Healthy Lifestyle Care

Healthy Lifestyle Care (ডায়েট, মোটিভেশান ও লাইফস্টাইল পরামর্শ)

আমের পুষ্টিগুণ ও ক্ষতি #আমের পুষ্টিগুণ ১. ভিটামিন A ও C সমৃদ্ধ তাই রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ২.চোখের দৃষ্টিশক্তি ভা...
27/05/2025

আমের পুষ্টিগুণ ও ক্ষতি

#আমের পুষ্টিগুণ
১. ভিটামিন A ও C সমৃদ্ধ তাই রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
২.চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে।
৩.ত্বকের জন্য উপকারী।
৪.অ্যান্টিঅক্সিডেন্ট
৫.বার্ধক্য প্রতিরোধ করে।
৬.কোষের ক্ষয় রোধ করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
৭. আঁশযুক্ত (Fiber) যুক্ত হওয়ায় হজমে সাহায্য করে।
৮.কোষ্ঠকাঠিন্য দূর করে।
৯.ভিটামিন B6 থাকায় হৃদরোগের ঝুঁকি কমে। ।
১০.রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
১১.গর্ভবতী নারীদের জন্য উপকারী।
১২.প্রাকৃতিক চিনি থাকায় ক্লান্তি দূর করে।

#আমের ক্ষতিকর দিক
(অতিরিক্ত আম খাওয়ার কারণে যে ধরনের ক্ষতি হতে পারে)
১. রক্তে শর্করা বা চিনির লেভেল বেড়ে যেতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর।
২.ক্যালোরি অতিরিক্ত হয়ে ওজন বৃদ্ধি পায়।
৩. কোন রাসায়নিক দিয়ে পাকানো বা সংরক্ষিত আম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৪.কারও কারও ক্ষেত্রে ত্বকে অ্যলর্জি ও চুলকানি (র‍্যাশ) দেখা দিতে পারে।
৫.খালি পেটে বা অতিরিক্ত আম খেলে এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।
বিঃদ্রঃ যে কোন ফল পরিমিত খাওয়া উচিত অতিরিক্ত খাওয়া ক্ষতি কর।
ডাঃ তপন বাড়ৈ
বিএইচএমএস (ঢাবি), এমপিএইচ (নিউট্রিশন)
প্রভাষক, ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
চেম্বারঃ এস বি হোমিওপ্যাথিক সেন্টার, ঢাকা।
(চিকিৎসা ও লাইফস্টাইল পরামর্শ)
মোবাইলঃ ০১৯২২৫২৫৮৫৩

01/07/2024

#প্রবীন #কর্মজীবন #প্রবীনবান্ধব #চাকুরিজীবী

25/04/2024
28/06/2023

★সুস্থ্য থাকার জন্য করনীয়★

১. অলস জীবন নয়, ব্যাস্ত থাকার চেষ্টা করুন।
২. শুধু মানসিক পরিশ্রম নয়, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করুন।
৩. সময় অনুযায়ী পরিমিত আহার করুন।
৪. চিনি বর্জন করুণ, মাংস কম শাক-সবজি বেশি খান।
৫. বাইরের খাবার নয় ঘরে তৈরী খাবার খান।
৬. শুধু ইহকাল নয় পরকালের কথা ভাবুন।
৭. শুধু ভোগ নয়, ত্যাগ করতে শিখুন।
৮. একঘেয়েমি জীবন থেকে মাঝে মধ্যে বের হয়ে আসুন।
৯.পরিবেশ বাঁচান, নিজে বাঁচুন।
ডা. তপন বাড়ৈ
বিএইচএমএস (ঢাবি)
এস বি হোমিওপ্যাথিক সেন্টার
০১৯২২৫২৫৮৫৩

23/04/2023

সকালে খালিপেটে পানি পানের উপকারিতা। Benefits of drinking water at the morning in empty stomach.

20/04/2023

যৌন দুর্বলতায় ঔষধই একমাত্র সমাধান নয়।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Lifestyle Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram