05/06/2024
📢 প্রিয় প্যারাসিটেমল পরিবার 📢
আসসালামু আলাইকুম
আশা করি সবাই সুস্থ আছেন।
বরাবর এর মতো এইবার ও আমাদের গ্রুপের জন্য Campus Ambassador নিতে চাই।
🌿কাজ কি❓
- আসলে তেমন কোন কাজ নাই। আমাদের গ্রুপটা পড়াশোনা রিলেটেড তাই আউটডোরে কোন এক্টিভিটি নাই । ফ্রেন্ডদের গ্রুপ এ এড করা,আমাদের বিভিন্ন এক্টিভিটি গুলোতে রেস্পন্স করা কেননা আপনার মাধ্যমে আপনার কেম্পাস এর সবাই আমাদের গ্রুপ সম্পর্কে জানবে।মিউচুয়াল হেল্প করা এবং সারাদেশের সকল মেডিকেল স্টুডেন্টদেরকে এক ছাদের নিচে আনাই আমাদের মূল লক্ষ।
🌿Campus Ambassador হলে লাভ কি‼️
- Campus ambassador হলে আমাদের মেজেঞ্জার গ্রুপে এড থাকতে পারবেন। মেডিকেল পড়াশোনা সম্পর্কিত যে কোনো সমস্যা সরাসরি আমাদের সাথে শেয়ার করতে পারবেন।এটা এডুকেশনশাল গ্রুপ এবং মিউচুয়াল হেল্প করাই আমাদের মূল লক্ষ।
-এছাড়া আমাদের বিভিন্ন পেইড কোর্স গুলোতে campus ambassador দের বিশেষ ছাড় দেয়া হবে।
🌿Campus Ambassador হতে কি লাগে❓
- আমাদের গ্রুপে জয়েন হতে হবে
-১০ জন মেডিকেল বন্ধুকে কমেন্ট এ Mention দিতে হবে। - - আপনার নাম,সেশন,মেডিকেল কলেজের নাম Comment এ লিখতে হবে।
- এরপর ইনবক্স এ আপনার থেকে ছবি কালেক্ট করে আপনার জন্য পোষ্টার রেডি করা হবে।
🌿কিভাবে Campus Ambassador হবেন❓
Campus ambassador হতে চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে Post এর Comment এ ১০ জন মেডিকেল বন্ধুকে mention দিয়ে আপনার নাম,সেশন, মেডিকেল কলেজের নাম লিখুন। আমরা যথাসময়ে সেগুলো কালেক্ট করে আপনাকে inbox করা হবে। আপনাকে campus ambassador হিসেবে আমাদের Messenger গ্রুপে এড করে দেয়া হবে।
Group Link -https://www.facebook.com/groups/338212914338637/?ref=share
ধন্যবাদ ❤️