21/05/2025
এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হলো স্পাইন সার্জারির সর্বশেষ এবং আধুনিকতম সংস্করণ । বাংলাদেশেও এই পদ্ধতি চালু আছে কিছু অল্প পরিসরে ।
বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল, কল্যাণপুর, ঢাকাতে প্রফেসর শাহ আলম স্যারের নেতৃত্বে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি শুরু করেছি বড় পরিসরে।
আমরা যারা এখানে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি শুরু করেছি তারা প্রায় সবাই দক্ষিণ কোরিয়ার AIN হাসপাতাল থেকে প্রফেসর লিম স্যারের তত্ত্বাবধানে ফেলোশীপ সম্পন্ন করেছি । আমি দক্ষিণ কোরিয়ার পাশাপাশি হংকং এবং ইন্ডিয়া থেকে স্পাইন সার্জারির উপর ফেলোশিপ সম্পন্ন করেছি ।
জার্মানি এবং কোরিয়ান ইনস্ট্রুমেন্টস এর সমন্বয়ে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির এই সেটআপ তৈরি করেছি ।
সেই হিসেবে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল এখন থেকে একটি পরিপূর্ণ স্পাইন হাসপাতাল । স্পাইন সার্জারীর সবগুলো শাখা যেমন ডিফরমিটি করেকশন ( স্কোলিওসিস ), ইনফেকশন , টিউমার, স্পাইন ট্রমা, ডিজেনারেটিভ স্পাইনাল ডিজিজ
ইত্যাদি আগে থেকেই চালু ছিলো । বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক স্কোলিওসিস সার্জারি এই হাসপাতালে করানো হয়।
সেই কথা আরেকদিন বলা যাবে ।
গতকাল ১৮/৫/২০২৫ তারিখে আমি যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করলাম সেটার ইন্ডিকেশন ছিলো 2 level PLID (L4/5, L5/S1) with left sided radiculopathy.
আমি একটি মাত্র ছিদ্র করে (যার ডায়ামিটার ৮ মিমি) দুই লেভেলের এই অপারেশন সম্পন্ন করেছি ।
অপারেশন এর পরে রোগী ভালো আছেন । তার বাম পায়ের ব্যথা কমে গেছে । আজকে থেকেই তিনি স্বাভাবিক ভাবে হাঁটাচলা শুরু করছেন ।
আগামীকাল ছুটি হবে ।
এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সুবিধা সমূহ হলো :
১। কোনও কাটাছেড়া নেই ।
২। ছোট একটি ছিদ্র (৮ মিমি) করেই এক লেভেল, দুই লেভেল এমনকি তিন লেভেল এর PLID অপারেশন করা যায় ।
৩। কোনও রক্তপাত নেই ।
৪। Day Case surgery - যেদিন অপারেশন সেই দিন ছুটি, সর্বোচ্চ ১ দিন হাসপাতালে থাকা লাগতে পারে ।
৫। কমপ্লিকেশন নেই বললেই চলে ।
৬। স্পাইন সার্জারিতে ইনস্ট্রুমেন্টেশন এর প্রয়োজনীয়তা কমে যায় ।
৭। পেশেন্ট কমপ্লায়েন্স খুব ভালো ।
আমাদের পরামর্শ হলো মেরুদণ্ডের যেকোনো অপারেশান এর প্রয়োজন হলে বিদেশ যাওয়ার পূর্বে অথবা দেশে অন্য যেকোনো হাসপাতালে অপারেশন এর সিধান্ত নেওয়ার পূর্বে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল, কল্যাণপুর, ঢাকায় একবার আসুন এবং পরামর্শ নিন ।
ধন্যবাদ
ডা: মো: সারোয়ায় জাহান
এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (অর্থোপেডিক্স)
ফেলোশীপ ইন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি - দক্ষিণ কোরিয়া
এও স্পাইন (AOSPINE) ফেলো - হংকং
এপিএসএস (APSS) স্পাইন ফেলো - ইন্ডিয়া
সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি)
নিটোর
চেম্বার:
বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল
কল্যাণপুর, ঢাকা
রুম নং - ৩০২
সময় : বিকেল ৫:০০ থেকে ৭:০০
যোগাযোগ : 017 3239 4242