম্পূর্ণভাবে সুস্থ করতে পারে।
নিজের হাঁটু, নিজের নিয়ন্ত্রণে রাখুন—অপ্রয়োজনীয় সার্জারির ঝুঁকি থেকে নিজেকে দূরে রাখুন।
ফিজিও মোঃ সাদেকুল ইসলাম
বি এস পি টি, এম ডি এম আর
কনসালটেন্ট (ফিজিওথেরাপি) এন্ড ইনচার্জ
ফিজিওথেরাপি বিভাগ, কিংস্টন হাসপাতাল।
✅অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৯৫২-৯৮৯৮৬৬, ০১৯৫২-৯৮৯৮৭৭
হটলাইন: ০৯৬১১-৯০০৭২৩
✅Address : House 51-54, Road 01 & 02,Block-D, Shahidbag, Mirpur -12, Dhaka-1216
ঠিকানা : হাউস ৫১-৫৪ , রোড ১,২ , ব্লক D , শাহিদবাগ,মিরপুর ১২ , পল্লবী থানা এর বিপরীত রোড