
21/06/2025
https://www.facebook.com/share/p/16TymtBhVW/
পেরোনিজ ডিজিজ (Peyronie’s Disease)
পেরোনিজ ডিজিজ
ইহা পুরুষদের যৌনাঙ্গ সংক্রান্ত সমস্যা, যা পুরুষ লিঙ্গের অভ্যন্তরে টিউনিকা আলবুজিনিয়া নামক আবরণের মধ্যে স্কার টিস্যু (fibrous plaque) গঠিত হয়।
#কারণসমূহ (Causes)
১. প্রধানত সাইকোটিক মায়াজম।
২. লিঙ্গে অল্প বা বেশি আঘাত – বিশেষ করে ইরেকশনের সময় যৌনমিলন কালে আঘাত।
৩. বারবার আঘাত বা ঘর্ষণ – যেমন ঘন যৌন মিলন বা হস্তমৈথুন।
৪. জিনগত বা বংশগত কারণ – পরিবারে কেউ থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।
৫. অটোইমিউন রেসপন্স – শরীর নিজেই টিস্যুতে প্রদাহ বা স্কার টিস্যু তৈরি করে।
৬. বার্ধক্য – বয়স বাড়ার সাথে সাথে টিস্যুর নমনীয়তা কমে যাওয়াও একটি কারণ হতে পারে।
#লক্ষণসমূহ (Symptoms)
১. লিঙ্গ বাঁকা হয়ে যাওয়া (Curvature of the p***s) উপরের দিকে, নিচের দিকে বা পাশে।
২. ইরেকশনের সময় ব্যথা (Painful er****on)
৩. লিঙ্গে দৃঢ় গাঁট অনুভব হওয়া (Palpable hard plaque)
৪. লিঙ্গের মধ্যে ছোট ছোট শক্ত টিউমারের মত অনুভব করা।
৫.লিঙ্গ ছোট হয়ে যাওয়া বা সংকুচিত হওয়া (Pe**le shortening)
৬. ইরেকশন দুর্বল হওয়া বা ইরেকটাইল ডিসফাংশন (ED)
৭.যৌনমিলনে সমস্যা ও মানসিক উদ্বেগ
#টেস্ট ও রোগ নির্ণয় (Diagnosis)
১.শারীরিক পরীক্ষা – চিকিৎসক লিঙ্গে গাঁট বা স্কার টিস্যু পরীক্ষা করতে পারেন।
২. ইরেকশন সহকারে চেহারা দেখা (Er****on assessment) – কখনো ইনজেকশন দিয়ে কৃত্রিম ইরেকশন তৈরি করে বাঁক পরিমাপ করা হয়।
৩.আল্ট্রাসনোগ্রাফি (Pe**le Doppler or Ultrasound) – স্কার টিস্যুর অবস্থান ও রক্তপ্রবাহ দেখা হয়।
৫.কিছু ক্ষেত্রে রোগীকে ইরেকশনের সময় তোলা ছবি আনতে বলা হয়।
#হোমিওপ্যাথিক চিকিৎসা (Homeopathic Treatment)
হোমিওপ্যাথিতে মূলত রোগ ও রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করতে হয়। নিচে কিছু ওষুধের নাম দেওয়া হলো
Thiosinaminum, Silicea, Calcarea Fluorica, Baryta Carbonica, Conium Maculatum, Aurum Metallicum, Staphysagria
#জটিলতা (Complications)
১. স্থায়ী লিঙ্গ বিকৃতি
২. ইরেকটাইল ডিসফাংশন (পুরুষাঙ্গ শক্ত না হওয়া)
৩. যৌনমিলনে ব্যথা ও অক্ষমতা
৪. মানসিক অবসাদ, দাম্পত্য সমস্যা
৫.লিঙ্গের দৈর্ঘ্য কমে যায়।
(ধৈর্য সহকারে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণে এই রোগ আরোগ্য হয়)
ডা.তপন বাড়ৈ
বিএইচএমএস (ঢাবি)
এমপিএইচ (নিউট্রিশন)
প্রভাষক, ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সহ-সভাপতি, হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি।
প্রতিষ্ঠাতা, হোমিওপ্যাথিক স্টাডি এন্ড রিসার্চ সোসাইটি।
চেম্বারঃ এস বি হোমিওপ্যাথিক সেন্টার
(চিকিৎসা ও লাইফস্টাইল কেয়ার)
মোবাইলঃ ০১৯২২৫২৫৮৫৩