Mahbub Holistic Wellness Center

Mahbub Holistic Wellness Center আয়ুর্বেদিক চিকিৎসক এর কন্সাল্টেন্সি / হিজামার জন্য এপয়েন্টমেন্ট নিতে পেজ এর ইনবক্সে যোগাযোগ করুন🩺 +8801867797251

18/09/2025

ভিটামিন 'কে' এর ঘাটতি এড়াতে প্রতিদিন দুধ,দই,ডিমের কুসুম,সবুজ শাকসবজি খান।এবং অতিরিক্ত হারবাল টি, গ্রীন টি গ্রহন করা এড়িয়ে চলুন।

আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি?এইযে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাটছ...
17/09/2025

আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কি অবস্থা।

আমি ভাবি রিজিক নয় আসলে কি?
এইযে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি এই সবকিছুই তো আমার রিজিক!

সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর থেকে ভালো আর কি হতে পারে??

আলহামদুলিল্লাহ!!

দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন,
আমিন!

🥜 আমন্ড (1300 Tk per kg )  বনাম চিনাবাদাম (400 tk per kg )🌰 – কোনটা আপনার জন্য ভালো?  🔥 দুটোই স্বাস্থ্যকর, কিন্তু পুষ্টি...
17/09/2025

🥜 আমন্ড (1300 Tk per kg ) বনাম চিনাবাদাম (400 tk per kg )🌰 – কোনটা আপনার জন্য ভালো?

🔥 দুটোই স্বাস্থ্যকর, কিন্তু পুষ্টিগুণে কিছু পার্থক্য আছে:

👉 **আমন্ড (প্রতি 100 গ্রাম)**
- ক্যালরি: ~579 kcal
- প্রোটিন: ~21 g
- ফ্যাট: ~50 g
- ভিটামিন: Vitamin E, B2 (Riboflavin)
- মিনারেল: Calcium, Magnesium, Potassium

👉 **চিনাবাদাম (প্রতি 100 গ্রাম)**
- ক্যালরি: ~567 kcal
- প্রোটিন: ~25 g
- ফ্যাট: ~49 g
- ভিটামিন: Vitamin B1 (Thiamine), B3 (Niacin), B9 (Folate)
- মিনারেল: Iron, Magnesium, Phosphorus

✅ **সারাংশ:**
- বাজেটে বেশি **প্রোটিন** চাইলে 👉 চিনাবাদাম 🥜
- বেশি **ক্যালসিয়াম, ভিটামিন E , Minerals** চাইলে 👉 আমন্ড 🌰

#আমন্ড #চিনাবাদাম #পুষ্টি

16/09/2025

🌍 বিশ্ব লিম্ফোমা দিবস – ১৫ সেপ্টেম্বর
লিম্ফোমা এক ধরনের রক্তের ক্যান্সার, যার প্রাথমিক লক্ষণ অনেক সময় অবহেলিত থেকে যায়।
✅ ঘাড় বা বগলে গাঁট হওয়া
✅ অকারণ জ্বর, রাতের ঘাম
✅ অযৌক্তিক ওজন কমে যাওয়া
👉 সময়মতো চিকিৎসা শুরু করলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
💚 আসুন আজকের দিনে প্রতিজ্ঞা করি—
লিম্ফোমা সম্পর্কে জানব, অন্যদের সচেতন করব, এবং প্রয়োজনে দ্রুত ডাক্তার দেখাবো।

16/09/2025

মা-বোনদের স্তন ক্যান্সারের লক্ষ্মণ গুলো:- **স্তনে গুটি, **চামড়ায় ভাঁজ, **স্তনবৃন্ত থেকে রক্ত/পানি বের হওয়া...

16/09/2025

সদ্য বিবাহিত যুবকটি ফরজ গোসলের জন্য হাম্মাম খানায় প্রবেশ করলেন!
তাঁর কর্ণযুগল উৎকর্ণ হলো!

বাড়ির সামনের অপ্রশস্ত রাস্তাটি ধরে কে যেন বিলাপ করে বলে যায়।

-ক্বুতিলা মুহাম্মাদুন!মুহাম্মাদ(সাঃ)নাই!
উহুদের যু /দ্ধে তিনি শহীদ হয়েছেন!

যুবক প্রস্তর মূর্তির মত কিছুক্ষন পানির পাত্র ধরে দাঁড়িয়ে রইলেন।
তাঁর র'ক্তে যেন আ'গুন ধরে গেল!মদিনার বিখ্যাত আউস গোত্রের যুবক তিনি!পিতা ইবনে আমর,মক্কার কাফেরদের বিশ্বস্ত বন্ধু এবং কাফের।

বদরের যু/দ্ধে শামিল হতে পারেন নি তিনি।ফাসিক পিতাকে হ*ত্যার জন্য রাসুল(সাঃ)এর অনুমতি চেয়েও পান নি।

মাত্র গতকাল বিকেলেই রাহমাতাল্লিল আ'লামীন স্বয়ং তাঁর বিবাহ পড়িয়েছেন!
নিজ হাতে উপস্থিত মেহমানদের মাঝে খেজুর বিলিয়েছেন।
এমন আনন্দের দিনে তিনি তার ছুটি মঞ্জুর করেছেন।উহুদের যু/দ্ধে তাঁকে যেতে হবে না বলে জিহাদ থেকে দায়মুক্তি দিয়েছেন।

যার জন্য এত কিছু তিনিই তো নাই।কি হবে আর এ জীবন রেখে!যে জমিনে রাসুল(সাঃ) নাই সে জমিনে বেঁচে থেকে এ মুখ তিনি কারে দেখাবেন?

ঝড়ের বেগে গৃহে প্রবেশ করলেন যুবক।

-জামিলা!জামিলা!আমার তরবারি দাও।

স্ত্রীর হাত থেকে দ্রুত তরবারি খানা নিয়ে অসম্ভব ক্ষিপ্রতায় ছুটলেন উহুদের ময়দানে।পিছন থেকে চিৎকার করে কি যেন বলছিলেন জামিলা।তার চিৎকার ধ্বনি যুবকের কর্ণযুগল ছুঁয়েছিল কিনা জানা গেল না!

ছুটন্ত যুবক শুধু চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন-জামিলা!বেঁচে যদি ফিরি দেখা হবে এই মদিনায়…আর যদি না ফিরি দেখা হবে হাশরের ময়দানে!

যু/দ্ধের সেনাপতি রাসুল(সাঃ)এর নির্দেশের কথা ভুলে গিয়ে মতান্তরে অমান্য করে পাহাড় থেকে রিজার্ভ ফোর্স-তীরন্দাজ বাহিনীর দ্রুত নীচে নেমে আসা এবং এই অরক্ষিত প্রান্ত দিয়ে খালিদ বিন ওয়ালিদের অশ্বারোহী বাহিনীর আকস্মিক আক্রমনে মুসলিম বাহিনী চরম বিপর্যয়ের মুখে পড়ে এবং এক পর্যায়ে পরাজিত হয়!

এই যু/দ্ধে রাসুল(সাঃ)ও আঘাত প্রাপ্ত হন।
নিহত হন তাঁর চাচা আমির হামজা(রাঃ)সহ সত্তর জন সাহাবী।

কাফেরদের পক্ষে সাইত্রিশ জন কাফের নি*হত হয়।

ঠিক এক বছর পুর্বে বদর যু/দ্ধে আবু জেহেল সহ মক্কার অনেক বড় বড় কাফির নিহত হয় এবং কাফেররা শোচনীয় ভাবে পরাজিত হয়!

বলতে গেলে মুখ রক্ষার এ যু;দ্ধে এসে কাফিরদের প্রাপ্তিযোগ ছিল খুবই সামান্য!

তৎকালীন যুদ্ধরীতি অনুযায়ী বিজিত প্রান্তরে কমপক্ষে তিন দিন অবস্থান না করেই আবু সুফিয়ানের বাহিনী উহুদ প্রান্তর ত্যাগ করে!

যু/দ্ধ শেষে শহীদদের বিনা গোসলে দাফনের প্রস্তুতি চলছে।পেয়ারা নবী,উহুদ যু/দ্ধের সিপাহশালার,মুহাম্মদ(সাঃ) এর পবিত্র চক্ষু যুগল জলে টলমল।একে একে লা শ গোনা হচ্ছে।

দু'টি লা শ পাওয়া যাচ্ছে না!একটি প্রিয় চাচা আমির হামজা(রাঃ)এর অন্যটি আরেক নাম না জানা সাহাবীর।

নবীজি হঠাৎ দেখেন তার সম্মুখে এক যুবতী দাঁড়িয়ে!হাতে মেহেদীর রঙ!

-কে গো তুমি?কি চাই?

-ইয়া হাবিব আল্লাহ!আমি জামিলা বিনতে উবাই,আব্দুল্লাহ ইবনে উবাইর বোন,
আপনার প্রিয় সাহাবী হানযালা(রাঃ)এর স্ত্রী।গতকাল বিকেলেই আপনি আমাদের বিয়ে পড়িয়েছেন!

-কি হয়েছে হানযালার?

-হুজুর!তিনি উহুদে শহীদ হয়েছেন!
আপনি শহীদদের বিনা গোসলে দাফন দেন;আমার অনুরোধ আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিয়েন না।
তাঁর উপর গোসল ফরজ ছিল!

রাসুল(সাঃ) বিস্মিত হলেন!হানযালাকে আমি বিবাহের ছুটি মঞ্জুর করেছিলাম……!

জামিলা বিনতে উবাই গত রাতের সমস্ত ঘটনা রাসুল(সাঃ)এর কাছে সবিস্তারে বর্ণনা করলেন,তার চক্ষুও জলে টলমল।

রাসুল(সাঃ)পবিত্র জবানে এলান করে দিলেন।
-ও আমার প্রিয় সাহাবীরা!
হানযালাকে বিনা গোসলে দাফন দিওনা।

হানযালা(রাঃ)এর লা শ খোঁজাখুঁজি চলছে;কোথাও পাওয়া যাচ্ছে না!বেশ কিছুক্ষন খোঁজাখুঁজি শেষে পাহাড়ের পাদদেশে লা শ পাওয়া গেল!

নবীজির চাচার লা /শও পাওয়া গেছে ইতোমধ্যেই।

হানযালা(রাঃ)এর লাশ গোসলের প্রস্তুতি চলছে!হযরত জিবরাইল(আঃ) নবীজিকে বিনয়ের সাথে জানিয়ে দেন-
-হানযালা(রাঃ)কে আল্লাহর হুকুমে তৃতীয় আকাশে ফেরেশতারা গোসল দিয়েছেন!

রাসুল(সাঃ)সাহাবীদের এই সুসংবাদ তৎক্ষণাৎ দিয়ে দেন!গোসল বন্ধ হয়ে যায়।কৌতুহলী সাহাবীরা দেখেন হানযালা(রাঃ)গাল বেয়ে বেয়ে তখনো পানি গড়িয়ে পড়ছে!

রাসুল(সাঃ)উহুদের ময়দানে দাঁড়িয়ে বলেন আমার হানযালা 'গাসিলুল মালাইকা' অর্থাৎ ফেরেশতারা যাকে গোসল দিয়েছেন।

তখন সাহাবীদের মুখে মৃদু কন্ঠে উচ্চারিত হচ্ছিল কোরানের সেই অমিয় বাণী-'লা ত্বা ক্বুলু লি মাইয়ুক্বতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত্ব।বাল আহইয়ায়ু অলা ক্বীল্লা তাশউরুন'!
'আল্লাহর রাস্তায় জীবন দান কারীদের তোমরা মৃ ত বলোনা বরঞ্চ তাঁরা আল্লাহর নিকট জীবিত'!

ইসলাম গ্রহনের পর এটিই ছিল হানযালা(রাঃ)এর প্রথম এবং শেষ যু দ্ধ!

শেষ
**"সোর্ড অফ অ্য হিরো"**

কেউ কেউ জ্বীন আচড় দিছে বলবে কিন্তু মেডিকেল সাইন্স বলে এটা একটা স্কিন ডিজিজ। ❝Dermatographia❞ একটি স্কিন ডিজিজ যেখানে স্ক...
15/09/2025

কেউ কেউ জ্বীন আচড় দিছে বলবে কিন্তু মেডিকেল সাইন্স বলে এটা একটা স্কিন ডিজিজ।

❝Dermatographia❞ একটি স্কিন ডিজিজ যেখানে স্কিনে কোন ফ্রিকশন, স্ক্র্যাচ,রাবিং হলে সে জায়গাটা লাল হয়ে ফুলে যাবে। এক ধরনের আর্টিকেরিয়া যেটার কারন হতে পারে হাইপারসেন্সিটিভিটি বা এলার্জিক রিয়েকশন।

15/09/2025
✨প্যারালাইসিস বা পক্ষাঘাতের ধরন✨🧠 পক্ষাঘাত শুধু একটি রোগ নয়, এটি মানুষের জীবনধারাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে।কারণ অনু...
15/09/2025

✨প্যারালাইসিস বা পক্ষাঘাতের ধরন✨

🧠 পক্ষাঘাত শুধু একটি রোগ নয়, এটি মানুষের জীবনধারাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে।
কারণ অনুযায়ী ও আক্রান্ত স্থানের ভিত্তিতে পক্ষাঘাতকে কয়েকভাবে ভাগ করা হয়—

1️⃣ Monoplegia 👉 শরীরের একটি হাত বা একটি পা আক্রান্ত হয়।
2️⃣ Hemiplegia 👉 শরীরের ডান বা বাম অর্ধেক অংশ আক্রান্ত হয়।
3️⃣ Diplegia 👉 দুই হাত অথবা দুই পা আক্রান্ত হয়।
4️⃣ Paraplegia 👉 কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়।
5️⃣ Quadriplegia 👉 চার হাত-পা সহ পুরো শরীর পক্ষাঘাতে আক্রান্ত হয়।

🩺 সঠিক চিকিৎসা, ফিজিওথেরাপি ও পরিবার-সমাজের সহায়তায় একজন পক্ষাঘাতগ্রস্ত রোগী নতুনভাবে জীবন শুরু করতে পারে।

💡 সচেতনতা ও সহমর্মিতা-ই পারে পক্ষাঘাত রোগীদের জীবনে আলো ফিরিয়ে আনতে।

13/09/2025

সমঃকামীতা ইস্যুতে বাংলাদেশে নূন্যতম ১০লক্ষের অধিক তরুণ/ তরুণী এই অভিশপ্ত জীবনব্যবস্থা থেকে বের হয়ে সুস্থ ইসলামিক জীবনব্যবস্থায় ফেরৎ আসতে চায়। অনেকে সুস্থ জীবনব্যবস্থায় ফেরৎ আসতে এতটাই চেষ্টা করছে যে, পথের দিশা খুঁজে না পেয়ে আত্মহননের পথও বেছে নিচ্ছে।
আমরা তাদের জন্য কি করছি?
শুধু সমঃকামীতার পলিসির বিরুদ্ধে লড়াই করাই কি একমাত্র সমাধান?

Copy post

'গরীবের ডাক্তার' নামে খ্যাত 'করোনা শহীদ' ডাক্তার মঈন উদ্দীন ভাইয়ের ইন্তিকালের ৫ বছর অতিবাহিত হল। যে সময়ে 'ফার্ষ্ট ডিভিশন...
13/09/2025

'গরীবের ডাক্তার' নামে খ্যাত 'করোনা শহীদ' ডাক্তার মঈন উদ্দীন ভাইয়ের ইন্তিকালের ৫ বছর অতিবাহিত হল। যে সময়ে 'ফার্ষ্ট ডিভিশন' পাওয়া সোনার হরিণ ছিল,সে সময় তিনি এসএসসি ও এইচএসসিতে 'বাঁ হাতে লিখে' ফার্ষ্ট ডিভিশন পেয়ে মেধার স্বাক্ষর রেখেছিলেন।সুনামগঞ্জ জেলার ছাতকের এই কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সদস্য ও ঢাকা মেডিক্যাল কলেজের সভাপতি ছিলেন।কর্মজীবনে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।অত্যন্ত সাধাসিধে জীবনের অধিকারী ডাক্তার মঈন উদ্দীন খুব অল্প সময়েই সিলেটের একজন নামকরা 'মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ' ডাক্তার হিসাবে পিরিচিতি লাভ করেন। তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেটে চেম্বার করতেন।একান্ত প্রয়োজন না হলে রোগীর 'টেষ্টের' জন্য লিখতেন না।

ডা.মঈন ভাইর সাথে সাক্ষাৎ হলেই জিজ্ঞেস করতেন-"আফনারার সংগঠনর খরব কিতা?"
জোটের পার্টনারদের লুটপাট ও দূর্ণীতির কারণে জোটের রাজনীতিকে খুবই অপছন্দ করতেন।জনশক্তির মান অবনতির জন্য দৃষ্টি আকর্ষণ করতেন।এলাকার সংগঠনের খবর জানার চেষ্টা করতেন।জোটের রাজনীতির বিষয়ে সিলেটের অন্য ডাক্তার ভাইদেরও তখন আপত্তি দেখেছি।হয়তো উনাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হত।

মঈন ভাই সত্যিই একজন মানবিক ডাক্তার ছিলেন।আমার বড় ছেলেকে নিয়ে একবার অন্য ডাক্তারকে দেখানোর জন্য সিলেট ইবনে সিনাতে গিয়েছি।ইচ্ছে করেই ডা.মঈন ভাইকে দেখাতে চাইনি। কারণ তিনি মনে করতে পারেন হয়তো ফ্রিতে দেখানোর জন্য তাঁর কাছে গিয়েছি।হঠাৎ নীচ তলায় উনার সাথে দেখা হয়ে গেলে জিজ্ঞেস করেন,কেন এসেছি।
বললাম,ছেলেকে ডাক্তার দেখাব।
সমস্যা কি জানতে চাইলেন।
সমস্যা জেনে বললেন,আধা ঘন্টা পর আমি চেম্বারে যাব ছেলেকে নিয়ে আসেন।
যথা সময়ে চেম্বারের সামনে গিয়ে পরিচিত এটেনডেন্টের কছে বললাম-ডাক্তার সাবের সাথে কথা হয়েছে আমাকে ভিতরে যাবার একটু সুযোগ দিবেন।এ কথা বলে এটেনডেন্টের কাছে নির্ধারিত ফী জমা দিতে চাইলে তিনি বললেন,স্যারকে জিজ্ঞেস না করে আপনার কাছ থেকে টাকা নিতে পরবনা।আমি বললাম- ফ্রি দেখানোর জন্য উনার কাছে আসিনি,ভাল ডাক্তার হিসাবে এসেছি,আপনি ফী জমা নিন।তিনি একটু বিব্রত ভাবে টাকা রাখলেন।ছেলেকে দেখিয়ে বের হবার আগেই ডাক্তারসাব কলিং বেল টিপে এটেনডেন্টকে জিজ্ঞেস করলেন,"তুমি মখছুছ ভাইর গেছ থাকি টেখাটুকা লইছনি? অগুইন ফিরত দিও।"
আমি আপত্তি করলে বললেন,"যাইন"।

আরেকবার খুব বড় সমস্যায় আমার শ্বশুড়কে ইবনে সিনায় ভর্তি করেছি।ডা.মঈন ভাই অন্য কেবিনে 'রাউন্ড' দিতে গিয়ে আমার সাথে দেখা হলে বললেন,"কোনু রোগীনি?"
বললাম,আমার শ্বশুড় ভর্তি।
কত নাম্বার কেবিনে ভর্তি আছেন জানতে চেয়ে বললেন,"ঠিকাছে আমি দেইখ্যা যাইমু।"
পরে তিনি এসে দেখে পরামর্শ দিয়ে স্টাফকে বললেন,"এই! আমার বিল লেইক্কনা।"
যাবার সময় বললেন,"অবস্থা যানাইন যে!"

একবার আমার 'সামান্য' একটি শারিরীক সমস্য দেখা দিলে স্থানীয় ফার্মেসী ও 'লেকাল ডাক্তার' থেকে ঔষধ খেয়ে উপশম না হওয়ায় ডা.মঈন ভাইয়ের কাছে গেলাম।এই 'মামুলী' বিষয়ে চিকিৎসা দেয়া তাঁর পক্ষে কোন বিষয়ই না মনে করে তাঁর কাছে গেলে তিনি ইবনে সিনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন।বিষয়টি আমার কাছে অস্বাভাবিক লাগল।কিন্ত পরবর্তীতে আরো ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে আমার এই 'সমান্য' শারিরীক সমস্যা থেকে ১ বছরে প্রায় ৩০ হাজার টাকা খরচ করে মুক্তি পেতে হয়েছিল।হাতুড়ে ডাক্তার ও বিশেষজ্ঞ ডাকারের তফাৎ তখন ভাল ভাবে বুঝেছিলাম।একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হয়েও তিনি কেন বিভাগীয় ডাক্তারের কাছে পাঠিয়েছিলেন তখন অনুধাবন করেছিলাম।

ডা.মঈন ভাই ঈদের ছুটিতে বাড়িতে এলে তাঁর বাড়িতে যাবার জন্য দাওয়াত দিতেন।তাঁর ছাত্র ও কর্মজীবনে এমন দাওয়াতে কয়েকবার তিনির বাড়িতে গিয়েছি।এই সময় এলাকার লোকেরা লাইন ধরে তাঁদের 'এলাকার ডাক্তারের' কাছ থেকে ফ্রি চিকিৎসা নিতেন।রোগীদের সামাল দিতে চেম্বারের এটেনডেন্টও বাড়িতে হাজির হতেন।
তাঁর ইন্তিকালের পর আর কখনও উনার বাড়িতে 'ঈদে বেড়াতে' যাওয়া হয়নি,ফ্রি চিকিৎসা নিতে রোগীরাও আর বাড়িতে ভীড় করেননি!

আল্লাহ প্রিয় ডা.মঈন উদ্দীন ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর প্রিয় স্ত্রী-সন্তানকে হেফাজতে রাখুন।

# #-কপি পোস্ট

12/09/2025

মরক্কোর রাক্বী আব্দুর রহমান আলমাউসূলী বিভিন্ন ক্যান্সারের রোগীদের রুক্বইয়াহ করেন। এবং তিনি এত অভূতপূর্ব ফলাফল পান, তিনি বিভিন্ন সুস্থতার কেইস নিয়ে লিখাই শুররু করেন لا سرطان مع القران অর্থাৎ No cancer with The Quran.

তার কিছু রোগীদের সুস্থতার ভাষ্য তুলে ধরলাম,

১, আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ, শাইখ। পূর্বে আমার কাধের নিচে লিম্ফ নোডে(লসিকাগ্রন্থি) ক্যান্সারের টিউমার ছিল। যা এখন রুক্বইয়াহর পর একেবারে চলে গেছে। আলহামদুলিল্লাহ।

২, সুখবর!

আমার স্ত্রীর মোট তিনটা ক্যান্সারের টিউমার ছিলো। কোলোন এবং ব্রেস্টে দুইটি। আমরা শাইখ মাউসূলীর কাছে কয়েক সেশন রুক্বইয়াহ নেই।

আলহামদুলিল্লাহ আজকে মেডিক্যাল টেস্ট করার পর রেজাল্ট খুবই ভালো এসেছে।

কিছুদিন আগে আমাদের কাছে এক বোন এসেছেন। তারও ক্যান্সার ছিলো। রুক্বইয়াহর পর তাকে কিছু সাজেশন ও দেয়া হয়। তিনি সেদিন জানালেন ক্যান্সার থেকে তিনি সুস্থ হয়েছেন।

আমরা আলহামদুলিল্লাহ, পূর্বে আলোচনা করেছি ক্যান্সার যে জিন-জাদুর কারণেও হয়। তাই কারো ক্যান্সার হলে তার অন্তত অভিজ্ঞ রাক্বীর শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করা।

Address

R#1, L#1, West Rajarbag, Near Of Basabo Kadamtala Bridge, Sabujbagh
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Holistic Wellness Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category