Nutritionist- Saleha

Nutritionist- Saleha Clinical Dietician & Nutritionist
খাবারই হোক ঔষধ, ঔষধই হোক খাবার।

17/07/2025

🍉 ড্রাগন ফলে থাকা প্রধান পুষ্টিগুণ.....

✅ ১️⃣ ক্যালোরি ও কার্বোহাইড্রেট:
ড্রাগন ফল কম ক্যালোরি সম্পন্ন, ১০০ গ্রামে প্রায় ৫০-৬০ ক্যালোরি থাকে। এতে প্রায় ১১-১৩% কার্বোহাইড্রেট থাকে, যা প্রাকৃতিক চিনি এবং ফাইবার থেকে আসে।

✅ ২️⃣ ফাইবার:
প্রচুর ডায়েটারি ফাইবার থাকে (প্রায় ৩ গ্রাম/১০০ গ্রাম), যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

✅ ৩️⃣ ভিটামিন সি:
ড্রাগন ফলে ভিটামিন সি বেশি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

✅ ৪️⃣ অ্যান্টিঅক্সিডেন্ট:
এতে বিটাসায়ানিন (গোলাপি/লাল ড্রাগন ফলে) এবং বিটা-ক্যারোটিন থাকে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এগুলো ক্যান্সার প্রতিরোধ, ত্বকের সুস্থতা ও বার্ধক্য রোধে সহায়ক।

✅ ৫️⃣ আয়রন ও ম্যাগনেসিয়াম:
ড্রাগন ফলে আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে। আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে এবং ম্যাগনেসিয়াম পেশী ও নার্ভের কার্যক্রমে গুরুত্বপূর্ণ।

✅ ৬️⃣ পানি:
প্রায় ৮০-৯০% পানি থাকে, ফলে শরীর হাইড্রেটেড থাকে।

✅ ৭️⃣ ক্ষুদ্র পরিমাণ প্রোটিন:
ড্রাগন ফলে বীজ থাকে, যা থেকে অল্প পরিমাণ প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায়।

🚫 হাসপাতালে বাইরের খাবার কেন বারণ?প্রায় সময় দেখা যায় রোগীর স্বজন তার রোগীর জন্য খাবার বা ফল নিয়ে আসেন বাইরে থেকে। আজকে ব...
17/07/2025

🚫 হাসপাতালে বাইরের খাবার কেন বারণ?

প্রায় সময় দেখা যায় রোগীর স্বজন তার রোগীর জন্য খাবার বা ফল নিয়ে আসেন বাইরে থেকে। আজকে বলবো কেন ভর্তি রোগীদের জন্য বাইরের খাবার নিষিদ্ধ সেই বিষয় নিয়ে।

✅ ১️⃣ জীবাণু ও সংক্রমণের ঝুঁকি:
বাইরের খাবার কতটুকু পরিষ্কারভাবে তৈরি হয়েছে, সেটা নিশ্চিত করা যায় না।রোগীদের শরীর দুর্বল থাকে তাই সামান্য সংক্রমণেও জটিলতা হতে পারে।

✅ ২️⃣ রোগীর নির্দিষ্ট ডায়েট:
প্রতিটি রোগীর শারীরিক অবস্থা, রোগ, ওষুধ — সবকিছু বিবেচনা করে চিকিৎসক ও পুষ্টিবিদ ডায়েট ঠিক করেন।
বাইরের খাবার সেই ডায়েটের সাথে মিল নাও থাকতে পারে — এতে রোগীর ক্ষতি হতে পারে।

✅ ৩️⃣ ফুড পয়জনিং এর ভয়:
রোগীর হজম শক্তি কম থাকে। বাইরের খাবার বাসি বা দূষিত হলে পেটের সমস্যা বা ডায়রিয়া হতে পারে — যা রোগীকে আরও দুর্বল করে দিবে।

✅ ৪️⃣ হাসপাতালের দায়বদ্ধতা:
রোগীর কোনো ক্ষতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী হয়। তাই নিয়ন্ত্রিত, নিরাপদ, হাসপাতালের নিজস্ব রান্না করা খাবারই দেওয়া হয়।

✅ ৫️⃣ খাবার ব্যবস্থাপনা সহজ রাখা:
সব রোগীর জন্য হাসপাতালেই নির্দিষ্ট চার্ট অনুযায়ী খাবার প্রস্তুত হয়। বাইরের খাবার এলে সেটা মানতে গিয়েও ঝামেলা হয়।

তাই ভর্তি রোগীদের জন্য বাইরের খাবার নয়, ভরসা রাখুন হাসপাতালে রোগীর জন্য তৈরী খাবারে।

শুভ সকাল 😍।

---

শুভ সকাল
16/07/2025

শুভ সকাল

14/07/2025

ঘুম ভালো করার সহজ টিপস:
✅ শোবার ১ ঘণ্টা আগে মোবাইল দূরে রাখুন।
✅ হালকা গরম পানি দিয়ে হাত-মুখ ধুয়ে শুতে যান।
✅ রাতে অতিরিক্ত চা-কফি খাবেন না।
✅ সর্বোপরি সৃষ্টিকর্তার নামে কৃতজ্ঞতা প্রকাশ করুন।

আপনার ঘুম হোক গভীর, মন হোক শান্ত।
শুভ রাত্রি! 🌙✨

11/07/2025

এই নিষ্ঠুরতম বর্বরতা থেকে জাতি কি আদৌও মুক্তি পাবে???

08/07/2025

অসুস্থতা আমাদেরকে আল্লাহর প্রতি আরও বিনম্র ও ধৈর্যশীল হতে শেখায়। সুস্থতার মূল্য বোঝায়, আত্মশুদ্ধির সুযোগ দেয় এবং পরকালীন পুরস্কারের উপযুক্ত করে তোলে।

08/07/2025

ভোরের আলো স্বপ্ন পূরণের বার্তা নিয়ে আসুক। নতুন দিনের প্রথম আলো বয়ে আনুক সুখ, শান্তি,সুস্থতা আর সফলতার বার্তা। শুভ সকাল!

সবাইকে খুশি রাখতে রাখতে আমরা ভুলে যাই — আমাদেরও একটু বিশ্রাম দরকার। একটু ভালোবাসা দরকার, নিজের কাছ থেকেই।আজ এক কাপ চা নি...
07/07/2025

সবাইকে খুশি রাখতে রাখতে আমরা ভুলে যাই — আমাদেরও একটু বিশ্রাম দরকার। একটু ভালোবাসা দরকার, নিজের কাছ থেকেই।
আজ এক কাপ চা নিয়ে বারান্দায় বসুন, মনের কথা শুনুন।
জীবন ছোট, তাই দয়া করে নিজের সাথে ভালো ব্যবহার করুন। ❤️

নিজেকে ভালোবাসুন, আপনি মূল্যবান😊


07/07/2025

সৎ থাকুন। চলার পথ অনেকটা কঠিন হবে কিন্তু শান্তি পাবেন।

শুভ সকাল 🍁

ব্যলেন্সড ডায়েট কী?ব্যলেন্সড ডায়েট মানে হলো এমন খাবারের পরিকল্পনা, যেখানে শরীরের প্রয়োজন অনুযায়ী সব ধরনের পুষ্টি উপাদান ...
06/07/2025

ব্যলেন্সড ডায়েট কী?

ব্যলেন্সড ডায়েট মানে হলো এমন খাবারের পরিকল্পনা, যেখানে শরীরের প্রয়োজন অনুযায়ী সব ধরনের পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে। এতে শারীরিক বৃদ্ধি, শক্তি, সুস্থতা আর রোগপ্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে।

কী কী থাকে ব্যালেন্সড ডায়েটে?
✅ শর্করা (Carbohydrate): শক্তির প্রধান উৎস — ভাত, রুটি, আলু
✅ প্রোটিন (Protein): দেহ গঠন ও ক্ষয়পূরণ — মাছ, মাংস, ডিম, ডাল, দুধ
✅ চর্বি (Fat): শক্তি, হরমোন আর ভিটামিন শোষণে সহায়তা — ভালো তেল, বাদাম, বীজ
✅ ভিটামিন ও খনিজ (Vitamins & Minerals): রোগ প্রতিরোধ ক্ষমতা — ফল, শাকসবজি
✅ পানি: শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে — দৈনিক পর্যাপ্ত পানি।

সুস্থ থাকতে চাইলে — সঠিক ব্যালেন্সড ডায়েট মানুন!


06/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist- Saleha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist- Saleha:

Share

Category