Dr Biplab Biswas

Dr Biplab Biswas Hi There This Is Biplab Biswas Welcoming You To My Page

পুরুষের "যৌন সমস্যা" ও স্থায়ী সমাধানঃহোমিওপ্যাথিক চিকিৎসা সেবাঃ (অনলাইন সহ)(সরাসরি দেখা করে বা ✆ ফোন কলের মাধ্যমে বা হোয়...
15/01/2022

পুরুষের "যৌন সমস্যা" ও স্থায়ী সমাধানঃ

হোমিওপ্যাথিক চিকিৎসা সেবাঃ (অনলাইন সহ)
(সরাসরি দেখা করে বা ✆ ফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে ও ম্যাসেঞ্জারে চ্যাট সহ অডিও-ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারেন।)

যৌন সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে বেশিরভাগ মানুষ লজ্জা পান। কিন্তু এটা অন্য আর ৫টা রোগের মতোই একটা রোগ। এই রোগে আক্রান্ত ব্যাক্তি আপনার আমারই আপনজন। অনেকেই এটাকে লজ্জা মনে করে নিজের মধ্যে গোপন রেখে ডিপ্রেশনে ভুগতে থাকেন। বিবাহিত জীবনে পদার্পণের পর অনেক সময় এসব সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। Erectile Dysfunction এর অন্যতম।

যৌন সমস্যার সমাধান সহজ ভাবেই করা সম্ভব। এর প্রধান কারণ সমূহ শারীরিক, মানসিক ও জীবন যাত্রার মানের উপর নির্ভরশীল। তাই একটু সচেতনতা আর প্রাথমিক পর্যায়ের কিছু চিকিৎসা এই সমস্যা থেকে দূরে রাখে। সমস্যাটা বেশিদিন স্থায়ী করা উচিত নয়।

অনেকে মনে করেন, বয়স হয়েগেছে তাই যৌন সমস্যার সমাধানের আর দরকার নেই। কিন্তু যৌনতা শুধু শারীরিক ও মানসিক তৃপ্তই দেয়না… “সচল যৌন সম্পর্ক” শরীরের অভ্যন্তরীণ মেটাবলিজমে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে; যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে, এবং একজন পুরুষকে দীর্ঘদিন সুস্থ-সবল জীবনযাপনে সাহায্য করে থাকে।

চিকিৎসা ও প্রতিকারঃ
"এ্যালোপ্যাথিতে" বর্তমানে এর অনেক ভালো চিকিৎসা আছে। তবে কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ফার্মেসী থেকে কিনে ক্ষণস্থায়ী "ট্যাবলেট" খাবেন না। এইসব ট্যাবলেট ২/৪ বার সাময়িক উপকার করলেও পরবর্তীতে এর সাইডএফেক্ট স্থায়ী ভাবে শারীরিক ক্ষমতা নষ্ট করে দেয়।

"হোমিওপ্যাথিক চিকিৎসায়" “BHMS ডাক্তারের” (BHMS- Batchelor of Homeopathic Medicine & Surgery) পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে কোন প্রকার সাইডএফেক্ট ছাড়াই দ্রুত সময়ে যৌন সমস্যার শতভাগ স্থায়ী সমাধান সম্ভব।

গত ১২ বছর ধরে সফল ভাবে যৌন স্বাস্থ্য সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা দিচ্ছি।

আপনি চাইলে দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে হোয়াটসঅ্যাপে ও ম্যাসেঞ্জারে চ্যাট সহ অডিও-ভিডিও কলের মাধ্যমে বা শুধু ফোন কলের মাধ্যমে “যৌন সমস্যা” সহ অন্যান্য শারীরিক সমস্যার চিকিৎসা সেবা নিতে পারেন।

"আপনার শতভাগ ব্যাক্তিগত গোপনীয়তা বজায় থাকবে।"

চিকিৎসায় আমি অবশ্যই "ইউরোপ স্টেন্ডার্ড" অর্জিনাল জার্মানি ও সুইজারল্যান্ডের মেডিসিন ব্যবহার করি।

যৌন স্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিতে আপনাদের পাশে আছি।

Dr.Biplab Kumar Biswas
BHMS (DU) 1st Class, BHS (Upper)
MPH( Master in Public Health)
Reg no: H-829 (DG Health)

Assistant Professor , Department of Homeopathic Medicine (MM),
Shariatpur Homeopathic Medical College & Hospital.
Mobile No : 01911686844

নির্দিষ্ট কিছু লক্ষণে তিনটি করে প্রধান ঔষধঃ১. অস্থিরতার ত্রয়ী- একোনাইট, আর্সেনিক, রাসটক্স ২. জ্বালার ত্রয়ী- সালফার, ফসফর...
05/01/2022

নির্দিষ্ট কিছু লক্ষণে তিনটি করে প্রধান ঔষধঃ
১. অস্থিরতার ত্রয়ী- একোনাইট, আর্সেনিক, রাসটক্স
২. জ্বালার ত্রয়ী- সালফার, ফসফরাস, আর্সেনিক
৩. পেটফাঁপার ত্রয়ী- চায়না, লাইকোপোডিয়াম, কার্বভেজ
৪. ভয়ের ত্রয়ী- একোনাইট, ওপিয়াম, আর্সেনিক
৫. সোরার ত্রয়ী- সালফার, সোরিনাম, গ্রাফাইটিস
৬. সিফিলিসের ত্রয়ী- মার্কসল, সিফিলিনাম, নাইট্রিক এসিড
৭. সাইকোসিসের ত্রয়ী- থুজা, মেডোরিনাম, নেট্টাম সালফ
৮. পিপাসাহীনতা- পালসেটিলা, এপিস, ইপিকাক
৯. বামদিকের বিখ্যাত ওষুধ- ল্যাকেসিস, থুজা, এপিস
১০. যানবাহনে চড়লে বমি হয়- পেট্টলিয়াম, কুকুলাস, কার্বলিক এসিড
১১. হুপিং কাশি- ড্রসেরা, পারটুসিন, বেলেডোনা
১২. প্রলাপ- বেলেডোনা, স্ট্র্যোমোনিয়াম, হাইয়োসিয়েমাস
১৩. আক্ষেপ- ক্যাম্ফর, কুপ্রাম মেট, সাইকুটা ভেরোসা
১৪. মাথায় ঘাম- ক্যালকেরিয়া কার্ব, সাইলেসিয়া, ক্যালকেরিয়া ফস
১৫. আলু অসহ্য- থুজা, এলুমিনা, কলোসিন্থ
১৬. বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত রোগের বৃদ্ধি- লাইকোপোডিয়াম, চেলিডোনিয়াম, নেট্টাম সালফ
১৭. বিকাল ৩ টায় রোগের বৃদ্ধি- বেলেডোনা, এপিস, থুজা
১৮. সর্বাঙ্গীন শীর্ণতা- নেট্টাম মিউর, সার্সাপ্যারিলা, আয়োডিন
১৯. সরলান্ত্রের নিশ্চেষ্টতাজনিত কোষ্ঠবদ্ধতা- এলুমিনা, ভিরিট্টাম এল্বাম, সাইলেশিয়া
২০. নিচের দিকে ঠেলা মারা বেদনা- বেলেডোনা, লিলিয়াম টিগ, সিপিয়া
২১. খিলধরা বেদনা- কুপ্রাম মেট, কলোসিন্থ, ম্যাগ ফস
২২. থেৎলে যাওয়ার ন্যায় বেদনা- আর্নিকা, ইউপেটোরিয়াম পার্ফ, ব্যাপ্টিসিয়া
২৩. সঞ্চরণশীল বেদনা- পালসেটিলা, ল্যাক ক্যান, টিউবারকুলিনাম
২৪. বেদনায় অতিসংচেত্যতা- একোনাইট, ক্যামোমিলা, কফিয়া
২৫. স্পর্শে অতিসংচেত্যতা- হিপার সালফ, ল্যাকেসিস, চায়না
২৬. দপদপকর বেদনা- বেলেডোনা, গ্লোনইন, মেলিলোটাস
২৭. মাসিকের আগে স্তনে ব্যথা- থুজা, ল্যাক ক্যান, কোনিয়াম
২৮. সরলান্ত্র নির্গমন ( বাথরুমের রাস্তা বের হয়ে যাওয়া)- পডোফাইলাম, এলো, রুটা
২৯. চোখের অতি চেষ্টাজনিত পীড়া- রুটা, নেট্টাম মিউর, সেনেগা
৩০. শীর্ণতা (ম্যারাসমাস) শরীরের উপর হতে নীচ- নেট্টাম মিউর, লাইকোপোডিয়াম, স্যানিকিউলা
৩১. মুখের কোনগুলো ফাঁটা- নাইট্রিক এসিড, কন্ডুরাঙ্গো, গ্রাফাইটিস
৩২. কাশি দিলে প্রসাব বের হয়ে যায়- কস্টিকাম, পালসেটিলা, নেট্টাম মিউর
৩৩. নিদ্রালুতা- ওপিয়াম, এন্টিম টার্ট, নাক্স মস্কেটা
৩৪. চক্ষুপত্রের পতন- কস্টিকাম, জেলসেমিয়াম, সিপিয়া
৩৫. গলায় কাটা ব্যথার মত অনুভূতি- হিপার সালফ, নাইট্রিক এসিড, আর্জেন্ট নাইট্রিকাম.

31/08/2021
31/08/2021

Address

Dhaka
1203

Telephone

+8801911686844

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Biplab Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Biplab Biswas:

Share

Category