13/01/2022
করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে,ওমিক্রন।।।ডেল্টার মত মারাত্মক না হলেও অনেক বেশী সংক্রামক। আমরা প্রতি দিন দেখছি সংক্রমনের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে যেটা আগের কোন ভ্যারিয়েন্ট এ এতো বেশি ছিলনা।। ইউরোপ, আমেরিকায় প্রতিদিন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।। বিশ্বসাস্থ্য সংস্থা বলছে ইউরোপ এর অর্ধেক জনগোষ্ঠীই এবার আক্রান্ত হবে।।
আমাদের দেশে করোনার পাশাপাশি অন্যান্য ঠান্ডা-জ্বরের ভাইরাস বিরাজ করছে। বেশীরভাগ মানুষ সর্দি, কাশিতে ভুগছেন। ফলে করোনা আক্রান্ত বা অনাক্রান্ত এমন মানুষ খুঁজে বের করা খুব কঠিন।
ওমিক্রন আমাদের শ্বাসতন্ত্রের উপরের অংশে আর ডেল্টা নীচের অংশে অর্থাৎ ফুসফুসে সংক্রমন ঘটায়। ফলে ডেল্টা মারাত্মক কোভিড-১৯ রোগ সৃষ্টি করে।
ডেল্টার সাথে ওমিক্রনের উপসর্গের কিছু পার্থক্য রয়েছে। যেহেতু এখন দুটি ভ্যারিয়েন্টেই সার্কুলেট করছে, তাই উপসর্গ গুলো জানা খুব জরুরী
# ডেল্টা সংক্রমনে শুষ্ক কাশি হয়, যা ওমিক্রনে হয়না৷ বরং ওমিক্রনে গলা ব্যাথা হবে। আক্রান্তের মনে হবে গলার ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে।
# ডেল্টাতে ঘ্রানশক্তি ও স্বাদ কমে যায়, ওমিক্রনে যা হয়না। বরং ওমিক্রনে প্রচন্ড শরীর ব্যথা হয়, বিশেষ করে কোমর থেকে শরীরের নীচের অংশে।
# ওমিক্রনে রোগীর নাক বন্ধ থাকে, যা ডেল্টাতে থাকেনা
# ওমিক্রনে উচ্চমাত্রায় জ্বর থাকে, আর ডেল্টাতে গায়ে গায়ে জ্বর।।
তাহলে ওমিক্রনকে নিয়ে এত চিন্তা কেন?
ওমিক্রন, ডেল্টার চেয়ে ৫-৬ গুন বেশী সংক্রামক। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের শরীরে আরো দ্রুত ছড়িয়ে পড়ে।
ইউরোপ, আমেরিকার টিকা প্রদানের হার অনেক বেশি হওয়ার পর ও তাদের সংক্রমণের হার অনেক বেশি, তাহলে মাত্র ৩২% ভ্যাক্সিনেশন নিয়ে আমাদের অবস্থা কেমন হবে??
তাই আসুন একটু সচেতন হই।। মাস্ক পরার ভুলে যাওয়া অভ্যাস টা আবারও শুরু করি।।সামাজিক দূরত্ব মেনে চলি।।।
আশার কথা দিয়ে শেষ করি ধারণা করা হচ্ছে এই বছর ই হয়তো করোনা র শেষ হতে পারে।। তাই আশায় বুক বেঁধে এই বছর টা কষ্ট করি।।