নাগেরপাড়া ইউনিয়ন কাজি অফিস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নাগেরপাড়া ইউনিয়ন কাজি অফিস

নাগেরপাড়া ইউনিয়ন কাজি অফিস এখানে ইসলামিক সরা সরিয়ত মোতাবেক বিবা? https://www.facebook.com/miraj.tanjir/

মেয়েকে 18 টি বছর যত্ন করে বড় করে আপনার হাতে তুলে দিল। এর চেয়ে বেশি কি দিবে? তারপরেও কিভাবে যৌতুক চান?আপনি ৫০ বছরে যা ...
29/08/2025

মেয়েকে 18 টি বছর যত্ন করে বড় করে আপনার হাতে তুলে দিল।
এর চেয়ে বেশি কি দিবে?
তারপরেও কিভাবে যৌতুক চান?

আপনি ৫০ বছরে যা রোজগার করতে পারেননি,
আপনি আবার কীভাবে ২০ বছরের একটা ছেলের কাছে,
তা আশা করেন? কীভাবে লক্ষাধিক টাকা মোহরানা চান?

আজ আমি একটা বিবাহ পড়ালাম, যেটা হয়তো এই যুগে কল্পনা করাও কঠিন। আমি নিজ হাতে এক বাবার মেয়ের বিয়ে পড়িয়ে দিলাম—দেনমোহর...
11/05/2025

আজ আমি একটা বিবাহ পড়ালাম, যেটা হয়তো এই যুগে কল্পনা করাও কঠিন। আমি নিজ হাতে এক বাবার মেয়ের বিয়ে পড়িয়ে দিলাম—দেনমোহর ছিল মাত্র ৫ হাজার টাকা।

হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন।
এই বাবা প্রমাণ করলেন, বিয়ে মানে লাখ টাকার দেনমোহর, সোনা-গয়না বা হোটেল সাজিয়ে শো-অফ না।
বিয়ে মানে হলো দায়িত্ব, সম্মান আর সহজ-সরল একটি বন্ধন গড়ে তোলা—যেখানে ধর্ম, বিশ্বাস আর পরস্পরের সম্মতি মুখ্য।

এই সমাজে যখন বিয়েকে এক বিলাসবহুল আয়োজন বানিয়ে ফেলা হয়েছে,
তখন এই বাবা দেখিয়ে দিলেন কীভাবে ইসলামের আদর্শে, সহজভাবে একটা ঘর শুরু করা যায়।

সালাম সেই বাবাকে, যিনি সমাজের চোখ নয়—আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিলেন।
আসুন, আমরা এরকম সহজ আর হালাল পথকে উৎসাহিত করি।
–🌿

যারা ঈদ যায় চানঁ যায় কিন্তু সরাসরি পরিবারও পিতা মাতা বিয়ের কথা ব'লতে পারছেন না তাদের জন্য বিয়ে করার নিঞ্জা টেকনিক পিতা-ম...
29/03/2025

যারা ঈদ যায় চানঁ যায় কিন্তু সরাসরি পরিবারও পিতা মাতা বিয়ের কথা ব'লতে পারছেন না তাদের জন্য বিয়ে করার নিঞ্জা টেকনিক পিতা-মাতাকে যেভাবে বুঝিয়ে দিবেন যে, আপনি বিয়ে করতে চান।

১/ নিয়মিত রাতে গোসল করা শুরু করবেন। ভেজা লুঙ্গি সবাইকে দেখিয়ে মেলে দিবেন।

২/ রাতে গভীর ঘুমের ভান করে, জোরে জোরে মেয়েদের নাম ধরে ডাকতে শুরু করবেন।

৩/ মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে, কয়েকদিন মন খারাপের ভাব নিয়ে থাকবেন। কেউ প্রশ্ন করলেও উত্তর দিবেন না। দুয়েকবার বলতে পারেন, কিছু ভালো লাগে নাহ।

৪/ রাতে সবাই ঘুমিয়ে পড়লে চিৎ-কার করে বলতে থাকবেন, আমি আর পারছি না। হে আল্লাহ, আমাকে শ:য়:তা:নে:র হাত থেকে বাঁচা ও।

৬/ মাঝে-মধ্যে ঘর ছেড়ে কোথাও চলে যাবেন। বলবেন, বাড়িঘর আর ভাল লাগছে না। রাতে ফিরতে দেরি করবেন। বলবেন, ঘরে ফিরে কী করবো? ঘরে আছেটা কি?
সব ঠিক ঠাক হলেই যোগাযোগ করুন নাগেরপাড়া ইউনিয়ন কাজি অফিস এ আপনার সাথেই আছে (24/7)

সমাপ্ত

বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি@
05/02/2025

বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি
@

অভিনন্দন গোসাইরহাট উপজেলা পরিষদের ৩ কর্ণধার💙চেয়ারম্যান মোশারফ হোসেন সরদার 💜ভাইস চেয়ারম্যান এমদাদ হোসেন বাবলু মৃধা 🖤মহিলা...
29/05/2024

অভিনন্দন গোসাইরহাট উপজেলা পরিষদের ৩ কর্ণধার💙
চেয়ারম্যান মোশারফ হোসেন সরদার 💜
ভাইস চেয়ারম্যান এমদাদ হোসেন বাবলু মৃধা 🖤
মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা লিপি ❤️ সবাইকে নাগেরপাড়া ইউনিয়ন কাজি অফিস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো

আলোচিত অভিনেতা শরিফুল ইসলামের বিয়ে সম্পুর্ণ হয়েছে।সবাই ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করিয়েন। হুম😁⚠️জ্বি হ্যাঁ ভাই যারা,...
24/03/2024

আলোচিত অভিনেতা শরিফুল ইসলামের বিয়ে সম্পুর্ণ হয়েছে।
সবাই ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করিয়েন। হুম😁

⚠️জ্বি হ্যাঁ ভাই যারা, বয়স হইছি কিন্তুু বিয়ে করতে ভয় পাইতাছেন, আপনার সামনি দিয়া শরিফুলের মতো ছোট ভাই গুলো বিয়ে করে বউ নিয়ে ঘুরে! এইয়া দেক্কা আন্নের কষ্ট হয়,আর দেখতে দেখতে হইয়া গেছেন হৃদয়ে রুগী, ✋ আস্তে খাড়ান হতাশ হইয়েন না আপনার জন্য আমরা আছি ২৪ ঘন্টা যেকোনো সময় আপনার সাথে আছে নাগেরপাড়া ইউনিয়ন কাজি অফিস......... শুধু আপনাদের জন্য...... যেকোনো সমস্যায়।

ভালোবাসার মর্যাদা দিতে জানলেই ভালোবাসো। এর পরে পরিবারের লোকজনের সাথে এবং বিয়ের জন্য প্রাপ্তবয়স হলেই চলে আসো নাগেরপাড়া ই...
18/03/2023

ভালোবাসার মর্যাদা দিতে জানলেই ভালোবাসো। এর পরে পরিবারের লোকজনের সাথে এবং বিয়ের জন্য প্রাপ্তবয়স হলেই চলে আসো নাগেরপাড়া ইউনিয়ন কাজি অফিস এ, আমারা ২৪ ঘন্টা আছি জনগণের সেবায় 😊

Tanjir Islam Miraj✍️

◼️শোক সংবাদ ◾▪️ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....আসন্ন গোসাইরহাট উপজেলার ঈদুলপুর ইউনিয়নের  বিবাহ রেজিস্ট্রার সম...
26/07/2022

◼️শোক সংবাদ ◾▪️

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....

আসন্ন গোসাইরহাট উপজেলার ঈদুলপুর ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার সম্মানিত কাজী,♦ ইমাম আমির হাসান ফয়সাল, ভাই। কিছু ক্ষন আগে ঢাকার একটি হসপিটালে চিকিৎসা ধিন অবস্থা ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....... #নাগেরপাড়া_ইউনিয়ন_কাজি_অফিসের এ-র পক্ষ থেকে তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি,আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম নসিব করেন। আমিন🤲

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷এইচএসসি/আলিম পরীক্ষার  ফলাফল আজ সকাল সাড়ে ১১টায় প্রকাশিত হবে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে এইচএসসির ফল প...
13/02/2022

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
এইচএসসি/আলিম পরীক্ষার ফলাফল আজ সকাল সাড়ে ১১টায় প্রকাশিত হবে।

আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ।
ঘরে বসে জানবেন যেভাবে- HSCBoard name (First 3 Letter)>Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

শিক্ষার্থীরা এই (http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানতে পারবে।

🌷 নাগেরপাড়া ইউনিয়ন কাজি অফিস এ-র পক্ষ থেকে সকল ফল প্রার্থীদের জন্য শুভকামনা। আল্লাহ সবার মনের আসা পূরণ করুন 🤲

 #নাগেরপাড়া_ইউনিয়ন_কাজি_অফিসের পক্ষ থেকে।বিজয়ের ৫০ বছর উপলক্ষে সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন 🥀
15/12/2021

#নাগেরপাড়া_ইউনিয়ন_কাজি_অফিসের পক্ষ থেকে।বিজয়ের ৫০ বছর উপলক্ষে সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন 🥀

◼️শোক সংবাদ ◾▪️ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....আসন্ন গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আমদের-ই শ্রদ্...
09/12/2021

◼️শোক সংবাদ ◾▪️

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....

আসন্ন গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
আমদের-ই শ্রদ্বেয় বড় ভাই জনাব মোঃ সৈয়দ নাসির উদ্দীন। (নাসির ভাই)
ঢাকার ফারাবী হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় আজ পরপারে গমন করেন। #নাগেরপাড়া_ইউনিয়ন_কাজি_অফিসের এ-র পক্ষ থেকে তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি,আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম নসিব করেন। আমিন🤲

 #নাগেরপাড়া_ইউনিয়ন_কাজি_অফিসের পক্ষ থেকে সকল পরিক্ষার্থী জন্য দু'আ ও শুভকামনা রইল 🥀
01/12/2021

#নাগেরপাড়া_ইউনিয়ন_কাজি_অফিসের পক্ষ থেকে সকল পরিক্ষার্থী জন্য দু'আ ও শুভকামনা রইল 🥀

Address

Dhaka
GOSAIRHAT.SHARIATPUR

Alerts

Be the first to know and let us send you an email when নাগেরপাড়া ইউনিয়ন কাজি অফিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram