Dhaka Hand Surgery Centre

Dhaka Hand Surgery Centre Specialised centre for hand trauma,congenital anomalies of hand,hand tumours,hand contractures,Compression neuropathy,synovitis,joint pain & stiffness.

ঈদ মোবারক! ইদ মোবারক! ঈদ মোবারক!কাছের এবং দুরের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে এ ...
07/06/2025

ঈদ মোবারক! ইদ মোবারক! ঈদ মোবারক!

কাছের এবং দুরের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে এ ঈদটি কাটুক অনাবিল হাসি আর আনন্দে।

বি.দ্র : যারা শখের কসাই/ একদিনের কসাই ,তারা নিজের হাতের দিকে খেয়াল রাখবেন।আর যদি অ্যাকসিডেন্ট কিছু ঘটেই যায়, তাহলেও টেনশনের কিছু নেই,আমরা আছি আপনার পাশে।

কুয়ালালামপুর ,মালয়েশিয়ার পথে.. ... এবারের উদ্দেশ্য - Finger Flaps and advanced nerve course( Cadaveric course) এ অংশগ্রহ...
15/04/2025

কুয়ালালামপুর ,মালয়েশিয়ার পথে.. ...

এবারের উদ্দেশ্য - Finger Flaps and advanced nerve course( Cadaveric course) এ অংশগ্রহন। যেসব অপারেশন ওরা শিখাবে তার বেশিরভাগই আমি রেগুলার করে থাকি, তারপরেও যাওয়ার উদ্দেশ্য হল আরো যাতে নিখুতভাবে করা যায়, special tips and tricks ,এবং advaced work সম্পর্কে কিছু জ্ঞানার্জন।সকলের দোয়াপ্রার্থী।

আগামী ২৪-২৮ মার্চ ইউ এস এ এর ওয়াশিংটন এ অনুষ্ঠিত হতে যাচ্ছে International Federation of Societies  for Surgery of the Ha...
07/03/2025

আগামী ২৪-২৮ মার্চ ইউ এস এ এর ওয়াশিংটন এ অনুষ্ঠিত হতে যাচ্ছে International Federation of Societies for Surgery of the Hand এর terminal congress.অর্থাৎ সারা বিশ্বের সকল হ্যান্ড সার্জনদের মিলনমেলা।প্রতি তিন বছর পরপর এটা অনুষ্ঠিত হয়।২০২২ সালে হয়েছিল লন্ডনে আবার ২০২৮ সালে হবে সিংগাপুর এ।

এ কনাফারেন্স এ প্রেজেন্ট করার জন্য আমি আমার করা অপারেশন এর উপর একটা সায়েন্টিফক পেপার পাঠিয়েছিলাম।আলহামদুলিল্লাহ,আমার পেপারটি ই পোষ্টার প্রেজেন্টেশন এর জন্য সিলেক্ট হয়েছে।পরিবর্তিত পরিস্থিতির কারনে ভিসা জটিলতার জন্য স্বশরীরে উপস্থিত থেকে প্রেজেন্ট করা হচ্ছে না,তারপরে ও আলহামদুলিল্লাহ।

সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা......"ঈদ মুবারক"
17/06/2024

সবাইকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা......"ঈদ মুবারক"

ইউরোপ এর পথে......কোথায় যাচ্ছি: ফ্রান্স > জার্মানি >সুইজারল্যান্ডউদ্দেশ্য:  মিনিমাল ইনভেসিভ হ্যান্ড সার্জারীর উপর উচ্চতর...
15/05/2024

ইউরোপ এর পথে......

কোথায় যাচ্ছি: ফ্রান্স > জার্মানি >সুইজারল্যান্ড

উদ্দেশ্য: মিনিমাল ইনভেসিভ হ্যান্ড সার্জারীর উপর উচ্চতর প্রশিক্ষন নিতে।

মিনিমাল ইনভেসিভ হ্যান্ড সার্জারী কি: না কেটে অথবা সামান্য কেটে হাতের অপারেশন করা,যেমনটা করা হয় পিত্তথলির পাথর বের করার অপারেশনে।এতে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন,কাটা ছেড়া কম হওয়ার কারনে অপারেশন পরবর্তী জটিলতা ও কম হয়।

কিভাবে এ সার্জারী করা হয়: আর্থ্রোস্কোপি ,এন্ডোস্কোপি এবং আল্ট্রাসাউন্ড গাইডেড - হ্যান্ড সার্জারী।

এগুলো হল হ্যান্ড সার্জারীর লেটেষ্ট অপারেশন টেকনিক,যেটা আমাদের দেশে হয় না।গতমাসে সিংগাপুর গিয়েছিলাম আর্থ্রোস্কোপিক হ্যান্ড সার্জারীর উপর প্রশিক্ষন নিতে।আলহামদুলিল্লাহ বেশ ভালো ট্রেনিং ছিল সেটা।এবারের ট্রেনিং শেষে আশাকরি এ ধরনের উন্নত প্রযুক্তিগত হ্যান্ড সার্জারী আমাদের দেশেও শুরু করা যাবে ইনশাআল্লাহ।
সকলের দোয়াপ্রার্থী।

রিষ্ট আর্থ্রোস্কোপি হল না কেটে মেশিনের সাহায্যে হাতের অপারেশন করার সবচেয়ে আধুনিক টেকনিক।আমরা বাংলাদেশে হাতের সব ধরনের অপ...
19/04/2024

রিষ্ট আর্থ্রোস্কোপি হল না কেটে মেশিনের সাহায্যে হাতের অপারেশন করার সবচেয়ে আধুনিক টেকনিক।আমরা বাংলাদেশে হাতের সব ধরনের অপারেশন করলেও এ অপারেশনটা বাংলাদেশে হয় না।ফলে এ ধরনের রোগীদের বেশ বেগ পোহাতে হয়।যাদের সামর্থ্য আছে তারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেয়, যাদের সামর্থ্য নেই,তারা কষ্ট পায়।আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই অপারেশনের উপর ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশে এটা শুরু করা।সুযোগের অভাবে করা হচ্ছিল না।এবারেই প্রথমবারের মত সিংগাপুরে এ অপারেশনের উপরে হাতে কলমে ট্রেনিং এর আয়োজন করা হয়েছে,এবং আলহামদুলিল্লাহ আমিও সুযোগ পেয়েছি।এখন আল্লাহ ভরষা,আশা করছি নতুন কিছু নিয়ে আসতে পারবো।

On the way to Singspore,to attend Wrist Nano Arthroscopy Course. Please keep me in your prayer.

বৃষ্টিস্নাত ঈদ।সকলকে ঈদের শুভেচ্ছা ।"ঈদ মুবারাক" May this Eid bring a lot of fun and happiness to you and your family, "...
29/06/2023

বৃষ্টিস্নাত ঈদ।সকলকে ঈদের শুভেচ্ছা ।
"ঈদ মুবারাক"

May this Eid bring a lot of fun and happiness to you and your family, " Eid Mubarak".

Attended Asian Pacific Federation of the societies for surgery of the hand confernce in Singapore. সিংগাপুরে অনুষ্ঠিত হ্...
06/06/2023

Attended Asian Pacific Federation of the societies for surgery of the hand confernce in Singapore.

সিংগাপুরে অনুষ্ঠিত হ্যান্ড সার্জারীর উপর আন্তর্জাতিক কনফারেন্স এর কিছু ছবি।অনেক কিছু নতুন শিখেছি এই কনফারেন্স এ,যা ভবিষ্যতে আমাকে বেশ কাজে দিবে।

সিদ্দিকুর রহমান,বয়স -২২ বছর,একটা গ্যাঞ্জামের সময় কেউ তাকে চাপাতি দিয়ে কোপ মারে,ডান হাত দিয়ে ঠেকাতে গেলে তার কনুই এর বাইর...
24/03/2023

সিদ্দিকুর রহমান,বয়স -২২ বছর,একটা গ্যাঞ্জামের সময় কেউ তাকে চাপাতি দিয়ে কোপ মারে,ডান হাত দিয়ে ঠেকাতে গেলে তার কনুই এর বাইরের দিকটা বেশ গভীর ভাবে কেটে যায়।আবার ও কোপ আসলে এবার বাম হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতের বুড়া আংগুলের গোড়ার দিকে কেটে যায়।দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন করে সেলাই করে দেওয়া হয়। তিনদিন ভর্তি থেকে বাসায় ফিরে যান তিনি।বাসায় গিয়ে লক্ষ করলেন যে তিনি তার ডান হাতের কবজি এবং অন্যান্য আংগুলগুলো পিছনের দিকে নিতে পারছেন না,একই সাথে বাম হাতের বুড়া আংগুলটাও পিছনের দিকে নিতে পারছেন না।চিন্তায় পড়ে যান তিনি।আমাদের কাছে আসেন ঘটনার ১২ দিন পরে।

মূলত তার ডান হাতে একটি মূল্যবান রগ ( radial nerve)কেটে গিয়েছিল,যে রগটির কাজ হল যেসব মাসল কবজি এবং অন্যান্য আংগুল গুলোকে পিছনের দিকে এনে থাকে তাদেরকে পাওয়ার সাপ্লাই করা।যেহেতু রগটি কাটা পড়েছে সেহেতু ওই মাসলগুলা আর পাওয়ার পাচ্ছে না,বলে কবজি ও অন্যান্য আংগুলগুলো আর পিছনের দিকে যাচ্ছে না।আর বাম হাতে যে রগটি বুড়া আংগুলকে পিছনের দিকে টানে (Extensor Pollicis Longus),সেটাই কাটা পড়েছে,ফলে বুড়া আংগুল আর পিছনের দিকে যাচ্ছে না।

দুই হাতের ক্ষেত্রেই একমাত্র সমাধান - অপারেশন। আমরা অপারেশন করে দুই হাতের কাটা রগ জোড়া দিয়ে দিলাম।এবার অপারেশন পরবর্তী ব্যায়ামের পালা।এ ধরনের অপারেশনের রেজাল্ট নির্ভর করে অর্ধেকটা ডাক্তার অর্থাৎ অপারেশনের উপর বাকী অর্ধেকটা রোগীর উপর ,অর্থাৎ রোগী পরবর্তীতে কতটা সিরিয়াসলি ব্যায়াম করলেন।আমাদের রোগী সিদ্দিক সাহে খুব সিনসিয়ার ছিলেন,যার জন্য অপারেশনের দুই মাস পরে তার বাম হাত একদমই ভালো হয়ে যায়,আর এক বছরের মাথায় ডান হাত ও সম্পূর্ণ ভালো হয়ে যায়।নার্ভ ইঞ্জুরির রেজাল্ট আসতে সাধারণত এক থেকে দেড় বছর সময় লাগে,তবে কারো কারো আরো বেশী সময় ও লাগে।সিদ্দিক সাহেব এখন সম্পূর্ণ সুস্থ,তিনি তার স্বাভাবিক কাজে ফিরে গিয়েছেন।সকল প্রশংসা আল্লাহ-তায়ালার।

End to end epineural neurorrhaphy of high variety radial nerve injury(right)+end to end repair of Extensor Pollicis Longus tendon(left) in a 22 years old man(H/O chop wound 12 days back)

ডা: এস কে মুরাদ আহমেদ
কনসাল্ট্যান্ট,হ্যান্ড সার্জারী ইউনিট
অর্থোপেডিক সার্জারী বিভাগ
বংগবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি(প্রাক্তন পিজি হাসপাতাল)

চেম্বার : ল্যাব সাইন্স ডায়াগনষ্টিক
১৫৩/১,গ্রীন রোড,পান্থপথ সিগন্যাল,ঢাকা|
সিরিয়ালের জন্য: ০১৮১৯৯৯২৫৫৬

বি.দ্র: এই পেজ এ কোন অপারেশনকালীন ছবি দেওয়া হবে অপারেশনকালীন ছবি দেখতে ভিজিট করুন......

https://www.facebook.com/GreenroadDhakaBangladesh?mibextid=LQQJ4d

তাহমিনা,৪৩ বছর বয়স,সি এন জি করে যাচ্ছিলেন।হটাত অ্যাক্সিডেন্টে তার ডান হাত কনুই এর উপর থেকে খুব খারাপভাবে ভেংগে যায়।পাশের...
10/02/2023

তাহমিনা,৪৩ বছর বয়স,সি এন জি করে যাচ্ছিলেন।হটাত অ্যাক্সিডেন্টে তার ডান হাত কনুই এর উপর থেকে খুব খারাপভাবে ভেংগে যায়।পাশের একটা ক্লিনিকে নিয়ে গেলে প্লাষ্টার করে দেওয়া হয়।যেহেতু ভাংগাটা খুব খারাপ ছিল,ঠিকমত ডিসিশন নিতে পারছিলেন না তারা কি করবেন।তার ওপরে ডান হাত,তাই তাদের টেনশনের কোন শেষ ছিল না।

আমার কাছে আসেন আট দিন পরে।এ ধরনের ভাংগায় অপারেশন ছাড়া আর কোন উপায় নেই।দুইটা বড় টুকরার সাথে আরো একটা টুকরা ,যেটা অপারেশন ছাড়া জায়গামতো বসবে অপারেশন এর কথা বলাতে রাজি হয়ে যান তারা।অপারেশন
করে ভাংগা টুকরাগুলো জায়গামতো বসিয়ে প্লেট-স্ক্রু দিয়ে ফিক্সড করে দেই।অপারেশন এর পরে তিনি নিয়মিত ফলো-আপে আসতেন,শেখানো ব্যায়াম করতেন।যার জন্য তিন মাস পরেই তার হাত আবার ঠিক আগের মতই হয়ে যায়।এক বছর পরে পুরোপুরি জোড়া লাগার পরে প্লেট স্ক্রু খুলে দেওয়ার পরে ভাংগা জায়গাই খুজে পাওয়া যাচ্ছে না।সকল প্রশংসা আল্লাহ-তায়ালার।


Open Reduction and Internal Fixation of closed comminuted fracture of shaft ( lower third) of right humerus.

ডা: এস কে মুরাদ আহমেদ
কনসাল্ট্যান্ট,হ্যান্ড সার্জারী ইউনিট
অর্থোপেডিক সার্জারী বিভাগ
বংগবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি(প্রাক্তন পিজি হাসপাতাল)

চেম্বার : ল্যাব সাইন্স ডায়াগনষ্টিক
১৫৩/১,গ্রীন রোড,পান্থপথ সিগন্যাল,ঢাকা|
সিরিয়ালের জন্য: ০১৮১৯৯৯২৫৫৬

বি.দ্র: এই পেজ এ অপারেশনকালীন কোন ছবি দেওয়া হবে অপারেশনকালীন ছবি দেখতে ভিজিট করুন....

https://www.facebook.com/GreenroadDhakaBangladesh?mibextid=LQQJ4d

নুরুল করিম,সৌদী প্রবাসী,একদিন কাজ করার সময়ে টিনে লেগে তার ডান হাতের চারটা আংগুলেরই সামনের দিকে কেটে যায়।দ্রুত হাসপাতালে ...
23/12/2022

নুরুল করিম,সৌদী প্রবাসী,একদিন কাজ করার সময়ে টিনে লেগে তার ডান হাতের চারটা আংগুলেরই সামনের দিকে কেটে যায়।দ্রুত হাসপাতালে গেলে অপারেশন করে হাতের রগ জোড়া দেওয়া হয়।কিন্তু কপাল খারাপ তার,কয়েকদিন পরে আংগুলের ব্যায়াম করার সময় আবার রগ ছিড়ে যায়।আবার অপারেশন করে তার রগ জোড়া দেওয়া হয়।ঘা শুকানোর পরে তিনি দেখতে পান যে তিনি তার ৩(মধ্যমা)এবং ৪ ( অনামিকা)নাম্বার আংগুল সোজা করতে পারছেন না।হতাশ হয়ে যান তিনি।ওদের উপর আর ভরষা রাখতে পারেন না।দেশে চলে আসেন তিনি।দেশে এসে গুগল/ফেসবুকের কল্যানে আমাদের সন্ধান পান তিনি।আমাদের কাছে আসেন আংগুল কেটে যাওয়ার পাঁচ মাস পরে।

কয়েকটা কারণে তার আগের দুইটা অপারেশন সাকসেসফুল হয় নাই।যেমন-

১. তার যে যায়গায় কেটে গিয়েছিল,সেটা সবচেয়ে খারাপ যায়গা।হাতের সামনের দিকটাকে ৫ টা Zone এ ভাগ করা হয় ,এর মধ্যে সবচেয়ে খারাপ হল Zone 2.তার কাটাটা ছিল zone 2 তে।বিখ্যাত হ্যান্ড সার্জন Bunnel বলেছিলেন zone 2 তে কেটে গেলে সেখানে যেন কেউ রগ জোড়া দেওয়ার চেষ্টা না করে,কেননা এখানে রগ জোড়া দেওয়ার রেজাল্ট ভালো না।সেজন্য এ জায়গাটুকুকে বলা হতো No man's land.কিন্তু যুগ পাল্টেছে।এখনকার দিনে আমরা রেগুলারলি সফলতার সাথে zone 2 তে রগ জোড়া দিচ্ছি।

২. সৌদী আরবে খুব ভালো মানের ডাক্তার নেই,বা থাকলেও বাংলাদেশীরা তাদেরকে দেখাতে পারেন না।কোম্পানী সস্তা কোন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়,যেখানে না আছে ভালো ডাক্তার না আছে অন্যান্য সুযোগ সুবিধা।এরকম জটিল কেস ভালো অভিজ্ঞ ডাক্তারের হাতে না পড়লে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কমই থাকে।

৩. এ ধরনের অপারেশনের পরে খুব ভালো ফিজিওথেরাপী লাগে,যেটা হয়তো সেখানে সুযোগ ছিল না।ফিজিওথেরাপীর সুযোগ না থাকলে ,আমরা সাধারনত রোগীকে টাইম টু টাইম ব্যায়াম শিখায়ে দিয়ে থাকি,রোগী যদি সেটা অক্ষরে অক্ষরে
পালন করে তাহলে ফিজিওথেরাপীর প্রয়োজন হয় না।

এখন আসি চারটা আংগুল কেটেছিল ,দুইটা ঠিক হল,বাকী দুইটা কেন হল না? হয়তো বাকী দুইটার ক্ষত অত গভীর ছিল না,রগই কাটে নাই,শুধু চামড়া কেটেছিল।আমরা কোন ডকুমেন্টস পাই নাই,তাই কনফার্ম করে বলতে পারছি না বাকী দুইটা আংগুলের রগ কেটেছিল কি না!

এ অপারেশনটা ছিল খুব চ্যালেঞ্জিং। একটা আংগুলের রগ শর্ট হয়েছিল,সেটাকে বড় বানাতে হয়েছে।আরেকটা আংগুলের রগ কাজ করছিল না,সেজন্য অন্য জায়গা থেকে একটা অতিরিক্ত রগ এনে ওই আংগুলে প্রতিস্থাপন করা লেগেছে।অপারেশন শেষ করতে আমাদের প্রায় ছয় ঘন্টা লেগেছিল।

এ ধরনের অপারেশনের সফলতা তখনি আসবে যখন একটা ভালো অপারেশনের পরে অপারেশন পরবর্তী রিহ্যাবিলিটেশন ভালো হবে যেটা সম্পূর্ণ নির্ভর করে রোগীর উপর।এক্ষেত্রে আমরা খুব ভাগ্যবান যে,আমাদের রোগী খুব বাধ্যগত ছিলেন। যখন যেভাবে বলেছি সেভাবে চলেছেন,টাইম টু টাইম ফলো আপে এসেছেন,শেখানো ব্যায়াম করেছেন।এজন্য রোগীকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সাধারনত এ ধরনের অপারেশনের পুরোপুরি রেজাল্ট আসতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে।কিন্তু ভিসা জটিলতার কারনে আমাদের রোগীকে অপারেশনের তিন মাস পরেই আবার সৌদী আরবে ফিরে যেতে হয়।যাওয়ার আগে লাষ্ট ফলো আপে যেদিন এসেছিলেন সেদিন তার হাতের ফাংশন ৯০% ই ঠিক হয়ে গিয়েছিল,বাকীটাও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।আমাদের সম্পর্কে কিছু বলতে বলায় তিনি অনেক কিছুই বকে ফেললেন।অসংখ্য ধন্যবাদ,আপনাকে।রোগীর অনুমতিক্রমেই ছবি এবং ভিডিও আপলোড করা হয়েছে।

Release of flexion contracture of right middle and ring finger by multiple Z plasty,lengthening of flexor tendon of middle finger by Z lengthening,reconstruction of FDP of ring finger by PL graft.

ডা: এস কে মুরাদ আহমেদ
কনসাল্ট্যান্ট,হ্যান্ড সার্জারী ইউনিট
অর্থোপেডিক সার্জারী বিভাগ
বংগবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি(প্রাক্তন পিজি হাসপাতাল)

চেম্বার : ল্যাব সাইন্স ডায়াগনষ্টিক
১৫৩/১,গ্রীন রোড,পান্থপথ সিগন্যাল,ঢাকা|
সিরিয়ালের জন্য: ০১৮১৯৯৯২৫৫৬

বি. দ্র. -এই পেজ এ কোন অপারেশনকালীন ছবি দেওয়া হবে অপারেশনকালীন ছবি দেখতে ভিজিট করুন.....

https://www.facebook.com/GreenroadDhakaBangladesh?mibextid=LQQJ4d

আপনি জানেন কি?
23/12/2022

আপনি জানেন কি?

Address

SIBL Foundation Hospital, , 70 Green Road, Panthapath Signal
Dhaka

Opening Hours

Monday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00

Telephone

+8801717454232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Hand Surgery Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Hand Surgery Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category