Dhaka Drugs & Beauty Care

Dhaka Drugs & Beauty Care Dhaka Drugs & Beauty Care is an ePharmacy which is currently supplying all kind of medicines, health

ঘাড় ব্যথার সহজ সমাধান ও বৈজ্ঞানিক ব্যায়াম  | Scientifically proven exercises to relieve neck pain | DPRC Hospital | Dr...
04/08/2025

ঘাড় ব্যথার সহজ সমাধান ও বৈজ্ঞানিক ব্যায়াম | Scientifically proven exercises to relieve neck pain | DPRC Hospital | Dr.Md.Shafiullah Prodhan | ডিপিআরসি | DPRC_HOSPITAL | Dhaka Pain Hospital | DPRC Bangladesh | dprc hospital reviews | DPRC Hospital Ltd | dprc hospital address | pain paralysis hospital | pain paralysis treatment | অপারেশনবিহীন চিকিৎসা দেয়া হয় ডিপিআরসি হাসপাতালে | কোমর ব্যথার চিকিৎসা | ঘাড় ব্যথার চিকিৎসা | হাঁটু ব্যথার চিকিৎসা | হিপ জয়েন্ট ব্যাথার চিকিৎসা | পায়ের তালুতে ব্যথার চিকিৎসা | প্যারালাইসিস এর চিকিৎসা | ডিপিআরসি হাসপাতাল সংবাদ | শরীরের গিরায় গিরায় ব্যথার চিকিৎসা | পঙ্গুত্বের চিকিৎসা | সারা শরীর ব্যথার চিকিৎসা | Avascular necrosis Treatment | AVN Treatment | Prolapse lumbar intervertebral disc | PLID Treatment | ডিস্ক প্রলাপস জনিত ( PLID) কোমর ব্যথা | Pelvic inflammatory disease | PID Treatment | Spondyloarthritis Treatment | SPA Treatment | OA Treatment

​ ​ ​ ​ ​ ​ ​ #ডিপিআরসি​ ​ ​ ​ ​ ​ ​ #ডিপিআরসি_hospital​ ​ ​ ​ ​ ​ ​

About DPRC (DPRC Hospital)
DPRC Hospital Ltd is the largest with different site branches, well-known, registered best privet physiotherapy centers in Bangladesh. The DPRC Hospital Ltd works with governments and educational bodies to try to ensure that a quality physiotherapy service is available when and where you need it. We know just how important it is for people to keep moving right throughout their life. Our goal is to provide a healing environment and practice physiotherapy at the highest possible level.
People often suffer from back, neck, knee & shoulder pain silently. No matter what you are experiencing, we have the right Physiotherapy treatment that can help you. If you are suffering from back, neck, knee & shoulder pain and want to get rid of it, you need to try May physiotherapy treatment. Your health is very important to us and that’s why we always do our best to help many patients.
Our physiotherapy treatment is far advanced than others. If you have back, neck, & shoulder pain questions, we would be glad to answer for you. Whether you need help or information we can help you for any pain problem. Find out more about your pain paralysis and rehabilitation with our online system.
The good news is that most back problems can be treated with no surgical method.
-Thank You

আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা দিচ্ছে ডিপিআরসি হাসপাতাল

দেশেই অপারেশনবিহীন আন্তর্জাতিকমানের রিহেব-ফিজিও চিকিৎসাসেবা দিচ্ছে ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। নগরীর শ্যামলীর রিং রোডে ২০০৪ সালে যাত্রা শুরু করে এ হাসপাতাল। ডিপিআরসি একটি সর্বাধুনিক মানসম্মত হাসপাতাল। যেখানে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ যন্ত্রপাতি রয়েছে।
এখানে অপারেশনবিহীন হাঁটু, কোমর ব্যথা ও ঘাড় ব্যথা, মেরুদণ্ডের ব্যথায় চিকিৎসা করা হয়। সব ধরনের আর্থ্রাইটিস, স্পন্ডালাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, হাড় ও কোমর জোড়ার ক্ষয়, স্ট্রোকজনিত প্যারালাইসিস ও স্ট্রোক পরবর্তী চিকিৎসা (শরীরের এক পাশে বা উভয় পাশে প্যারালাইসিস), অপারেশনের পর হাত পা শুকিয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়।

আলোচনা করেছেন, বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ডিজ্যাবিলিটি ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ ডা: মো: সফিউল্যাহ প্রধান ।লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে থাকুন। সুস্থ্য থাকুন। সাথেই থাকুন।

✺ডা. মোঃ সফিউল্যাহ্ প্রধান
বাত ব্যথা প্যারালাইসিস ডিজ্যাবিলিটি ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯
✺সিরিয়ালের জন্য ফোনঃ
+8801997702001, +8801997702002 , 09666774411
¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯
✺আমাদের এর ঠিকানাঃ-
DPRC
12/1 Ring Road, shyamoli Dhaka-1207, Bangladesh.
(ডিপিআরসি , 12/1 রিং রোড শ্যামলি ঢাকা-১২০৭ বাংলাদেশ)
––––––––––––––––––––––––––––––––––––––––
আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুনঃ https://goo.gl/w3RWzM​
¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯
✺আমাদের ওয়েবসাইটঃ www.dprcbd.com
✺আমাদের ফেসবুক পেজঃhttps://goo.gl/rU2Ee6​
✺আমাদের ফেসবুক পেজঃhttps://goo.gl/Rhk3Tq​
✺আমাদের টুইটারঃhttps://goo.gl/MZzxQk​
✺আমাদের লিংকদিন পেজঃhttps://goo.gl/e7k7SU

সহযোগী অধ্যাপক ড. মোঃ সফিউল্যাহ্ প্রধান, পিএইচডি, এমএস (ডিজএবিলিটি এন্ড রিহ্যাবিলিটেশন), বিএসপিটি, ডিইউ, নিটোর-পঙ্.....

01/09/2022
01/09/2022

দেশের প্রকৌশলীরা চীনের লুকিয়ে রাখা প্রযুক্তি হটিয়ে নিজেদের প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুরের পার্বতীপুর ডিজেল ওয়ার্কশপে সচল করেছে ৫টি ডেমু ট্রেন।
সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে ২০ সেট ডেমু ট্রেন আমদানি করা হয় ২০১৩ সালে। উদ্দেশ্য ছিল ওই ট্রেনের মাধ্যমে কাছাকাছি দূরত্বে ব্যাপক যাত্রী পরিবহন করা। চীনের তানশাং ইন্টারন্যাশনাল ও ডানিয়াল টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ওই ডেমু ট্রেনের নির্মাতা। কম্পিউটার নিয়ন্ত্রিত ওই ট্রেনগুলো এক ধরনের বিশেষ সফটওয়্যার দিয়ে পরিচালিত, যে প্রযুক্তি কখনোই সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশকে হস্তান্তর করেনি। এর মডিউল বিকল হলে নতুন মডিউলের সঙ্গে সফটওয়্যার সেটআপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিত। এর জন্য ধরনা দিতে হত চীনা প্রকৌশলীদের কাছে। যা ছিল অনেক ব্যয়বহুল। একটি ডেমুতে ৪০টি মডিউল রয়েছে। যার এক একটির দাম প্রায় ৭ লাখ টাকা। চীনা প্রকৌশলীরা প্রযুক্তি হস্তান্তর না করায় একটার পর একটা ট্রেন বিকল হতে থাকে।
২০২০ সালে মেরামতের অভাবে ট্রেনগুলো বিকল হয়ে যায়। এসব সচল করতে চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত মহাপরিচালক জনাব মো. মঞ্জুর উল আলম চৌধুরী দেশি প্রকৌশলীদের সহযোগিতা নিয়ে ডেমু ট্রেন মেরামতে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে উদ্যোগী হন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ও আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সহযোগিতা চাওয়া হয়। জনাব আসাদুজ্জামান ডেমু নিয়ে গবেষণা শুরু করেন। গবেষণাগার হিসেবে তিনি বেছে নেন সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবের একটি কক্ষ। ৭২ দিনের প্রচেষ্টায় তিনি উদ্ভাবন করে ফেলেন বাস-ট্রাকের মতই ডেমু চালানোর প্রযুক্তি। ব্যয়বহুল মডিউল হটিয়ে দেন তিনি। সেক্ষেত্রে বসানো হয় মাত্র ২টি কন্ট্রোলার। আর চালু হয়ে যায় অচল ট্রেন।
এভাবে ৫ সেট ডেমু সচল করতে সক্ষম হয়েছে বাংলাদেশ রেলওয়ে। দু’মুখে দুটি ইঞ্জিন মাঝখানে একটি কোচ। এরপর পর্যায়ক্রমে লোড বাড়িয়ে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। এভাবে ৮টি ট্রায়াল রানের প্রতিটিতেই সাফল্য এসেছে।
অকেজো ডেমু মেরামত করে আমাদের প্রকৌশলীরা যুগান্তকারী সাফল্য দেখিয়েছেন। একটি ডেমু ট্রেন মেরামতে ব্যয় হয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা, যা আমদানি করা হলে কয়েক গুন বেশি টাকা ব্যয় হত। এ নিয়ে এক্সপেরিমেন্ট (পরীক্ষা-নিরীক্ষা) করতে গিয়ে আমাদের জনবলও দক্ষ হয়েছেন। তাদের মাধ্যমে পরবর্তী মেরামত কাজ সহজ হবে।

01/09/2022

৬ দিনের মধ্যে আপনার রক্তনালী আপনার যখন ২০ বছর বয়স ছিল তখনকার মত

31/08/2022

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয়, যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে।
শুনে চাষী তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায়। গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে। পোশাক পরিচ্ছদ দেখে কোন শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে।
সাথে বেশ কিছু বন্ধু বান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পারে দাঁড়িয়ে বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে। চাষী আর একমুহূর্ত সময় নষ্ট না কোরে জলে ঝাপিয়ে পরে এবং ছেলেটিকে উদ্ধার করেন।
এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি, আগু পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষীর বাড়ির সামনে এসে থামলো।
চাষী কিছুটা ভয় পেয়েছিল বৈকি। এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে কিন্তু তার মুখের স্মিত হাসি চাষীকে কিছুটা আস্বস্ত করেন। তিনি স্মিত হেসে বলেন,
--- "আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়ে ছিলেন?" কৃষক মৃদু হেসে বললেন,
--- "আজ্ঞে হ্যা।" সেই ব্যক্তি এরপর গরিব চাষীর হাত ধরে অশ্রু সজল চোখে বলেন,
--- "আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তবু বলুন আমি আপনার জন্য কি করতে পারি?" চাষী প্রথমে কিছু নিতে রাজি হয় না, শেষ মেষ অনেক অনুরোধের পর বলেন,
--- "দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই। তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করদেন তাহলেই আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।" এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন,
--- "ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে, এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াবো।"
এরপর অনেক বছর কেটে গেছে। চাষীর ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরো গভীর হয়েছে। দুজনেই অত্যন্ত মেধাবী, যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ন আলাদা।ধনীর দুলালের আকর্ষণ রাজনীতি, আর তার বন্ধুর চিকিৎসা বিজ্ঞান।
স্নাতক হবার পর একজন মন দেয় অণুজীব নিয়ে গবেষণায়, আর একজন রাজনীতিতে।গবেষক বন্ধুর এক একটা গবেষণা পত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে। তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে।
এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয়। অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় ফিরে যায়, তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে।
দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন নিজের বন্ধুর। এবং সম্পূর্ন সুস্থ করে তোলেন নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে। কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পূর্ন থাকতো
জানেন এই দুজন কে? সেই চাষীর ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী, পেনিসিলিনের আবিস্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং। আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
বন্ধুত্বের কোনো শেষ নেই। বন্ধুত্ব, এক অমূল্য সৃষ্টি। ওদের ছাড়া জীবন সত্যিই খুব অসম্পূর্ণ। এই পোস্টটা আমাদের গ্রুপের সমস্ত বন্ধুদের উৎসর্গ করলাম ।

31/08/2022

টমাস ফুলার হচ্ছেন একজন আফ্রিকান দাস যিনি 1724 সালে 14 বছর বয়সে দাসত্বে বিক্রি হয়েছিলেন।

গনিতে তার ছিল অসাধারণ পান্ডিত্য যে কারনে কখনো কখনো সে "ভার্জিনিয়ার ক্যালকুলেটর" নামেই মানুষের কাছে অধিক পরিচিতি পেত। তার মাথায় ছিল জটিল গণিত সমস্যা সমাধান করার অসাধারণ ক্ষমতা।

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেড় বছরে কত সেকেন্ড হয়, তিনি প্রায় দুই মিনিটের মধ্যে উত্তর দেন, 47,304,000

আবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ৭০ বছর ১৭ দিন ১২ ঘন্টা বয়সে একজন মানুষ মারা গেলে সে মোট কত সেকেন্ড বেঁচে ছিলেন?

কৃতদাসটি দেড় মিনিটে উত্তর দেয় 2,210,500,800

26/08/2022
19/08/2022

চাঁদের এই ৪৮টি রঙ ক্যাপচার করতে ফটোগ্রাফার মার্সেলা জুলিয়া পেসের ১০ বছর লেগেছে!

18/08/2022

ডাক্তার: "ডায়াবেটিসের প্রধান শত্রু আবিষ্কৃত হয়েছে! শুগারের মাত্রা 4.5-এ নেমে আসবে।

15/08/2022

১৯৯৭ সালে ৫০০ টাকা দিয়ে আমরা কি কি কিনতে পারতাম। এখন কি কিনতে পারি? ডলার ছিলো-৪২ টাকা।

Address

Dhaka
1214

Telephone

+8801709365082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Drugs & Beauty Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Drugs & Beauty Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram