Mosharraf Hossen

Mosharraf Hossen Medical trips

✅ টাইফয়েড জ্বরের জন্য মাত্র ১ ডোজ TCV টিকা গ্রহণ করতে এখনই অনলাইনে রেজিষ্ট্রেশন করুণ। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল কিশোর ক...
11/08/2025

✅ টাইফয়েড জ্বরের জন্য মাত্র ১ ডোজ TCV টিকা গ্রহণ করতে এখনই অনলাইনে রেজিষ্ট্রেশন করুণ।
৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল কিশোর কিশোরী।

টিকা ক্যাম্পেইন পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম
11/08/2025

আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম

বাচ্চাদের হাতে কলম দিয়ে খেলতে দিবেন না। যে কোন সময় এমন দুর্ঘটনা হতে পারে।ক্রেডিট: unknown
10/08/2025

বাচ্চাদের হাতে কলম দিয়ে খেলতে দিবেন না। যে কোন সময় এমন দুর্ঘটনা হতে পারে।

ক্রেডিট: unknown

10/08/2025

বাচ্চাকে প্যাকেটজাত দুধ না খাইয়ে যতটুকু সম্ভব খাঁটি গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করুন।

চুলের মাইক্রোস্কোপিক ছবি!!!আল্লাহর কি নিখুঁত সৃষ্টি!!!আলহামদুলিল্লাহ।
08/08/2025

চুলের মাইক্রোস্কোপিক ছবি!!!আল্লাহর কি নিখুঁত সৃষ্টি!!!
আলহামদুলিল্লাহ।

"সকলে সাবধান"বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভি...
21/07/2025

"সকলে সাবধান"

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।
তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে।
সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে।
আর ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে।
প্রেসার লো করবে।
ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না।
কিন্তু ভয়াবহ এক জ্বর।
হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে।
আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না।
সকলে সাবধানে থাকুন। সুস্থ থাকুন।

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা, আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন, চলুন জেনে নিই !💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ...
19/07/2025

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা, আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন, চলুন জেনে নিই !

💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।
💐 ২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।
💐 ৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।
💐 ৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।

পেটের উপর ঘুমানো:
এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে!
👈 তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।

বাম কাত হয়ে ঘুমানো:
সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।
কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।
ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়!
👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়!

ডান কাত হয়ে ঘুমানো:
ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।
আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়!

💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী!

হাদীস দ্বারা প্রমাণ:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”

📖 সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)
প্রাচীন বাণী:
পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম
পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম
বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)
ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম!

🌟 আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।

📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।

🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ !

বেশি খোঁচাবেন না ✅ কানের পর্দা ফেটে গেলে করনীয়ঃকানের ভেতরের দিকে একটি পর্দার মতো থাকে, যা টিমপ্যানিক মেমব্রেন নামে পরিচি...
18/07/2025

বেশি খোঁচাবেন না

✅ কানের পর্দা ফেটে গেলে করনীয়ঃ
কানের ভেতরের দিকে একটি পর্দার মতো থাকে, যা টিমপ্যানিক মেমব্রেন নামে পরিচিত। মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণের মাঝখানে এটি পর্দা হিসেবে থাকে। এটি খুবই স্পর্শকাতর, শব্দতরঙ্গ কানের পর্দায় কম্পন তৈরি করে।

এই কম্পন মধ্যকর্ণের ছোট ছোট হাড়ের মাধ্যমে অন্তঃকর্ণে পৌঁছায়। অতঃপর অন্তঃকর্ণ থেকে মস্তিষ্কে পৌঁছায়। এভাবে আমরা শুনতে পাই।

কিন্তু বহু কারণে এই পর্দা ফেটে যেতে পারে। এতে শুনতে অসুবিধা হয়, কখনো কখনো শ্রবণশক্তি পুরোপুরি লোপ পায়। কানের পর্দা ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে মধ্যকর্ণে ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

💎 কানের পর্দা ফাটার কারণঃ
"""""""""""""""""""""""""""""
কানের পর্দা বিভিন্ন কারণে ফাটতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমনঃ-
👉 ১.কানের কোনো অসুখ যেমন-মধ্যকর্ণে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া(CSOM) হলে।
👉 ২. কোনো কিছু দিয়ে কান খোঁচালে। যেমন-কটন বাড।
👉 ৩.কানে কোনো কিছু প্রবেশ করলে এবং অদক্ষ হাতে তা বের করার চেষ্টা করলে।
👉 ৪.দুর্ঘটনা বা আঘাতে কান ক্ষতিগ্রস্ত হলে।
👉 ৫.হঠাৎ কানে বাতাসের চাপ বেড়ে গেলে। যেমন-থাপ্পড় মারা, বোমা বিস্ফোরণ, অতি উচ্চ শব্দের শব্দ ইত্যাদি কারণে।

👉৬. কানের অন্য অপারেশনের সময়ও কানের পর্দা ক্ষতিগ্রস্ত হলে।
👉৭.যাদের কানের পর্দা আগে থেকেই দুর্বল বা ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষেত্রে নাক চেপে কানে বাতাস দিয়ে চাপ দিলে।

💎 উপসর্গঃ
""""""""""""""""""""""""""""""""""""
১.প্রথমে তীব্র ব্যথা অনুভূত হয়, যা পরবর্তী সময়ে কমে আসে।

২.কান দিয়ে রক্ত পড়া। বিশেষ করে আঘাতজনিত কারণে কানের পর্দা ফেটে গেলে কান দিয়ে রক্ত পড়তে পারে।

৩.কানে কম শোনা।

৪.মাথা ঘোরানো( Vertigo)

৫.কানে শোঁ শোঁ বা ভোঁ ভোঁ শব্দ (Tinnitus) হওয়া।

💎 চিকিৎসা: লক্ষণ অনুযায়ী দিতে হবে।

💎পরামর্শঃ
"""""""""""""""""""""""""""""""""""
অনেকেই কানে কোনো সমস্যা হলে নিজেরাই কানের ড্রপ ব্যবহার করে, যা উচিত নয়। যাদের কানে আগে থেকেই কোনো সমস্যা আছে বা কানের পর্দা ফেটে যাওয়ার ইতিহাস আছে, তাঁদের নিচের পরামর্শগুলো মেনে চলা উচিত।

১. কানে কোনোভাবেই যেন পানি প্রবেশ না করে এ জন্য গোসলের সময় কানে তুলা বা ইয়ার প্লাগ ব্যবহার করে গোসল করুন।

২.সাঁতার কাটা যাবে না।

৩.উড়োজাহাজে ভ্রমণ এড়িয়ে চলুন।

৪.উচ্চ শব্দে গান না শোনা, হেড ফোন ব্যবহার করা যাবে না।

৫.কানে যাতে কোনো ইনফেকশন না হয়, এ জন্য কানো কোনো অসুবিধা হওয়ামাত্র ডাক্তার দেখিয়ে উপযুক্ত ওষুধ সেবন করা।

৬.কান না খোঁচানো।

৭.নিজে নিজে কোনো ওষুধ দেওয়া থেকে বিরত থাকা।

৮.কানে কোনো কিছু গেলে বা আটকে থাকলে নিজে তা বের করার চেষ্টা না করা।©

10/07/2025
আলহামদুলিল্লাহ্। অনেক অপেক্ষার পর হাতে পেলাম 💪
08/07/2025

আলহামদুলিল্লাহ্।
অনেক অপেক্ষার পর হাতে পেলাম 💪

যে ১০ টি ঔষধ সবাই বাসায় রাখবেনঃ-১. Sergel (Esomeprazole) গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।২. Algin ...
28/06/2025

যে ১০ টি ঔষধ সবাই বাসায় রাখবেনঃ-
১. Sergel (Esomeprazole)
গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।
২. Algin (Tiemonium Methylsulfate)
যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন।
৩. Napa(Paracetamol)
জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।
৪. Ecosprin (Aspirin)
বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
৫. Flazyl (Metronidazole)
পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil (Tolfenamic acid)
প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Etorix (Etoricoxibe)
দাঁত ব্যথ্যা হলে খাবেন।
৮. Rupa(Rupatadine)
স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat (Ondansetron)
বমি হলে খাবেন।
১০. Tenoloc (Atenolol)
হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)
উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।
Mosharrof Hossen Joy

Pearly Pe**le Papules (PPP) লি-ঙ্গের মাথার (g***s p***s) চারপাশে ছোট ছোট মুক্তার মতো সারি করে থাকা ছোট গুটি বা papule। এ...
27/06/2025

Pearly Pe**le Papules (PPP) লি-ঙ্গের মাথার (g***s p***s) চারপাশে ছোট ছোট মুক্তার মতো সারি করে থাকা ছোট গুটি বা papule।
এটি রোগ নয়, একটি স্বাভাবিক anatomical variation
• কোন চিকিৎসা প্রয়োজন নেই
• এটি যৌ-ন রোগ না, কারও কাছে ছড়ায় না
• ২০-৪০% পুরুষেরই এটা থাকে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mosharraf Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram