11/05/2025
আজ আমি একটা বিবাহ পড়ালাম, যেটা হয়তো এই যুগে কল্পনা করাও কঠিন। আমি নিজ হাতে এক বাবার মেয়ের বিয়ে পড়িয়ে দিলাম—দেনমোহর ছিল মাত্র ৫ হাজার টাকা।
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন।
এই বাবা প্রমাণ করলেন, বিয়ে মানে লাখ টাকার দেনমোহর, সোনা-গয়না বা হোটেল সাজিয়ে শো-অফ না।
বিয়ে মানে হলো দায়িত্ব, সম্মান আর সহজ-সরল একটি বন্ধন গড়ে তোলা—যেখানে ধর্ম, বিশ্বাস আর পরস্পরের সম্মতি মুখ্য।
এই সমাজে যখন বিয়েকে এক বিলাসবহুল আয়োজন বানিয়ে ফেলা হয়েছে,
তখন এই বাবা দেখিয়ে দিলেন কীভাবে ইসলামের আদর্শে, সহজভাবে একটা ঘর শুরু করা যায়।
সালাম সেই বাবাকে, যিনি সমাজের চোখ নয়—আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিলেন।
আসুন, আমরা এরকম সহজ আর হালাল পথকে উৎসাহিত করি।
–🌿