Oxygen for Life

Oxygen for Life This service is run by donation so we are not charging any fee except the refill charge of the oxygen cylinders.

অক্সিজেন সিলিন্ডারের জন্য কল করুন নিচে উল্লেখিত নাম্বারে।
10/02/2022

অক্সিজেন সিলিন্ডারের জন্য কল করুন নিচে উল্লেখিত নাম্বারে।

দিন দিন অবনতি হচ্ছে দেশের করোনা পরিস্থিতির। হাসপাতালে জায়গা মিলছে না অনেক স্থানে। অনেক জেলায় তীব্র সংকট দেখা দিচ্ছে অক্স...
30/07/2021

দিন দিন অবনতি হচ্ছে দেশের করোনা পরিস্থিতির। হাসপাতালে জায়গা মিলছে না অনেক স্থানে। অনেক জেলায় তীব্র সংকট দেখা দিচ্ছে অক্সিজেনের। অক্সিজেন সংকট মোকাবিলায় আমরা “অক্সিজেন ফর লাইফ” উদ্যোগ নিয়েছি। ঢাকা, চাঁদপুর, রংপুর, চট্টগ্রাম ও সিলেটে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে এখন পর্যন্ত আমরা ১০০ জনেরও বেশী করোনা রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌছে দিয়েছি, আলহামদুলিল্লাহ্‌। আপনাদের অক্সিজেন প্রয়োজন হলে কল করুন পোস্টে উল্লেখিত নাম্বারে।

আমরা রোগীদের থেকে শুধুমাত্র রিফিল চার্জ নিয়ে থাকি এছাড়া অক্সিজেন সিলিন্ডারের ভাড়া বাবদ কোন অর্থ নেই না। করোনা রোগীদের কাছে এই সেবা পৌছে দেয়ার জন্য আপনাদের সাহায্যের দরকার। আপনাদের দেয়া অর্থসাহায্যে আমরা অক্সিজেন পৌছে দিব রোগীদের কাছে। এই মহৎ উদ্যোগে এগিয়ে আসুন আপনিও।

অনুদান পাঠানোর ঠিকানাঃ
Bank Name: Islami Bank Bangladesh Ltd.
Branch Name: Badda Branch, Dhaka
Account Name: FRIEND
Account Number: 20503100900002607
অথবা, “0181 00 235 98” বিকাশ মার্চেন্ট নাম্বারে Make Payment করুন।

28/07/2021
দিন দিন ক্রমশ অবনতির দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি, প্রয়োজন হচ্ছে প্রচুর অক্সিজেন সিলিন্ডারের। আমরা সবসময়ই চেষ্টা কর...
10/07/2021

দিন দিন ক্রমশ অবনতির দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি, প্রয়োজন হচ্ছে প্রচুর অক্সিজেন সিলিন্ডারের। আমরা সবসময়ই চেষ্টা করব আপনাদের সেবা দিতে, তবে দয়া করে মনে রাখবেন oxygen cylinder আমরা দিতে পারি কেবলমাত্র চিকিৎসকের পরামর্শে। আমাদের সাথে দশজন অভিজ্ঞ চিকিৎসক আছেন যারা আপনাকে সঠিক পরামর্শ প্রদান করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো oxygen cylinder হয়তো আপনাকে কেবলমাত্র সাময়িকভাবে সহায়তা করবে আপনার শ্বাসকষ্ট নিরসনে কিন্তু এটি আপনার রোগের পরিপূর্ন চিকিত্সা নয়। তাই করোনা আক্রান্ত হলে কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন কারণ তাঁরাই এ বিষয়টা সবচেয়ে ভালো জানেন। ঘরে অন্তত একটা ভালো মানের oxymeter রাখুন।
ঢাকা, রংপুর ও চাঁদপুরে
আমাদের oxygen cylinder সেবা নিতে যোগাযোগ করুন নিচের নাম্বার গুলোতে:

A Tribute to the Contributors of Oxygen for LifeAlhamdulliah, it's been three months that Oxygen for Life has been helpi...
04/09/2020

A Tribute to the Contributors of Oxygen for Life

Alhamdulliah, it's been three months that Oxygen for Life has been helping Covid-19 patients to breathe when they are unwell and need oxygen supplement. Now, the service is running in four cities of the country including Dhaka, Sylhet, Rangpur and Chandpur. Oxygen for Life would like to pay tribute to the three pillars of the project: the donors; the panel doctors and the volunteers.

There is no doubt that if the donors were not supporting it would never be possible to initiate the whole project. The Oxygen for Life Team expresses its sincere gratitude to Mashfique Iqbal, Ayesha Iqbal, Aashfiq Rahman, Mutasim Mehedi Masum, Shahariar Sadat, Russell Rahman, Asaduzzaman Asad, Talha Zinan, Rumana Afroz, Wahid Alif, Muntasir M. Rahman, Tarannum Tasnim Tonny, Saqif Shahriar, Shahrear Arafat, Mostain Billa, Jakir Hossain Sabuj, Mohammad Saiful Islam Pathan, Adv Mominur Rahman Rashed, Azm Shohel for their generous contributions and helping us to collect oxygen cylinders. Muhibbullah Saif was the principal planner and fund raiser for this whole project.

The Panel doctors are the heart of Oxygen for Life. They are the experts to decide when a patient needs oxygen supplement. The doctors have been giving necessary advice round the clock. Oxygen for Life is proud to have Dr Mobasher Alam, Dr. Saqif Shahriar, Dr. Mamun Mustafa, Dr. Masum, Dr. Muhitul Matin Simon, DrMahbuba Sharmin Linia, Dr. Imtiaz Ahmed, Dr. Adnan Choudhury, Dr. Raisul Islam Parag, Dr. Md Mostafizur Rahman, and Dr Mohammed Aseer Intisar Saarim as panel doctors.

The lifelines of Oxygen for Life are the volunteers. They are the superstars. The central team is lead by the dynamic doctor Muhibbulla Saif. He is very well complemented by Mahmudur Rahman and his team. Team Sylhet is lucky to have the guidance of Ali Aowsaf Adeeb and Sohali Hasan who are also the mastermind of Plasma Lifeline. The volunteer team of Sylhet is comprised of Sadek Miah, Moutushi, Emad Uddin Emon and Mofazzal Hossain. Oxygen for Life at Rangpur has the ever-enthusiastic and bold Ferdous Kabir and his team. Adv Akash Khan is supervising the oxygen support at Chandpur.

Let us all join to acknowledge and appreciate all the people who have been trying to help save peoples' lives in this difficult time as appreciation acts as a fuel. We sincerely pray for the safety of all.

Oxygen for Life is a proud partner of this humanitarian initiativeআলহামদুলিল্লাহ|. আমাদের স্বেচ্ছাসেবী  M M Fakhrul Isla...
19/08/2020

Oxygen for Life is a proud partner of this humanitarian initiative

আলহামদুলিল্লাহ|. আমাদের স্বেচ্ছাসেবী M M Fakhrul Islam, Azm Shohel এবং তাদের টিমের সদস্যবৃন্দ (মাহফুজ,মেহেদী, আব্দুর রইস, আজিমউদ্দিন, হাফেজ মাওলানা ইয়াকুব, তানভীর আহাদ, মাওলানা আব্দুল হান্নান, আবু জাফর) গাইবান্ধা জেলার পাঁচটি অঞ্চলে (কামারজানি ঘাট, কেরানির চর, কাচির চর, পূর্ব সিধাই চর এবং সিধাই চর ) বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে আমাদের সবার পক্ষ থেকে ভালবাসার উপহার হিসেবে একটি করে ফুড ব্যাগ বিতরণ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। প্রতিটি ফুড ব্যাগে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল, স্যালাইন এবং খেজুর রয়েছে যা প্রতিটি পরিবারকে প্রকৃতির প্রতিকূল পরিবেশের মাঝে ৭ দিন জীবন ধারণে সহায়তা করবে । স্বেচ্ছ্বাসেবীরা নৌকায় চড়ে গাইবান্ধা জেলার দূরবর্তী এলাকাসমূহে যারা বন্যায় সর্বস্ব হারিয়েছে তাদের নিকট অত্র খাবার সরবরাহ করেছে । আমাদের এই সমন্বিত প্রচেষ্টা হচ্ছে |সংযোগ| Connecting People, Academy of Business Professionals (ABP) এবং Oxygen for Life এর যৌথ উদ্যোগ ।

আমরা অদূর ভবিষ্যতে সর্বস্বান্ত এই পরিবারগুলোর পাশে পুনর্বাসন এবং ঐ অঞ্চলের শিশু সন্তানদের লেখাপড়া সংক্রান্ত সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি । অদম্য এই যাত্রাকে সম্ভব করার পিছনে যাদের অবদান রয়েছে, তাদের সকলকে ধন্যবাদ ও ভালবাসা জানাচ্ছি । অদেখা, অচেনা, বিপদগ্রস্ত মানুষের প্রতি আপনাদের ভালোবাসা দেখে বোঝা যায় - নিঃস্বার্থ ভালোবাসা'র অস্তিত্ব শুধু যে আছে তা-ই নয়, বরং তা অত্যন্ত সংক্রামক। এরুপ ভালোবাসা'র সংক্রমন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, পাবে। ইনশাল্লাহ।

We are proud to be a part of the 'Love for the Flood Distressed People Project'.
17/08/2020

We are proud to be a part of the 'Love for the Flood Distressed People Project'.

The level of dedication by our volunteers are unparalleled. Our volunteer for Rangpur Ferdous Kabir has even travelled t...
12/08/2020

The level of dedication by our volunteers are unparalleled. Our volunteer for Rangpur Ferdous Kabir has even travelled to Lalmonirhat to provide oxygen support to a family.

আমরা প্রতিদিনই কয়েকটা ফোন কল পাই oxygen সংক্রান্ত সহায়তা প্রদানের জন্য। আমরা আগেও বলেছি আবারও বলছি আমরা সবসময়ই চেষ্টা কর...
07/08/2020

আমরা প্রতিদিনই কয়েকটা ফোন কল পাই oxygen সংক্রান্ত সহায়তা প্রদানের জন্য। আমরা আগেও বলেছি আবারও বলছি আমরা সবসময়ই চেষ্টা করব আপনাদের সেবা দিতে, তবে দয়া করে মনে রাখবেন oxygen cylinder আমরা দিতে পারি কেবলমাত্র চিকিৎসকের পরামর্শে। আমাদের সাথে দশজন অভিজ্ঞ চিকিৎসক আছেন যারা আপনাকে সঠিক পরামর্শ প্রদান করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো oxygen cylinder হয়তো আপনাকে কেবলমাত্র সাময়িকভাবে সহায়তা করবে আপনার শ্বাসকষ্ট নিরসনে কিন্তু এটি আপনার রোগের পরিপূর্ন চিকিত্সা নয়। তাই করোনা আক্রান্ত হলে কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন কারণ তাঁরাই এ বিষয়টা সবচেয়ে ভালো জানেন। ঘরে অন্তত একটা ভালো মানের oxymeter রাখুন।

ঢাকা, সিলেট, রংপুর ও চাঁদপুরে
আমাদের oxygen cylinder সেবা নিতে যোগাযোগ করুন নিচের নাম্বার গুলোতে:

Alhamdulliah, Oxygen for Life has extended support to the people suffering from flood in Kurigram and Lalmonirhat.
03/08/2020

Alhamdulliah, Oxygen for Life has extended support to the people suffering from flood in Kurigram and Lalmonirhat.

Covid-19 আমাদের চেনা পৃথিবীকে অনেকটাই বদলে  দিয়েছে। এই বদলে যাওয়া সময়ে অনেকেই চেষ্টা করেছেন মানুষের জন্য কিছু করার। কেউ ...
23/07/2020

Covid-19 আমাদের চেনা পৃথিবীকে অনেকটাই বদলে দিয়েছে। এই বদলে যাওয়া সময়ে অনেকেই চেষ্টা করেছেন মানুষের জন্য কিছু করার। কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, আবার কেউ পরিশ্রম দিয়ে। সত্যি বলতে এত বেশী মানুষের সহায়তা আমরা পেয়েছি যে সবার নাম উল্লেখ করাও মুশকিল। এদেশের সাধারন মানুষ যে অসাধারন তা আবার প্রমাণ হয়েছে।
ঐ সকল অসাধারন মানুষদের বদৌলতে একদম ছোট পরিসরে শুরু হওয়া Oxygen for Life এখন oxygen সেবা দিতে প্রস্তুত বাংলাদেশের ৪ টি জেলায়:
ঢাকা, রংপুর, সিলেট এবং চাঁদপুর।

আমাদের সেবা পেতে যেকোনো সময় যোগাযোগ করুন নিচের নম্বর গুলোতে।

18/07/2020

Oxygen for Life
Oxygen সেবা এখন ঢাকা, রংপুর ও চাঁদপুরে।Alhamdulliah, এতদিন Oxygen for Life এর সেবা ঢাকাতে সীমাবদ্ধ থাকলেও ইনশাল্লাহ আগামীকাল থেকে এই সেবা আরও দুইটি জেলায় পাওয়া যাবে যথাক্রমে রংপুর ও চাঁদপুরে।
ঢাকা শহরে oxygen সেবা প্রাপ্তির জন্য যোগাযোগ করুন Masrur Salekin (+8801717576350) ও Muhibbullah Saif (+8801783612463)। আপনাদের সুবিধার জন্য ঢাকার ৩টি স্থানে oxygen cylinder জমা রাখা হয়েছে।

রংপুরে oxygen cylinder সেবার সার্বিক তত্বাবধায়ন করছেন Dr. Mobasher Alam এবং সেবা প্রাপ্তির জন্য যোগাযোগ করুন Ferdous Kabir (+8801773299475).

চাঁদপুরে volunteers হিসেবে কাজ করবেন Adv Akash Khan যোগাযোগ করুন +8801919323219.

ইনশাল্লাহ আমরা অচিরেই oxygen সেবা পৌছে দিব দেশের আরও কয়েকটি জেলায় তবে তার জন্য আমাদের দরকার নির্ভরশীল volunteer।
ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট জেলাসমূহে কেউ আগ্রহী থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oxygen for Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Oxygen for Life:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram