Fahad Media 99

Fahad Media 99 This Page is for mental happiness and my youtube channel is for physical wellness. my YouTube chann

06/06/2025

আসুন প্লীহা সম্পর্কে জানি, কারণ এটা আমাদের দেহের
খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ।

আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ ডাক্তার সোহানা ইয়াসমিন উনার এক রোগীর একটি জটিল রোগের কার্যকরী ঔষধ কম্বিনেশন উদ্ভাবনে  সফল হয়েছ...
26/05/2025

আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ ডাক্তার সোহানা ইয়াসমিন উনার এক রোগীর একটি জটিল রোগের কার্যকরী ঔষধ কম্বিনেশন উদ্ভাবনে সফল হয়েছেন। এই রোগ মহিলাদের ক্ষেত্রে খুব কমই দেখা যায় আর এটার চিকিৎসা অপারেশন ছাড়া প্রায় সম্ভব হয়না।
রোগের নাম Molar pregnancy (মোলার প্রেগন্যান্সি),
এটা হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণুর একটা অপরিপূর্ণ অবস্থা।

অর্থাৎ যখন একটি নিষিক্ত ডিম্বাণুতে সমস্যা হয়, যার অর্থ হল গর্ভধারণের পর শিশু এবং প্লাসেন্টা যথারীতি বিকশিত হয় না । মোলার প্রেগন্যান্সি কখনো টিকে থাকতে পারবে না। এটি দুর্ঘটনাক্রমে ঘটে এবং এটা বিরল ক্ষেত্রে হয়ে থাকে। এটা ক্রমে টিউমার বা সিস্টে পরিণত হয়।

তবে এটার লক্ষণ ও সমস্যা গুলো রোগীকে খুবই পীড়া দেয়। এটা অনেকাংশে টিউমার নন মেলিগন্যান্ট হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে এটা মেলিগন্যান্ট বা ক্যান্সারে রুপ নেয়।

যাই হোক, এটার বিষয়ে বিস্তারিত কমেন্টে দেয়া আছে।
আলহামদুলিল্লাহ রোগীর প্রস্রাবের সাথে এর পিন্ডটি বের হয়েছে যা ছবিতে দৃশ্যমান।
অপারেশন ছাড়া রোগী খুবই সুস্থ আছেন এখন ছুম্মা আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ডাক্তার সাহেবার জন্য কারণ তিনি আমার অনুরোধে অন্য পেশায় না গিয়ে
এই পেশায় এসেছিলেন।

তিনি উদ্ভিদ বিজ্ঞানে অনার্স মাস্টার্স ফার্স্টক্লাস পাওয়া ছাত্রী তবুও আমার কষ্ট হবে বলে অন্য কোনো জব পেয়েও করেননি। আমার অনুরোধে তিনি হোমিও ডিপ্লোমা করেছেন।
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অসংখ্য মহিলা রোগী আল্লাহর ফজলে উনার ওয়াসিলায় জটিল রোগের নিরাময় পাচ্ছেন। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন হাসিখুশি থাকুন।
আমিন।

ডা. ফাহাদ আহমদ।

কিডনি বাঁচাতে, ক্রিয়েটিনাইন কমাতে হিজামা খুবই উপকারী তবে পয়েন্ট গুলো দক্ষ হাতে জেনে বুঝে দিতে হবে :---------------------...
21/05/2025

কিডনি বাঁচাতে, ক্রিয়েটিনাইন কমাতে হিজামা খুবই উপকারী তবে পয়েন্ট গুলো দক্ষ হাতে জেনে বুঝে দিতে হবে :
------------------------------------------------------------------
হিজামা কিডনির ড্যামেজ প্রতিরোধে সাহায্য করে এবং অতিরিক্ত ক্রিয়েটিনাইন লেভেল কমায়।
যাদের ক্রিয়েটিনাইন বেড়ে যায় তাদের উচিৎ মাসে ১/২ বার হিজামা করা। কেননা হিজামার মাধ্যমে পেশীতে ক্রিয়েটিনাইন ফসফেটের প্রোডাকশনকে প্রতিহত করে এবং যার মাধ্যমে কিডনি তার স্বাভাবিক কাজ করতে পারে।তবে কিডনির জন্য দেহের কোন স্থানে কোন পয়েন্ট লাগাতে হয় এটা বিস্তর আলোচনা।
আপনার কিডনির স্বাস্থ্যের জন্য সুস্থ থাকতে হিজামা করুন।

©ডা. ফাহাদ আহমদ।

হিজামার জন্য যোগাযোগ করতে পারেন।
01748901411.

আমরা মোবাইলের অনেক ফাংশন চিনি কিন্তু নিজের  শরীরের অনেক অঙ্গকে চিনিনা। আপনি জানেন কি এই অঙ্গ দূর্বল হলে ব্লাড ক্যান্সার ...
19/05/2025

আমরা মোবাইলের অনেক ফাংশন চিনি কিন্তু নিজের শরীরের অনেক অঙ্গকে চিনিনা।
আপনি জানেন কি এই অঙ্গ দূর্বল হলে ব্লাড ক্যান্সার হতে পারে।
খুব শিগগিরই একটা ভিডিও দিচ্ছি এটা নিয়ে।
বলেন তো এই অঙ্গের নাম কি? দেখতে লাগছে কিডনির মত কিন্তু এটা কিডনি নয়।

ডা. ফাহাদ আহমদ।

রাসুল (সা:) সান্ডা খাওয়াকে কেন অপছন্দ করেছেন : বৈজ্ঞানিক ব্যাখ্যা। Spiny taile Lizard নামের এই প্রাণী খাদ্য হিসেবে দেখতে...
17/05/2025

রাসুল (সা:) সান্ডা খাওয়াকে কেন অপছন্দ করেছেন : বৈজ্ঞানিক ব্যাখ্যা।

Spiny taile Lizard নামের এই প্রাণী খাদ্য হিসেবে দেখতে যেমন অরুচিকর তেমনভাবে এটার মাংসের কিছু ক্ষতিকারক দিক রয়েছে।

সান্ডার মাংসের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি:

খাদ্যজনিত অসুস্থতা:

অন্যান্য সরীসৃপের মতো সান্ডাও সালমোনেলা, ই কোলি এবং অন্যান্য ব্যাকটিরিয়া বহন করতে পারে যা খাদ্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

পরজীবী:

কিছু সান্ডার স্পিরোমেট্রা এসপিপি -র মতো পরজীবীগুলি বহন করতে পারে, যা কাঁচা বা কম রান্না করা হলে মানুষের মধ্যে স্পারগোনোসিস হতে পারে।

অন্যান্য উদ্বেগ:

কিছু সান্ডার মাংসের উচ্চ কোলেস্টেরল এবং প্রোটিন সামগ্রী কিছু ব্যক্তির জন্য উদ্বেগ হতে পারে এবং সান্ডার কিছু প্রজাতি বিষাক্ততা বা অন্যান্য ক্ষতিকারক পদার্থ বহন করে।

রাসুল (সা:) এটা খাওয়া হারাম বা নিষেধ করেননি কারণ মরুভুমিতে খাদ্যের অভাবে অনেকেই এটা ধরে খেতো প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু তিনি নিজের জন্য এটা অপছন্দ করেছেন। প্রশ্ন হলো দুনিয়ায় এতো খাদ্য থাকতে এটা কেন খাবো যেটা আমাদের নবীজি (সা:) অপছন্দ করেছেন।
বাত ব্যাধি সহ বিভিন্ন স্নায়ুরোগে এই প্রাণীর তেল আহরণ করা হয় যেমনভাবে অন্যান্য অসংখ্য প্রাণীর তেল আহরণ করে মালিশ করা হয়।
এটাতে আহামরি এমন কিছু নেই যেভাবে গুজব রটানো হয়। তাই এই প্রাণী থেকে সাবধানতা অবলম্বন করবেন। জীববৈচিত্র রক্ষায় এই প্রাণীগুলোর অবদান খুব বেশী তাই এগুলোকে হত্যা করবেননা।

ডা. ফাহাদ আহমদ।

ট্রাম্প : আর মারিওনা ভাতিজা।মোদী : পিলিজ আমাকে ক্ষমা করে দেন।
10/05/2025

ট্রাম্প : আর মারিওনা ভাতিজা।
মোদী : পিলিজ আমাকে ক্ষমা করে দেন।

আলহামদুলিল্লাহ, ইস্রাইলী সেনা ক্যাম্পে আগুন পৌছে গেছে। এটার অপেক্ষাই করেছিল সকল মুসলমান।  লিংক দেখলে বুঝতে পারবেন তারা ক...
04/05/2025

আলহামদুলিল্লাহ, ইস্রাইলী সেনা ক্যাম্পে আগুন পৌছে গেছে। এটার অপেক্ষাই করেছিল সকল মুসলমান।
লিংক দেখলে বুঝতে পারবেন তারা কি লুকাচ্ছে আর আসলে কি পরিমাণ গজব এসেছে।
যে ট্যাংক গুলো দিয়ে অসংখ্য নীরিহ ফিলিস্তিন বাসীর প্রাণ
কেড়েছিল আজ তা সেনা ক্যাম্পে রেখেই পালিয়েছে ইয়াহুদী সৈন্যরা। এবার আয়রন ডোম গর্তে লুকাবে আর এদিকে হুতি, হামাস ও অন্যান্য মুজাহিদগণ এই সুযোগে মিসাইল ফেলবে। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিশোধ গ্রহণকারী। নাসরুম্মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।

লিংক - https://youtu.be/PZ9CWbEpK0E?si=cqSOAGiOPfdllGdx

আমেরিকার মিশিগান থেকে প্রকাশিত একটি বাংলা  পত্রিকায় হিজামা নিয়ে আমার একটা লেখা প্রকাশিত হয়েছে। অসংখ্য  ধন্যবাদ Abul Kash...
24/04/2025

আমেরিকার মিশিগান থেকে প্রকাশিত একটি বাংলা পত্রিকায়
হিজামা নিয়ে আমার একটা লেখা প্রকাশিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ Abul Kasham ভাইকে।

পত্রিকার বিস্তারিত বিবরণ নিম্নে দেয়া হলো-

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্য থেকে প্রকাশিত Bangla Shangbad America । বাংলা সংবাদ আমেরিকা এর এপ্রিল সংখ্যা এখনই পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ মসজিদ, মন্দির, গির্জা, বাঙালি মালিকানাধীন রেস্টুরেন্ট ও গ্রোসারি শপে।

👉 আপনার চলতি সংখ্যা আজই বিনামূল্যে সংগ্রহ করুন!

📖 বাংলা সংবাদ ই-বুক পড়তে ভিজিট করুন👇
🔗 https://shorturl.at/BjlTZ

📢 আপনার প্রতিষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপন দিতে কল করুন👇
📞 313-474-2880

📩 পিডিএফ কপি পেতে আপনার ফোন নম্বর ইমেইল করুন 👇
📧 banglashangbad@gmail.com

Cupping can do more things : ----------------------------- Dr. Fahad Ahmad. Cupping or Hijama can boost immune system an...
15/04/2025

Cupping can do more things :
----------------------------- Dr. Fahad Ahmad.
Cupping or Hijama can boost immune system and Detox your toxin.
There are some explanation,

👉1. Immune System Modulation:
Some theories suggest that cupping can positively affect the immune system and control inflammatory processes.

👉2. Detoxification:
Cupping is often associated with detoxification, though this claim is more symbolic and related to the idea of removing stagnation and improving energy flow.

অনুবাদ :

ডিটক্সিফিকেশন:
কাপিং প্রায়শই ডিটক্সিফিকেশনের সাথে যুক্ত থাকে, যদিও এই দাবী আরও প্রতীকী এবং স্থবিরতা অপসারণ এবং এনার্জি ফ্লো উন্নত করার ধারণার সাথে সম্পর্কিত।

•। টিস্যু লিফট এবং সম্প্রসারণ:
হিজামা ত্বক এবং পৃষ্ঠের পেশী স্তরগুলিকে কাপের মাধ্যমে টান দেয়, যার ফলে এগুলি উত্তোলন এবং প্রসারিত হয় এর মাধ্যমে টিস্যু লিফট এবং সম্প্রসারণ হয়ে টিস্যু গুলো উজ্জীবিত হয়।

ডা. ফাহাদ আহমদ।

অনেকে মনে করেন হিজামায় যেখানে কাপ বসাবেন সেখানেই সমান পরিমাণ  রক্ত আসবে, আসলে কিন্তু তা নয়। হিজামা একটা প্রাকৃতিক স্বয়ংক...
07/04/2025

অনেকে মনে করেন হিজামায় যেখানে কাপ বসাবেন সেখানেই সমান পরিমাণ রক্ত আসবে, আসলে কিন্তু তা নয়।
হিজামা একটা প্রাকৃতিক স্বয়ংক্রিয় পদ্ধতি যেখানে কৃত্তিম কোনো নির্দেশনা দেয়া থাকেনা।
যে স্থানে খারাপ রক্ত পাবে, সেই স্থান থেকেই খারাপ বা বিষাক্ত রক্ত বের হবে। আর যদি বিষাক্ত রক্ত না মিলে তাহলে সেই স্থান থেকে বারবার চাপ দিলেও বেরোবেনা।

ডা. ফাহাদ আহমদ।

এই পাতাকে আপনার এলাকায় কি নামে ডাকা হয়? এটার ঔষধি গুণাগুণ অসংখ্য। খুব শিগগিরই ভিডিও পাবেন।ডা. ফাহাদ আহমদ।
06/04/2025

এই পাতাকে আপনার এলাকায় কি নামে ডাকা হয়?
এটার ঔষধি গুণাগুণ অসংখ্য।
খুব শিগগিরই ভিডিও পাবেন।

ডা. ফাহাদ আহমদ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Media 99 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fahad Media 99:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category