19/10/2025
🩺 এলার্জির ১০০টি হোমিও ঔষধ ও লক্ষণ~
নিম্নে এলার্জির (Allergy) জন্য ১০০টি হোমিওপ্যাথিক ঔষধ ও তাদের বিশেষ লক্ষণ (Symptoms) দেওয়া হলো —
(সবগুলোই রেপার্টরি ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী সাজানো।)
1. Arsenicum Album — ধুলো, ধোঁয়া বা ঠান্ডা হাওয়ায় হাঁচি, চোখে জ্বালা, নাক দিয়ে পানি।
2. Allium Cepa — নাক দিয়ে পানির মতো স্রাব, চোখ দিয়ে পানি পড়ে, স্রাব গরম ও জ্বালাযুক্ত।
3. Euphrasia — চোখের অ্যালার্জি, চোখ চুলকায়, পানি পড়ে কিন্তু নাক শুকনো।
4. Nux Vomica — গন্ধ, ধোঁয়া বা ঠান্ডা বাতাসে হাঁচি, নাক বন্ধ, রাতে বেশি হয়।
5. Sabadilla — অবিরাম হাঁচি, নাক চুলকানো, ঠান্ডা লাগলে অ্যালার্জি বেড়ে যায়।
6. Natrum Muriaticum — সকালবেলায় নাক বন্ধ, নাকের স্রাব পানির মতো, ঠোঁট ফেটে যায়।
7. Pulsatilla Nigricans — ঠান্ডা বাতাসে অ্যালার্জি, স্রাব ঘন ও হলুদ, রাতে নাক বন্ধ।
8. Kali Bichromicum — ঘন ও সুতো টানার মতো নাকের স্রাব, অ্যালার্জিক সাইনুসাইটিস।
9. Calcarea Carb — ঠান্ডা লাগলেই অ্যালার্জি, ঘাম বেশি, মোটা স্বভাবের ব্যক্তি।
10. Sulphur — অ্যালার্জিক ত্বকের চুলকানি, চামড়া লাল হয়ে যায়, গরমে বাড়ে।
11. Graphites — একজিমা ধরনের অ্যালার্জি, ফাটে, নিঃসরণ আঠালো।
12. Rhus Toxicodendron — চুলকানি, ফুসকুড়ি, স্নান বা গরমে বাড়ে।
13. Apis Mellifica — অ্যালার্জিক ফুলে যাওয়া, চোখ বা ঠোঁট ফুলে যায়, জ্বালা করে।
14. Histaminum — যেকোনো অ্যালার্জিক প্রতিক্রিয়ায় দ্রুত কার্যকর।
15. Urtica Urens — অ্যালার্জিক চুলকানি, ছোপ ছোপ দাগ, বিছুটি পোড়ার মতো অনুভব।
16. Lycopodium — ধুলা বা গন্ধে নাক বন্ধ, এক পাশের নাক বন্ধ বেশি।
17. Silicea — পুনঃপুন ঠান্ডা বা অ্যালার্জিক ফোঁড়া।
18. Mercurius Solubilis — গলা ব্যথা ও নাকের স্রাব একসাথে হয়।
19. Phosphorus — ধুলো ও গন্ধে হাঁচি, বুক জ্বালা।
20. Hepar Sulphur — সামান্য ঠান্ডাতেই অ্যালার্জি, কফ ঘন ও দুর্গন্ধযুক্ত।
21. Antimonium Crudum — খাওয়ার পর অ্যালার্জিক ফুসকুড়ি।
22. Sepia — নারীদের হরমোনজনিত অ্যালার্জি, মুখে দাগ।
23. Carbo Vegetabilis — ধোঁয়া বা ধুলায় অ্যালার্জি, শ্বাসকষ্ট হয়।
24. Lachesis — গলায় টাইট জিনিসে অ্যালার্জি, ঘাড় ফুলে যায়।
25. Causticum — ধুলোতে কাশি ও হাঁচি, শুষ্ক ত্বকে ফুসকুড়ি।
26. Ferrum Phos — প্রাথমিক অ্যালার্জি বা ঠান্ডায় প্রতিরোধ বাড়ায়।
27. Natrum Carb — সূর্যের আলোতে অ্যালার্জি, মাথাব্যথা হয়।
28. Psorinum — পুনরাবৃত্ত অ্যালার্জি, ত্বকে দুর্গন্ধযুক্ত নিঃসরণ।
29. Tuberculinum — দীর্ঘদিনের অ্যালার্জি, ঠান্ডা ও গন্ধে সংবেদনশীল।
30. Medorrhinum — ক্রনিক অ্যালার্জি, রাত জেগে অস্বস্তি।
31. Calcarea Fluor — ঠোঁট ফাটে, ত্বক শুষ্ক।
32. Kali Sulphuricum — হলুদ রঙের স্রাবসহ অ্যালার্জি।
33. Kali Mur — সাদা ঘন স্রাব, অ্যালার্জিক কোল্ড।
34. Arum Triphyllum — নাকের চারপাশ জ্বলে, খোসা পড়ে।
35. Chamomilla — শিশুদের অ্যালার্জিক চুলকানি।
36. Bryonia Alba — শুকনো কাশি, ঠান্ডা লাগলে অ্যালার্জি।
37. Gelsemium — ফুলে যাওয়া চোখ, হাঁচি ও দুর্বলতা।
38. Belladonna — হঠাৎ ত্বক লাল হয়ে ফুসকুড়ি।
39. Crotalus Horridus — ওষুধে বা ইনজেকশনে অ্যালার্জি।
40. Tarentula Hispania — চুলকানি ও জ্বালাযুক্ত ফুসকুড়ি।
41. Moschus — গন্ধে বা পারফিউমে অ্যালার্জি।
42. Camphora — ঠান্ডা বাতাসে তীব্র প্রতিক্রিয়া।
43. Aconitum Napellus — হঠাৎ ঠান্ডা লাগার পর অ্যালার্জি।
44. Spongia Tosta — শ্বাসনালির অ্যালার্জি, শুকনো কাশি।
45. Drosera Rotundifolia — রাতে কাশি বেড়ে যায়।
46. Rumex Crispus — ঠান্ডা বাতাসে কাশি ও চুলকানি।
47. Coccus Cacti — সাদা ঘন কফ, ধুলোতে অ্যালার্জি।
48. Ambrosia Artemisiaefolia — পোলেন অ্যালার্জি, হাঁচি ও চোখ চুলকানি।
49. Wyethia Helenioides — গলায় অ্যালার্জিক খুসখুসানি।
50. Sanguinaria Canadensis — ডানপাশের সাইনাস ব্যথা ও অ্যালার্জি।
51. Ipecacuanha — অ্যালার্জিতে বমি ভাব।
52. China Officinalis — ধুলা ও ধোঁয়ায় অ্যালার্জি, দুর্বলতা।
53. Aethusa Cynapium — দুধে অ্যালার্জি, বমি।
54. Natrum Sulph — আর্দ্র আবহাওয়ায় অ্যালার্জি।
55. Thuja Occidentalis — টিকা বা ওষুধে অ্যালার্জি।
56. Clematis Erecta — ত্বকের ফুসকুড়ি।
57. Ranunculus Bulbosus — শীতকালে অ্যালার্জিক ত্বক সমস্যা।
58. Petroleum — ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় চুলকানি।
59. Mezereum — ত্বকে পুঁজযুক্ত অ্যালার্জি।
60. Cantharis — জ্বালাযুক্ত চামড়ার অ্যালার্জি।
61. Coffea Cruda — মানসিক উত্তেজনায় অ্যালার্জি বেড়ে যায়।
62. Ignatia Amara — মানসিক চাপ বা দুঃখে অ্যালার্জি বাড়ে।
63. Baryta Carb — শিশু বা বৃদ্ধদের ঠান্ডাজনিত অ্যালার্জি।
64. Calcarea Phos — দুর্বল শিশুদের পুনরাবৃত্ত অ্যালার্জি।
65. Magnesia Carb — দুধ বা খাবারে অ্যালার্জি।
66. Colchicum — খাবারের গন্ধে বমি ও অ্যালার্জি।
67. Phytolacca Decandra — গলায় অ্যালার্জি, গিলতে ব্যথা।
68. Argentum Nitricum — উত্তেজনায় হাঁচি ও অ্যালার্জি।
69. Carbo Animalis — ধোঁয়া ও গন্ধে প্রতিক্রিয়া।
70. Fluoric Acid — ত্বকের অ্যালার্জি, পুরোনো ক্ষত খুলে যায়।
71. Acidum Nitricum — মুখের ভেতর অ্যালার্জিক ঘা।
72. Alumina — শুষ্ক ত্বক ও অ্যালার্জিক চুলকানি।
73. Bovista — মেকআপে বা কসমেটিকে অ্যালার্জি।
74. Lappa Major — চামড়ার অ্যালার্জিতে ভালো কাজ করে।
75. Oleander — মাথা, গলা, ঘাড়ে ফুসকুড়ি।
76. Dulcamara — ভেজা আবহাওয়ায় অ্যালার্জি বেড়ে যায়।
77. Senega — শ্বাসনালির অ্যালার্জি।
78. Hydrastis Canadensis — ঘন স্রাবসহ সাইনাস অ্যালার্জি।
79. Teucrium Marum Verum — নাক চুলকানো, অ্যালার্জিক পলিপ।
80. Cina — শিশুদের অ্যালার্জিক হাঁচি ও কৃমি।
81. Arnica Montana — ওষুধ বা ইনজুরিতে অ্যালার্জি।
82. Helleborus Niger — ঠান্ডায় ত্বক ফ্যাকাশে হয়ে যায়।
83. Cistus Canadensis — শীতকালে পুনঃপুন অ্যালার্জি।
84. Staphysagria — কেটে বা চুলে অ্যালার্জি।
85. Nitric Acid — ঠোঁট ফেটে ঘা হয়।
86. Aurum Metallicum — ধুলো বা ধাতব গন্ধে অ্যালার্জি।
87. Cocculus Indicus — ঘুমের অভাবে অ্যালার্জি।
88. Anacardium Orientale — মানসিক চাপ ও অ্যালার্জি।
89. Natrium Arsenicosum — দীর্ঘস্থায়ী অ্যালার্জিক অ্যাজমা।
90. Senecio Aureus — ঠান্ডা বাতাসে হাঁচি ও কাশি।
91. Psorinum — ময়লা বা স্যাঁতসেঁতে পরিবেশে অ্যালার্জি।
92. Bacillinum — ক্রনিক রেসপিরেটরি অ্যালার্জি।
93. Antimonium Tartaricum — ঘন কফসহ শ্বাসকষ্ট।
94. Iodum — গরমে অ্যালার্জি বেড়ে যায়।
95. Spigelia — চোখে ব্যথা ও হাঁচি।
96. Eupatorium Perfoliatum — হাঁচি ও দেহ ব্যথা একসাথে।
97. Hydrocotyle Asiatica — চামড়ার ঘন চুলকানি।
98. Lobelia Inflata — ধোঁয়ায় অ্যালার্জিক কাশি।
99. Bellis Perennis — ফুলের গন্ধে অ্যালার্জি।
100. Muriatic Acid — চুলকানি ও জ্বালা, দুর্বলতা।
🤷♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।
©
🩺Dr.Md.Forhad Hossain
D.H.M.S(B.H.B),DHAKA
Pdt(Hom)
Consultant:Homoeopathic Medicine