22/05/2024
🔲 ভার্সিটি ছাত্রীরা কেন বেশ্যাবৃত্তিতে জড়াচ্ছেন?😭
অথচ ছেলেরা পাত্রী হিসেবে পুতপবিত্র নেককার মেয়ে খুজে থাকেন। অপরদিকে মেয়ে হিসেবে দ্বীনদার আদর্শবান ছেলে খুঁজে থাকেন অথচ সমাজটাকে নিজেরাই নষ্ট করে ভালো ফলাফলের আশা করে নিতান্ত বোকামি।
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🐸 এক ছাত্রীর সাক্ষাতকারে উঠে এসেছে-
🐷 কেউ শপিং করার জন্য!
🐷 কেউ উন্নত জীবনের জন্য!
🐷 কেউ পড়াশোনার খরচ যোগাতে!
🐷 কেউ নেশা করার জন্য!
🐷 কেউ শারীরিক চাহিদা মেটানোর জন্য!
🐷 কেউ পরিবার কে সাপোর্ট দেয়ার জন্য!
একেক জনের রেট ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অথচ কিন্তু তারা চাকুরী করলে মাসে পাবে এই সেলারী , বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টে খাবার নামে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে না দিতে পারলে সমাজে মান সম্মান থাকবে না, দুই বেলা না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু মেকআপ এর খরচ অবশ্যই লাগবে, আমরা মেয়ে মানুষ আমাদের ১০, ২০ টা কাপড়ে হয় না, আরো অনেক আনুষাঙ্গিক খরচ রয়েছে, এসব খরচ কে দিবে ? তাই দ্রুত টাকা কামাতে এই পেশায় চলে এসেছে বলে জানালো! 🤷♀️🤦
ঢাকা শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বর্তমান যুগের নষ্ট সমাজের অসামাজিক নতুন এক ব্যবসা এবং তার সাথে জড়িত লাখ লাখ চামড়া ব্যবসায়ী , এর নাম ইস্পা থেরাপি ।
হোয়াটসএ্যাপ গ্রুপে মোয়েদের ছবি আদান-প্রদান এর মাধ্যমে খদ্দের যোগার করা হয় এবং গুলশান বনানীর বিভিন্ন ফ্লাট বাসা ভাড়া নিয়ে দালাল রা কাষ্টোমার যোগাড় করে এই পার্ট টাইম প তি তা শিক্ষার্থী দের দিয়ে এই ব্যবসা পরিচালনা করে থাকে। কেউ চাইলে হোম সার্ভিস ও নিতে পারে মানে বাসার ঠিকানা দিলে মেয়েদের পাঠিয়ে দেয়া হয়!
এই যদি হয় বর্তমান প্রজন্মের নারীদের চরিত্র তাহলে এই প তি তা-দের নিয়ে ভবিষ্যতে ভদ্র ছেলেরা সংসার করবে কি ভাবে ?
একটা মেয়ে না চাইলে কোনদিনও অন্য একটি ছেলে তাকে খারাপ করতে পারে না । শরীরের চুলকানি উঠলে এইসব খারাপ মেয়েরাই চুলকানির ওষুধ খুঁজার জন্য হাই প্রোফাইল ছেলেদেরকে খুঁজে বের করে ।
আহ নারী! আহ লোভ! আহা শরীরের চুলকানি
শরীর এবং টাকার লোভ নারীদের কোথায় নামাচ্ছে!
বে শ্যা বৃ ত্তি করে শিক্ষিত হওয়া এই জাতীর ভবিষ্যৎ কি?
আরেক গবেষণায় দেখা গেছে- জগন্নাথ হলের প্রায় ৯০% হিন্দু ছেলেরই মুসলিম গার্লফ্রেন্ড আছে, অনেকের তো একাধিক মুসলিম গার্লফ্রেন্ড আছে। আর মেয়েরাও এসব কিছু মনে করে না, লাইফ এঞ্জয় করাটাই তাদের জন্য মুখ্য ব্যাপার। কয়েকদিন প্রেম করে লাইফ এঞ্জয় করে, এরপরে মাথায় হিজাব দিয়ে প্রতিদিন ফেসবুকে হাদিস-কুরআনের আয়াত শেয়ার দিয়ে ভালো মেয়ে সাজে। এরপরে বাবা-মায়ের পছন্দের প্রতিষ্ঠিত পাত্রকে বিয়ে করে লাইফ সেটেল করে।
Copy post