26/12/2025
হোমিওপ্যাথিক চিকিৎসা খুব ভাল। একজন হোমিও ডাক্তার হিসাবে বলছি না, বরং বাস্তবতার নিরিখে বলছি।আমাদের দেশে অধিকাংশ লোক দরিদ্র সীমার মধ্যে বসবাস করে। বলা চলে- নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু আজ কাল লক্ষ্য করা গেছে এক শ্রেণীর হোমিও ডাক্তার অতিরিক্ত টাকা নিয়ে থাাকেন যা কোন ভাবে কাম্য নয়। সকলের সীমার মধ্যে থেকে চিকিৎসা করা উচিৎ।ধন্যবাদান্তে
ডাঃ এইচ. এম. শামীম
গবেষক-পাবলিক হেলথ