Health,Beauty and Wealth Store-Excellent world

Health,Beauty and Wealth Store-Excellent world আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ প্রকৃ?

অাসসালামু  অালাইকুম🍀 নীম সাবান🪴এ্যালোভেরা সাবান 🍀তুলসী সাবান 🪴🍀 মধু সাবান 🪴🍀 আর  বেবী সোপ🍀 কিছু সাবানের গুণাগুণ আর সাবান...
05/04/2021

অাসসালামু অালাইকুম

🍀 নীম সাবান

🪴এ্যালোভেরা সাবান 🍀তুলসী সাবান 🪴

🍀 মধু সাবান 🪴🍀 আর বেবী সোপ🍀

কিছু সাবানের গুণাগুণ আর সাবান নিয়ে আসলাম ।

আমাদের সবার দৈনন্দিন জীবনে সাবান প্রয়োজন । #তুলসী লাক্সারী হারবাল সোপ

#"TULSI" Luxury Herbal Soap এর উপকারিতাঃ-

১.ত্বকের ময়েশ্চারাইজার ফিরিয়ে দেয়।
২.ত্বক ঝুলে যাওয়া দূর করে।
৩.ব্রণ প্রতিরোধ করে।
৪.বয়সের ছাপ দূর করে।
৫.ত্বকের ফাঁটা দাগ দূর করে।

বাজারের সমস্ত সাবানের ক্ষার আছে যা এক এক ত্বকে এক এক ধরনের সাইড এফেক্ট পরে ।যারা জানেই না কার ত্বকে কোন ধরনের সাবান দরকার তাদের জন্য বিস্তারিত লিখলাম

"Luxury Herbal Soap

নীম সাবান :ঘরে যে সদস্যের এলার্জি তাকে অবশ্যই নীম সাবান গোসলে দিবেন ।কেননা বাজারের সাবানে অতিরিক্ত ক্ষার কখনো তার উপকার আনবে না ।বরং শত শত ডাক্তার দেখাবেন, সাময়িক চলে যাবে আবার আসবে ।

"Luxury Herbal Soap

মধু সাবান :যাদের স্কিন অতিরিক্ত সুষ্ক তাদের জন্য এই সাবান 100% কার্যকর ।ত্বকের মশ্চাইরাইজার ধরে রেখে ত্বক মশৃণ এবং উজ্জ্বল করে।

"LUXURY HERBAL SOAP

এ্যালোভেরা সাবান : এ্যালোভেরার গুণাগুণ আর কি বলব অসাধারণ। যারা ত্বকে সবসময়ই উজ্জ্বল কোমলও দাগমুক্ত রাখতে চান তারা সবসময়ই এই সাবান ব্যবহার করুন গোসলে।

"LUXUREY HERBAL SOAP

তুলসী সাবান :তুলসী পাতা অসম্ভব ভালো জীবানুনাশক ।এটি সর্দি কাশি এবং শরীরের জীবাণু ধ্বংস করতে কার্যকর ।

" LUXURY HERBAL SOAP

বেবী সোপ :আজ জন্ম নেওয়া বেবী টার ত্বক খুবই সফট এবং কোমল।
বড়দের গায়ের চামড়া মোটা এবং শক্ত ।বড়দের ত্বকের উপযোগী সাবান কখনো 0-12 বছরের শিশুদের দেওয়া উচিত না।এই বেবী সোপ অসম্ভব উপকারী আপনার সন্তানের জন্য ।

আমি এবং আমার পরিবারের সবাই এসকল সাবান নিয়মিত সবসময়ই ব্যবহার করছি।

#প্যাকেটের গায়ের দামের চেয়ে 10% ডিসকাউন্ট এ পাবেন ।
#এখই ইনবক্স করুন ।
Contact - 01797439006

☕  এক্সিলেন্ট গ্রীন চা  ⭐কার্যকারিতাঃ১. শরীরের চর্বি ও ওজন কমাতে সাহায্য করে। ২. উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল সহ হার্ট অ্যা...
05/04/2021

☕ এক্সিলেন্ট গ্রীন চা

⭐কার্যকারিতাঃ
১. শরীরের চর্বি ও ওজন কমাতে সাহায্য করে।
২. উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল সহ হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩০% কমায়।
৩. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বকের বলি রেখা রোধ করে।
৪. ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়তা করে।

⭐ সর্বোচ্চ খুচরা মূল্য
- প্যাকেট (৫০ টি টি ব্যাগ)

⭐৪০০ টাকা

❎ আমরা পণ্যে কখনোই ক্ষতিকর রং, কৃত্রিম গন্ধ ও মানবদেহের ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার করি না

⭐আপনার যেকোনো প্রয়োজনে ইনবক্সে মেসেজ করুন .

Contact. 01797439006

যারা বাচ্চাকাচ্চাদের হরলিক্স, কমপ্ল্যান, বুস্ট,মালটোভা ইত্যাদি খাওয়ান তাদের জন্যে এই লেখাটাপড়া জরুরী বলে মনে করছি।// কয়ে...
05/04/2021

যারা বাচ্চাকাচ্চাদের হরলিক্স, কমপ্ল্যান, বুস্ট,মালটোভা
ইত্যাদি খাওয়ান তাদের জন্যে এই লেখাটা
পড়া জরুরী বলে মনে করছি।

// কয়েক বছর আগের কথা ।
ইন্ডিয়া তে হরলিক্স এর “টলার,স্টংগার,
শার্পার” বিজ্ঞাপন চরম তুঙ্গে ।
একই হরলিক্স এর বিজ্ঞাপন প্রচার
করছিল নেপালী এক চ্যানেল।
নেপালী সেই চ্যানেল ব্রডকাস্ট হচ্ছিল
লন্ডনের কিছু নেপালী পাড়ায়।
লন্ডনের এক এডভোকেট তো সেই
বিজ্ঞাপন দেখে আকাশ থেকে পড়লেন।
কারন ব্রিটেনে “ঘুমের পিল” এইড
হিসেবে খাওয়ানো হয় হরলিক্স মল্টেড
দুধকে । সেটা কিভাবে টলার স্ট্রংগার
শার্পার
করে সেটা জানতে আইনী নোটিশ
পাঠিয়ে দেন। পরে সেই দেশে এই
বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়
সরকারী ভাবে। তারা তখন মস্করা করেই
বলেছিল- “দক্ষিন এশিয়ানরাই এই সব
জিনিস খাবার হিসেবে খাবে”। তাই
হচ্ছে আজকাল আমাদের দেশে ।
আমাদের দৈনিক খাবারের আইডিয়াল
মেনু কে “RDA” বলে । আর ব্যালেন্সড
ডায়েট হইতে যা যা লাগে তার খুব
সামান্যই আছে এইসব খাবারে । আসল
কথা হলো- হরলিক্স অথবা কমপ্লান এর মত
খাবার US FDA এপ্রুভড না। তবুও সবাই
খাচ্ছে মুড়ির মত। আর বিজ্ঞাপনের
প্যাচে পড়ে – সব পুষ্টি গুনের আশায়
ভাত মাছ বাদ দিয়া হরলিক্স আর
কমপ্লান নিয়া পইড়া থাকে মায়েরা।
“বর্নভিটা” নামক আরেক দুধ
কোম্পানী দাবী করে – তাদের
দুধে দৈনিক চাহিদার ৪০% ভাগ
প্রোটিন চাহিদা পুরণ করে। অথচ
তাদেরি ফাইন
প্রিন্টে লেখা আছে বর্নভিটার দুধে খুব
সামান্যই প্রোটিন আছে। খাড়ার
উপ্রে কেমনে কথা ঘুরায়ালায় এরা।
হরলিক্স এবং কমপ্লান দুইটা কোম্পানীই
দাবী করে তাদের দুধে সুষম
পরিমানে প্রোটিন, কার্বোহাইড্রেট,
ফ্যাট, ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে।
কিন্তু কমপ্লানে প্রতি ১০০ গ্রামে এদের
পরিমান যথাক্রমে ১৮ গ্রাম, ৬২ গ্রাম, ১১
গ্রাম, ৮০০ মিগ্রা ও ৭৮০ মিগ্রা । আর
সেখানে হরলিক্সে প্রতি ১০০
গ্রামে এদের পরিমান যথাক্রমে – ১১
গ্রাম, ১৪ গ্রাম, ২ গ্রাম , ৭৪১ মিগ্রা ও
২৮০ মিগ্রা । এদের তুলনায় বর্নভিটা ও
বুস্টে এদের পরিমান অনেক কম থাকে।
তাহলে এখন বলুন কোনটা আসলে সুষম।
দামের হিসাবে কিন্তু সবাই একই সমান
প্রায়। সুতরাং আপনার শিশুর
পুষ্টি চাহিদা ডায়েটিশিয়ানের
কাছে গিয়ে করুন। বিজ্ঞাপনে মুগ্ধ
হয়ে ভুল বুঝে না।
যাই হোক- জীবনের প্রথম ৬ মাস মায়ের
দুধের কোনো বিকল্প নাই। কিন্তু বছরের
পর বছর
যদি বাচ্চা কে সাপ্লিমেন্টারি ফুড
না দিয়ে দুধের উপর নির্ভরশীল
করে ফেলেন , তাহলে “মিল্ক ইঞ্জুরি”
নামক রোগের শিকার
হতে পারে আপনার বাচ্চা। সেই
বাচ্চা ফুলাফাপা থাকবে (edematous)
প্রোটিনের অভাবে। কিন্তু ভিতর
দিয়া সব ধরনের নিউট্রিশনাল
ডেফিসিয়েন্সি তে ভুগবে। তখন কই
যাইবো গিয়া টলার স্ট্রংগার শার্পার।
# বিজ্ঞাপন মানুষের মাথায় ভুত
হিসেবে ঢুকছে। আপনার বিবেচনা ও
বিবেককে নষ্ট করে দিচ্ছে। সচেতন
হোন নিজের জন্য । নিজের সন্তানের
জন্য।
ধন্যবাদ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য।
আপনার মাঝে সামান্য সচেতনা যদি এসে থাকে তাহলে সেটাই আমার লেখার সার্থকতা।

(সংগ্রহীত)

30/03/2021

Excellent world - Manikganj

Work- Member add and Products sell

Excellent world
24/03/2021

Excellent world

100% গ্যারান্টি #এক্সিলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস স্কিন ক্রিম। #কার্যকারিতা :--------------------* ফাইন লাইন্স এবং  ঝুলে পড়া...
24/03/2021

100% গ্যারান্টি
#এক্সিলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস স্কিন ক্রিম।

#কার্যকারিতা :
--------------------
* ফাইন লাইন্স এবং ঝুলে পড়া ত্বককে স্বাভাবিক করে।
* ত্বক র্ফসা করতে অত্যন্ত কার্যকরী এবং চোখের নীচের বলি রেখাসহ কালো দাগ দূর করে।
* ব্রণের দাগও লোমকূপ পরিষ্কার করে এবং অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান বিদ্যমান।
* এটি সানবার্ন, ত্বকের মোটা হয়ে যাওয়ার ফাটা দাগ, স্ট্রেচ মার্ক ও ছোপ ছোপ দাগ দূর করে।
* 'স্কিন অ্যাক্সকোলিয়েটার' এটি ত্বকের ময়লা দূর করে তারুণ্য ধরে রাখে।
* প্রাকৃতিক ব্লিচিং প্রপাটিজ ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বক উজ্জ্বল এবং স্কিন টোন সমান করে।
* শুকনো, রুক্ষ ও খসখসে চামড়া সরাতে সক্ষম, তাই চমড়া মোলায়েম ও নরম থাকে।
* ত্বকের পুষ্টি যোগায় ও নিয়মিত ব্যবহারে চামড়া সুস্থ ও তরতাজা থাকে।
* প্রাপিন ও ভিটামিন 'এ' নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং আমিষকে ভেঙ্গে ত্বকের মৃত কোষ দূর করে।

#উপাদান: হলুদ, পেঁপে, শসা, গাজর ও এ্যালোভেরা ইত্যাদি।

#মূল্য : মাত্র ৩০০ ৳

#পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা কমেন্ট করুন

#সুস্থতা ও সুন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে #

অর্ডার করতে কল করুন- 01797439006

তুলসি চাউপাদান : তুলসি, আদা, লেমন, অরজুন, দারচিনি ও অন্যান্য প্রাকৃতিক উপাদান।উপকারিতা: ১.ঠান্ডা-কাশি,সর্দি,শ্বাস-প্রশ্ব...
14/03/2021

তুলসি চা
উপাদান : তুলসি, আদা, লেমন, অরজুন, দারচিনি ও অন্যান্য প্রাকৃতিক উপাদান।
উপকারিতা:
১.ঠান্ডা-কাশি,সর্দি,শ্বাস-প্রশ্বাসের প্রতিরোধ করে
২.ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট জ্বর ও ম্যালেরিয়া জ্বরের উপশমের জন্য কার্যকারি
৩.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৪.মুখের দুর্গন্ধ দূর করে

আমাদের প্রোডাক্টগুলো প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি
এবং কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health,Beauty and Wealth Store-Excellent world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram