11/09/2025
যৌন সমস্যায় যারা বহুদিন ধরে Agnus Cast Q মাদার টিংচার খাচ্ছেন,
তাদের জীবনে নেমে আসতে পারে অমাবস্যার অন্ধকার ,
Agnus Cast এর ক্যামিকেল প্রোপার্টি নিয়ে কাজ করতে গিয়ে ভয়াবহ কিছু তথ্য পাই, যেটা আপনাকে ভয় দেখাতে বাধ্য।।
চলুন সংক্ষেপে আলোচনা করি..
এগনাষ্ট কাষ্ট (Agnus castus) একটি পরিচিত হোমিওপ্যাথিক ও প্লান্ট সোর্স থেকে তৈরি মাদার টিংচার, যা মূলত নারীর হরমোনাল ইমব্যালেন্স, মাসিক অনিয়ম, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম (PMS) এবং পুরুষের সেক্সুয়াল ডেবিলিটি বা স্নায়বিক দুর্বলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু অতিরিক্ত মাত্রায় সেবনের ক্ষেত্রে এর প্রভাব সম্পূর্ণ বিপরীত হয়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে পুরুষদের ক্ষেত্রে ধজভঙ্গ (Erectile Dysfunction) এর মত জটিল অবস্থার জন্ম দিতে সক্ষম।
আধুনিক ফার্মাকোলজি অনুযায়ী, এগনাষ্ট কাষ্ট এর সক্রিয় উপাদান Vitex agnus castus ফ্ল্যাভোনয়েড, ইরিডয়েড গ্লাইকোসাইড এবং ডিটারপেন কম্পাউন্ড সমৃদ্ধ, যা মূলত হাইপোথ্যালামাস পিটুইটারি গোনাডাল (HPG) অ্যাক্সিসে প্রভাব ফেলে (Reference: Sliwinski et al., Phytomedicine, 2021)।
এই প্লান্টের যৌগগুলি ডোপামিন D2 রিসেপ্টরকে উদ্দীপিত করে প্রোল্যাকটিনের মাত্রা কমায়, যা সঠিক ডোজে নারীর হরমোন ব্যালান্সে সহায়ক। কিন্তু উচ্চ মাত্রায় দীর্ঘদিন ব্যবহারে এই ডোপামিনার্জিক উদ্দীপনা অতিরিক্ত হয়ে যায়, ফলস্বরূপ পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রপিন (LH ও FSH) নিঃসরণ হ্রাস পায় (Reference: Wuttke et al., Exp Clin Endocrinol Diabetes, 2003)।
যখন LH নিঃসরণ কমে যায়, তখন টেস্টিস থেকে টেস্টোস্টেরন উৎপাদন কমতে শুরু করে, আর এই হরমোনাল পতন পুরুষদের মধ্যে লিবিডো হ্রাস, ইরেকশন দুর্বলতা এবং সময়ের সাথে সাথে স্থায়ী ধজভঙ্গের দিকে নিয়ে যেতে পারে। মেকানিজম অনুযায়ী, কম টেস্টোস্টেরন সেক্সুয়াল অ্যারাউজাল সেন্টারে স্নায়বিক উদ্দীপনা কমিয়ে দেয়, কর্পোরা ক্যাভারনোসায় রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, নাইট্রিক অক্সাইড সংশ্লেষণ কমে যায়, যার ফলে ইরেকশন মেইন্টেইন করা কঠিন হয়ে পড়ে (Reference: Burnett et al., Nat Rev Urol, 2012)।
সুতরাং, এগনাষ্ট কাষ্ট মাদার টিংচার একটি কার্যকরী ওষুধ হলেও এর মাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। কারণ, অল্পতে যেমন এটি সেক্সুয়াল হেলথের সহায়ক, অতিরিক্ত সেবনে এটি স্নায়বিক ও হরমোনাল ভারসাম্য নষ্ট করে ধজভঙ্গের মত জটিল, দীর্ঘস্থায়ী ও কখনও কখনও অপরিবর্তনীয় সমস্যার জন্ম দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং দীর্ঘমেয়াদে উচ্চমাত্রায় এর ব্যবহার এ।।
---------------------
ডা: জাকির হোসেন।।
প্রভাষক, লেখক ও হোমিওপ্যাথিক বিশ্লেষক।।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
জয়কালী মন্দির, ঢাকা।।
=========
দেশী বিদেশি হোমিওপ্যাথিক মেডিসিন পেতে যোগাযোগ করুন..
Homoeo Medicine BD
Call : 01730696933