বানি-Bani

বানি-Bani Dawa For Islam. Islamic lecture. Quran and Hadith talk. Islamic life style.

{ وَٱخۡفِضۡ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحۡمَةِ وَقُل رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّیَانِی صَغِیرࣰا }[سُورَةُ الإ...
15/11/2022

{ وَٱخۡفِضۡ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحۡمَةِ وَقُل رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّیَانِی صَغِیرࣰا }
[سُورَةُ الإِسۡرَاءِ: ٢٤]

07/11/2022

রাতে ঘুমানোর আগে বিছানা ঝাড়ু দেয়া সুন্নাত। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমানোর আগে বিছানা ঝাড়ু দিতে বলেন।

দেখুন, এই কাজটি আমরা প্রত্যেকেই করি। মাঝেমধ্যে কোনোদিন আলসেমি করে বলি, 'থাক, আজ ঝাড়ু না দিয়েই ঘুমাই!'

কিন্তু, এই নিত্যদিনের কাজটি যখন আপনি সুন্নাত মনে করে করবেন, তখন আপনার মধ্যে অন্যরকম অনুভূতি ফিল হবে। সুন্নাত মেনে চলার আনন্দ। এমনকি কোনো একদিন ঝাড়ু দিতে আলসেমি আসলে জাস্ট বিকজ নিজের বিছানা ঝাড়ু দিলে সওয়াব হবে, এই উদ্দেশ্যেও বিছানা ঝাড়ু দিবেন।

আমাদের নিত্যদিনের কাজকে আমরা চাইলে আল্লাহর রাসূলের পদ্ধতি অনুসারে করে ইবাদাতে পরিণত করতে পারি।

বাই দ্যা ওয়ে, যখন এই ছোট্ট কাজকে ইবাদাত হিশেবে দেখবেন, তখন আপনি অপেক্ষা করবেন না আপনার স্ত্রী এসে বিছানা ঝাড়ু দিবে। স্ত্রী হয়তো কিচেনে রাতের থালাবাটি পরিষ্কার করতে গেছে, এই ফাঁকে আপনি বিছানা ঝেড়ে ফেলতে পারেন।

আমরা যদি কাজের সুন্নাত অনুসরণ করি, তাহলে কোনো কাজকে ছোটো মনে হবে না। এমনকি মাঝেমধ্যে বিছানা ঝাড়ু দেয়াকেও 'অন্যের' কাজ মনে হবে না।

- আরিফুল ইসলাম

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে এশা ও ফজরের সালাত আদায়ের চ্যালেঞ্জে জয়ী শিশুদেরকে পুরস্কার হিসেবে সাইকেল দিয়েছেন মিরপুর ড...
06/11/2022

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে এশা ও ফজরের সালাত আদায়ের চ্যালেঞ্জে জয়ী শিশুদেরকে পুরস্কার হিসেবে সাইকেল দিয়েছেন মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ। আগামী প্রজন্মকে মসজিদমুখী করতে তাঁরা অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পুরস্কারজয়ী শিশু-কিশোরদের অভিনন্দন! তাদের পিতা-মাতার আন্তরিক চেষ্টা ছাড়া শিশু-কিশোরদের দ্বারা এরকম অর্জন সম্ভব হতো না। এজন্য তাঁদের প্রতি আন্তরিক ভালোবাসা।

আপনার সন্তানকে কিশোর গ্যাং ও বখাটেপনার হাত থেকে বাঁচাতে সালাতের অভ্যাস গড়ে তুলুন। ফিতনা-সংকুল সময়ে মুসলমানের সন্তানদের দীনবিমুখ করার জন্য চারপাশে হাজারো উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ সময়ে শিশু-কিশোরের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ও দীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে অন্যান্য মসজিদ কর্তৃপক্ষও সাধ্যমতো নানা আয়োজন করতে পারেন।

মহান আল্লাহ সবাইকে সুসন্তান ও তাকওয়াবান মুসলিম হওয়ার তাওফিক দান করুন।

03/11/2022
নবী‌ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ক‌রে‌ছেন-"কিয়ামত ততক্ষণ কা‌য়েম হ‌বে না, যতক্ষণ দাওস গো‌ত্রের রমণী‌দের ন...
03/11/2022

নবী‌ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ক‌রে‌ছেন-

"কিয়ামত ততক্ষণ কা‌য়েম হ‌বে না, যতক্ষণ দাওস গো‌ত্রের রমণী‌দের নিতম্ব 'যিল খালাসা' দেবীর আশপা‌শে না দুল‌বে।" (বুখারী : ৭১১৬)

দাওস আর‌বের বিখ‌্যাত গোত্র। হযরত আবু হুরায়াহ রা‌যি. এ গো‌ত্রের অ‌ধিবাসী ছি‌লেন। জা‌হি‌লী যু‌গে দাওস গো‌ত্রের লো‌কেরা যিল খালাসা না‌ম্নী এক‌টি মূ‌র্তির পূজা কর‌তো। তা‌দের রমণীরা এ মূ‌র্তির সাম‌নে কীর্তন গাইতো এবং নর্তনকুর্দন কর‌তো। উক্ত হাদী‌সে কিয়াম‌তের পূ‌র্বে আর‌বের সমা‌জে পুনরায় জা‌হি‌লিয়াত ফি‌রে আসার সুস্পষ্ট ইঙ্গিত র‌য়ে‌ছে।

সৌদীআর‌বে ‌হে‌লোইন উৎসবসহ প‌শ্চিমা সংস্কৃ‌তির আগ্রাসন নবী‌জি [সা.]-এর ভ‌বিষ‌্যতবাণীর বাস্তবতা, না‌কি পূর্বাভাস? আল্লাহই সর্বজ্ঞ।

----

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ : أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ ". وَذُو الْخَلَصَةِ : طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ. (صحيح البخاري: ٧١١٦)

02/11/2022

সারাজীবন বইতে পড়লাম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আজকে জর্দা দিয়ে ১টি পান খেয়ে দেখলাম পৃথিবী আমার চারদিকে ঘুরছে!

#ওমর ফারুক

ইয়া রব্ব!আপনি আমাদের হেফাজত করুণ, গুনাহ সমূহের মাধ্যম গুলো থেকে!
31/10/2022

ইয়া রব্ব!

আপনি আমাদের হেফাজত করুণ, গুনাহ সমূহের মাধ্যম গুলো থেকে!

28/10/2022

আজকাল অনেকেই রাসূল (স) এর সুন্নাহ’কে অস্বীকার করে ইসলামের একমাত্র দলিল হিসেবে শুধুমাত্র কোরআনকে গ্রহণ করতে চাইছেন। এদের মধ্যে অনেকে আবার আমাকে ইমেইল ও ইনবক্স করেন এবং আমার মতামত জানতে চান।

আমি কখনো জবাব দেই না। কারণ আমি জানি যে আমি যতই কনক্লুসিভ উত্তর দেই না কেন, আমার জবাব কখনোই তাদের কাছে কনভিন্সিং হবে না।

তারপরেও, আপনারা যেহেতু দাবী করেন যে কোরআন শতভাগ মেনে চলতে আপনাদের আপত্তি নেই, তাই আজ আপনাদের কোরআন থেকেই দুটো কথা বলি।

সূরা হাশরের ৭নং আয়াতে আল্লাহ বলেন –
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا
রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও।

আবার সূরা আহযাবের ২১ নং আয়াতে পাবেন –
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।

এরকম আরও অনেক আয়াতেই আল্লাহ ও রাসূল (স) এর আনুগত্য করার কথা বলা আছে। কোরআন মানতে যেহেতু আপনাদের সমস্যা নেই, কাজেই আশা করব আপাতত এই দুটো আয়াত মেনে চলেবন।
©Faatiha Aayat

27/10/2022

তর্ক করে স্ত্রীর সাথে জয়ী হওয়ার চেষ্টা করবেন না কখনো৷ তর্কে জয়ী হতে চাওয়াটা মেয়েলী স্বভাব। আপনি একটা বললে ওরা দশটা বলবে। এভাবে কথা বাড়তেই থাকবে। তার চেয়ে স্ত্রীকেই কথা বলার সুযোগ দিন। সে যখন দেখবে কবি নীরব, তখন আর বেশিক্ষণ বকবক করার স্কোপ পাবে না। একসময় নিজেই রণেভঙ্গ দিয়ে বলবে, ধুত্তোরি! আমি কি মরা মানুষের সাথে কথা বলছি!
রাগ কমে গেলে তার হাতে হাত রেখে বলুন, তুমি যতই আমাকে ঝাড়ি দাও না কেন, এই হাত আমি ছাড়ব না। একেবারে জান্নাত অবধি ধরে রাখব শক্ত করে।
দেখবেন, সে তখন অন্তর থেকেই একটা অনুশোচনা বোধ করতে থাকবে। মনে মনে ভাববে, মানুষটাকে হুদাই বকাঝকা করলাম। প্রত্যুত্তরের চেয়ে নীরব থাকা সাংসারিক লাইফে অনেকটা মাখনের মতো কাজ করে।
©️ জাকারিয়া মাসুদ ভাই

25/10/2022

বিয়ে ছাড়া ছেলে-মেয়ের সকল সম্পর্ক রাসূল (সঃ) বলেছেন, যেনাকার ও যেনাকারিনি.. এরা কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে।

- [বুখারী মিশকাত- ৪৬২১]

নাউজুবিল্লাহ!!

24/10/2022

আল্লাহ আমাদের ঈমানী নূর অর্জনের তাওফিক দিন।

17/10/2022

রাশিয়ান এক জাদুকর মহিলার দেড় ঘন্টা লম্বা TV interview দেখছিলাম। মহিলার নাম Zhanna Kushnir, সেখানে সে জাদু নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা আর কন্সেপ্ট নিয়ে কথা বলেছে।

কাদের উপর জাদু কাজ করেনা এই প্রসংগে বলতে গিয়ে ১ঘন্টা ১৯ তম মিনিট থেকে পরবর্তী প্রায় দুই মিনিট যে কথাগুলো সে বলেছে তার সারাংশ অনেকটা এমন-

"মুসলিমদেরকে প্রভাবিত করা (জাদু দিয়ে) খুবই কঠিন। তারা সার্বক্ষণিক তাদের God এর সাথে কানেকটেড থাকে। তারা নিয়মিতভাবে নামায পড়ে। তারা অনেকটা অদৃশ্য ডোমের মধ্যে আবদ্ধ থাকে....এ কারনে একজন True Muslim কে প্রভাবিত করা খুবই কঠিন।"

জাদু নিক্ষেপের জন্য ভিক্টিমকে খুজে পাওয়ার ক্ষেত্রে তিনি বলেন, একজন সত্যিকারের মুসলিমের ক্ষেত্রে তিনি তাকে খুজে পাননা। তার সামনে থেকে সে অদৃশ্য হয়ে যায়। মুসলিম কাউকে জাদু নিক্ষেপের ক্ষেত্রে সেই মহিলা আরও বলেন-

"আমি জাদুর সময় অনেক চেষ্টা করেও সফল হতে পারিনা। কিছু একটা আছে যা আমাকে আমার জাদু সম্পন্ন করতে বাধা দেয়। কিছু ক্ষেত্রে এমন হয় যে আমি একজন অমুসলিমকে খুব ভালোভাবে কল্পনায় আনতে পারি। এটা আমার জাদুর মাধ্যমে। অন্যদিকে একজন মুসলিম এর ক্ষেত্রে আমি সেটা পারিনা। এবং তার কোন ছবি যদি আমার হাতেও থাকে এবং আমি সেটা দেখে কল্পনায় আঁকতে চাই আমি তা পারিনা। তখন বুঝতে পারি এই ব্যাক্তিটি নিরাপদ।"

এরপর উপস্থাপক প্রশ্ন করলেন- এটা কি শুধুই মুসলিমদের জন্য?

উত্তরে তিনি বললেন- হ্যা।

সুবহানআল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন:-

اِنَّہٗ لَیۡسَ لَہٗ سُلۡطٰنٌ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ ﴿۹۹﴾
"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, তাদের উপর শয়তানের কোন ক্ষমতা নেই।" (সুরা নাহল আয়াত ৯৯)

14/10/2022

মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলেন,

“আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।” (সূরা রুম : আয়াত ২১)

“যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো”
এই একটি কথার ভেতর গভীর ব্যাখ্যা লুকিয়ে আছে। এই কথাটি আল্লহ সুবহানাল্লাহু ওয়া তায়ালা অন্য কোন সম্পর্কের ক্ষেত্রে বললেন নি; শুধু স্বামী স্ত্রী’ র ক্ষেত্রেই বলেছেন। বরং অন্য একটি আয়াতে আল্লহ তায়ালা বলেন,

“আমি কি তোমাদেরকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করিনি?” ( সুরা আন-নাবাঃ আয়াত ৮

11/10/2022

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব মতে বাংলাদেশের রিজার্ভ সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ৩৬ বিলিয়ন থেকে কমে এখন সাড়ে ২৮ বিলিয়ন ডলার।

সূত্র: ৯ অক্টোবর; প্রথম আলো

27/09/2022

এক মহিলা কাযী শুরাইহ রাহি. এর দরবারে এসে কেঁদে দিলো। এটা দেখে শাবী রাহি. বললেন, 'আপনি কি দেখছেন না সে কাঁদছে?' তখন উত্তরে তিনি বললেন, 'ইউসুফ আ. এর ভাইয়েরাও কান্না করতে করতে বাবার কাছে এসেছিল। অথচ তারা ছিল মিথ্যুক ও জালেম।' (কান্না দেখে বিচার হয়না!)

(সফওয়াতুত তাফাসীর ২/৪০)
Abdul Hi Muhammad Saifullah

24/09/2022

নারীর চাকরী রোজগার যদি উত্তম হতো, তাহলে মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা নারীর ভরণ-পোষণের দায়িত্ব পুরুষের উপর দিতেন না।

Address

Chittagong
Dhaka
4000

Alerts

Be the first to know and let us send you an email when বানি-Bani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বানি-Bani:

Videos

Share


Other Dhaka clinics

Show All

You may also like