খিলগাঁও ফিজিওথেরাপি সেন্টারটি গঠিত হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে, যারা সর্বদাই তাদের সেবার ব্যাপারে নিবেদিত প্রাণ। আমাদের লক্ষ্য হল আপনার অবস্থার মূল্যায়ন করে আপনাকে সক্রিয় জীবনধারায় ফিরে আসতে সাহায্য করা এবং আপনার সর্বোচ্চ স্তরের শারীরিক কার্যকারিতা এবং সুস্থতা অর্জন করা।
একনজরে আমাদের সেবাগুলো :
১) ঘাঁড় ব্যাথা, কোমড় ব্যাথা / পিএলআইডি, হাঁটু ব্যাথা/ ভাঁজ করতে সমস্যা
২) কনুই ও হাতে
র কব্জি ব্যাথা, পায়ের গোড়ালি ব্যাথা
৩) বার্ধক্যজনিত সমস্যা
৪) সায়াটিকা
৫) পারকিনসন্স ডিজিজ
৬) আর্থাইটিস
৭) অটিজম
৮) জিবিএস / এমএনডি
৯) সেরিব্রাল পালসি / সিপি
১০) প্যারালাইসিস (স্ট্রোক )
১১) মুখ একদিকে বেঁকে যাওয়া / বেলস পালসি
১২) মাংসপেশীর দুর্বলতা
১৩) চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর পরবর্তী জয়েন্ট ব্যাথা
১৪) হাত, পা ঝিঁ ঝিঁ ও অবস হওয়া