Anamul Hasan

Anamul Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anamul Hasan, Medical and health, Shemlasi vakurta Savar, Dhaka.

 #ফারাক্কা বাঁধ ফারাক্কা বাঁধ নির্মাণের আওয়াজ তুলুন সকলে....সময় হয়েছে ফারাক্কার ৪০কিলোমিটার দূরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিত...
21/08/2024

#ফারাক্কা বাঁধ
ফারাক্কা বাঁধ নির্মাণের আওয়াজ তুলুন সকলে....
সময় হয়েছে ফারাক্কার ৪০কিলোমিটার দূরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের।
মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাঁধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈচাশিক আনন্দ পায়।
এতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়; যদি পরোক্ষ হিসাব করা হয়, তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে।
তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে। আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে। কারন, তাদের বাঁধের উচ্চতা ৭৩৫০।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না, এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।
তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাঁধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি।
বিদেশে পাচারকৃত টাকা গুলো এনে এই কাজ করা হোক।
আল্লাহ আমাদের সাহায্য করুন

আমাদের ফেসবুক পেজhttps://www.facebook.com/anamulhasanrahmaniofficial/আমাদের ইউটিউব চ্যানেলhttps://www.youtube.com/M***i ...
03/08/2024

আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/anamulhasanrahmaniofficial/
আমাদের ইউটিউব চ্যানেল
https://www.youtube.com/
M***i Anamul Hasan Rahmani

Welcome to Anamul Hasan Rahmani This is the official YouTube channel of Anamul Hasan Rahmani. This channel aims to promote the true essence of Islam and Shari’ah. You can connect with us by leaving your questions in the comment section: Objectives of this channel: 1. To speed up the Da’wah Activ...

 #যাদু #কালো যাদু                                   **** যাদু /কালো যাদু *****         যাদু /কালো যাদু নষ্ট করার ক্ষেত্র...
04/07/2024

#যাদু
#কালো যাদু
**** যাদু /কালো যাদু *****

যাদু /কালো যাদু নষ্ট করার ক্ষেত্রে ঝাড়ফুঁকের বড় ধরনের প্রভাব রয়েছে। এর পদ্ধতি হচ্ছে- যাদুতে আক্রান্ত রোগীর উপর অথবা কোন একটি পাত্রে আয়াতুল কুরসি অথবা সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা ত্বহা এর যাদু বিষয়ক আয়াতগুলো পড়বে। এগুলোর সাথে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে এবং রোগীর জন্য দোয়া করবে। বিশেষতঃ যে দুআটি রাসূলুল্লাহ ﷺ থেকে সাব্যস্ত হয়েছে:
اللَّهُمَّ ربَّ النَّاسِ، أَذْهِب الْبَأسَ، واشْفِ، أَنْتَ الشَّافي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفاءً لاَ يُغَادِرُ سقَماً
(অর্থ- হে আল্লাহ! হে মানুষের প্রতিপালক! আপনি কষ্ট দূর করে দিন ও আরোগ্য দান করুন। (যেহেতু) আপনিই রোগ আরোগ্যকারী। আপনার আরোগ্য দান হচ্ছে প্রকৃত আরোগ্য দান। আপনি এমনভাবে রোগ নিরাময় করে দিন যেন তা রোগকে নির্মূল করে দেয়।)
জিব্রাইল আ. নবী ﷺ-কে যে দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন সেটাও পড়া যেতে পারে। সে দুআটি হচ্ছে-
بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ , مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ أَوْ حَاسِدٍ , اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ
(অর্থ- আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। সকল কষ্টদায়ক বিষয় থেকে। প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য করুন। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি।)
এই দোয়াটি তিনবার পড়ে ফুঁ দিবেন। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিনবার পড়ে ফুঁ দিবেন।
আলেমগণ বলেছেন, এ দোয়াগুলো পড়ে পানিতে ফুঁ দিতে হবে। এরপর যাদুতে আক্রান্ত ব্যক্তি সে পানি পান করবে। আর অবশিষ্ট পানি দিয়ে প্রয়োজনমত একবার বা একাধিক বার গোসল করবে। তাহলে আল্লাহর ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে।

10/06/2024
🔲 ভার্সিটি ছাত্রীরা কেন বেশ্যাবৃত্তিতে জড়াচ্ছেন?😭অথচ ছেলেরা পাত্রী হিসেবে পুতপবিত্র নেককার মেয়ে খুজে থাকেন। অপরদিকে মেয...
22/05/2024

🔲 ভার্সিটি ছাত্রীরা কেন বেশ্যাবৃত্তিতে জড়াচ্ছেন?😭
অথচ ছেলেরা পাত্রী হিসেবে পুতপবিত্র নেককার মেয়ে খুজে থাকেন। অপরদিকে মেয়ে হিসেবে দ্বীনদার আদর্শবান ছেলে খুঁজে থাকেন অথচ সমাজটাকে নিজেরাই নষ্ট করে ভালো ফলাফলের আশা করে নিতান্ত বোকামি।
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🐸 এক ছাত্রীর সাক্ষাতকারে উঠে এসেছে-
🐷 কেউ শপিং করার জন্য!
🐷 কেউ উন্নত জীবনের জন্য!
🐷 কেউ পড়াশোনার খরচ যোগাতে!
🐷 কেউ নেশা করার জন্য!
🐷 কেউ শারীরিক চাহিদা মেটানোর জন্য!
🐷 কেউ পরিবার কে সাপোর্ট দেয়ার জন্য!
একেক জনের রেট ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অথচ কিন্তু তারা চাকুরী করলে মাসে পাবে এই সেলারী , বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টে খাবার নামে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে না দিতে পারলে সমাজে মান সম্মান থাকবে না, দুই বেলা না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু মেকআপ এর খরচ অবশ্যই লাগবে, আমরা মেয়ে মানুষ আমাদের ১০, ২০ টা কাপড়ে হয় না, আরো অনেক আনুষাঙ্গিক খরচ রয়েছে, এসব খরচ কে দিবে ? তাই দ্রুত টাকা কামাতে এই পেশায় চলে এসেছে বলে জানালো! 🤷‍♀️🤦
ঢাকা শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বর্তমান যুগের নষ্ট সমাজের অসামাজিক নতুন এক ব্যবসা এবং তার সাথে জড়িত লাখ লাখ চামড়া ব্যবসায়ী , এর নাম ইস্পা থেরাপি ।
হোয়াটসএ্যাপ গ্রুপে মোয়েদের ছবি আদান-প্রদান এর মাধ্যমে খদ্দের যোগার করা হয় এবং গুলশান বনানীর বিভিন্ন ফ্লাট বাসা ভাড়া নিয়ে দালাল রা কাষ্টোমার যোগাড় করে এই পার্ট টাইম প তি তা শিক্ষার্থী দের দিয়ে এই ব্যবসা পরিচালনা করে থাকে। কেউ চাইলে হোম সার্ভিস ও নিতে পারে মানে বাসার ঠিকানা দিলে মেয়েদের পাঠিয়ে দেয়া হয়!
এই যদি হয় বর্তমান প্রজন্মের নারীদের চরিত্র তাহলে এই প তি তা-দের নিয়ে ভবিষ্যতে ভদ্র ছেলেরা সংসার করবে কি ভাবে ?
একটা মেয়ে না চাইলে কোনদিনও অন্য একটি ছেলে তাকে খারাপ করতে পারে না । শরীরের চুলকানি উঠলে এইসব খারাপ মেয়েরাই চুলকানির ওষুধ খুঁজার জন্য হাই প্রোফাইল ছেলেদেরকে খুঁজে বের করে ।
আহ নারী! আহ লোভ! আহা শরীরের চুলকানি
শরীর এবং টাকার লোভ নারীদের কোথায় নামাচ্ছে!
বে শ্যা বৃ ত্তি করে শিক্ষিত হওয়া এই জাতীর ভবিষ্যৎ কি?
আরেক গবেষণায় দেখা গেছে- জগন্নাথ হলের প্রায় ৯০% হিন্দু ছেলেরই মুসলিম গার্লফ্রেন্ড আছে, অনেকের তো একাধিক মুসলিম গার্লফ্রেন্ড আছে। আর মেয়েরাও এসব কিছু মনে করে না, লাইফ এঞ্জয় করাটাই তাদের জন্য মুখ্য ব্যাপার। কয়েকদিন প্রেম করে লাইফ এঞ্জয় করে, এরপরে মাথায় হিজাব দিয়ে প্রতিদিন ফেসবুকে হাদিস-কুরআনের আয়াত শেয়ার দিয়ে ভালো মেয়ে সাজে। এরপরে বাবা-মায়ের পছন্দের প্রতিষ্ঠিত পাত্রকে বিয়ে করে লাইফ সেটেল করে।
Copy post

24/04/2024

নিউজ দেখলাম যে, ভারতের যৌন-পল্লীতে বাংলাদেশের ৬৮ হাজার মেয়েদের বিক্রি করা হয়েছে। নিউজ কতটুকু সত্য জানি না তবে এমটা ঘটছে এটা মিথ্যা নয়। এসব মেয়েদের অধিকাংশ নামধারী মুসলিম ফ্যামিলির হয়ে থাকে। কারণ হিন্দুরা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এসব করে থাকে তা আমাদের কাছে প্রমাণিত। কিন্তু এই মেয়ে জাতিকে কোন উপায়ে বুঝালে বুঝবে যে, হিন্দু ছেলেরা তাদের জন্য ভয়ংকর, মারাত্মক ক্ষতিকর! প্রেম করা হারাম তাও প্রেম করতেছে, তাও আবার তার শত্রুর সাথে!
কি হয়েছে আমার জাতির! আমার জাতি তার ক্ষতির দিকটা কেন বুঝতেছে না!
আল্লাহ এই দিশাহারা জাতিকে সঠিক পথের দিশা দাও।

দু:খ জনক
24/04/2024

দু:খ জনক

24/02/2024

Address

Shemlasi Vakurta Savar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram