Mehrab Health Care and General hospital

Mehrab Health Care and General hospital This page is all about make money on youtube bangla tiuturial,more specifically how tw make

09/01/2022

বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

* চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

* পাঁচটি জিনিস খাবার থেকে যত পারেন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

* পাঁচটি জিনিস খাবারে যত পারেন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সবজি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

* মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

* ছয়টি জিনিসের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

* সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

* পাঁচটি জিনিস কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

*সব সময় নিজেকে সুস্থ্য রাখতে সচেতন হোন*
“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”


--ডাঃনাজমুল হাসান (সোহেল)

01/07/2021
18/06/2021

বিসমিল্লাহির রহমানির রাহিম

সন্মানিত অষ্টগ্রাম , মিঠামইন ও ইটনা বাসি আসসালামু আলাইকুম......

আগামী ১৮-০৬-২০২১ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে রাত ৮টা পযর্ন্ত রোগী দেখবেন( ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( পি.জি হাসপাতাল) হতে আগত...

ডাঃ নাজমুল হাসান ভূঁইয়া (সোহেল)
এম.বি.বি.এস;বি.সি.এস(স্বাস্থ্য)

এবং আরও রোগী দেখবেন

গাইনী,প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ডাঃমাহমূদা আক্তার শারিফা
এম,বি,বি,এস; পি,জি,টি (গাইনি এণ্ড অবস);ডি,এম,ইউ (আল্ট্রাসনোগ্রাফী)

♣ডাঃ মোঃরিয়াসাত কবির
এম.বি.বি.এস.
প্রতিদিন রোগী দেখেন এবং আল্ট্রাসনোগ্রাম করেন

এবং প্রতিদিন ২৪ ঘন্টা রোগী দেখছেন ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাঃআশরাফ উদ্দিন আহমেদ (স্বপন)।
তাহলে আজি চলে আসুন আপনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে...
মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটাল এটি একটি অত্যাধুনিক ডায়াগনস্টিক ও বিশেষজ্ঞ সেন্টার।
রাইজা ভবন, পুরাতন ডাক বাংলা,অষ্টগ্রাম,কিশোরগঞ্জ
সিরিয়ালের জন্য যোগা যোগ করবেন,,এই নাম্বারে- ০১৭১৫-১২৫৬৯৪

প্রতি সাপ্তাহের মধ্যে শুক্রবার সারাদিন রোগী দেখেন ডাঃ মোঃ নাজমূল হাসান ভূইয়া (সোহেল)রোগী দেখার সময় :সকাল ৯:০০ হতে রাত ১০...
14/06/2021

প্রতি সাপ্তাহের মধ্যে শুক্রবার সারাদিন রোগী দেখেন ডাঃ মোঃ নাজমূল হাসান ভূইয়া (সোহেল)

রোগী দেখার সময় :সকাল ৯:০০ হতে রাত ১০:০০ পযর্ন্ত

ঠিকানা: মেহরাব হেলথ্ কেয়ার & জেনারেল হাসপাতাল অষ্টগ্রাম,কিশোরগঞ্জ

সিরিয়ালের জন্য নাম্বার: 01715-125694, 01996-306088

ফ্রি মেডিকেল ক্যাম্প , অসহায় ও দরিদ্র মানুষের পাশে ।ডাঃমোঃ নাজমুল হাসান ভূঁইয়া (সোহেল)
11/06/2021

ফ্রি মেডিকেল ক্যাম্প , অসহায় ও দরিদ্র মানুষের পাশে ।

ডাঃমোঃ নাজমুল হাসান ভূঁইয়া (সোহেল)

11/06/2021
11/06/2021

Address

Astogram, Kishorganj
Dhaka
2380

Telephone

+8801716030316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehrab Health Care and General hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mehrab Health Care and General hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram