Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি

  • Home
  • Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি

Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি Treatment Community is a non-profit organization that works as a voluntary organization for the trea

মানুষের মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ একটি হলো চিকিৎসা।

ট্রিটমেন্ট কমিউনিটি একটি চিকিৎসা সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা শেয়ারিং ফেসবুক গ্রুপ যা অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রোগীদের কল্যাণে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে কাজ করে যাচ্ছে।

গ্রুপের সদস্যরা তাদের চিকিৎসা সংক্রান্ত যেকোন তথ্য ও অভিজ্ঞতা শেয়ার এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যসমূহ পরষ্পরের মধ্যে বিনিময় করে থাকেন। এভাবে পারস্পরিক সহযোগীতার মাধ্যমে রোগীদের কল্যাণে একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

আমরা সেই সব চিকিৎসকদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো, যারা গ্রুপে রোগীদের চিকিৎসা বিষয়ক তথ্য অনুসন্ধানে সঠিক তথ্য প্রদান করে থাকেন, যাতে মানুষ ভুল তথ্য থেকে অপচিকিৎসা বা ভুল চিকিৎসা পেয়ে বঞ্চিত না হয়।
______________________________________________________________________

২০২০ সালে ট্রিটমেন্ট কমিউনিটি এর গৃহীত উদ্যোগ ও পদক্ষেপ সমূহ :
______________________________________________________________________

::: করোনাকালীন সময়ে :::

# ২০২০ সালে করোনা ভাইরাস আক্রমণের পিক সময়ে যখন দেশজুড়ে লকডাউন চলছিলো, তখন বাংলাদেশের মানুষকে ঘরে বসে চিকিৎসা সেবা গ্রহণে এগিয়ে এসেছিলো শতাধিক মানবিক চিকিৎসক, যারা দীর্ঘ ৪ মাস ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন দেশের মানুষকে ট্রিটমেন্ট কমিউনিটি গ্রুপের মাধ্যমে।

আমরা ফ্রন্টস্টেজের সেই সকল মহান চিকিৎসক ও ব্যাকস্টেজে কাজ করে যাওয়া প্রতিটি মানবিক মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধাভরে তাদের মানবিক সেবাকে স্মরণ করি সবসময়। সেই সাথে স্মরণ করি গ্রুপের সদস্যদের প্রতি, যারা আমাদের ভুল-ত্রুটি গুলো কে সাথে নিয়ে আমাদের এই সেবাকে সাপোর্ট দিয়ে গেছেন।

এছাড়াও বিষয়ভিত্তিক লাইভ আয়োজন ও ভিডিও বার্তার মধ্যে দিয়ে এই মহানুভ চিকিৎসকেরা নিয়মিত মানুষকে রোগ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে যাচ্ছেন।

# ট্রিটমেন্ট কমিউনিটি এর উদ্যোগে গ্রুপের সদস্যদের আর্থিক সহায়তার মাধ্যমে ২০২০ সালে করোনাকালীন সময়ে ২১০ পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

# ২০২০ সালে করোনাকালীন সময়ে ভারতে আটকেপড়া বাংলাদেশী রোগীদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

::: ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে :::

# ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিশু সার্জারী বিভাগের ৬ জন রোগীকে নগদ ৩২০০০ টাকা প্রদান করা হয়েছে।

# বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (প্রাক্তন পিজি) এর পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ৬ জন রোগীকে নগদ ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়।

# গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসার ১৬ টি বিভাগের ফ্রি অনলাইন মেডিকেল ক্যাম্পিং আয়োজন করা হয়েছে।
______________________________________________________________________

২০২১ সালে ট্রিটমেন্ট কমিউনিটি এর গৃহীত উদ্যোগ ও পদক্ষেপ সমূহ :
______________________________________________________________________

::: ট্রিটমেন্ট কেইস স্টাডি ক্যাম্পেইন :::

ট্রিটমেন্ট কমিউনিটি ও কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর যৌথ উদ্যোগে 'কেইস স্টাডি ক্যাম্পেইন' নামে চিকিৎসা সহায়তা প্রোগ্রাম চালু করা হয়েছে, যেটি এখনোও চলমান।

এই ক্যাম্পেইনের আওতায় আমরা সবার প্রত্যক্ষ্য সহযোগিতায় অস্বচ্ছল রোগীদের চিকিৎসার জন্যে ক্যাম্পেইন করে নির্দিস্ট ফান্ড এরাইজ করে থাকি এবং সেগুলো সেই রোগীকে অনুদান দিয়ে থাকি।

** এছাড়াও আরোও বিস্তারিত তথ্যের জন্যে আমাদের ই-মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। **

Our e-mail address: treatment.community.info@gmail.com

ট্রিটমেন্ট কমিউনিটি ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/TreatmentCommunity

আমাদের স্বপ্ন, বাংলাদেশের মানুষের কাছে চিকিৎসা বিষয়ক তথ্য সহজ থেকে সহজতর হবে। মানুষ রোগকে জয় করবে পূর্ণ আত্মবিশ্বাসে, সবার প্রার্থনায়। আমার, আপনার ও আমাদের একটু ইচ্ছে ও সাহায্যই পারে আমাদের চারপাশকে সুন্দর করতে।

ধন্যবাদ, ট্রিটমেন্ট কমিউনিটি।

ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের জন্য ইফতার ও দোয়া মাহফিল. স...
26/03/2025

ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের জন্য ইফতার ও দোয়া মাহফিল.

সহযোগিতায়: হেমাটোলজি ইউনিট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মেডিকেল কলেজ
**ড্যানিশ ও চায়না বাংলা টেক্সটাইল লিমিটেড

প্রতি বছরের ন্যায়  এবছরও রোগীদের সাথে আমরা ইফতার করতে যাচ্ছি। এবছরের ভ্যানু  মিডফোর্ড হাসপাতাল। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক...
20/03/2025

প্রতি বছরের ন্যায় এবছরও রোগীদের সাথে আমরা ইফতার করতে যাচ্ছি। এবছরের ভ্যানু মিডফোর্ড হাসপাতাল। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সম্মতি নেওয়া হয়েছে। রোগীদের সাথে এটেন্ডডেন্ট থাকে। অসুখের পেরেশানিতে ঠিকমতো ইফতার করা হয়না। রোগী ও তাদের এটেন্ডডেন্টদের অন্তঃত একদিন মানসম্মত ইফতার করাতে আমরা আগ্রহী।
আয়োজনেঃ ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশন
স্থানঃ মিডফোর্ড হাসপাতাল
তারিখঃ ২৬ মার্চ ২০২৫
এই মহৎ কার্যে আপনিও কন্ট্রিবিউট করতে পারেন। একজন রোগীর জন্য ইফতার ব্যয় আনুমানিক ২০০ টাকা। আপনি যতো ইচ্ছে ততো সংখ্যক রোগীর জন্য কন্ট্রিবিউট করতে পারেন।
Account Name: Treatment Community Foundation
bank Name : Janata Bank Limited
Farmgate Corporate Branch
account no. 0100243946314
Routing no. 135261480

ইফতারে কন্ট্রিবিউট করলে অবশ্যই স্কিনশট দিয়ে অবহিত করবেন। যেহুতু ফাউন্ডেশন যাকাত ফান্ড সংগ্রহ করছে তাই ইফতারের বিষয়টি উল্লেখ করা জরুরী।
*** ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশন সরকারি নিবন্ধিত সংগঠন। ফাউন্ডেশনের আর্থিক হিসাব উপযুক্ত অডিট ফার্ম কর্তৃক অডিট করা হয় এবং উপযুক্ত সরকারি প্রতিষ্ঠানে জমা প্রদান করা হয়।

তথ্য কৃতজ্ঞতা
Monirul Islam Milon ভাইয়া

ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশন যাকাত কার্যক্রম -২০২৫***  বাংলাদেশের সরকারি/অলাভজনক হাসপাতালে চিকিৎসারত এবং দুরারোগ্য রোগ...
12/03/2025

ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশন যাকাত কার্যক্রম -২০২৫

*** বাংলাদেশের সরকারি/অলাভজনক হাসপাতালে চিকিৎসারত এবং দুরারোগ্য রোগে আক্রান্ত অসহায় রোগী যাদের চিকিৎসার সামর্থ নেই, যাকাতের হকদার কেবল তাদেরকেই যাকাতের অর্থ প্রদান করা হয়;

*** যাকাতের সকল আয় ব্যয় এর তথ্য যাকাত দাতাদের প্রদান করা হয়। গত বছরের আয়-ব্যয়ের তথ্য সকল যাকাত দাতাদের প্রদান করা হয়েছে। কোনো যাকাত দাতা উক্ত হিসাব না পেয়ে থাকলে জানানোর অনুরোধ করা হলো;

*** যাকাত গ্রহীতার সম্মান রক্ষায় যাকাত গ্রহীতার ছবি কোথাও পোস্ট করা হয় না। যাকাত গ্রহীতার পরিচয় গোপন রাখা হয়। কেবল যাকাত প্রদানকারী দাতাগণ, ফাউন্ডেশনের সাধারন সদস্য, উপদেষ্টা পরিষদ, অডিট ফার্ম এবং সরকারী উপযুক্ত কর্তৃপক্ষের নিকট যাকাত গ্রহীতার পরিচয় ও তথ্য প্রকাশ করা হয়। উল্লেখ্য পূর্বে যাকাত গ্রহীতার ছবি মুখ ঢেকে গ্রুপে পোস্ট করা হলেও পরবর্তীতে ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন ছবি পোস্ট হতে সম্পূর্ন বিরত থাকে।

*** ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশন সরকারি নিবন্ধিত সংগঠন। ফাউন্ডেশনের আর্থিক হিসাব উপযুক্ত অডিট ফার্ম কর্তৃক অডিট করা হয় এবং উপযুক্ত সরকারি প্রতিষ্ঠানে জমা প্রদান করা হয়।

যাকাত প্রদানের হিসাব নম্বরঃ

Account Name: Treatment Community Foundation
bank Name : Janata Bank Limited
Farmgate Corporate Branch
account no. 0100243946314
Routing no. 135261480
2. bKash/Nagad/Rocket : 01819131478
** bKash/Nagad/Rocket পার্সনাল (নাইমুল) নম্বর। ব্যংক একাউন্ট এ লেনদেন ইনকারেজ করা হচ্ছে।
*** যাকাত প্রদানকারী যাকাতের এমাউন্ট, লেনদেনের তারিখ, মাধ্যম ও অন্যান্য তথ্য, যাকাত দাতার নাম, হোয়াটসএপ নম্বর অত্র পোস্ট এর কমেন্ট এ অথবা ইনবক্স এ অথবা 01780168865 হোয়াটসএপ নম্বরে জানানোর জন্য অথবা পেমেন্ট সংক্রান্ত ছবি/স্কিনশট যাকাত দাতার নাম, হোয়াটসএপ নম্বর প্রেরণের অনুরোধ করা হলো।

তথ্য কৃতজ্ঞতা
মনিরুল ইসলাম মিলন
ফাউন্ডার
ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন

ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশনের ২০২৪ সালের  যাকাতের তথ্য।ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুসারে বর্তমানে যাকাত গ্রহীতার ছবি কোথা...
07/03/2025

ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশনের ২০২৪ সালের যাকাতের তথ্য।

ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুসারে বর্তমানে যাকাত গ্রহীতার ছবি কোথাও পোস্ট করা হয় না। যাকাত গ্রহীতার পরিচয় গোপন রাখা হয়। কেবল যাকাত প্রদানকারী, ফাউন্ডেশনের সাধারন সদস্য, উপদেষ্টা পরিষদ, অডিট ফার্ম এবং সরকারী উপযুক্ত কর্তৃপক্ষের নিকট যাকাত গ্রহীতার পরিচয় প্রকাশ করা হয়।
যারা যাকাত প্রদান করেছেন তাদের নিকট বিস্তারিত হিসাব প্রদান হয়েছে। হিসাব বা তথ্যে যাকাত প্রদানকারী কারো কোনো প্রশ্ন থাকলে , অবজারভেশন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যাকাত প্রদান করেছেন কিন্তু হিসাব দেওয়া হয়নি এমন কেউ থাকলে জানাবেন।
আমাদের জানামতে ২০২৪ সালের যাকাত গ্রহীতাদের সাথে ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য কিংবা সাধারন সদস্যের আত্নীয়তার সম্পর্ক নেই। মূলত বিভিন্ন সরকারী হাসপাতালের চিকিৎসক তার হাসপাতালে/আন্ডারে চিকিৎসারত অসহায় ও দরিদ্র রোগী যার যাকাতের টাকা খুব প্রয়োজন এবং যাকাতের হকদার এমন রোগীর জন্য সুপারিশ করেন। অনেক সময় ট্রিট্মেন্ট কমিউনিটি ফেসবুক গ্রুপ কিংবা অন্যান্য সূত্র হতে রোগীদের জন্য সুপারিশ আসে। প্রাপ্ত তথ্য, চিকিৎসা সংক্রান্ত ডকুমেন্ট চেক করে প্রয়োজনে নানান যাচাই বাছাই করে যাকাতের জন্য সুফলভোগী নির্বাচন করা হয়েছে।

** যাকাত দাতা ও সকল শুভাকাঙ্খিকে ধন্যবাদ আমাদের যাকাত কার্যক্রমে অর্থিক, মানষিক ও অন্যান্য সাপোর্ট প্রদানের জন্য।

*** নিবন্ধিত সংগঠন হিসেবে ট্রিট্মেন্ট কমিউনিটি ফাউন্ডেশনের ২০২৪-২৫ অর্থ বছরের অডিট উপযুক্ত অডিট ফার্ম কর্তৃক সম্পন্ন হয়েছে।

** ২০২৫ সালে যাকাতের জন্য শিগ্রই পোস্ট দেওয়া হবে। সকলের সহযোগীতা কাম্য।

তথ্য কৃতজ্ঞতা
মনিরুল ইসলাম মিলন
ফাউন্ডার
ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন

ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন এর বন্যাদুর্গত এলাকায় গৃহীত কার্যক্রম ।তথ্য কৃতজ্ঞতামনিরুল ইসলাম মিলন
22/09/2024

ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন এর বন্যাদুর্গত এলাকায় গৃহীত কার্যক্রম ।

তথ্য কৃতজ্ঞতা
মনিরুল ইসলাম মিলন

দৈনিক ইত্তেফাক
22/09/2024

দৈনিক ইত্তেফাক

বন্যা পরবর্তী রোগের চিকিৎসায়  ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং বিনামূল্যে ঔষুধ  প্রদান করে ট্রিটমেন্ট কমিউনিটি ফা....

বন্যা পরবর্তী রোগের চিকিৎসায় ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন এর ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে।স্থান: পেরুল উচ্চ বিদ্যালয়, লালম...
22/09/2024

বন্যা পরবর্তী রোগের চিকিৎসায়
ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন এর ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে।
স্থান: পেরুল উচ্চ বিদ্যালয়, লালমাই, কুমিল্লা।

তথ্য ও ছবি কৃতজ্ঞতা
মনিরুল ইসলাম মিলন

Address


Alerts

Be the first to know and let us send you an email when Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Treatment Community - ট্রিটমেন্ট কমিউনিটি

Treatment Community as a non-profit organization started its journey from 22 November 2016 with the motto of information exchanges of treatment for people of Bangladesh. It has been created in a clean and safe environment for the people of Bangladesh with the objective of providing medical information and travel guides and other relevant programs to a Bangladeshi patient at home and abroad. It expects to be one of the helpful volunteering treatment platforms of peoples of Bangladesh.