
22/07/2025
🖤 আমরা শোকাহত
উত্তরার বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুদের স্মরণে, আহতদের পাশে আমরা।
এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় যে কষ্ট ও শূন্যতা তৈরি হয়েছে, তা ভাষায় প্রকাশের অতীত। আমাদের হৃদয় ভারাক্রান্ত, বিশেষ করে নিষ্পাপ শিশুদের জন্য যারা আজ আর নেই।
🕯️ আমরা প্রার্থনা করি—
যারা প্রাণ হারিয়েছেন, আল্লাহ যেন তাঁদের জান্নাতবাসী করেন।
আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
এবং তাদের পরিবার যেন এই দুঃসময়ে মানসিক শক্তি খুঁজে পান।
আমরা ‘ইনক্রেডিবল’ পরিবার থেকে এই কঠিন সময়ে আপনাদের পাশে আছি।
🖤