Easy medical service

Easy  medical service ICU HDU dialysis DIALYSIS ERCP WhatsApp... 01799 084 699

28/11/2025

Dhaka Medical College Hospital batch K 29 Panchi restaurant breakfast Dhaka..

26/11/2025
26/11/2025

প্রফেসর ডাঃ জহির উদ্দিন আহমাদ
এর সাথে নিজের ও আপনার প্রিয়জনের স্বাস্থ্য সুরক্ষিত হোক।

বিশেষজ্ঞতা:
• মেডিসিন
• মনোরোগ
• স্নায়ু রোগ
• আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম)

যোগ্যতা:
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (সাইকি), ডিপিএম (USA), এমডি (USA), এমপিএইচ (সাইকি), পিএইচডি (USA)

পদবী: অধ্যাপক ও বিভাগীয় প্রধান

চেম্বার: ইডেন মাল্টিকেয়ার হসপিটাল
ঠিকানা: ৭৫৩, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯

সিরিয়াল ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ:
📞 ০১৭৬৮-১২৩৬১০
📞 ০১৬১৪-৩২৮৫৪৮

🧠 আসুন, OCD-কে একটু ভালোভাবে বুঝি।

OCD বা অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস নয়। এটি একটি সিরিয়াস অ্যাংজাইটি ডিসঅর্ডার, যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে।

এটি কীভাবে কাজ করে?

অবসেশন (জেদি, উৎকণ্ঠাদায়ক চিন্তা):

মাথায় অনিয়ন্ত্রিতভাবে বারবার আসা অযাচিত চিন্তা, ভয় বা ছবি (যেমন: জীবাণুর ভয়, নিরাপত্তার সন্দেহ)।

কম্পালশন (বাধ্যতামূলক কাজ):

সেই উদ্বেগ কমাতে বা কোনো খারাপ কিছু প্রতিরোধ করতে বারবার করা কাজ (যেমন: বারবার হাত ধোয়া, জিনিসপত্র গুনে গুনে সাজানো, একই জিনিস বারবার চেক করা)।

সচরাচর কিছু লক্ষণ:
✔️ অতিরিক্ত পরিষ্কার করা ও ধোয়া
✔️ বারবার জিনিস (যেমন- দরজা, গ্যাস) চেক করা
✔️ নির্দিষ্ট সংখ্যা বা প্যাটার্নে কাজ করা
✔️ অনাকাঙ্খিত, আক্রমণাত্মক বা অশ্লীল চিন্তা আসা
✔️ মনে মনে সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য জোর করা

গুরুত্বপূর্ণ বার্তা:
🔹 OCD কোনো ব্যক্তির দুর্বলতা বা চরিত্রের দোষ নয়।
🔹 এটি একটি মেডিকেল কন্ডিশন, যার কার্যকর চিকিৎসা আছে।
🔹 সাইকোথেরাপি (ERP থেরাপি) এবং মেডিকেশনের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

যদি আপনার পরিচিত কারো এই লক্ষণগুলো থাকে:
🙏 বুঝুন, সহযোগিতা করুন, কিন্তু বিচার করবেন না।
👉 তাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ (Psychiatrist)-এর শরনাপন্ন হতে উৎসাহিত করুন।

OCD নিয়ে লজ্জা নয়, সচেতনতাই পারে পরিবর্তন আনতে। #ডাঃ_জহির_উদ্দিন #মনোরোগ_বিশেষজ্ঞ #স্নায়ুরোগ #আইবিএস #ইডেন_হসপিটাল #ঢাকা_ডাক্তার #স্বাস্থ্য_সেবা #শুচিবাই #মানসিক_স্বাস্থ্য #সাইকোলজি #চিকিৎসা_হলো_সমাধান

চীনের এক হাসপাতালের ছবি ছুঁয়ে গেছে সারা বিশ্বের হৃদয়। ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালে ...
11/11/2025

চীনের এক হাসপাতালের ছবি ছুঁয়ে গেছে সারা বিশ্বের হৃদয়। ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালে দুই সার্জন — ডাঃ দাই এবং ডাঃ তিয়ান, টানা ৩২ ঘণ্টা ধরে এক জটিল মস্তিষ্কের অস্ত্রোপচার চালান। রোগীর মস্তিষ্কে ধরা পড়েছিল প্রাণঘাতী ব্রেন অ্যানিউরিজম, যেখানে সামান্য ভুলও মৃত্যুর কারণ হতে পারত।

অস্ত্রোপচারের সময় তাঁদের চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু মনোযোগে একটুও ঘাটতি ছিল না। ঘণ্টার পর ঘণ্টা অপারেশন টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে, তাঁরা অক্লান্তভাবে লড়েছেন রোগীর জীবনের জন্য। অবশেষে যখন সার্জারি সফলভাবে শেষ হয়, তাঁরা নিশ্চিত হন রোগী সম্পূর্ণ স্থিতিশীল। তারপরই তাঁদের শরীর আর টিকতে পারেনি — তাঁরা সোজা সেই অপারেশন থিয়েটারের ঠান্ডা মেঝেতেই শুয়ে পড়েন, যেখানে একটু আগেই তাঁরা এক জীবন ফিরিয়ে দিয়েছিলেন মৃত্যুর মুখ থেকে।

হাসপাতালের এক সহকর্মী সেই দৃশ্যের ছবি তুলেছিলেন, যেখানে দেখা যায় — দুই ডাক্তার এখনো সার্জিক্যাল পোশাক পরে মেঝেতে ঘুমিয়ে আছেন, তাঁদের চারপাশে এখনো সাজানো রয়েছে সার্জারির যন্ত্রপাতি। ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, এবং ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। লক্ষ লক্ষ মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন — “এই ছবিই মানবতার প্রকৃত মুখ।”

বাংলাদেশের চার রত্ন.......  শুভকামনা রইল  স্যারদের জন্য........ ❤️
08/11/2025

বাংলাদেশের চার রত্ন....... শুভকামনা রইল স্যারদের জন্য........ ❤️

19/10/2025

প্রফেসর ডাঃ জহির উদ্দিন আহমাদ
এর সাথে নিজের ও আপনার প্রিয়জনের স্বাস্থ্য সুরক্ষিত হোক।

বিশেষজ্ঞতা:
• মেডিসিন
• মনোরোগ
• স্নায়ু রোগ
• আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম)

যোগ্যতা:
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (সাইকি), ডিপিএম (USA), এমডি (USA), এমপিএইচ (সাইকি), পিএইচডি (USA)

পদবী: অধ্যাপক ও বিভাগীয় প্রধান

চেম্বার: ইডেন মাল্টিকেয়ার হসপিটাল
ঠিকানা: ৭৫৩, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯

সিরিয়াল ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ:
📞 ০১৭৬৮-১২৩৬১০
📞 ০১৬১৪-৩২৮৫৪৮

#ডাঃ_জহির_উদ্দিন #মনোরোগ_বিশেষজ্ঞ #স্নায়ুরোগ #আইবিএস #ইডেন_হসপিটাল #ঢাকা_ডাক্তার #স্বাস্থ্য_সেবা

ঢাকায় সুনামধন্য ডাক্তারদের খোঁজ পেতে যোগাযোগ করতে পারেন. ০১৭৯৯ ০৮৪ ৬৯৯
18/10/2025

ঢাকায় সুনামধন্য ডাক্তারদের খোঁজ পেতে যোগাযোগ করতে পারেন.
০১৭৯৯ ০৮৪ ৬৯৯

Address

Dhaka

Telephone

+8801799084699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy medical service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Easy medical service:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram