AURU - Organic Care

AURU - Organic Care Sister concern of AURU - অরু।

আমলকির তেলবাছাইকৃত সবুজ আমলকি ধুয়ে পরিষ্কার করে বিচি  বাদ দিয়ে তারপর নারিকেল তেল মিশিয়ে তৈরি করা হয়। সম্পূর্ণ কেমিক্...
21/09/2021

আমলকির তেল
বাছাইকৃত সবুজ আমলকি ধুয়ে পরিষ্কার করে বিচি বাদ দিয়ে তারপর নারিকেল তেল মিশিয়ে তৈরি করা হয়। সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আমলকীর তেল চুলের জন্য খুবই উপকারী।

চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত ও মজবুত করে,খুশকি দূর করে, চুল ঘন কালো করে এই আমলকি তেল। কাঁচা আমলকি আর নারিকেল তেলের মিশ্রণে তৈরি আমলকির তেলের সুঘ্রান এতই মিষ্টি যে মনে হবে প্রতিদিন ব্যবহার করি।

তাহলে আর দেরি কেন? এখনই আপনার পছন্দের তেলটি অর্ডার করতে ইনবক্স করুন।

ত্বকের যত্নে 100% কেমিক্যালমুক্ত কোন হারবাল product খুঁজছেন? কেমিক্যালমুক্ত, নির্ভেজাল এই ফেসপ্যাকটি তৈরি করা হয়েছে জাফ...
13/09/2021

ত্বকের যত্নে 100% কেমিক্যালমুক্ত কোন হারবাল product খুঁজছেন? কেমিক্যালমুক্ত, নির্ভেজাল এই ফেসপ্যাকটি তৈরি করা হয়েছে জাফরান এবং কাঠবাদাম সহ আরো কিছু উপাদান দিয়ে। নিয়মিতব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জল, কোমল ও লাবণ্যময়। কাঠবাদামের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বক এর জন্য দারুন কাজ করে । জাফরান ত্বকে আনে বাড়তি উজ্জ্বলতা। এছাড়া নিম পাতা,হলুদ, চন্দন, মুলতানি মাটি, চালের গুঁড়ো সহ আরো কিছু ভেষজ উপাদান সমৃদ্ধ এই ফেসপ্যাকটি ত্বকের জন্য খুবই উপকারি।

তাহলে আর দেরি কেন? অর্ডার করে ফেলুন আপনার পছন্দের Glowing Face Pack টি।

Glowing Face Pack:
🌼ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে।
🌼ত্বক উজ্জ্বল করে।
🌼ত্বক মসৃণ করে।
🌼ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
🌼 নিয়মিত ব্যবহারে ব্রন ও ব্রনের দাগ দূর করে।

👍আমাদের Glowing Face Pack এ আছে কাঠবাদাম, জাফরান, নিম পাতা, হলুদ, চালের গুঁড়ো, বেসন, মসুরের ডাল সহ আরো কিছু ভেষজ উপাদান।

👍 স্বাভাবিক তাপমাত্রায় প্যাকটি একমাস ভালো থাকবে। আরো বেশি দিন সংরক্ষণ করতে হলে নরমাল ফ্রিজে রেখে অনায়াসে ব্যবহার করতে পারবেন।

🌼 সাধারণ ও তৈলাক্ত ত্বকের জন্য: ১ টেবিল চামচ পাউডার ও ২ টেবিল চামচ পানি মিশিয়ে মুখে গলায় ও হাতে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

🌼 শুষ্ক ত্বকের জন্য: ১ টেবিল চামচ পাউডার ১ টেবিল চামচ পানি এবং ১ টেবিল চামচ দুধ অথবা ১ চামচ মধু মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

👍 Glowing Face Pack টি ব্যবহারের ৫ মিনিট আগে ভিজিয়ে রাখুন। এতে বিদ্যমান জাফরান ও অন্যান্য উপাদান ভালো ভাবে মিশতে পারবে।
👍 ঘুমানোর আগে অথবা বাইরে থেকে এসে ফেইস প্যাক টি ব্যবহার করতে হবে।
ব্যবহারের পরে রোদে যাওয়া যাবেনা।
👍 ভালো ফলাফল পেতে অন্তত সপ্তাহে দুইদিন প্যাকটি ব্যবহার করবেন।

Price: 220 taka only

আপনাদের জন্য তৈরি করেছি ৩০ টির ও বেশি প্রাকৃতিক উপাদান থেকে "Mixed Organic Hair Oil."এই হেয়ার অয়েল ব্যবহারে চুল পরা, চুল...
11/07/2021

আপনাদের জন্য তৈরি করেছি ৩০ টির ও বেশি প্রাকৃতিক উপাদান থেকে "Mixed Organic Hair Oil."
এই হেয়ার অয়েল ব্যবহারে চুল পরা, চুলের আগা ফাটা, মাথায় খুশকি হওয়া, অসময়ে টাক পড়ে যাওয়া, এইসব সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

🌿 অরগানিক হেয়ার অয়েল সম্পুর্ন ভেষজ গুণসম্পন্ন উপাদান এবং অর্গানিক তেল এর সমন্বয়ে তৈরি, এই তেলে কোনো প্রকার রঙ এসেন্স বা প্রিজারভেটিভ ইউজ করা হয়নি। কোনো প্রকার কেমিকেল ইউজ না করার জন্য এর কোনো সাইড ইফেক্টও নেই।

#কার্যকারিতাঃ-

☘ চুল পড়া কমাবে ৩ সপ্তাহে।
☘ নতুন চুল গজাবে ১.৫ থেকে ২ মাসে।
☘ মাথার ত্বকে যে কোনো ছত্রাকজনিত সমস্যা বা খুশকি হ্রাস করতে সহায়তা করে এবং মাথার ত্বককে স্বাস্থ্যকর করে তুলবে।
☘ চুল কালো করতে সহায়তা করে এবং চুলের উজ্জলতা বাড়ায়।
☘ চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলের শুষ্কতা রোধ করে।
☘️মাসে কমপক্ষে ২-৩ ইঞ্চি চুল লম্বা করতে সহায়তা করে।

🚍 ঢাকার মধ্যে সর্বোচ্চ ২-৩ দিন, এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৫-৬ দিনের মধ্যে আমাদের ডেলিভারি সম্পন্ন হয়।

📥 অর্ডার করতে ইনবক্স করুন ❤️

AURU - Organic Care এর সকল organic product পাচ্ছেন সাস্রয়ী মূল্যে।চিনা বাদাম ১০০ গ্রাম: ৫০টাকাকিসমিস ১০০ গ্রাম: ৬০টাকাআ...
11/07/2021

AURU - Organic Care এর সকল organic product পাচ্ছেন সাস্রয়ী মূল্যে।

চিনা বাদাম ১০০ গ্রাম: ৫০টাকা
কিসমিস ১০০ গ্রাম: ৬০টাকা
আখরোট ১০০ গ্রাম: ১৯০টাকা
পেস্তা বাদাম ১০০ গ্রাম: ২১০ টাকা
কাঠ বাদাম ১০০ গ্রাম: ১০০ টাকা
সল্টেড কাজু ১০০ গ্রাম: ১০০ টাকা
জাফরান ১ গ্রাম:২৬০টাকা
চিয়া সীড ১০০ গ্রাম: ৬৫টাকা

বর্ষাকালে চুলের যত্ন:বর্ষাকালে আবহাওয়া অন্যান্য সময় থেকে একটু ভিন্ন থাকে। বৈচিত্র্যময় এই ঋতু উপভোগ করতে সকলেরই বেশ ভা...
03/07/2021

বর্ষাকালে চুলের যত্ন:

বর্ষাকালে আবহাওয়া অন্যান্য সময় থেকে একটু ভিন্ন থাকে। বৈচিত্র্যময় এই ঋতু উপভোগ করতে সকলেরই বেশ ভালো লাগে! রোদ, বৃষ্টি আর ঝড়‌ এর একটা মিশ্র আবহাওয়া বিরাজ করে এই ঋতুতে। আমাদের শরীরকে এই আবহাওয়ায় মধ্যে মানিয়ে নিতে অনেক বেগ পেতে হয়।

সবাই নিশ্চয়ই খেয়াল করছেন আগে থেকে তুলনায় চুল পড়া অনেক বেশি বেড়ে গেছে এই সময়ে।বর্ষাকালে ঝরঝরে সুন্দর মসৃণ চুল পেতে হলে যা যা করতে হবে।

*সপ্তাহে অন্তত দুই দিন সমপরিমাণ অর্গানিক হেয়ার অয়েল ও ক্যাস্টর অয়েল হালকা গরম করে মাথায় মাসাজ করতে হবে। আলতো ভাবে আঙ্গুল দিয়ে সার্কুলার মুভমেন্ট এর সাহায্যে পুরো চুল মাসাজ করতে হবে।

*মেথির গুড়ার সাথে ডিম অথবা টকদই মিশিয়ে পুরো চুলে লাগিয়ে একঘন্টা পরে শ্যাম্পু করে ফেলতে হবে। মেথি গুঁড়া লাগানোর ২/৩ ঘণ্টা আগে ভিজিয়ে রাখলে ভালো। খেয়াল রাখতে হবে যেন প্যাকটা বেশি ঘন না হয় আবার বেশি পাতলাও না হয়। সপ্তাহে দুই দিন এই প্যাক লাগানোর চেষ্টা করবেন। এইভাবে তিন মাস ব্যবহার করলে নতুন চুল গজাবে তার সাথে চুল পড়া বন্ধ হয়ে যাবে।

AURU - Organic Care -এ আছে মিক্সড অর্গানিক হেয়ার অয়েল, মেথি পাউডার, হেয়ার প্যাক- যাতে মেথি দেওয়া আছে এবং অ্যালোভেরা মেথি অয়েল। এখনি অর্ডার করে চুলের যত্ন নিতে শুরু করেন!

Glowing Face Pack:🌼ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে।🌼ত্বক উজ্জ্বল করে।🌼ত্বক মসৃণ করে।🌼ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।🌼 নিয়...
20/06/2021

Glowing Face Pack:
🌼ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে।
🌼ত্বক উজ্জ্বল করে।
🌼ত্বক মসৃণ করে।
🌼ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
🌼 নিয়মিত ব্যবহারে ব্রন ও ব্রনের দাগ দূর করে।

👍আমাদের Glowing Face Pack এ আছে কাঠবাদাম, জাফরান, নিম পাতা, হলুদ, চালের গুঁড়ো, বেসন, মসুরের ডাল সহ আরো কিছু ভেষজ উপাদান।

👍 স্বাভাবিক তাপমাত্রায় প্যাকটি একমাস ভালো থাকবে। আরো বেশি দিন সংরক্ষণ করতে হলে নরমাল ফ্রিজে রেখে অনায়াসে ব্যবহার করতে পারবেন।

🌼 সাধারণ ও তৈলাক্ত ত্বকের জন্য: ১ টেবিল চামচ পাউডার ও ২ টেবিল চামচ পানি মিশিয়ে মুখে গলায় ও হাতে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

🌼 শুষ্ক ত্বকের জন্য: ১ টেবিল চামচ পাউডার ১ টেবিল চামচ পানি এবং ১ টেবিল চামচ দুধ অথবা ১ চামচ মধু মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

👍 Glowing Face Pack টি ব্যবহারের ৫ মিনিট আগে ভিজিয়ে রাখুন। এতে বিদ্যমান জাফরান ও অন্যান্য উপাদান ভালো ভাবে মিশতে পারবে।
👍 ঘুমানোর আগে অথবা বাইরে থেকে এসে ফেইস প্যাক টি ব্যবহার করতে হবে।
👍 ব্যবহারের পরে রোদে যাওয়া যাবেনা।
👍 ভালো ফলাফল পেতে অন্তত সপ্তাহে দুইদিন প্যাকটি ব্যবহার করবেন।

Price: 230 taka only

Hair Growth Powderএতে আছে আমলকি, মেথি, কালিজিরা সহ আরো কিছু ভেষজ উপাদান যা শুধু চুল পড়া বন্ধ করবে না চুলকে করবে ঘন, কাল...
19/06/2021

Hair Growth Powder

এতে আছে আমলকি, মেথি, কালিজিরা সহ আরো কিছু ভেষজ উপাদান যা শুধু চুল পড়া বন্ধ করবে না চুলকে করবে ঘন, কালো, লম্বা।
🍀 সবগুলো উপাদান চুলের জন্য অনেক ভালো কাজ করে।
🍀 মেথি চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে সাহায্য করে।
🍀 কালোজিরা চুলের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি চুলকে করে কালো। চুলের গোড়া মজবুত করতে, চুলকে ভালো রাখতে, অকালে চুল পেকে যাওয়া থেকে বাঁচাতে আমলকি সাহায্য করে।

চোখের নিচে কালো দাগের সমস্যা কমবেশি অনেকেরই রয়েছে। তবে এই সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই। কম ঘুমানো/ দুশ্চিন্তা/ হ...
19/04/2021

চোখের নিচে কালো দাগের সমস্যা কমবেশি অনেকেরই রয়েছে। তবে এই সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই।

কম ঘুমানো/ দুশ্চিন্তা/ হরমোনের পরিবর্তন অথবা জেনেটিক্যালি যে কোনো কারণেই হতে পারে চোখের নিচের কালো দাগ। তবে যত্ন নিলে একেবারে চলে যাবে এই কালো দাগ ও চোখের নিচে পড়া বলিরেখাও।

তবে এই সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই আমাদের ✅"Pure Organic UnderEye Whitening Cream" এর মাধ্যমে।

(ন্যচারাল তাই কোন সাইড ইফেক্টস নেই + পারমানেন্টলি কাজ করবে ১০০% গ্যারান্টেড)

✅ প্রাইজঃ
৩৫০টাকা (২০গ্রাম)
৮০০টাকা (৬০গ্রাম)

চুল হল নারীর সৌন্দর্য , আর এই সৌন্দর্যকে ধরে রাখতে তেলের বিকল্প কিছু নেই।চুলের সকল সমস্যার সমাধান আমাদের এই তেল। 😍😍এতে আ...
12/04/2021

চুল হল নারীর সৌন্দর্য , আর এই সৌন্দর্যকে ধরে রাখতে তেলের বিকল্প কিছু নেই।
চুলের সকল সমস্যার সমাধান আমাদের এই তেল।
😍😍
এতে আছে পিওর নারিকেল তেল, ,কালোজিরা, নিম পাতা, জবা, ইত্যাদি।
এছাড়াও রয়েছে আমলকি, মেথি, হরতকী, বহেরা, এলোভেরা,আদা, রসুন, মেহেদী পাতা,শিকাকাই,রিঠা, পেঁয়াজ, তেজপাতা, আরো আমাদের সিক্রেট উপাদান 😍😍 যা চুলের সকল সমস্যা সমাধান করবে এবং চুলের প্রান ফিরিয়ে দিবে।
উপকারীতা:
🔶 নারকেল তেল : হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে, ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে। নিয়মিত ব্যবহারে চুল লম্বা করে।

🔶ক্যাস্টর অয়েল : মাথার ত্বকের PH ব্যালেন্স করে চুল পড়া ও চুল ভেঙে যাওয়া রোধ করে।

🔶কালোজিরাঃ নতুন চুল গজাতে সাহায্য করে ,চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলের স্বাস্থ্য ভালো রাখে

🔶 নিম পাতাঃ মাথার ত্বকের শুষ্কতা ও চুলকানি দূর করে, মাথার ত্বকের মাইক্রোবায়াল দূর করে।

🔶 জবাঃ চুল কালো ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

🔶 আমলকিঃ এতে থাকা আয়রন ও ক্যারোটিন চুল বৃদ্ধিতে সাহায্য করে এবং এতে উপস্থিত ভিটামিন সি ও ফ্যাটি এসিড চুল পাকা ও চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে।

🔶মেথিঃ চুলের গোড়া মজবুত ও চুলের রুক্ষতা দূর করে চুল মসৃণ করতে সাহায্য করে।

🔶 হরতকিঃ চুলের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে।

🔶 অ্যালোভেরাঃ চুলের উজ্জ্বলতা বাড়ায় ও খুশকি দূর করে।

🔶 আদাঃ একটি খুশকি দূর ওপরা রোধ করে। এবং গোড়া কে মজবুত করে।

🔶 রসুনঃ চুলের সংক্রামণজাতীয় সমস্যা দূর করে।

🔶মেহেদি পাতাঃ খুশকি দূর করে, চুলের রুক্ষতা ও আগা ফাটা রোধ করে। সাদা চুল ঢেকে ফেলে।

🔶 পেঁয়াজঃ নতুন চুল গজায় এবং গোঁড়া মজবুত করে।

🔶শিকাকাইঃ এন্টি ফাঙ্গাল ও খুশকি নিরাময় সাহায্য করে।

🔶 রিঠাঃ মাথার একজিমা ও উকুন দূর করে এবং চুল পরিষ্কার করে।

🔶 বহেরাঃ অকালে টাক হওয়া রোধ করে।

🔶 তেজপাতাঃ চুল পড়া বন্ধ করে ও চুলের গোড়া মজবুত করে।

এছাড়াও আরো অনেক সিক্রেট উপাদান রয়েছে যা চুলে ম্যাজিকের মতো কাজ করে।

💆ব্যাবহারবিধিঃ
নরমাল তেলের মতই ব্যবহার করা যায়। তবে চুলে তেল দেওয়ার সময় কুসুম গরম করে নেওয়া ভালো☺
গোসলের ১-৪ ঘন্টা রাখা যথেষ্ট।

#সর্বদা মোটা চিরনী / কাঠের চিরনী ব্যবহার করা উওম,,, এতে রক্ত চলাচল ভালো করে।

🍐ত্বীন ফল আশ্চযর্জনক ও বিস্ময়কর এক ফলের নাম ডুমুর বা ত্বীন ফল। স্বয়ং আল্লাহ তা'য়ালা পবিত্র কোরআনে যার বণর্না করেছেন। আল...
05/04/2021

🍐ত্বীন ফল

আশ্চযর্জনক ও বিস্ময়কর এক ফলের নাম ডুমুর বা ত্বীন ফল। স্বয়ং আল্লাহ তা'য়ালা পবিত্র কোরআনে যার বণর্না করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামীন সুরা ত্বীনের ১-৪ নাম্বার আয়াতে ত্বীন ও যাইতুন ফলের কসম খেয়েছেন। আর আল্লাহ তা'য়ালা যে জিনিসকে নিয়ে কসম করেন তা অবশ্যই উত্তম।

ত্বীন ফলের উপকারিতা সম্পর্কে মেডিকেল সাইন্সে প্রমাণিত অনেক তথ্য আছে যাতে নিম্নে উল্লিখিত গুনাগুন পাওয়া যায়-

🔹 ত্বীন ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে রাখে।

🔹 ত্বীন ফল গর্ভবতী মা ও শিশুর রক্তশূন্যতা রোধ করে।

🔹 ত্বীন ফল রক্তে ক্ষতিকর সুগারের পরিবর্তে ন্যাচারাল সুগার তৈরি করে ব্যালান্স রক্ষা করে।

🔹 ত্বীন ফল নারী ও পুরুষের যৌন শক্তি বৃদ্ধি করে

🔹 ত্বীন ফল চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। শিশুদের দৃষ্টিশক্তি বাড়াতে ত্বীন ফল একান্ত অপরিহার্য।

🔹 ত্বীন ফল শরীরের অপ্রয়োজনীয় মেদ বা চর্বি কমায়।

🔹 ত্বীন ফল হার্ট এটাকের ঝুঁকি কমায়।

🔹 মরণব্যাধি ডায়বেটিস নিয়ন্ত্রনে রাখে। ইনসুলিনের ওপর নির্ভরশীল ডায়াবেটিক রোগীদের জন্য ত্বীন ফল খুবই উপকারী।

🔹 ত্বীন ফল শরীরের ক্যালসিয়ামের শূন্যতা পূরণ করে।

🔹 ত্বীন ফল ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

🔹 দুর্বলতায় ভোগেন এমন ব্যক্তির জন্য ত্বীন ফল খুবই উপকারী। বিশেষ করে মুখ, জিভ বা ঠোঁট ফাটার সমস্যা থাকলে তা নিরাময় করতে সাহায্য করে।

🔹 প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য ও পাইলস প্রতিরোধে সহায়তা করে।

🔹 শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে।

🔹শ্বাসকষ্ট ও হাঁপানি রোগ নিরাময়েও সহায়তা করে।

🔹 যাদের দুধ ও দুধের তৈরি খাবারে অ্যালার্জি আছে তাঁরা ক্যালসিয়ামের ঘাটতির পূরণের জন্য নিয়মিত ত্বীন ফল খান। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম।

আপনাদের জন্য তৈরি করেছি ৩০ টির ও বেশি প্রাকৃতিক উপাদান থেকে "Homemade Organic Hair Oil."এই হেয়ার অয়েল ব্যবহারে চুল পরা, ...
22/03/2021

আপনাদের জন্য তৈরি করেছি ৩০ টির ও বেশি প্রাকৃতিক উপাদান থেকে "Homemade Organic Hair Oil."
এই হেয়ার অয়েল ব্যবহারে চুল পরা, চুলের আগা ফাটা, মাথায় খুশকি হওয়া, অসময়ে টাক পড়ে যাওয়া, এইসব সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

🌿 অরগানিক হেয়ার অয়েল সম্পুর্ন ভেষজ গুণসম্পন্ন উপাদান এবং অর্গানিক তেল এর সমন্বয়ে তৈরি, এই তেলে কোনো প্রকার রঙ এসেন্স বা প্রিজারভেটিভ ইউজ করা হয়নি। কোনো প্রকার কেমিকেল ইউজ না করার জন্য এর কোনো সাইড ইফেক্টও নেই।

#কার্যকারিতাঃ-

☘ চুল পড়া কমাবে ৩ সপ্তাহে।
☘ নতুন চুল গজাবে ১.৫ থেকে ২ মাসে।
☘ মাথার ত্বকে যে কোনো ছত্রাকজনিত সমস্যা বা খুশকি হ্রাস করতে সহায়তা করে এবং মাথার ত্বককে স্বাস্থ্যকর করে তুলবে।
☘ চুল কালো করতে সহায়তা করে এবং চুলের উজ্জলতা বাড়ায়।
☘ চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলের শুষ্কতা রোধ করে।
☘️মাসে কমপক্ষে ২-৩ ইঞ্চি চুল লম্বা করতে সহায়তা করে।

🚍 ঢাকার মধ্যে সর্বোচ্চ ২-৩ দিন, এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৫-৬দিনের মধ্যে আমাদের ডেলিভারি সম্পন্ন হয়।

📥 অর্ডার করতে ইনবক্স করুন ❤️

Address

Dhanmondi/32
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801572700886

Website

Alerts

Be the first to know and let us send you an email when AURU - Organic Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AURU - Organic Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram