CCR Medical Academy

CCR Medical Academy Our main motto is to enrich doctors with quality medical knowledge.

CCR Medical Academy is working for the academic development of doctors via upgradation of medical knowledge according to newer guidelines and evidence based clinical research.

02/08/2025

#অভিভাবকদের বলবো:
সন্তানকে ডাক্তারি-ইনজিনিয়ারিং পড়ানোর জন্য পাগল হইয়েন না।

বড় বড় ডাক্তারের চেম্বারে গিয়ে আপনার চোখ ধাঁধিয়ে গেছে। বাপরে বাপ। ৪০ টা রুগী সিরিয়ালে। প্রতি রুগী ৫০০ করে হলে দিনে ২০,০০০ টাকা। মাসে ৬ লাখ টাকা হালালভাবে। আমাদের ছেলে ডাক্তারই হবে। শোন গ্যাদা, অমুকের পাও ধুয়ে পানি খা।

বা আপনার টাকা আছে। ৩০ লাখ টাকা দিয়ে মেয়েকে প্রাইভেট মেডিকেলে দিয়েছেন। ডাক্তার হয়ে গেলে ৫ বছরে ও টাকা উঠে আসবে ভাবছেন?

৯০% সম্ভাবনা যে, সর্বোচ্চ মেধা দিয়েও আপনার ছেলে মাসে ২০,০০০/- টাকা আনতে পারবে না। দিনে ২০ হাজারের স্বপ্ন পূরণ হবার নয়। আপনার শখ পূরণ করতে গিয়ে কৈশোর-যৌবন সব বরবাদ করবেন না আপনার সন্তানের।

যাদের চেম্বারে গিয়ে আপনার খায়েশ জন্মেছে, তাদের সময় সারা দেশে ডাক্তারই ছিল ১০ হাজার। আর এখন ১ লাখ ২৫ হাজার+। ঝাঁকে ঝাঁকে মেডিকেল কলেজ। বিশেষজ্ঞ হবার সুযোগ সে তুলনায় বাড়েনি। অহেতুক প্রেসার তৈরি ছাড়া সে আর কিছুই পাবে না আপনার এই দিনে ২০ হাজার টাকার স্বপ্নে।

★লক্ষ্য যদি টাকা হয়, তবে দুনিয়াতে আরও বহু কিছু আছে। ৩০-৪৫ বছর, এই সময়টা যারা সচ্ছল ও ধনী থাকতে চায়, তাদের না আসা উচিত ডাক্তারি পেশায়। এই সময়টাও যারা বাপ থেকে সাহায্য নিতে পারবেন, তারা ডাক্তারি পড়বেন। আমার বয়স ৩৫, পোস্টগ্র্যাড করছি, বাপের থেকে সাহায্য নিচ্ছি মাসে ২০ হাজারের উপরে।

√. অল্প বয়সে যাদের বেশি টাকা দরকার, তাদের জন্য পরামর্শ:

১. পলিটেকনিকে পড়ে ২০ বছর বয়সে বিদেশ গমন। ৩০ বছরে দেশে এসে একবারে বিয়ে করা। সঞ্চয় কাউকে না দিয়ে সংরক্ষণ করা।

২. প্রোগ্রামিং ইত্যাদি শিখে ফ্রীল্যান্সিং করে ১৮ বছর থেকেই পসার জমান।

৩. এসএসসি/এইচএসসির পর থেকেই ব্যবসা শেখা ও ছোটো বিনিয়োগ বেশি শ্রম দিয়ে ব্যবসা শুরু করা। ৩০ বছর বয়সে আশা করা যায় আপনার ব্যবসা একাধিক ট্রায়ালের পর দাঁড়িয়ে যাবে।

৪. মেরিন অফিসার/ মেরিন ইনজিনিয়ার হতে পারেন। ভালো মেধা থাকলে ৩০ বছরের মাঝে কোটি দশেক ব্যাংক-ব্যালেন্স থাকবে। এরপর হয় বিয়েশাদী করে আর গেলেন না। বা বছরে ৪-৬ মাস (শরয়ী অনুমোদন সাপেক্ষে) সাগরে থাকলেন। বাকি সময় পরিবারকে সময় দিলেন। ব্যবসাপাতি করলেন।

একটা অকেজো সার্টিফিকেটের জন্য ৬-৭ বছর নষ্ট করবেন না। শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভাবছেন? ৩০-৩২ বছরে আপনার কাছে বেসরকারি ভার্সিটিতে অনার্স-মাস্টার্স করার পয়সা চলে আসবে। বাবার টাকায় না, নিজের টাকায় পড়তে পারবেন। সার্টিফিকেট এখন পণ্য। টাকা থাকলে কিনতে পারবেন। সময়-মেধা খরচ করার দরকার নেই। ভেবে দেখতে পারেন।

★ আসলেই জ্ঞান অর্জন ও জ্ঞানের জন্য ত্যাগ স্বীকারে যারা আগ্রহী। তারা এইচএসসির মধ্যে...
- ইংরেজি রীডিং-রাইটিং এ প্রো হোন।

- এনালিটিক্যাল রিজনিং বাড়ান। বাজারে নানান বই পাওয়া যায় 'গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা' বাড়ানোর।

এবার ভার্সিটিতে যেকোনো সাবজেক্টে পড়ুন। ঘাড় গুঁজে পড়ুন। ভার্সিটি কালচার থেকে দূরে থাকুন। সিজিপিএ হাই রাখুন। বিদেশে উচ্চশিক্ষার ফিকির রাখুন। ডাক্তারি পড়ার ঐ ৩০ লাখ এই রাস্তায় ব্যয় হলে নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের স্কলার হয়ে যাবেন। ডাক্তারি না পড়লেই আপনি ৩০-৪৫ বছরের মাঝে এতো কিছু পেতে পারেন, যা ডাক্তারি পড়লে পাবেন না।

আর এমবিবিএস পাসকৃত নব্য জুনিয়র ডাক্তার দের কথা আপাতত কিছু বললাম না, দেশে কিভাবে একজন জুনিয়র ডাক্তার লাইফ লীড করে সম্মানের ভয়ে সেটা পর্দার আড়ালে থেকে যায়। মানবেতর জীবনযাপন কেটে যায় " ডাক্তার মানে টাকা আর টাকা " এই ডায়ালগ শুনতে শুনতে।

গণহারে ডাক্তারি পড়তে নিরুৎসাহিত করছি সজ্ঞানে।

©Dr Shamsul Arefin Shakti

31/07/2025
21/07/2025

১.

উত্তরার আশপাশে যে মেডিকেলগুলা আছে:

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ
উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ

এছাড়াও,

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
কুয়েত মৈত্রী হাসপাতাল
বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

এসব জায়গায় প্রচুর আহত যাবে।

এই হাসপাতালগুলোতে রক্ত লাগবে। রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন।

এই জায়গাগুলাতে যান, ব্লাড দেন। ঘটনাস্থলের আশপাশে ভিড় করে নিহতের সংখ্যা বাড়াবেন না।

২.

ব্লাড ছাড়াও প্রচুর Libott's Junior স্যালাইন লাগবে, কারন আহতের বেশিরভাগ বাচ্চা। সাথে অনেকগুলা Hartmann Solution ও লাগবে। Ceftriaxone, flucloxacilin, ketorolac, ondansetron এর প্রচুর পরিমানে IV প্রিপারেশন দরকার, বিশেষত বাচ্চাদের জন্য।

ফার্মা কোম্পানিগুলাকে দ্রুত অ্যাক্টিভ হওয়ার আহবান।

৩.

আহতরা বের হওয়ামাত্র তাদের ক্ষতস্থানে ঠান্ডা পানি ঢালেন। প্রচুর ঠান্ডা পানির দরকার।

© Nojir Nobel

CCR - GP COURSE লেভেল-১ এর ৬ কোর্স: সব প্রি রেকর্ডেড *1.Antibiotics for GP**2.ECG for GP**3. Diabetes  for GP**4.Derma f...
21/07/2025

CCR - GP COURSE

লেভেল-১ এর ৬ কোর্স: সব প্রি রেকর্ডেড
*1.Antibiotics for GP*
*2.ECG for GP*
*3. Diabetes for GP*
*4.Derma for GP*
*5.HTN mx*
*6. pain Mx*

Long time (minimum 5 years) রেকর্ডেড ভার্সন
প্রতি কোর্সে ১০-১২ টা ক্লাস + সিনারিও বেইসড ডিসকাশন, সাথে exclusive sceranio based পিডিএফ -
লেভেল-১ এ আউটডোর উপযোগী ২০০ টার মত সিনারিও বেইসড ডিসকাশন রয়েছে-

*রেজিষ্ট্রেশন এর পর GP chat box এ add করা হবে, যেখানে CCR কোর্সের হাজার হাজার ডাক্তার এর Chatbox*

রেকর্ডেড ক্লাস কোথায় পাবো?
ফেসবুক ক্লোজ গ্রুপ, টেলিগ্রামে (lab course)

কোর্স কাউকে শেয়ার করার অনুমতি নাই।

*প্রতিটি কোর্স ফি:১৫০০ টাকা করে লেভেল-১ এর ৬ টা কোর্স ফি =৯০০০ টাকা নিয়মিত ফি)

*ডিসকাউন্ট পরবর্তি ফি লেভেল-১ =৪১৪০ টাকা*

*লেভেল-১ + গাইনী অথবা পেডি = 4800 টাকা*

*লেভেল-১+ গাইনী+ পেডি =5500 টাকা*

*লেভেল-১+লেভেল-২ ফুল= 8600 tk*
(রেগুলার ফি: 18k)

Level-2 course content
1. gynae for GP
2. Pediatrics for GP
3. Respiratory for GP
4. Thyroid for GP
5. Lab interpretation for GP
6. GIT for GP

লেভেল-২ এর ৮০% ক্লাস রেকর্ডেড, GIT সহ কয়েকটা টপিকের ক্লাস লাইভ হবে, লাইভের পরের দিন রেকর্ড আপলোড করা হবে*

*শুধু লেভেল-২ ডিসকাউন্ট পরবর্তি একত্রে : 4500 টাকা*

*(পৃথকভাবে কেউ ১ টা ২ টা কোর্স করতে চাইলে প্রতিটি কোর্স ফি:১০২০ টাকা)

রেজিষ্ট্রেশন এর জন্য
বিকাশ/নগদ -send money
01684936067

সেন্ড মানি করে whatspp এ জানাবেন-
whatspp- 01684936067

whatspp এ জানালে admin panel add করে নিবেন

সিঙ্গাপুরে চিকিৎসাগ্রহণ বিষয়ে বাংলাদেশিদের দৃষ্টিভঙ্গি(QR কোডটি স্ক্যান করে ফরমটি পাবেন। অথবা প্রথম কমেন্ট থেকে গুগল ফরম...
27/05/2025

সিঙ্গাপুরে চিকিৎসাগ্রহণ বিষয়ে বাংলাদেশিদের দৃষ্টিভঙ্গি
(QR কোডটি স্ক্যান করে ফরমটি পাবেন। অথবা প্রথম কমেন্ট থেকে গুগল ফরমটির লিংক পাবেন)
__________________________________________

এশিয়ার মধ্যে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা শীর্ষস্থানীয়। আশপাশের দেশ থেকে তো বটেই, ইদানিং মধ্যপ্রাচ্য থেকে প্রচুর রোগী আসে। বাংলাদেশ থেকেও অনেকে আসেন। সিঙ্গাপুরের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী হাসপাতাল হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, যার ইতিহাস দুইশো বছরের বেশি। যদিও বাংলাদেশে অনেকেই শুনেছেন কেবল মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নাম। কমপক্ষে চারটা মাউন্ট এলিজাবেথ হাসপাতাল স্থাপন করা যাবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ভেতরে। ক্যান্সার, হৃদরোগ, চোখ, দাঁত, নিউরো, স্কিন এবং নারী ও শিশুদের জন্য রয়েছে আলাদা ইনস্টিটিউট- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে লাগোয়া তারা। এসব বিষয়ে পরে জানাবো আরো।

বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে আসেন, তাদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ কী? প্রতিবন্ধকতাই বা কি? সুযোগ দিলে কী অনেকেই আসতেন? এসব বিষয়ে আমি একটা সার্ভে করছি। এর উদ্দেশ্য সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে রোগীদের আসতে উৎসাহিত করা নয়, বরং কী আসলে তাদেরকে আকৃষ্ট করে তা জানা এবং এই তথ্যকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা আরো উন্নত করার কাজে ব্যবহার করা। এছাড়া দেশ থেকেই কীভাবে সিঙ্গাপুরের কিছু সেবা মানুষ পেতে পারে, সে বিষয়ে কিছু উদ্যোগ নেওয়ার জন্যও এই তথ্য কাজে লাগবে।

ফেসবুক বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি সার্ভেতে অংশ নেওয়ার জন্য। এছাড়া আপনাদের বন্ধু ও পরিবারের সদস্যদেরও অভিমত দিতে শেয়ার করুন। QR কোডটি স্ক্যান করে ফরমটি পাবেন। অথবা প্রথম কমেন্ট থেকে গুগল ফরমটির লিংক পাবেন।
ধন্যবাদ।

Level 1, 4000Level 2, 4500Bkash, Nogod, Rocket Send Money personal 01684936067CCR-GP Course Recorded Life time accessকোর...
18/05/2025

Level 1, 4000
Level 2, 4500

Bkash, Nogod, Rocket
Send Money personal
01684936067

CCR-GP Course Recorded
Life time access

কোর্স ফি সেন্ড মানি করে আমাকে কনফার্ম করলেই হবে, গ্রুপ লিংক সব একসেস দিয়ে দেয়া হবে

Free Webinar on Careers in Public HealthA Step-by-Step Guide for Medical Students, Doctors & Public Health Professionals...
27/04/2025

Free Webinar on Careers in Public Health

A Step-by-Step Guide for Medical Students, Doctors & Public Health Professionals

📢 Hosted by: Voice of Doctors Research School
📢 Organizing Partner: CCR Medical Academy

📅 Date: 27th April 2025

⏰ Time: 7:30 PM (Bangladesh Time)
📍 Venue: Online (Zoom)

Speaker
Dr. Rifat Al Mazid
MBBS, MPH (BSMMU) Candidate,
Dpt. of Community Medicine,
Rajshahi Medical College
CEO, CCR Medical Academy

Host
Dr.Ariful Haque
Voice of Doctors Research School

Who Can Join?
✅ Medical Students Doctors & Healthcare Professionals who are interested in Public Health
Why Join?
=> Discover impactful and rewarding careers in public health
=> Learn how to turn your passion into real-world change
=> Get expert advice on career paths, skills, and opportunities
=> Understand what employers are looking for in the field
=> Be inspired by stories from professionals making a difference
=> Find your place in a growing, purpose-driven industry

🚀 Don’t miss this opportunity to enhance your research skills and connect with experienced mentors!

📢 Limited Slots Available!

🔗 Register Now: https://vodresearchschool.org/forms/careers-in-public-health

For inquiries, contact: https://www.facebook.com/vodresearchschool

https://t.me/+pU7u_QbTCkplZjk1

Level 1, 4000Level 2, 5000Bkash, Nogod, Rocket Send Money personal 01684936067CCR-GP Course Recorded Life time accessকোর...
16/04/2025

Level 1, 4000
Level 2, 5000

Bkash, Nogod, Rocket
Send Money personal
01684936067

CCR-GP Course Recorded
Life time access

কোর্স ফি সেন্ড মানি করে আমাকে কনফার্ম করলেই হবে, গ্রুপ লিংক সব একসেস দিয়ে দেয়া হবে

আপনার সাথে খুব ভালো সম্পর্ক, এমন উচ্চপদস্থ একজন মানুষের কথা ভাবুন, যাকে আপনি অনেক শ্রদ্ধা করেন, যিনি আপনাকে শেখায়, দিকনি...
04/03/2025

আপনার সাথে খুব ভালো সম্পর্ক, এমন উচ্চপদস্থ একজন মানুষের কথা ভাবুন, যাকে আপনি অনেক শ্রদ্ধা করেন, যিনি আপনাকে শেখায়, দিকনির্দেশনা দেয়, তাঁর নেটওয়ার্ক দিয়ে আপনাকে সাহায্য করে, আপনি ভুল পথে গেলে শাসন করে সঠিক পথে ফিরিয়ে আনে।

কার কথা ভাবছেন? আপনার কোন মেন্টর? ডিপার্টমেন্টের প্রধান? কোন বড় ভাই বা বোন?

যখন এই মানুষটাকে খুশি করার উদ্দেশ্যে আপনি কিছু করেন এবং তিনি আপনার চেষ্টা দেখে আসলেই খুশি হয়, তখন কেমন একটা সুখানুভব হয় না? একটা আত্মতৃপ্তি আসে না? এধরনের বিশুদ্ধ আত্মতৃপ্তি কি আপনি পেতেন, যদি আপনি আপনার খেয়াল খুশির অনুসরণ করে এধরনের কোন সম্পর্কই তৈরিই না করতেন?

ঠিক একইরকম সুখানুভূতিই একজন মুসলমান অনুভব করে যখন সে তার রবের সাথে এমন হৃদ্যতার সম্পর্ক গড়ে তুলে। যখন সে মনে প্রাণে বিশ্বাস করে তার রব, সর্বশক্তির আধার, দৃশ্য-অদৃশ্য সকল জগতের একচ্ছত্র অধিপতি, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ও রাষ্ট্রীয় জীবনের সবক্ষেত্রে হাজির রয়েছে এবং তার দৈনন্দিন প্রতিটি পদক্ষেপের মাধ্যমে এই আত্মতৃপ্তি লাভ করা সম্ভব, তখন সে এই বিশুদ্ধ সুখের নেশায় তার রবকে খুশি করার চেষ্টায় রত থাকে এবং এই সুখানুভূতিও অনুভব করতে থাকে। সেই জীবন কতই না বিশুদ্ধ, অকৃত্রিম সুখে ভরপুর! যখন সে তার জীবনের ছোট থেকে ছোট বিষয়ের ব্যপারে শুধুমাত্র তার রবের মুখাপেক্ষী হয়, এবং তাঁর উপরেই ভরসা করে সে জীবন কতই না ঝামেলা বিহীন! জীবনের এই লক্ষ্য কতই না উত্তম!

ঠিক এর বিপরীত কাউকে চিন্তা করুন, যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে তার রবের সাথে সম্পর্ক তৈরির ব্যপারে বেখবর থাকে। দুনিয়াবি বিভিন্ন মতবাদ, আদর্শের জালে আটকা পরে জীবনের সময়গুলো অপচয় করে ফেলে, তার পক্ষে কি কখন সেই বিশুদ্ধ সুখ উপভোগ করা সম্ভব? সে যতই ভোগ করুক, লাক্সারিয়াস জীবন-যাপন করুক কখনও কি অকৃত্রিম সেই আত্মতৃপ্তি ছোয়া পাবে? উপরন্তু যখন আজরাঈল (আ:) সামনে এসে উপস্থিত হয়, নিজ চোখে সত্য দেখতে পায়, যেখান থেকে আর পেছনে ফেরা অসম্ভব হয়ে পরে, ঠিক সেই মুহুর্তে সে কি চিন্তা করে অনুভব করতে পারছেন? তার ঝাকঝমকপূর্ণ জীবনের কোন মূল্য কি সেই মুহুর্তে থাকে?

আসলে মহান রবের ব্যাপারে বেখবর থেকে জীবনে কোন শান্তিই অনুভব করা যায় না। আমাদের সাধারণ নিন্মবিত্ত থেকে শুরু করে এলিট শ্রেণী কেউ কি এমন আছে যে জীবন নিয়ে কোন অভিযোগ করছে না? এই পার্থিব জীবনে পূর্ণতার কোন কোটা নেই, অপূর্ণ থেকেই এই দুনিয়া ত্যাগ করতে হয়।
কিন্তু পার্থক্য করে জীবনের লক্ষ্য, উদ্দেশ্য।

আজকে আমি যখন পশ্চিমা স্যাকুলার সমাজে বাস করছি। ইমার্জেন্সি বিভাগে মৃত্যুপথযাত্রী বয়স্ক রোগীদের ফাকা চাহুনি দেখছি, লক্ষ্যহীন জীবন যাপনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে সে যখন নিরুপায়, পরনির্ভরশীল তখন ঠিক এই কথাগুলোই আমি চিন্তা করি। ধোকায় ভরপুর, ক্ষণস্থায়ী এই জীবন থেকে এরা কি পেলো? বিদায় বেলা এরা কি নিয়ে যাত্রা করছে মহাকালের দিকে? এই শূণ্যতার দোষ কি শুধুমাত্র সেই ব্যাক্তি একার? নাকি এই সেক্যুলার ধর্মহীন ব্যাবস্থারও?

🎯 টেইক হোম ম্যাসেজ:

▶️ দুনিয়ার মোহে পড়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে গেলে, শেষ সময়ে শুধুই আফসোস অপেক্ষা করে।

▶️ আত্মতৃপ্তি আসে তখনই, যখন আমরা আমাদের রবকে খুশি করার জন্য জীবন পরিচালিত করি।

▶️ পশ্চিমা সেক্যুলার সমাজ প্রাচুর্য দিতে পারে, কিন্তু প্রকৃত শান্তি কোথায়?

▶️ যার লক্ষ্য পরকাল, সে দুনিয়াতেও প্রশান্তির স্বাদ পায়।

▶️ আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে চিরস্থায়ী জীবনে আমাদের অবস্থান।

ডা. নাকিব কামরান,
ইমার্জেন্সি চিকিৎসক, NHS ইংল্যান্ড

কোর্স ফি সেন্ড মানি করে আমাকে কনফার্ম করলেই হবে, গ্রুপ লিংক সব একসেস দিয়ে দেয়া হবেBkash, Nogod, Rocket Send Money person...
17/12/2024

কোর্স ফি সেন্ড মানি করে আমাকে কনফার্ম করলেই হবে, গ্রুপ লিংক সব একসেস দিয়ে দেয়া হবে

Bkash, Nogod, Rocket
Send Money personal
01684936067
01640808549

CCR-GP Course Recorded
Life time access

Address

Mogbazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when CCR Medical Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CCR Medical Academy:

Share