Hearing Aid Care Center

Hearing Aid  Care Center We are doing all kinds of hearing test by our experienced audiologist. Our Hearing aid is imported fr

অনেক সময় কানে শোঁ শোঁ শব্দ হয়ে থাকে। যেকোনো বয়সেই এমন সমস্যা দেখা দিতে পারে। শব্দ হঠাৎ করে আসে, আবার অনেক সময় চলেও যায়। ...
30/10/2021

অনেক সময় কানে শোঁ শোঁ শব্দ হয়ে থাকে। যেকোনো বয়সেই এমন সমস্যা দেখা দিতে পারে। শব্দ হঠাৎ করে আসে, আবার অনেক সময় চলেও যায়। কারও কারও ক্ষেত্রে এটি স্থায়ী হয়ে যায়। যা বেশ যন্ত্রণাদায়ক।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান খবিরউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে এই সমস্যা হতে পারে। যাই হোক, সময়মতো সঠিক চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শ নিলে এমন বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।

কেন হয় এই শব্দ
কারণগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কানের সমস্যার কারণে ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও কানে শোঁ শোঁ শব্দ হতে পারে।কানের সমস্যাগুলো
l কানে ময়লা জমলে
l বহিঃকর্ণে কোনো বস্তু আটকে গেলে
l মধ্যঃকর্ণে কফ জমে গেলে
l কানের পর্দা ফেটে গেলে

l কানে প্রদাহের সৃষ্টি হলে

l মধ্যঃকর্ণের অস্থিগুলো নড়াচড়া না করলে

l অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি পেলে

l শ্রবণ-সংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন খেলে

অন্যান্য সাধারণ সমস্যা

l ৬০ বছরের বেশি বয়স হলে

l শরীরে রক্তশূন্যতা দেখা দিলে

l দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে

l মানসিক অস্থিরতার কারণে হতে পারে

l কিছু কিছু ভাইরাসজনিত সংক্রমণের কারণেও হতে পারে

লক্ষণ

l কানে কম শোনা

l মাথা ঘোরানো

l কান বন্ধ লাগা ভাব ইত্যাদি

প্রতিকার ও চিকিৎসা

l যেকোনো কিছু দিয়ে কানের ময়লা পরিষ্কার করা যাবে না

l প্রদাহ ও পর্দা ফেটে গেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে হবে

l অনেক সময় শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে

l স্নায়ু সমস্যায় শ্রবণযন্ত্র বা টিনিটাস মাসকার ব্যবহার করলে শোঁ শোঁ শব্দ ভালো হয়ে যায়

l কিছু কিছু ওষুধ প্রয়োগেও কানের শোঁ শোঁ শব্দ কমে যায়

l রিলাক্সেশন থেরাপি বা যোগব্যায়ামের মাধ্যমেও শোঁ শোঁ শব্দ কমে

কানের সাধারণ সমস্যায় আকুপ্রেশারযাঁরা কলেস্টিয়েটমা আক্রান্ত, তাঁরাও আকুপ্রেশার করতে পারবেন। এটি কানের একটি ক্রনিক বা দীর্...
30/10/2021

কানের সাধারণ সমস্যায় আকুপ্রেশার

যাঁরা কলেস্টিয়েটমা আক্রান্ত, তাঁরাও আকুপ্রেশার করতে পারবেন। এটি কানের একটি ক্রনিক বা দীর্ঘমেয়াদি ইনফেকশন, যা কানের গুরুত্বপূর্ণ অংশগুলোকে নষ্ট করে দেয়, কান কখনো শুকায় না, প্রায়ই কানে ব্যথা থাকে এবং কানের শ্রবণক্ষমতা দ্রুত নষ্ট হয়ে যায়। একসময় এ সমস্যা অন্তঃকর্ণে (কানের ভেতরের অংশ) চলে গেলে তীব্র মাথা ঘোরা শুরু হয়। এই জন্য প্রথমে দুই হাতের আঙুলের ওপরে ছবিতে দেওয়া পয়েন্টে আকুপ্রেশার করুন। প্রতিটি আঙুলে ১০০টি করে চাপ দেবেন, ১০ আঙুলেই ১০০ করে চাপ দিতে হবে।

29/10/2021

কানের যত্নের জন্যঃ

১.নিরাপদ ভলিউমে গান শুনুন।হেডফোন ব্যবহার করলে ভলিউম ১০-৫০% রাখাটাই সবচেয়ে নিরাপদ। ভলিউম ৮০% হলে দেরঘন্টার বেশি শোনা উচিৎ নয়। ৯০% ভলিউম হলে ১৮ মিনিটের বেশি শোনা উচিৎ নয়।

২.কটন বাড না ব্যবহার করা ভালো।

৩.উচ্চমাত্রার শব্দ দূষণ এড়িয়ে যাওয়ার জন্য যেমন- মেশিনের শব্দ, রক কনসার্ট, ইত্যাদির সময় কানে এয়ার প্লাগ ব্যবহার করুন।

৪.সূর্যালোকিত দিনে বাহিরে যাওয়ার সময় কানে সানস্ক্রিন ব্যবহার করুন। কারণ কানের ত্বক খুবই সেনসিটিভ হয় ফলে অতিরিক্ত সূর্যতাপে কানের ত্বক পুড়ে যেতে পারে।

৫.নারিকেল তেল /অলিভ অয়েল গরম করে রোজ কান পরিষ্কার করবেন।

বধিরতায় কর্মহীনতাবধিরতার কারণে বিপুলসংখ্যক কর্মক্ষম মানুষ কর্মহীন জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশের এক-তৃতীয়াংশের ...
29/10/2021

বধিরতায় কর্মহীনতা

বধিরতার কারণে বিপুলসংখ্যক কর্মক্ষম মানুষ কর্মহীন জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ কোনো না কোনো মাত্রার শ্রবণ সমস্যায় ভুগছেন। বধিরতা সমস্যার উল্লেখযোগ্য কারণ হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ, আঘাতজনিত সমস্যা, উচ্চমাত্রার শব্দের কারণে সৃষ্ট বধিরতা। শব্দদূষণের মধ্যে রয়েছে উচ্চমাত্রার শব্দে হেডফোন দিয়ে গান শোনা, উচ্চমাত্রার হর্ন বাজানো, লাউডস্পিকারের শব্দ ইত্যাদি।

বধিরতা কেন

 বংশগত কারণে মানুষ বধির হতে পারে

 প্রসবকালীন জটিলতা যেমন কম ওজন, প্রিম্যাচিউরিটি, বার্থ এসফ্যাক্সিয়া, নিউনেটাল জন্ডিসের কারণেও বধিরতা হতে পারে

 বধিরতার জন্য দায়ী মায়ের গর্ভকালীন কিছু সংক্রমণ। যেমন সাইটোমেগালো ভাইরাস, রুবেলা

 শিশুর মেনিনজাইটিস, মাম্পস, মিসেলস, মধ্যকর্ণের সংক্রমণে শ্রবণশক্তি হ্রাস পায়

 উচ্চ শব্দ। হেডসেট বা হেডফোনের বেশি ভলিউম এবং আতশবাজির শব্দ কানের জন্য ক্ষতিকর

 কানের ক্ষতিকর ওষুধের ব্যবহার

 কানের অন্যান্য অসুখ

প্রতিরোধ

টিকাদান কর্মসূচি জোরদার করা

শিশুদের শ্রবণক্ষমতা স্ক্রিনিং কর্মসূচি

স্বাস্থ্য সেবাদানকারীদের প্রশিক্ষিত করা

হিয়ারিং ডিভাইস এবং থেরাপি সহজলভ্য করা

শব্দদূষণ নিয়ন্ত্রণ, ওটোটক্সিক ওষুধের নিরাপদ ব্যবহার

কিছু পরামর্শ

কানে কোনো কিছুই ঢোকানো যাবে না। এমনকি কান পরিষ্কার করার জন্য কাঠি, মুরগির পালক বা কটনবাড ব্যবহার করার প্রয়োজন নেই।

খৈল জমে কান বন্ধ ভাব হলে বা কানের মধ্যে বাইরের কোনো বস্তু প্রবেশ করলে অপসারণ করতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া কানে তেল বা অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না।

কানে যাতে পানি না যায়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।

কানে সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

ডা. মো. আরিফুজ্জামান : নাক, কান, গলা বিশেষজ্ঞ, স্কয়ার হাসপাতাল, ঢাকা

Address

Malkhanagar, Shirajdykhan, Munshigonj
Dhaka

Telephone

+8801977381594

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hearing Aid Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram