আবরার হোমিওপ্যাথি বাংলাদেশ/Abrar homoeopathy Bangladesh

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আবরার হোমিওপ্যাথি বাংলাদেশ/Abrar homoeopathy Bangladesh

আবরার হোমিওপ্যাথি বাংলাদেশ/Abrar homoeopathy Bangladesh হৃদয়ে, মননে আস্থা অবিরাম....

🌿 Homeopathic Remedies for Low Platelets🔹 Carica papaya Q / Leaf extractWidely used as a supportive remedy in dengue and...
23/09/2025

🌿 Homeopathic Remedies for Low Platelets

🔹 Carica papaya Q / Leaf extract

Widely used as a supportive remedy in dengue and viral fevers.

Helps increase platelet count naturally.

🔹 Eupatorium perfoliatum 30 / 200

Known as Bone-set.

For bone pains, body ache, fever with thrombocytopenia.

🔹 China officinalis 30

In post-hemorrhagic weakness, anemia, and low platelets after blood loss.

Restores vitality.

🔹 Phosphorus 30 / 200

For bleeding tendency, nosebleeds, gum bleeds, and low platelet states.

🔹 Crotalus horridus 200

For severe bleeding diathesis where blood fails to clot.

Used in very low platelet count with hemorrhagic tendencies.

🔹 Arnica montana 30

In capillary fragility, bruising, and bleeding with low platelets.

🔹 Hamamelis 30

For passive venous bleeding and hemorrhage.

---

✅ Supportive Measures

Papaya leaf juice (also in Q form in homeopathy).

Giloy (Tinospora cordifolia) Q as immune booster.

Hydration, fruits (pomegranate, kiwi, dragon fruit).

Avoid NSAIDs like aspirin unless prescribed.

🔹 Top Homeopathic Remedies for Appetite Stimulation1. China officinalis (Cinchona) – Appetite loss after chronic illness...
22/09/2025

🔹 Top Homeopathic Remedies for Appetite Stimulation
1. China officinalis (Cinchona) – Appetite loss after chronic illness, weakness, or blood loss.

2. Alfalfa – A classic tonic to improve appetite, weight gain, and digestion.

3. Gentiana lutea (Gentian) – Improves appetite, especially when loss is due to weak digestion.

4. Lycopodium clavatum – Poor appetite with bloating, craving for sweets, liver-related indigestion.

5. Chelidonium majus – Loss of appetite with liver complaints, yellow-coated tongue.

6. Iodium – Good appetite normally, but when appetite is lost, extreme weakness follows. Often in children with emaciation.

7. Arsenicum album – Loss of appetite with gastric irritation, nausea, anxiety, and restlessness.

🔹 Useful Mother Tinctures

Alfalfa Q – Increases appetite, promotes nutrition and weight gain.

Gentiana lutea Q – Bitter tonic, stimulates digestion and appetite.

China Q – Increases appetite in post-illness weakness.

👉 Usually, Alfalfa Q (10–15 drops in water, 2–3 times daily) is the most popular appetite stimulant.

লাইপোমা (Lipoma) হলো চর্বি জমে তৈরি হওয়া নরম, সাধারণত ব্যথাহীন, ত্বকের নিচে ধীরে ধীরে বাড়তে থাকা টিউমার। এটি সাধারণত ক্ষ...
19/09/2025

লাইপোমা (Lipoma) হলো চর্বি জমে তৈরি হওয়া নরম, সাধারণত ব্যথাহীন, ত্বকের নিচে ধীরে ধীরে বাড়তে থাকা টিউমার। এটি সাধারণত ক্ষতিকর নয়, তবে অনেক সময় সংখ্যায় বেশি, আকারে বড় বা সৌন্দর্য নষ্টকারী হলে চিকিৎসা প্রয়োজন হয়। হোমিওপ্যাথিতে লাইপোমার জন্য কার্যকর কিছু ঔষধ আছে, যেগুলো রোগীর গঠন, উপসর্গ ও ব্যক্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে বেছে নিতে হয়। নিচে ৫টি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো:

১. Calcarea Carb

🔹 উৎস: ঝিনুকের খোলস।
🔹 প্রধান কাজ: গ্রন্থি, চর্বি, হাড় ও গ্রন্থিগত স্ফীতি।
🔹 কাদের জন্য:

স্থূল, মোটা, ফর্সা, ঘামে ভেজা শরীরের রোগী।

শরীরের বিভিন্ন অংশে নরম গুটি, লাইপোমা তৈরি হয়।

অতিরিক্ত ঠান্ডা ভীতি, সামান্য কাজেই হাঁপিয়ে যায়।

পেটে চর্বি বেশি জমে, ঘাড়ে গ্রন্থি বড় হয়।
🔹 বিশেষ বৈশিষ্ট্য: চর্বিজাত বৃদ্ধি (lipomatous diathesis) যাদের দেহে প্রবল, তাদের জন্য বিশেষ উপযোগী।

২. Baryta Carb

🔹 উৎস: Barium Carbonicum।
🔹 প্রধান কাজ: গ্রন্থি ও চর্বি বৃদ্ধি নিয়ন্ত্রণ।
🔹 কাদের জন্য:

বয়স্ক বা শিশুদের মধ্যে মানসিক ও শারীরিক দুর্বলতা।

গলায়, ঘাড়ে বা শরীরের বিভিন্ন অংশে লাইপোমা ও গ্রন্থিগত স্ফীতি।

শরীরের বৃদ্ধি অসম্পূর্ণ, দুর্বল প্রতিরোধ ক্ষমতা।
🔹 বিশেষ বৈশিষ্ট্য:
গ্রন্থি ও চর্বি একত্রে জমে শক্ত গুটি তৈরি হলে এটি উপকারী।

৩. Calcarea Fluor

🔹 উৎস: Fluoride of Lime।
🔹 প্রধান কাজ: কঠিন টিউমার, গুটি, গ্রন্থি ও চর্বি জমাট অংশ নরম করা।
🔹 কাদের জন্য:

শক্ত, দৃঢ় লাইপোমা বা দীর্ঘদিনের গুটি।

টিউমার হাড়ের কাছে বা জয়েন্টের পাশে হলে।

গুটি স্পর্শ করলে শক্ত মনে হয়।
🔹 বিশেষ বৈশিষ্ট্য:
কঠিন বা আঁশযুক্ত লাইপোমা ভাঙতে সাহায্য করে।

৪. Thuja Occidentalis

🔹 উৎস: এক প্রকার ঝাউ গাছ (Arbor vitae)।
🔹 প্রধান কাজ: স্নায়ু, গ্রন্থি ও চর্বি বৃদ্ধি নিয়ন্ত্রণ।
🔹 কাদের জন্য:

যাদের দেহে অস্বাভাবিক বৃদ্ধি প্রবণতা (growth diathesis)।

লাইপোমা, আঁচিল, পলিপ একসাথে থাকে।

ঠান্ডায় কষ্ট পায়, উষ্ণতায় ভালো বোধ করে।
🔹 বিশেষ বৈশিষ্ট্য:
চর্বি, আঁচিল, পলিপ ইত্যাদি বাড়তি টিস্যু বৃদ্ধির সাধারণ ঔষধ।

৫. Phytolacca Decandra

🔹 উৎস: আমেরিকান উদ্ভিদ “Poke-root”।
🔹 প্রধান কাজ: গ্রন্থি ও ফ্যাটি টিউমার দূর করা।
🔹 কাদের জন্য:

শক্ত বা নরম উভয় প্রকার লাইপোমা।

চর্বিজাত গ্রন্থি ফুলে যাওয়া।

গ্রন্থি চেপে ধরলে ব্যথা।
🔹 বিশেষ বৈশিষ্ট্য:
ফ্যাটি টিস্যু-ভিত্তিক টিউমার ধীরে ধীরে নরম করে ও কমায়।

✨ সারসংক্ষেপ:

নরম চর্বিজাত লাইপোমা → Calcarea Carb

মানসিক ও শারীরিক দুর্বলতার সাথে লাইপোমা → Baryta Carb

শক্ত/কঠিন লাইপোমা → Calcarea Fluor

একাধিক বৃদ্ধি (আঁচিল, পলিপ, গুটি) → Thuja

গ্রন্থি + চর্বি ফোলা/টিউমার → Phytolacca

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।।

যৌন সমস্যায় যারা বহুদিন ধরে Agnus Cast Q মাদার টিংচার খাচ্ছেন,তাদের জীবনে নেমে আসতে পারে অমাবস্যার অন্ধকার ,Agnus Cast এ...
11/09/2025

যৌন সমস্যায় যারা বহুদিন ধরে Agnus Cast Q মাদার টিংচার খাচ্ছেন,
তাদের জীবনে নেমে আসতে পারে অমাবস্যার অন্ধকার ,
Agnus Cast এর ক্যামিকেল প্রোপার্টি নিয়ে কাজ করতে গিয়ে ভয়াবহ কিছু তথ্য পাই, যেটা আপনাকে ভয় দেখাতে বাধ্য।।

চলুন সংক্ষেপে আলোচনা করি..

এগনাষ্ট কাষ্ট (Agnus castus) একটি পরিচিত হোমিওপ্যাথিক ও প্লান্ট সোর্স থেকে তৈরি মাদার টিংচার, যা মূলত নারীর হরমোনাল ইমব্যালেন্স, মাসিক অনিয়ম, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম (PMS) এবং পুরুষের সেক্সুয়াল ডেবিলিটি বা স্নায়বিক দুর্বলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু অতিরিক্ত মাত্রায় সেবনের ক্ষেত্রে এর প্রভাব সম্পূর্ণ বিপরীত হয়ে যেতে পারে, যা দীর্ঘমেয়াদে পুরুষদের ক্ষেত্রে ধজভঙ্গ (Erectile Dysfunction) এর মত জটিল অবস্থার জন্ম দিতে সক্ষম।

আধুনিক ফার্মাকোলজি অনুযায়ী, এগনাষ্ট কাষ্ট এর সক্রিয় উপাদান Vitex agnus castus ফ্ল্যাভোনয়েড, ইরিডয়েড গ্লাইকোসাইড এবং ডিটারপেন কম্পাউন্ড সমৃদ্ধ, যা মূলত হাইপোথ্যালামাস পিটুইটারি গোনাডাল (HPG) অ্যাক্সিসে প্রভাব ফেলে (Reference: Sliwinski et al., Phytomedicine, 2021)।

এই প্লান্টের যৌগগুলি ডোপামিন D2 রিসেপ্টরকে উদ্দীপিত করে প্রোল্যাকটিনের মাত্রা কমায়, যা সঠিক ডোজে নারীর হরমোন ব্যালান্সে সহায়ক। কিন্তু উচ্চ মাত্রায় দীর্ঘদিন ব্যবহারে এই ডোপামিনার্জিক উদ্দীপনা অতিরিক্ত হয়ে যায়, ফলস্বরূপ পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রপিন (LH ও FSH) নিঃসরণ হ্রাস পায় (Reference: Wuttke et al., Exp Clin Endocrinol Diabetes, 2003)।

যখন LH নিঃসরণ কমে যায়, তখন টেস্টিস থেকে টেস্টোস্টেরন উৎপাদন কমতে শুরু করে, আর এই হরমোনাল পতন পুরুষদের মধ্যে লিবিডো হ্রাস, ইরেকশন দুর্বলতা এবং সময়ের সাথে সাথে স্থায়ী ধজভঙ্গের দিকে নিয়ে যেতে পারে। মেকানিজম অনুযায়ী, কম টেস্টোস্টেরন সেক্সুয়াল অ্যারাউজাল সেন্টারে স্নায়বিক উদ্দীপনা কমিয়ে দেয়, কর্পোরা ক্যাভারনোসায় রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, নাইট্রিক অক্সাইড সংশ্লেষণ কমে যায়, যার ফলে ইরেকশন মেইন্টেইন করা কঠিন হয়ে পড়ে (Reference: Burnett et al., Nat Rev Urol, 2012)।

সুতরাং, এগনাষ্ট কাষ্ট মাদার টিংচার একটি কার্যকরী ওষুধ হলেও এর মাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। কারণ, অল্পতে যেমন এটি সেক্সুয়াল হেলথের সহায়ক, অতিরিক্ত সেবনে এটি স্নায়বিক ও হরমোনাল ভারসাম্য নষ্ট করে ধজভঙ্গের মত জটিল, দীর্ঘস্থায়ী ও কখনও কখনও অপরিবর্তনীয় সমস্যার জন্ম দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং দীর্ঘমেয়াদে উচ্চমাত্রায় এর ব্যবহার এ।।
---------------------
ডা: জাকির হোসেন।।
প্রভাষক, লেখক ও হোমিওপ্যাথিক বিশ্লেষক।।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
জয়কালী মন্দির, ঢাকা।।
=========
দেশী বিদেশি হোমিওপ্যাথিক মেডিসিন পেতে যোগাযোগ করুন..
Homoeo Medicine BD
Call : 01730696933

এই পোষ্ট খানা শুধু মাত্র পুরুষের জন্য।।পুরুষদের সেমিনাল ডিসচার্জ (Seminal Discharge / Ej*****te) কিন্তু নরমাল।চেম্বারে অ...
03/09/2025

এই পোষ্ট খানা শুধু মাত্র পুরুষের জন্য।।

পুরুষদের সেমিনাল ডিসচার্জ (Seminal Discharge / Ej*****te) কিন্তু নরমাল।
চেম্বারে অনেক রোগি আসে স্যার আমার ক্ষয় রোগ 😬😬😬,
বললাম এটা আবার কি? সোজা উত্তর স্যার আমার প্রস্রাবের রাস্তা দিয়ে ধাতুর মত পানি যায়, দেখতে অনেকটা তালের সাসের ভিতর যেই পানি থাকে ঠিক তেমন।
রোগিদের অনেক বুঝিয়ে বলি এটা নরমাল কোন সমস্যা না,
তার ও কে শুনে কার কথা, তাদের ধারনা এই ক্ষয় রোগের কারনে তার স্বাস্থ্য ভেংগে যাচ্ছে গাল চাপা ভিতরে চলে যাচ্ছে।
মেলা ওষধ খেয়েছেন কমে নাই।
কমবে কিভাবে এটি ত নরমাল জিনিস 😂😂😂
বড় বড় ফাইল ( সিরাপ ) এর বোতল খেয়েছেন।

চলুন আজ সেমিনাল ডিসচার্জ নিয়ে আলোচনা করি :

পুরুষদের মধ্যে সেমিনাল ডিসচার্জ স্বাভাবিক একটি ফিজিওলজিক্যাল প্রক্রিয়া। অনেকেই ভাবেন সেমিনাল স্রাব রোগ, আসলে এটি একেবারেই ভুল ধারনা।
শরীরের হরমোন, যৌন উদ্দীপনা বা রাতের ঘুমের সময় স্বাভাবিকভাবে সেমিনাল স্রাব হতে পারে। এর মূল উদ্দেশ্য হলো স্পার্মকে পরিবহন করা, শুকনো ভাব কমানো এবং প্রজনন প্রক্রিয়াকে সহজ করা।

এই ডিসচার্জ কি কি রং এর হতে পারে, কখন আপনি সতর্ক হবেন আসেন আলোচনা করি।

সাদা/ধূসর ডিসচার্জ (White/Gray):
সব সময় সাদা বা ধূসর স্রাব রোগ নয়। যৌন উত্তেজনা বা রাতে স্বাভাবিকভাবে স্রাব হতে পারে। এটি স্বাভাবিক। তবে যদি স্রাবের ঘনত্ব অস্বাভাবিকভাবে বেড়ে যায়, দুর্গন্ধ বা পুঁজ মিশ্রিত হয়, বা সঙ্গে প্রস্রাবে জ্বালা থাকে, তবে সেটি ইনফেকশনের ইঙ্গিত হতে পারে।

স্বচ্ছ/হালকা স্রাব (Clear):
স্বচ্ছ, পাতলা স্রাব সাধারণত সম্পূর্ণ স্বাভাবিক। এটি প্রায়শই প্রাক-ইজাকুলেট বা স্বাভাবিক রাতের সময় দেখা যায়। এতে কোনো দুর্গন্ধ বা অস্বস্তি না থাকলে একে রোগ ভাবার দরকার নেই।

হলুদ বা সবুজ স্রাব (Yellow/Green):
হলুদ বা সবুজ রঙের স্রাব সাধারণত ইনফেকশনের লক্ষণ। ব্যাকটেরিয়া, ট্রাইকোমোনাস বা অন্যান্য সংক্রমণ এই ধরনের স্রাব ঘটায়। সঙ্গে জ্বালা, ব্যথা বা দুর্গন্ধ থাকলে অবশ্যই চিকিৎসা নেওয়া উচিত।

পুরুষদের সেমিনাল ডিসচার্জ সাধারণত স্বাভাবিক, বিশেষ করে যদি এটি স্বচ্ছ বা হালকা সাদা হয়, দুর্গন্ধ বা অস্বস্তি না থাকে। অস্বাভাবিক রঙ, ঘনত্ব বা জ্বালা থাকলে প্যাথলজিকাল ধরা হয় এবং তখন চিকিৎসা দরকার।

এলোমেলো দুশ্চিন্তা ও মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন।
======
ডাঃ মোঃ জাকির হোসেন - জয়কালী মন্দির
লেখক ও গবেষক।।

🌿 ১২টি বায়োকেমিক ছন্দ 🌿১. Calcarea Fluoricaহাড়-জোড়ায় ব্যথা, দাঁত নড়ে যায়,গুটি-গাঁট সব শক্ত হয়ে যায়।২. Calcarea Phosphori...
30/08/2025

🌿 ১২টি বায়োকেমিক ছন্দ 🌿

১. Calcarea Fluorica
হাড়-জোড়ায় ব্যথা, দাঁত নড়ে যায়,
গুটি-গাঁট সব শক্ত হয়ে যায়।

২. Calcarea Phosphorica
শিশু বড় হয়, হাড়ে কষ্ট,
স্কুলের পড়ায় মন নেই যথেষ্ট।

৩. Calcarea Sulphurica
ঘায়ে পুঁজ, না শুকায় ক্ষত,
বারবার ফোঁড়া – ওষুধটা যথেষ্ট।

৪. Ferrum Phosphoricum
হালকা জ্বর, ঠান্ডায় কাশি,
প্রথম স্টেজে এর নেই তো ফাঁকি।

৫. Kali Muriaticum
গলায় সাদা কফ, টনসিল ফুলে,
এই ওষুধেই আরাম মিলে।

৬. Kali Phosphoricum
দুর্বল স্নায়ু, টেনশনের ভার,
নিদ্রাহীনতায় উপকারী যে তার।

৭. Kali Sulphuricum
চামড়ায় দাগ, হলুদ কফ,
গরমে বাড়ে, কমে শীতল হাওয়া সফ।

৮. Magnesia Phosphorica
খিঁচুনি ব্যথা, মাসিক কষ্ট,
গরমে আরামে – ওষুধটা যথেষ্ট।

৯. Natrum Muriaticum
ঠোঁট ফাটে, কান্নায় ভিজে মন,
লবণ পছন্দে সবার আপন।

১০. Natrum Phosphoricum
টক ঢেকুর, গ্যাসের ঝামেলা,
বদহজমে এ ওষুধের খেলা।

১১. Natrum Sulphuricum
বৃষ্টিতে কাশি, ভেজা আবহাওয়া,
লিভার খারাপ হলে – ওষুধটা চাওয়া।

১২. Silicea
ফোঁড়া, ঘাম, দুর্বল হাড়,
চামড়ার রোগে দেয় আরাম সবার।

Kali Sulphuricum (Kali Sulph) হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা।। 🔘 Source (উৎপত্তি):Kali Sulphuricum (Kali Sulph) হলো Po...
28/08/2025

Kali Sulphuricum (Kali Sulph) হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা।।

🔘 Source (উৎপত্তি):
Kali Sulphuricum (Kali Sulph) হলো Potassium Sulphate (K₂SO₄) থেকে প্রস্তুত করা একটি হোমিওপ্যাথিক ওষুধ।

এটি Schüssler’s Twelve Tissue Remedies-এর অন্যতম।।

প্রধানত ত্বকের রোগ, শ্লেষ্মাযুক্ত শ্বাসতন্ত্রের সমস্যা, হাঁপানি ও সাইনোসাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়।

🔘 Keynote Symptoms (মূল লক্ষণসমূহ):

১. ত্বকের সমস্যা (Skin Disorders)

✅ চামড়া শুষ্ক, খসখসে ও ফাটা থাকে।
✅ সোরিয়াসিস, একজিমা বা স্ক্যাল্পে খুশকি।
✅ চামড়া থেকে হলুদাভ, চটচটে স্রাব বের হয়।
✅ শরীরে ছোট ছোট ফোস্কা বা চুলকানি হয়।
✅ গরমে বা সন্ধ্যায় চুলকানি বেড়ে যায়।

২. শ্বাসযন্ত্রের সমস্যা (Respiratory Issues)

✅ হলুদ বা সবুজাভ শ্লেষ্মাযুক্ত কাশি বা কফ।
✅ অ্যাজমা বা ব্রঙ্কাইটিস যেখানে শ্বাসকষ্ট হয়।
✅ ঠান্ডা বা ধুলোবালিতে সমস্যা বেড়ে যায়।
✅ বিকেলে বা সন্ধ্যার দিকে কাশি বেড়ে যায়।

৩. কানের সমস্যা (Ear Issues)

✅ কানে ব্যথা বা সংক্রমণের কারণে হলুদ রঙের স্রাব বের হয়।
✅ শিশুদের কানের ইনফেকশনে কার্যকর।
✅ বধিরতা বা কানে গুঞ্জনের অনুভূতি থাকতে পারে।

৪. জয়েন্ট ও পেটের সমস্যা (Joint & Digestive Issues)

✅ গেঁটেবাত বা আর্থ্রাইটিস যেখানে সন্ধ্যায় ব্যথা বেড়ে যায়।
✅ অম্বল বা গ্যাস্ট্রিক যেখানে খাবার পর পেট ফেঁপে যায়।
✅ ডায়রিয়া বা বদহজম যেখানে হলুদাভ পাতলা মল হয়।

অনেকে Cal Sulph ও Kali Sulph এর মধ্যে প্যাচ লাগান।
তাদের জন্য ক্লিয়ার করছি।

Calcarea Sulphurica (Calc Sulph) ও Kali Sulphuricum (Kali Sulph) এর পার্থক্য💢💢

1. Calcarea Sulph মূলত ফোঁড়া, ক্ষত ও পুঁজযুক্ত সংক্রমণের জন্য কার্যকর।

2. Kali Sulph প্রধানত ত্বক ও শ্বাসযন্ত্রের রোগে বেশি কার্যকর।

3. Calcarea Sulph যেখানে শ্লেষ্মা ঘন ও দীর্ঘস্থায়ী হয়, সেখানে Kali Sulph-এর শ্লেষ্মা পাতলা ও হলুদ হয়।

4. Calcarea Sulph-এর সমস্যা আর্দ্র আবহাওয়ায় বাড়ে, আর Kali Sulph-এর সমস্যা সন্ধ্যায় বা গরমে বেড়ে যায়।

5. Kali Sulph হাঁপানি ও খুশকির জন্য ভালো, কিন্তু Calc Sulph ক্ষত ও ফোঁড়ার জন্য ভালো।

🔘Key Notes

✅ যদি ফোঁড়া, ক্ষত, পুঁজযুক্ত সংক্রমণ থাকে, তাহলে Calcarea Sulph উত্তম।
✅ যদি শ্বাসযন্ত্রের সমস্যা, হাঁপানি, ত্বকের শুষ্কতা বা খুশকি থাকে, তাহলে Kali Sulph ভালো কাজ করবে।

হোমিওপ্যাথিক বিষয় জানতে আবরার হোমিওপ্যাথি বাংলাদেশ/Abrar homoeopathy Bangladesh পেজটি ফলো করুন।।

আর দেশি-বিদেশি হোমিওপ্যাথিক মেডিসিন পেতে যোগাযোগ করুন - 01730696933 নাম্বারে..

ছন্দে ছন্দে হোমিওপ্যাথি.. A for Arsenic- অস্হিরতা,দু্র্বলতায় থাকে মৃত্যুভয়।আর্সেনিকে শুষ্ক কাশির হবে নিরাময়।B for Bryoni...
28/08/2025

ছন্দে ছন্দে হোমিওপ্যাথি..

A for Arsenic- অস্হিরতা,দু্র্বলতায় থাকে মৃত্যুভয়।
আর্সেনিকে শুষ্ক কাশির হবে নিরাময়।

B for Bryonia- হইলে কারো নিউমোনিয়া, সারাতে লাগে ব্রায়োনিয়া।

C for Calendula- থেতলে যাওয়া রক্তপাতে, ক্যালেন্ডুলা লাগান তাতে।

D for Damiana- শুক্রানু কম হবে যখন, ডামিয়ানা খাবেন তখন।

E for...Echinacea- রক্ত বিশুদ্ধ করে ইমিউনিটি বাড়ায়।
ইচিনেশিয়ায় ভীষণ রকম চুলকানি পালায়।

F for Ferrum phos - ভীষন রকম ব্যথা থাকে আরও থাকে জ্বর জ্বর।
ফেরাম ফস কাজের তাতে দিতে হবে পর পর।

G for Glonoium- মাথা ব্যথার সাথে থাকে মানষিক চাপ।
গ্লোনুইন ব্যবহারে কমে রক্তচাপ।

H for Hydrusthis Can - কনস্ট্রিপিউশন লেগেই থাকে, হজমে দুর্বলতা।
এমন হলে হাইড্রাসটিস উপযুক্ত তথা।

I for lgnesia -শোক দুংখে জীবন শেষ,
ইগ্নেশিয়া কাজের বেশ।

J for jaborandi-সারা মাস চুল পরে হয়ে যায় টাক।
জাবোরান্ডি চুল গজায় রোগীতো অবাক।

K for Kali phos - মানষিক চাপ আর ঘুম কম হয়।
কেলি ফস উপকারী ডাক্তারগন কয়।

L for Lac can - গলা ব্যথা ডিপথেরিয়া বাতরোগে ক্ষতি।
ল্যাক ক্যান ব্যবহারে হয় তার গতি।

M for merc sol - ঠান্ডা গরম যায় হোক পরতে থাকে আম।
মার্কসল দিলে তাতে করে ভীষন কাম।

N for nux vom - প্রেমের রোগে বিমার হয় গ্যাসও ভীষন তার।
নাক্স ভমিকা এমন রোগীর শ্রেষ্ঠ উপহার।

O for O***m - ব্যথা বেদনা কিংবা নিদ্রাহীনতা যখন।
ওপিয়াম বার বার মনে পরে তখন।

P for Pulsatilla - বদহজম অম্বল বা পেটের কোন বিমার।
পালসিটিলা ব্যবহারে অসুখ সারে তাহার।

Q for Quassia - লিভারের দুর্বলতা, হজম শক্তি কম।
কোয়াসিয়া নিম্নশক্তি ব্যবহার হরদম।

R for Rhus tox - জয়েন্ট এবং পেশির ব্যথা আথ্রাইটিসের জ্বর।
রাসটক্স নিয়মিত দিতে হয় পরপর।

S for Silicea - হঠাৎ গলায় বিধে গেলে কোন মাছের কাটা।
হোমিও ঔষধ সাইলিসিয়া খাওয়াতে হয় যেটা।

T for Titanium - দীর্ঘদিনের ক্লান্তি মানষিক চাপে।
পুরুষের অতিক্ষয়ে টাইটেনিয়াম দিবে।

U for Urtica urens - কোন স্হানে পুরে গেলে জ্বালাপোড়া হয়।
আর্টিকা ইউরেন্স লাগিয়ে দিন হবে নিরাময়।

V for Vesicaria - মূত্রনালীর সংক্রমন কম হোক বা বেশি।
ভেসিকেরিয়া মাথার ভেতর বারে বারে আসে।

W for WYethia - শুষ্ক কাশিঁ, বাতের ব্যথা
ওয়ায়েথিয়া প্রয়োগ সেথা।

X for Xanthoxylum - সায়েটিকা,টিউমার আর ঋতুস্রাবে কস্ট।
জ্যান্থোজাইলাম শুরু করুন হবেনা সময় নষ্ট।

Y for Yohimbinum - যৌবনের শুরুতে যৌন অত্যাচারে।
ধ্বজভঙ্গ হয়ে গেলে ওহিম্বিনামে সারে।

Z for Zincum Met - শ্বেতপ্রদর, একজিমা, জন্ডিস বা অশ্বে।
দিনে দিনে বিলীন হবে জিনকাম মেটের স্পর্শে।

🌿🌿 Plant Power: Did You Know? 🌿🌿𝐍𝐮𝐱 𝐕𝐨𝐦𝐢𝐜𝐚 – a time-tested homeopathic remedy derived from the seeds of Strychnos nux-vo...
26/08/2025

🌿🌿 Plant Power: Did You Know? 🌿🌿
𝐍𝐮𝐱 𝐕𝐨𝐦𝐢𝐜𝐚 – a time-tested homeopathic remedy derived from the seeds of Strychnos nux-vomica – is your natural support for today’s fast-paced lifestyle. 💪🌿

✅ Aids healthy digestion
✅ Relieves acidity & bloating
✅ Manages stress and fatigue
✅ Helps with effects of overindulgence
✅ Promotes balance and vitality

Restore harmony the natural way — with the power of plants. 💚

আবরার হোমিওপ্যাথি বাংলাদেশ/Abrar homoeopathy Bangladesh

হাতের কোন আঙুল চাপলে কোন রোগ সারে, জানেন কি?আমি ভাবতেও পারিনি যে শুধু হাতে ম্যাসাজ করেই আমাদের পেট—এমনকি কিডনিরও যত্ন নে...
17/08/2025

হাতের কোন আঙুল চাপলে কোন রোগ সারে, জানেন কি?

আমি ভাবতেও পারিনি যে শুধু হাতে ম্যাসাজ করেই আমাদের পেট—এমনকি কিডনিরও যত্ন নেওয়া সম্ভব! আসুন, জেনে নিই হাতের কোন অংশ শরীরের কোন অঙ্গের সাথে যুক্ত।

1️⃣ বৃদ্ধাঙ্গুলি (Thumb)
এটি আমাদের মস্তিষ্ক, চোখ, কান এবং মুখের সাথে সংযুক্ত। আমি তো না জেনেই কতবার এটা টিপেছি, এখন বুঝলাম এর উপকারিতা!

2️⃣ তর্জনী ও মধ্যমা (Index and Middle Fingers)
এই দুটি আঙুলের পয়েন্টগুলো জরায়ুর সাথে যুক্ত। পিরিয়ডের ব্যথার সময় এখানে ম্যাসাজ করলে দারুণ আরাম পাওয়া যায়!

3️⃣ অনামিকা ও কনিষ্ঠা (Ring and Pinky Fingers)
এগুলো আমাদের অন্ত্র এবং কিডনির সাথে জড়িত। পেট ফাঁপা লাগলে কড়ে আঙুল চাপ দিলে কেন আরাম লাগে, এখন বুঝতে পারছি!

4️⃣ বৃদ্ধাঙ্গুলির গোড়া এবং হাতের তালুর কেন্দ্র
এই জায়গাগুলো ফুসফুসের সাথে সংযুক্ত। এখানে হালকা ম্যাসাজ করে লম্বা শ্বাস নিলে আশ্চর্যজনকভাবে প্রশান্তি অনুভব করবেন।

5️⃣ হাতের তালুর নীচের অংশ
এই স্থানটি আমাদের পেট, লিভার, গলব্লাডার এবং প্লীহার সাথে সম্পর্কিত। এখানে আলতো করে চাপ দিন, গভীর শ্বাস নিন এবং শরীরকে শিথিল করুন...

একবার চেষ্টা করেই দেখুন না!

🌿 পাইলস, এনাল ফিশার ও এনাল ফিষ্টুলা - যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র ঠিকানা!আপনি কি মাঝে মাঝে মলত্যাগের সময় তীব্র যন্ত্রণ...
11/08/2025

🌿 পাইলস, এনাল ফিশার ও এনাল ফিষ্টুলা - যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র ঠিকানা!

আপনি কি মাঝে মাঝে মলত্যাগের সময় তীব্র যন্ত্রণা, রক্তক্ষরণ বা জ্বালা অনুভব করেন?
পাইলস, এনাল ফিশার, বা এনাল ফিষ্টুলা হতে পারে এর কারণ।
যদি সময় মতো চিকিৎসা না নেন, তাহলে সমস্যা হতে পারে মারাত্মক!

👉 শরীরের এই সংবেদনশীল সমস্যাগুলো দ্রুত ও নিরাপদে সমাধানের জন্য আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
আমাদের ক্লিনিকে ব্যবহার করা হয় আধুনিক ও ব্যথামুক্ত চিকিৎসা পদ্ধতি, যাতে আপনি দ্রুত আরাম পেতে পারেন।

কেন আমাদের নির্বাচন করবেন?

✔️ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক
✔️ ব্যথাহীন ও ঝামেলামুক্ত চিকিৎসা
✔️ গোপনীয়তা ও যত্নের সর্বোচ্চ মান
✔️ দ্রুত আরামের নিশ্চয়তা
✔️ হাতের কাছেই সহজলভ্য পরিষেবা

আজই যোগাযোগ করুন:
📞 01730 6969 33 (মোবাইল)

👉 সময় নষ্ট না করে আজই বুক করুন আপনার প্রাথমিক চেকআপ!

পাইলস, ফিশার আর ফিষ্টুলা—যন্ত্রণা নয়, আরামের গল্প হবে এখন থেকে।


Homoeo Medicine BD

"ক্যান্সার” শব্দটা যতটা ভয়াবহ শোনায়, তার পেছনের গোপন খেলা তার চেয়েও ভয়ংকর। এটা কেবল একটা রোগ না, বরং একটি বহুজাতিক চিকিৎ...
09/08/2025

"ক্যান্সার” শব্দটা যতটা ভয়াবহ শোনায়, তার পেছনের গোপন খেলা তার চেয়েও ভয়ংকর। এটা কেবল একটা রোগ না, বরং একটি বহুজাতিক চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল দানবের আখড়া, যেখানে মানুষকে রোগী বানিয়ে আজীবন শোষণ করা হয়।

ক্যান্সারের প্রকৃত কারণ গোপন করা হয় কেন জানেন?

কারণ ক্যান্সার হচ্ছে “দেহের প্রাকৃতিক প্রতিক্রিয়া”ক্যান্সার কোষ অনেক সময় শরীরের ডিটক্স বা টক্সিন বের করে দেওয়ার প্রক্রিয়া হিসেবেও তৈরি হয়।
টক্সিন, রেডিয়েশন, হরমোনাল ইমব্যালেন্স, এবং বিষাক্ত খাদ্য শরীরের কোষগুলোকে মিউটেট করে তোলে।
কিন্তু এই root cause গুলো তারা সরিয়ে না দিয়ে শুধু লক্ষণ (symptoms) কন্ট্রোল করে।

ফার্মাসিউটিক্যাল কোম্পানি ট্রিলিয়ন ডলার ব্যবসা করে এই ক্যান্সার দিয়ে-

এক কথায় ক্যান্সার ট্রিটমেন্ট = ট্রিলিয়ন ডলার ব্যবসা।

একবার ক্যান্সার ধরলে রোগী অন্তত ১০–৫০ লাখ টাকায় শেষ হয়ে যায়। কেমো, রেডিওথেরাপি, ওষুধ, হসপিটাল বিল… সবই লাভের খনি।
তাদের দরকার ক্যান্সার সারানো না, রোগীকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে শেষ করা।

এখন প্রশ্ন হচ্ছে বড় বড় তারকারা, বিলিওনিয়ার, রাজনীতিকেরা ক্যান্সার হলে কেন তারা বেশিরভাগ সময় বেঁচে যায়? অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যান্সার মানেই প্রায় মৃত্যু?

এর পেছনে ৩টা স্তরে লুকানো সত্য আছে

১-তারা মুলত Alternative গোপন চিকিৎসা পায় যা সাধারণ মানুষ জানে না।

বিশ্বের এলিটদের জন্য রয়েছে
Gerson Therapy > শরীরকে ডিটক্স করে, লিভার রিকভার করে, ক্ষারীয় খাবার দিয়ে ক্যান্সার কোষকে মারে।

Ozone Therapy > শরীরে অতিরিক্ত অক্সিজেন ঢুকিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করে।

High-dose Vitamin C IV therapy > IV এর মাধ্যমে শরীরে বিশাল মাত্রার ভিটামিন C ঢুকিয়ে কোষকে শক্তিশালী করে।

Hyperbaric Oxygen Chamber > বায়ুচাপ ও অক্সিজেন দিয়ে ক্যান্সার কোষের পরিবেশ নষ্ট করে

Alkaline therapy + raw food > শরীরের pH এমন জায়গায় নিয়ে যায়, যেখানে ক্যান্সার টিকতেই পারে না।

এই থেরাপিগুলোকে FDA / WHO কখনো অনুমোদন দেয় না কারণ ফার্মা মাফিয়ারা এতে টাকা কামাতে পারে না। তাই এসব পদ্ধতি “unscientific” বলে দমন করা হয়।

২-তাদের Chemotherapy-ও হয় “customized & cleaner version”

আমরা যেটা পাই-
Toxic chemo যা ভালো কোষও ধ্বংস করে দেয়। চুল পড়ে যায়, ইমিউন সিস্টেম ভেঙে পড়ে।

তারা যা পায়-
Ultra-high tech personalized chemo + targeted therapy + stem cell support
Supplement + ইমিউন সিস্টেম বুস্টার দিয়ে side effect কমিয়ে ফেলে

৩. তারা জানে ক্যান্সার হলো “Metabolic Disease”Genetic না!
তারা বিশ্বাস করে না যে ক্যান্সার হলো “দুর্ভাগ্যজনিত জেনেটিক রোগ”।

তাদের চিকিৎসকরা জানে:
“ক্যান্সার কোষ = অস্বাভাবিকভাবে গ্লুকোজ খাওয়া কোষ”
তাই চিনি বন্ধ করে, ক্ষারীয় খাবার দিয়ে, শরীর ডিটক্স করে ফলে ক্যান্সার কোষ না খেয়ে মারা যায়।

অথচ সাধারণ মানুষকে শেখানো হয়:
“এটা কপাল, জেনেটিক, কেমো ছাড়া উপায় নাই।ক্যান্সার মানেই মৃত্যু। আপনাকে হতাশ করে তুলবে। আপনাকে চিন্তিত করে তুলবে। এবং এই সুযোগে ক্যান্সার আপনার শরীরে আরও ভয়ানক রুপ ধারন করে।”

তাহলে ক্যান্সার কি আসলেই “অপরিবর্তনীয় মৃত্যুদণ্ড?

না। প্রচলিত মেডিকেল সিস্টেম যে চিত্র তুলে ধরে ক্যান্সার মানেই মৃত্যু সেটা অনেকাংশে মিথ্যা।

ক্যান্সার থেকে বেঁচে যাওয়ার প্রকৃত পথ হচ্ছে

Alkaline Diet (pH ব্যালেন্স করে):
ক্যান্সার কোষ এসিডিক পরিবেশে বাড়ে, আলকালাইন খাদ্য এটা বন্ধ করে।
Dr. Sebi নামে এক হোলিস্টিক হিলার ছিলেন যিনি শুধু alkaline food খাইয়ে হাজারো ক্যান্সার রোগীকে সারিয়ে তুলেছিলেন। কিন্তু তাকে পরে “ভুয়া চিকিৎসক” বলে হঠাৎ করে May 2016 এ গ্রেফতার করে মেরে ফেলা হয়।

Vitamin B17 (Laetrile):
প্রাকৃতিক অ্যান্টি-ক্যান্সার উপাদান, যা FDA নিষিদ্ধ করেছে।
Vitamin B17 নামে পরিচিত এই জিনিসটা আসলে একটুও ভিটামিন না।
এটি হলো একটি প্রাকৃতিক ক্যান্সার-নাশক যৌগ যার প্রকৃত নাম Amygdalin, এবং প্রক্রিয়াজাত রূপ হলো Laetrile।
এটি প্রাকৃতিকভাবে কিছু নির্দিষ্ট ফলের বীজ থেকে নেওয়া হয়। বিশেষ করে আপেল, খেজুর, তেঁতুল, আঙ্গুর, বিশেষ করে আবেগ বিচি (Apricot kernel) এ।
এটা শরীরে গিয়ে সায়ানাইড (cyanide) ছাড়ে। কিন্তু শুধু ক্যান্সার কোষের মধ্যেই।
তাই স্বাভাবিক কোষ ক্ষতিগ্রস্ত না হয়ে শুধু ক্যান্সার কোষ ধ্বংস হয়।

১৯৭০ দশকে Dr. Ernst Krebs নামে একজন গবেষক বলেন:
“B17 হচ্ছে প্রকৃত ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার আসলে B17 ঘাটতির রোগ।”
তিনি Laetrile দিয়ে বহু ক্যান্সার রোগী সুস্থ করেছিলেন।কিন্তু পরে FDA এটাকে নিষিদ্ধ করে।
কারণ:
ক্যান্সার একটি ট্রিলিয়ন ডলারের ব্যবসা।
তারা ক্যান্সার সারাতে চায় না। চায় রোগীকে চিরস্থায়ী খদ্দর বানাতে।

collected

Address

Mugda
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when আবরার হোমিওপ্যাথি বাংলাদেশ/Abrar homoeopathy Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আবরার হোমিওপ্যাথি বাংলাদেশ/Abrar homoeopathy Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram