08/09/2022
সবাই যখন ব্যস্ত Ratul Mahmud স্যারের অনুবাদ করা নতুন বই "সিগনিফিকেন্স অফ ড্রিমস" নিয়ে, তখন আমি ভাবলাম স্যারের লেখা আরেকটা বইয়ের কথা সবাইকে একটু স্মরণ করিয়ে দিই।
আশা করি মন্দ হবে না।
বইয়ের নামঃ ম্যাজিক অফ এ সিঙ্গেল ডোজ
লেখকঃ ডাঃ রাতুল মাহমুদ সজল
বইটার কভারের একদম উপরে লেখা হোমিওপ্যাথিক মণিমুক্তা।
এই লেখাটা কতটা সামনযস্যপূর্ণ পাঠক বইটি পড়লেই তা অনুধাবন করতে পারবেন।
হোমিওপ্যাথির মণিমুক্তা আহরণ করা সহজ কথা নয়।
স্যারকে বলতে শুনেছি, এই বইটা লেখার জন্য তিনি হোমিওপ্যাথির এত্ত এত্ত বই পড়েছেন যা আমি বা আমরা কল্পনা ও করতে পারবনা।
সত্যিই তাই, বইটাতে অনেক বিজ্ঞ বিজ্ঞ হোমিওপ্যাথদের রোগীদের কেইস, তথ্য আর টিপস সাথে নিজের অভিজ্ঞতা এতো পরিশীলিত আর অধ্যায় করে করে সাজিয়েছেন যা পাঠকের জানার আগ্রহ কে ধরে রাখবে।
এই বইটা হোমিওপ্যাথির নতুন শিক্ষার্থীদের পড়া যেমন জরুরী তেমনি অনেক অভিজ্ঞ এবং প্রবীণ চিকিৎসকরা ও পাবেন অনেক নতুন নতুন অজানা তথ্য। এটা আমার বিশ্বাস।
তাই স্যারের লেখা ভূমিকা থেকে কিছুটা তুলে ধরছি
"এ কথ সত্য যে, হোমিওপ্যাথির সব কিছুই পুরাতন, আবার এ ও সত্য যে, সবকিছু এতই নতুন যে, যাঁরা এর রূপ-রস-গন্ধ-বর্ণ অনুভব করতে পারেন তাঁরা জানেন এতে নতুনত্বের কত বৈচিত্র্য। এটা মূলতঃ নির্ভর করে পাঠকের রস আস্বাদনের ক্ষমতার উপর -লেখকের লেখার সাথে, লেখকের মানসিকতার সাথে, লেখকের অনুভবের সাথে তিনি কতটুকু বিলীন হতে পারেন, তার উপর।"
বইটা আমি কোভিড মহামারীর সময়ে Moharaj Monir এর অনলাইন বুকস্টল থেকে সংগ্রহ করি।
স্যারের আরেকটা লাইন দিয়ে শেষ করছি
"লেখাপড়া মনে প্রশ্নের সৃষ্টি করে, প্রশ্ন উত্তরের তথা জ্ঞানের সৃষ্টি করে, জ্ঞান অন্তরে আলোর সৃষ্টি করে। "
ধন্যবাদ।
সুমাইয়া পারভীন
কনসালটেন্ট
হোমিওপ্যাথিক মেডিসিন
নাসের হোমিও ট্রিটমেন্ট সেন্টার
মিরপুর, ঢাকা।
মোবাইল নং ০১৮১৪৮০৭২১৫