
09/09/2023
👉মানুষের রক্ত কি এতোটাই সস্তা!🥹
আজ বিডি ক্লিন হবিগঞ্জ এর ইভেন্ট এ কাজ চলাকালীন চাঁদের হাসি হাসপাতের অপজিটে ডিসি অফিসের ভিতরে এই O+ রক্তের ব্যাগটা পাই,,😭
আলী নামক কোনো এক ভাই এটা ডোনেট করেন,, সে তো জানে তার রক্ত হয়তো কোনো এক মানুষের জীবন বাচাইছে, 😑 বাট সে তো জানে না তার রক্তটা অযথা রাস্তায় পড়ে আছে😅,,, ধিক্কার জানাই ওই সকল মানুষদের যারা এই জঘন্যতম কাজটা করছে,,😡😡
কিছু ভাই-বোন আছেন সিজারের আগে থেকে রক্ত সংগ্রহ করে রেখে দেন,,অথচ ৭০% সিজারের ক্ষেত্রেই রক্তের তেমন প্রয়োজন হয় না।
রক্তদাতা ভাইদের বলবো আপনারা সঠিক জায়গায় আপনার রক্তদান করবেন,, এমন জায়গায় দিবেন না যেনও আপনার দেওয়া রক্ত এভাবে আবর্জনা হিসেবে পড়ে থাকে।