Food described & nutritions advice

Food described & nutritions advice Nutrition suggested and child for needed food Nutritions.whether adjustable food supplement age adjustable food Nutritions suggest.

লাল চায়ের উপকারিতা:১.শক্তি ও উদ্যম বাড়ায় লাল চা ক্যাফেইন সমৃদ্ধ, যা দ্রুত শরীরে প্রবেশ করে এবং মস্তিষ্ককে সক্রিয় করে...
26/02/2025

লাল চায়ের উপকারিতা:

১.শক্তি ও উদ্যম বাড়ায় লাল চা ক্যাফেইন সমৃদ্ধ, যা দ্রুত শরীরে প্রবেশ করে এবং মস্তিষ্ককে সক্রিয় করে...
2. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
৩.ত্বকের সুস্থতা
৪. হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা
৫. মানসিক চাপ হ্রাস করে
৬.ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
৭.হজম শক্তি উন্নত করে
৮. ডায়াবেটিস নিয়ন্ত্রনে সহায়ক

25/02/2025

Stop eating sugar to keep the body good !!

শরীর ও মন ভালো রাখতে যত পারেন, মন খুলে হাসুন😁😁
25/02/2025

শরীর ও মন ভালো রাখতে যত পারেন, মন খুলে হাসুন😁😁

Guava contains a lot of anti-oxygen and vitamin C. So eating guava every day is very beneficial for health 🌿
25/02/2025

Guava contains a lot of anti-oxygen and vitamin C. So eating guava every day is very beneficial for health 🌿

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-১. প্রথমে...
24/02/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!

তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।
২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।
মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।
৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।
চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।
উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।
সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।
তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

21/02/2025

শোবার অন্তত ৩/৪ ঘন্টা আগে খাবার গ্রহন করুন,
সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠুন🌲🌿

20/02/2025

Address

Zoo Road
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Food described & nutritions advice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share