23/12/2022
নুরুল করিম,সৌদী প্রবাসী,একদিন কাজ করার সময়ে টিনে লেগে তার ডান হাতের চারটা আংগুলেরই সামনের দিকে কেটে যায়।দ্রুত হাসপাতালে গেলে অপারেশন করে হাতের রগ জোড়া দেওয়া হয়।কিন্তু কপাল খারাপ তার,কয়েকদিন পরে আংগুলের ব্যায়াম করার সময় আবার রগ ছিড়ে যায়।আবার অপারেশন করে তার রগ জোড়া দেওয়া হয়।ঘা শুকানোর পরে তিনি দেখতে পান যে তিনি তার ৩(মধ্যমা)এবং ৪ ( অনামিকা)নাম্বার আংগুল সোজা করতে পারছেন না।হতাশ হয়ে যান তিনি।ওদের উপর আর ভরষা রাখতে পারেন না।দেশে চলে আসেন তিনি।দেশে এসে গুগল/ফেসবুকের কল্যানে আমাদের সন্ধান পান তিনি।আমাদের কাছে আসেন আংগুল কেটে যাওয়ার পাঁচ মাস পরে।
কয়েকটা কারণে তার আগের দুইটা অপারেশন সাকসেসফুল হয় নাই।যেমন-
১. তার যে যায়গায় কেটে গিয়েছিল,সেটা সবচেয়ে খারাপ যায়গা।হাতের সামনের দিকটাকে ৫ টা Zone এ ভাগ করা হয় ,এর মধ্যে সবচেয়ে খারাপ হল Zone 2.তার কাটাটা ছিল zone 2 তে।বিখ্যাত হ্যান্ড সার্জন Bunnel বলেছিলেন zone 2 তে কেটে গেলে সেখানে যেন কেউ রগ জোড়া দেওয়ার চেষ্টা না করে,কেননা এখানে রগ জোড়া দেওয়ার রেজাল্ট ভালো না।সেজন্য এ জায়গাটুকুকে বলা হতো No man's land.কিন্তু যুগ পাল্টেছে।এখনকার দিনে আমরা রেগুলারলি সফলতার সাথে zone 2 তে রগ জোড়া দিচ্ছি।
২. সৌদী আরবে খুব ভালো মানের ডাক্তার নেই,বা থাকলেও বাংলাদেশীরা তাদেরকে দেখাতে পারেন না।কোম্পানী সস্তা কোন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়,যেখানে না আছে ভালো ডাক্তার না আছে অন্যান্য সুযোগ সুবিধা।এরকম জটিল কেস ভালো অভিজ্ঞ ডাক্তারের হাতে না পড়লে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কমই থাকে।
৩. এ ধরনের অপারেশনের পরে খুব ভালো ফিজিওথেরাপী লাগে,যেটা হয়তো সেখানে সুযোগ ছিল না।ফিজিওথেরাপীর সুযোগ না থাকলে ,আমরা সাধারনত রোগীকে টাইম টু টাইম ব্যায়াম শিখায়ে দিয়ে থাকি,রোগী যদি সেটা অক্ষরে অক্ষরে
পালন করে তাহলে ফিজিওথেরাপীর প্রয়োজন হয় না।
এখন আসি চারটা আংগুল কেটেছিল ,দুইটা ঠিক হল,বাকী দুইটা কেন হল না? হয়তো বাকী দুইটার ক্ষত অত গভীর ছিল না,রগই কাটে নাই,শুধু চামড়া কেটেছিল।আমরা কোন ডকুমেন্টস পাই নাই,তাই কনফার্ম করে বলতে পারছি না বাকী দুইটা আংগুলের রগ কেটেছিল কি না!
এ অপারেশনটা ছিল খুব চ্যালেঞ্জিং। একটা আংগুলের রগ শর্ট হয়েছিল,সেটাকে বড় বানাতে হয়েছে।আরেকটা আংগুলের রগ কাজ করছিল না,সেজন্য অন্য জায়গা থেকে একটা অতিরিক্ত রগ এনে ওই আংগুলে প্রতিস্থাপন করা লেগেছে।অপারেশন শেষ করতে আমাদের প্রায় ছয় ঘন্টা লেগেছিল।
এ ধরনের অপারেশনের সফলতা তখনি আসবে যখন একটা ভালো অপারেশনের পরে অপারেশন পরবর্তী রিহ্যাবিলিটেশন ভালো হবে যেটা সম্পূর্ণ নির্ভর করে রোগীর উপর।এক্ষেত্রে আমরা খুব ভাগ্যবান যে,আমাদের রোগী খুব বাধ্যগত ছিলেন। যখন যেভাবে বলেছি সেভাবে চলেছেন,টাইম টু টাইম ফলো আপে এসেছেন,শেখানো ব্যায়াম করেছেন।এজন্য রোগীকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সাধারনত এ ধরনের অপারেশনের পুরোপুরি রেজাল্ট আসতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে।কিন্তু ভিসা জটিলতার কারনে আমাদের রোগীকে অপারেশনের তিন মাস পরেই আবার সৌদী আরবে ফিরে যেতে হয়।যাওয়ার আগে লাষ্ট ফলো আপে যেদিন এসেছিলেন সেদিন তার হাতের ফাংশন ৯০% ই ঠিক হয়ে গিয়েছিল,বাকীটাও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।আমাদের সম্পর্কে কিছু বলতে বলায় তিনি অনেক কিছুই বকে ফেললেন।অসংখ্য ধন্যবাদ,আপনাকে।রোগীর অনুমতিক্রমেই ছবি এবং ভিডিও আপলোড করা হয়েছে।
Release of flexion contracture of right middle and ring finger by multiple Z plasty,lengthening of flexor tendon of middle finger by Z lengthening,reconstruction of FDP of ring finger by PL graft.
ডা: এস কে মুরাদ আহমেদ
কনসাল্ট্যান্ট,হ্যান্ড সার্জারী ইউনিট
অর্থোপেডিক সার্জারী বিভাগ
বংগবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি(প্রাক্তন পিজি হাসপাতাল)
চেম্বার : ল্যাব সাইন্স ডায়াগনষ্টিক
১৫৩/১,গ্রীন রোড,পান্থপথ সিগন্যাল,ঢাকা|
সিরিয়ালের জন্য: ০১৮১৯৯৯২৫৫৬
বি. দ্র. -এই পেজ এ কোন অপারেশনকালীন ছবি দেওয়া হবে অপারেশনকালীন ছবি দেখতে ভিজিট করুন.....
https://www.facebook.com/GreenroadDhakaBangladesh?mibextid=LQQJ4d