Kari Gous Uddin Ahmed

Kari Gous Uddin Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kari Gous Uddin Ahmed, Karigousuddinahmed@gmail, com, Dhaka.

12/08/2025
09/08/2025

#বাউল somrat Kari amir Uddin Ahmed Gous Uddin Jalali ...

19/03/2025

ফেইচবুকে বন্দু সংখ্যা বেশি হওয়ায় দুটি আইডি চালু করি এতে ও সম্ভব না হওয়ায় এই পেজ খুলেছি তাই পেজে যোগ দেওয়ার আহবান জানাচ্ছি

08/10/2024

আজকের লেবানন আপডেট ০৭.১০.২০২৪

সিলেটের ওসমানি নগর থানার সাদিপুর ইউনিয়নের প: গুজাতলী - সম্মানপুর (মোকাম পাড়া)গ্রামের বহুল আলোচিত শিল্পী ক্বারী গৌছ উদদীন...
11/09/2023

সিলেটের ওসমানি নগর থানার সাদিপুর ইউনিয়নের প: গুজাতলী - সম্মানপুর (মোকাম পাড়া)গ্রামের বহুল আলোচিত শিল্পী ক্বারী গৌছ উদদীন আহমেদ কে গুম-খুনের উদ্দ্যেশ্যে গত ১/৪/২৩ ইংরেজি তারিখে অপহরন ও পরে লোকজন কর্তৃক মুক্ত করা এবং এর পর অদ্যাবদী গুম হত্যার উদ্দেশ্যে বার বার অপহরনের চেষ্টায় লিপ্ত থাকা সুন্দিখলা গ্রামের মৃত জহির উল্যার ছেলে ফারুক, মৃত মনোফর আলীর ছেলে আব্দুল তাহিদ, আব্দুল কাদির, ফারুক এর ছেলে পাবেল, জুবেল,জুয়েল,রেখাত উল্যার ছেলে দিলদার চালাত উল্যার ছেলে শাহিন মোকাম পাড়ার লালিমের ছেলে সন্ত্রাসী ঈমন মৃত মহররম উল্যার ছেলে শীর্ষ-সন্ত্রাসী ছাকির মৃত শানু মিয়ার পুত্র শীর্ষ-সন্ত্রাসী বেলাই আজেফর মোল্লার ছেলে আমীর, কতিত সলিসিটার নামে খ্যাত আংছার উদ্দিন আছারের পুত্র এমরান গং-অন্যান্য সকল সন্ত্রাসী অপরাধীদেরনামে - মাননীয় জেলা প্রশাসক - জেলা পুলিশ সুপার সিলেট - উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমানী নগর - থানার অফিসার ইনচার্জ ওসমানী নগর মহোদয় বরাবর নিজের ও পরিবারের সবার সার্বিক নিরাপত্ত্বার জন্য আমার দায়ের কৃত দরখাস্ত মামলার অভিযোগ পত্রে অভিযুক্ত সকল সন্ত্রাসী অপরাধীদের বিস্তারিত নাম পরিচয় উল্লেখ করেছি এবং এর রিসিভ কপি অনলাইন অফলাইনে সংরক্কনে রেখেছি - যাহা সময় মতো পাওয়া যাবে ইনশা আল্লা।""""""""""""" """"""""""""""""""" যদি কখন ও আমাকে বা আমার বড় ভাই অথবা পরিবারের অন্যান্য কারো সাথে যে কোনু ধরনের অপ্রীতিকর কিছু হলে এরা দায়ী এই অপরাধীদের কেই ধরতে হবে। আর এই লেখা আমার অনলাইন জিডি হিসাবে লক্ক লক্ক মানুষের সামনে উপস্থাপন করিলাম যাহা সারা দেশের বিচার বিভাগ ও প্রশাসনিক সব দপ্তর তথা আর্মি-পুলিশ- র‍্যাব-ডিবি সহ সবার উদ্দেশ্য অনলাইন জিডি । """""""""""""""" ”" আমার দায়ের কৃত মামলার তদন্তের জন্য আই ও আসিলে আসামী সুলেমান(স্বরলীপি আর্ট) সন্ত্রাসী সাকির এমরান আব্দুল তাহিদ ফারুক দিলদার বেলাই গং সন্ত্রাসীদের জন্য আমার সাক্কীগন সাক্কী দিতে পারে না। তারা আমার সাক্কিদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে সাক্ক্য দেওয়া থেকে বিরত রাখে এবং ঘুস বানিজ্যের মাধ্যমে সত্য মামলা কে মিথ্যা বানানোর চেষ্টা করে। তদন্তের সময় উল্লেখিত আসামীরা সাক্কিদের মুখের উপর বসে থাকে এবং তদন্ত অফিসার কে সবাই মিলে স্যার স্যার বাবাজি বাবাজি বলে সবাই মিলে বেরিকেট দিয়ে আসামী আব্দুল তাহিদের বাড়ীতে নিয়ে চা নাস্তা খাওয়াইয়া খাতির জমানির মাধ্যমে নিজেদের বাদ্য করার চেস্টা করে এবং তাদের অপরাধ লুকানুর সর্বাত্মক প্রচেস্টা চালায়। অথচ তাদের সন্ত্রাস ও অপহরন চেষ্টার কারনে গত ২/৪/২৩ ইংরেজি তারিখ হতে আমি বাড়ীতে যেতে পারছি না। এ ব্যপারে বিচার প্রশাসনের দৃস্টি আকর্ষন করছি। এছারা মামলার খরছ চালাইবার কথা বলে তাদের লোক সহ গ্রামের নিরিহ লোকদের কাছ থেকে চাদা তুলে চাদার টাকার একাংশ দিয়ে সত্য মামলা মিথ্যা বানানোর জন্য গুস বানিজ্য করে ও বাকি টাকা দিয়ে পেট বানিজ্য করছে । চাদার টাকা দিয়ে যারা এদের অন্যায় অপরাধ কাজে সহযোগিতা করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাই আমি বলছি আর কেহ চাদা দিবেন না।

Address

Karigousuddinahmed@gmail, Com
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kari Gous Uddin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram