Dr.Sohel

Dr.Sohel MBBS (General Physician )

৭ দিনের ICU Placement.কিন্তু এই ৭ দিনে আমি যা জেনেছি  তা আমি হয়তো জীবনে কোনোদিনও জানতে পারতাম না। এই যে আমরা কথায় কথায় ব...
07/11/2024

৭ দিনের ICU Placement.
কিন্তু এই ৭ দিনে আমি যা জেনেছি তা আমি হয়তো জীবনে কোনোদিনও জানতে পারতাম না। এই যে আমরা কথায় কথায় বলি ভালোলাগেনা, বাঁচতে চাই না। কিন্তু যে বাঁচতে চায় তবে তার হাতে আর সময় নেই, নিজের চোখে কি তার ছটফটানি দেখেছি কখনও? মানুষ কত অসহায়, বাঁচার কত আকুতি। আমাদের বাঁচানোর কত আকুতি। দরজার বাইরে প্রিয় মানুষের কত মিনতি কিছু করে হলেও আল্লাহ যেন ফিরিয়ে দেয় এইবার।আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করি।টাকা লাগলে লাগুক আশা নেই যেনেও শেষ মূহুর্ত পর্যন্ত প্রিয় মানুষকে বাঁচানোর তীব্র ইচ্ছা।বাবার মত মানুষের মুখ চেঁপে কান্না।কত আহাজারী, কত হাহাকার। বুকের ভেতরে কত ঝড় তুফান।
আর আমরা? নিজের জানা যতটুকু জ্ঞান,মানসিক এবং শারীরিক সবটুকু শক্তি দিয়ে আগলে রাখতে চাই। সিপিআর দিতে দিতে কখনো নিজেই নিজের কাছে হার মেনে যাই। যান্ত্রিক চেষ্টা, আত্মচেষ্টা নিজের সবটুকু দিয়ে সবার সবটুক দিয়ে আইসিউর সাথে জড়িত প্রতিটি মানুষের সবটুক শক্তি দিয়ে আমরা ধরে রাখতে চাই।কখনও পারি, কখনো নিজের মন খারাপ,কান্না দাঁতে দাঁত চেপে চাপিয়ে রেখে শক্ত হওয়ার অভিনয় করে বলি, We are sorry. ডাক্তারদের যে কাঁদতে মানা।
So value your health,value yourself before it’s too late. Love yourself with your whole heart.

(Collected~Tales With Taiyeba)

ইনফ্লুভ্যাক্স (Influvax) একটি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু টিকা, যা মৌসুমি ফ্লু থেকে সুরক্ষা প্রদান করে। এর গুরুত্ব বিশেষভাবে উ...
02/11/2024

ইনফ্লুভ্যাক্স (Influvax) একটি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু টিকা, যা মৌসুমি ফ্লু থেকে সুরক্ষা প্রদান করে। এর গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ ইনফ্লুয়েঞ্জা একটি মারাত্মক শ্বাসতন্ত্রের সংক্রমণ যা জটিলতা সৃষ্টি করতে পারে, বিশেষত বয়স্ক, শিশু এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

ইনফ্লুভ্যাক্স-এর গুরুত্ব:

1. ফ্লু প্রতিরোধে কার্যকরী: ইনফ্লুভ্যাক্স ফ্লু ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যা মৌসুমি ফ্লুর বিস্তার রোধ করতে সহায়তা করে।
2. মৃত্যুর হার কমানো: বিশেষ করে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর মধ্যে ফ্লু-জনিত জটিলতা এবং মৃত্যুর হার কমাতে সহায়ক।
3. স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমানো: ফ্লু প্রতিরোধের মাধ্যমে হাসপাতালে ভর্তির সংখ্যা কমায়, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমাতে সাহায্য করে।
4. ফ্লু সংক্রমণের ছড়িয়ে পড়া রোধ: সমাজের মধ্যে একটি প্রভাবিতকারী সুরক্ষা বেষ্টনী তৈরি করে, যা ফ্লু ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধ করে।

কারা ইনফ্লুভ্যাক্স নেয়া উচিত?

• বয়স্ক ব্যক্তিরা (৬৫ বছরের ঊর্ধ্বে)
• শিশুরা (৬ মাস থেকে ৫ বছর বয়সী)
• গর্ভবতী নারীরা
• যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত
• স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীরা

ইনফ্লুভ্যাক্স গ্রহণের মাধ্যমে ব্যক্তিগত এবং সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এটি মৌসুমি ফ্লু থেকে সুরক্ষা নিশ্চিত করে এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করে।

26/10/2024

🔴শিশুর প্রথম সলিড খাবার: কীভাবে দিবেন?🔴

⭕৬ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ার পরে যখন দুধ ছাড়া অন্য খাবার শুরু করে সেটাকে বলে উইনিং (Weaning) এবং যে খাবার দিয়ে উইনিং শুরু করা হয় সেগুলোকে বলা হয় উইনিং ফুড (Weaning Foods)।

উইনিং ঘরের খাবার দিয়ে শুরু করা উচিত।

✅প্রথম সলিড ফুড হিসেবে আদর্শ কিছু খাবার হচ্ছে-

-চটকানো পাকা কলা

-মিষ্টি আলুর পিউরি

-আপেল পিউরি

-গাজর সিদ্ধ

-ডালের পানি দিয়ে চটকানো নরম ভাত

-ফলের রস (টক জাতীয় ফল বাদে)

-জাউ ভাত, সবজি সেদ্ধ

-আস্তে আস্তে চাল, ডাল ও ২ ধরনের সবজি দিয়ে রান্না করা খিচুড়ি

✅শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় প্রধান ৭ রকমের খাবার থেকে কমপক্ষে ৪ রকমের খাবার অবশ্যই রাখা উচিত।

প্রধান ৭ রকমের খাবারের খাদ্যতালিকা:

-মাছ, মাংস

-ডিম

-রঙিন শাক সবজি

-অন্যান্য শাক সবজি ও ফলমূল

-ভাত, রুটি

-বাদাম, ডাল জাতীয় খাবার

-দুগ্ধজাত খাবার

🍛শিশুর প্রথম সলিড খাবার কীভাবে শুরু করবেন?

১) প্রথম দিন- ১ চামচ, দুপুর বেলা। দ্বিতীয় দিন- ২ চামচ, সকালে ও দুপুরে। তৃতীয় দিন- ৩ চামচ, সকালে, দুপুরে ও রাতে।

২) শিশু রান্না করা খাবার খাওয়া শুরু করলে শিশুর খাবারে ২/৩ চামচ তেল দিয়ে রান্না করতে হবে।

৩) প্রতিদিন ১ পোয়া বাটির হাফ বাটি করে দিনে দু’বার ঘরে তৈরি বাড়তি খাবার এবং ১-২ বার পুষ্টিকর নাস্তা খাওয়াতে হবে।

৪) এই সময়ে সারাদিন শিশু ৩ ঘন্টা পর পর খাবে, যার মধ্যে দু’টি বাড়তি খাবার এবং একটি পুষ্টিকর নাস্তা দিতে হবে। যেমন- কলা, ডাবের পানি, ফলের রস, দুধ ইত্যাদি। সকাল শুরু করতে হবে বুকের দুধ দিয়ে। ২ বছর পর্যন্ত শিশুকে বুকের দুধ দেওয়া যায়।

🥗 শক্ত খাবারে অভ্যস্ত হওয়ার পর ফুড চার্ট কেমন হবে?

১) সকাল ৮টা- নরম খিচুড়ি। (খিচুড়িতে যা যা থাকতে পারে- ১ মুঠ চাল, চালের অর্ধেক পরিমাণে ডাল, দুই রকমের সবজি, ২-৩ চামচ তেল, কাঁটা ছাড়া মাছ, চিকেন অথবা কলিজা।
( একদিনে দুই ধরনের বেশি সবজি দিবেন না)

২) সকাল ১১টা- বুকের দুধ/ফর্মুলা মিল্ক/দুধ দিয়ে রান্না করা পায়েস/সিজনাল ফল

৩) বেলা ২টা- নরম খিচুড়ি/ডাল দিয়ে নরম ভাত সাথে মাছ বা মাংস এক পিস

৪) বেলা ৫টা- যেকোনো ফল যেমন- পাকা কলা/পাকা পেঁপে/আম অথবা সেদ্ধ ডিমের কুসুম/নরম বিস্কুট/নুডলস(ইন্সটেন্ট না)

৫) রাত ৮টা- দুপুরের মতো ভাত, সবজি, মাছ

৬) ঘুমানোর আগে- বুকের দুধ

✅শিশুর পানি খাওয়া :

🔹৬ মাসের পর থেকে বাচ্চাকে পানিও দিতে হবে।

🔹বাইরের প্যাকেটজাত ফুড না দিয়ে ঘরে তৈরি খাবার দেওয়ার চেষ্টা করবেন। এতে ঘরের খাবারে সে অভ্যস্ত হবে।

🔹শিশুর কাছে এই খাবারগুলো নতুন, তাই প্রথমেই সব হজম নাও হতে পারে। তাই সব নতুন খাবার একদিনে দেওয়া শুরু করবেন না। পর্যায়ক্রমে একটা একটা করে আরম্ভ করুন। যদি কোনো খাবার বাচ্চাকে স্যুট না করে বা হজম না হয় অথবা হুট করে অ্যালার্জি হয়, তাহলে সেটা দেওয়া বন্ধ রাখুন।

🔹নতুন খাবার দেওয়ার পর বাচ্চার পায়খানা খেয়াল করবেন, হজমে সমস্যা বা আমাশয় হলে সেটি বন্ধ রাখতে হবে কিছুদিন।

🔹ব্লেড করে কোন খাবার বাচ্চাকে দিবেন না।

🔹সুজি,সাগু,সেরেলাক,চালের গুঁড়া দিবেন না।

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে  হিট স্ট্রোক থেকে নিজের ও  পরিবারের সকলের  সুস্থতায় করণীয় সমূহ
21/04/2024

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে হিট স্ট্রোক থেকে নিজের ও পরিবারের সকলের সুস্থতায় করণীয় সমূহ

26/03/2024

অনেকেই আমরা Troll করছি। গালি গালাজ করছি মেয়ে টাকে। কিন্তু সে যে একটা Clean cut case of Psychiatry . যে ব্যাপার টা কয়জন ধরতে পারছি?
উনার যেটা হচ্ছে এটাকে বলে . এক্ষেত্রে সেই রোগী বিশ্বাস করে তার কোন Special identity ( যেমন ডাক্তার, Police , Model ) বা Special power আছে। এবং এই Delusion আসলে Firm একটা Belief যেটা পৃথিবীর সব Evidence দিয়েও যদি মিথ্যা প্রমাণ করা হয় তারপর ও রোগী সেই বিশ্বাসে অটল থাকবে।এগুলো সব Psychiatry এর পরিভাষা। কোন টাই আমার কথা না। কারো ইচ্ছা থাকলে Psychiatry বই অথবা Net এ গিয়েও ঘেটে দেখতে পারেন।

এই মেয়ে , যেখানে জেল খেটে আসলো এই ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে, তারপর ও দেখেন বের হয়েই সে White coat পরে Again পরিচয় দিচ্ছে publicly সবার সামনে যে সে ডাক্তার। এমন কি বারবার ভুল ধরায়ে দেবার পর ও সে তার বক্তব্যে অটল থাকছে।

এখানে দোষ হলো উক্ত টিভি সাংবাদিকদের । যে এই মানসিক ভাবে পরিশ্রান্ত মেয়ে টাকে ব্যবহার করে TRP বাড়িয়ে নিচ্ছে। আর হ্যা আইনের নজরের পাশাপাশি মেয়েটার মানসিক চিকিৎসার অতি প্রয়োজন।কারন এগুলো সিজোফ্রেনিয়ার লক্ষণ।

ডা. সওগাত

14/03/2024

রোজা হার্টের স্বাস্থ্যের জন্য বেশ কিছু সুবিধা দেয়:

1. **লোয়ার ব্লাড প্রেসার:** রোজাকে নিম্ন রক্তচাপের সাথে যুক্ত করা হয়েছে, যা হার্টের উপর চাপ কমায় এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

2. **প্রদাহ হ্রাস:** উপবাস শরীরের প্রদাহ চিহ্নিতকারীকে হ্রাস করতে পারে, যা হৃদরোগের জন্য উপকারী কারণ দীর্ঘস্থায়ী প্রদাহ হৃদরোগের বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত।

3. **উন্নত লিপিড প্রোফাইল:** উপবাসের ফলে লিপিড প্রোফাইলে অনুকূল পরিবর্তন হতে পারে, যার মধ্যে LDL কোলেস্টেরল ("খারাপ" কোলেস্টেরল) এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে যাওয়া এবং HDL কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি ("ভাল" কোলেস্টেরল), যা এথেরোস্ক্লেরোসিস এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়।

4. **বর্ধিত হার্ট ফাংশন:** রোজা অটোফ্যাজিকে উন্নীত করতে পারে, একটি সেলুলার মেরামত প্রক্রিয়া যা হার্টের ক্ষতিগ্রস্থ কোষ এবং প্রোটিন অপসারণ করতে সাহায্য করে, সামগ্রিক হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং হার্ট সংক্রান্ত জটিলতার ঝুঁকি কমায়।

5. **উন্নত ইনসুলিন সংবেদনশীলতা:** উপবাসের ফলে উন্নত ইনসুলিন সংবেদনশীলতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমাতে পারে, যা হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ।

12/03/2024

পবিত্র মাহে রমজান এ চেম্বার এর সময়
প্রতিদিন বিকেল 2.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত ।

০১৮৭৭৭৬৪৪৬০

21/08/2023

ডেঙ্গুতে আক্রান্ত হলে সব রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার বা করার দরকার নেই। তবে কিছু রোগীকে হাসপাতালে ভর্তি না করলে ঝুঁকি বাড়বে। ডেঙ্গু থাকা অবস্থায় রক্তক্ষরণ হলে, বারবার বমি হতে থাকলে বা কোনো কিছু পান করতে সমর্থ না হলে সেই রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। কারও তীব্র পেটে ব্যথা হলে, মাথা ঘোরালে, হাত বা পা ঠান্ডা হয়ে এলে বা ফ্যাকাশে হয়ে এলে, শ্বাস নিতে কষ্ট হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। যদি কোনো ডেঙ্গু রোগীর চার থেকে ছয় ঘণ্টা প্রস্রাব না হয়, কারও যকৃতের আকার যদি দুই সেন্টিমিটারের মতো বড় হয়ে যায়, তা হলে সেসব রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে।

♦️♦️ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে দেশের অধিকাংশ হাসপাতাল রোগী ধারণ ক্ষমতার শেষ পর্যায়ে চলে গেছে। জুলাই মাসের প্রথম...
25/07/2023

♦️♦️ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে দেশের অধিকাংশ হাসপাতাল রোগী ধারণ ক্ষমতার শেষ পর্যায়ে চলে গেছে। জুলাই মাসের প্রথম অর্ধেই অবস্থা এই পর্যায়ে উপনীত। বছরের প্রথম ছয়মাসে মৃত্যুর হিসাব অতীতের ষান্মাসিক রেকর্ড অতিক্রম করেছে। আমাদের দেশে ডেঙ্গুর পূর্ণ সময়কাল হচ্ছে জুলাই ও আগস্ট মাস। অর্থাৎ দুর্যোগপূর্ণ সময়ের অধিকাংশ এখনো সামনে রয়েছে। বর্তমান হারে ডেঙ্গু সংক্রমণ চলমান থাকলে সামনের দিনগুলোতে একটি ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। আশঙ্কা করা হচ্ছে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত দুই যুগের সব পরিসংখ্যানকে অতিক্রম করতে পারে।

✅ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো নিরাপদ ও কার্যকর টিকা আবিষ্কৃত হয়নি। তাই ডেঙ্গুর ভয়ংকর থাবা থেকে রক্ষার প্রধান বর্ম হচ্ছে এডিস মশা নিয়ন্ত্রণ ও নির্মূল করা।

✅রোগীর স্বাস্থ্য সচেতনতায় হেলথ কার্ড..

24/07/2023

পাঁচ বার ডেংগু আক্রান্ত হওয়ার‌ অভিজ্ঞতা থেকে বলছি:

আমি তো আসলে ডেংগি সেরোটাইপের চেয়েও বেশি সংখ্যক বার ডেংগতে ভুগেছি! আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি!

যে কাজটি অসুস্থতা এমনকি শকে যাওয়ার আগ মুহূর্তেও চেষ্টা করেছি তা হলো কোন ভাবেই ডিহাইড্রেশনে পরা যাবে না। অর্থাৎ পানি ও অন্যান্য তরল খাবার খেতেই হবে।

আক্রান্তের এ সময়টাতে মুখ/জিহ্বা এমন বিস্বাদ হয়ে যায় যে, কিছুই মুখে ভালো লাগে না, এমনকি পানিও কেমন তেতো লাগে!

‌ চিন্তাটা এমন ছিল- কোন রকমে পানি, ওরাল স্যালাইন, ভাবের পানি বা স্যুপ অথবা সলিড খাবারটা পেটে পার্সেল করে দিতে পারলে পুষ্টি পাওয়া যাবেই, ইনশাআল্লাহ!

একবার তো বাসায় অজ্ঞান হয়ে গেলাম! সেবার কপাল গুনে বেঁচে গেলাম। কারণ, যে মেডিসিন বিশেষজ্ঞ এর পরামর্শ নিচ্ছিলাম তিনি কাকতালীয় ভাবে কেমন আছি জানতে ফোন করেছিলেন। তাকে সর্বশেষ শারীরিক অবস্থা জানালাম এবং ট্রিটমেন্ট মেসেজ করতে অনুরোধ করলাম। অজ্ঞান হতে না হতেই, তার পাঠানো মেসেজ দেখে বাসার লোকজন দ্রুত আইভি স্যালাইনসহ অন্যান্য মেডিসিন সরবরাহ করেন।
খুব দ্রুত হাতে স্যালাইন পুশ করা হয়! মুখেও তরল খাবার চলতে থাকে!

কথা হচ্ছে, আমার মতো এই সুবিধা সব সময় সবার হবে তা কিন্তু নয়।

ডাক্তারগণ রোগী হিসেবে সবচেয়ে অবহেলিত হয়ে থাকেন আর লেডি ডাক্তার হলে তো কথাই নেই!

আজকে একজন লেডি ডাক্তার এর ডেংগুতে মৃত্যুর খবরটা পড়ে মন ভারাক্রান্ত হয়েছে। আমার সহপাঠী রেডিওলজি এন্ড ইমাজিং বিশেষজ্ঞ ডা. নিগার নাহিদ দীপুও ডেংগুতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না......)।

মৃত্যু অনিবার্য কিন্তু সে মৃত্যু যেন অবহেলায় না হয়। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ডেংগুসহ সকল মানব ও দানব থেকে রক্ষা করুন। আমিন।

ডা আফরোজা আকবর সুইটি
সহকারী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।

22/05/2023

বর্তমান সময়ে উঠতি বয়সী শিশুদের পেট ব্যথা অন্যতম একটি সমস্যা। চেম্বারে প্রতিদিন আসে এরকম রোগী। ওষুধ দিই ভালো হয় কিন্তু কয়েকদিন পর আবার ব্যথা শুরু!!!

এ ক্রমাগত পেট ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাজারের নানান রকম প্যাকেট জাতীয় ভেজাল খাবার।

যেমন; চকোলেট, চিপস, আচার, জুস,ঠান্ডা পানীয় ইত্যাদি।

এগুলা এতো ভেজাল খাবার যে আপনার শিশুর অন্ত্রের স্বাভাবিক অ্যানাটমিকেল গঠন আস্তে আস্তে ধ্বংস করে দেই!!
এভাবে চলতে থাকলে আপনার শিশু ক্যান্সার, হরমোন রোগ ,উচ্চ রক্তচাপ,স্থুলতা সহ আরো অনেক ভয়ানক রোগে আক্রান্ত হতে পারে! দোকান থেকে এসব খাবার কেনার আগে ১০০ বার চিন্তা করবেন।

আত্মীয়স্বজনের বাসায় যাওয়ার সময়ও এসব ভেজাল পণ্য নিয়ে যাবেন না।

Collected ……..

ডা.মোঃ গিয়াসউদ্দীন টিপু।

Address

Rohitpur, Keranigonj
Dhaka

Telephone

+8801877764460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Sohel:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category