
15/01/2022
পুরুষের "যৌন সমস্যা" ও স্থায়ী সমাধানঃ
হোমিওপ্যাথিক চিকিৎসা সেবাঃ (অনলাইন সহ)
(সরাসরি দেখা করে বা ✆ ফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে ও ম্যাসেঞ্জারে চ্যাট সহ অডিও-ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারেন।)
যৌন সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে বেশিরভাগ মানুষ লজ্জা পান। কিন্তু এটা অন্য আর ৫টা রোগের মতোই একটা রোগ। এই রোগে আক্রান্ত ব্যাক্তি আপনার আমারই আপনজন। অনেকেই এটাকে লজ্জা মনে করে নিজের মধ্যে গোপন রেখে ডিপ্রেশনে ভুগতে থাকেন। বিবাহিত জীবনে পদার্পণের পর অনেক সময় এসব সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। Erectile Dysfunction এর অন্যতম।
যৌন সমস্যার সমাধান সহজ ভাবেই করা সম্ভব। এর প্রধান কারণ সমূহ শারীরিক, মানসিক ও জীবন যাত্রার মানের উপর নির্ভরশীল। তাই একটু সচেতনতা আর প্রাথমিক পর্যায়ের কিছু চিকিৎসা এই সমস্যা থেকে দূরে রাখে। সমস্যাটা বেশিদিন স্থায়ী করা উচিত নয়।
অনেকে মনে করেন, বয়স হয়েগেছে তাই যৌন সমস্যার সমাধানের আর দরকার নেই। কিন্তু যৌনতা শুধু শারীরিক ও মানসিক তৃপ্তই দেয়না… “সচল যৌন সম্পর্ক” শরীরের অভ্যন্তরীণ মেটাবলিজমে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে; যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে, এবং একজন পুরুষকে দীর্ঘদিন সুস্থ-সবল জীবনযাপনে সাহায্য করে থাকে।
চিকিৎসা ও প্রতিকারঃ
"এ্যালোপ্যাথিতে" বর্তমানে এর অনেক ভালো চিকিৎসা আছে। তবে কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ফার্মেসী থেকে কিনে ক্ষণস্থায়ী "ট্যাবলেট" খাবেন না। এইসব ট্যাবলেট ২/৪ বার সাময়িক উপকার করলেও পরবর্তীতে এর সাইডএফেক্ট স্থায়ী ভাবে শারীরিক ক্ষমতা নষ্ট করে দেয়।
"হোমিওপ্যাথিক চিকিৎসায়" “BHMS ডাক্তারের” (BHMS- Batchelor of Homeopathic Medicine & Surgery) পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে কোন প্রকার সাইডএফেক্ট ছাড়াই দ্রুত সময়ে যৌন সমস্যার শতভাগ স্থায়ী সমাধান সম্ভব।
গত ১২ বছর ধরে সফল ভাবে যৌন স্বাস্থ্য সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা দিচ্ছি।
আপনি চাইলে দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে হোয়াটসঅ্যাপে ও ম্যাসেঞ্জারে চ্যাট সহ অডিও-ভিডিও কলের মাধ্যমে বা শুধু ফোন কলের মাধ্যমে “যৌন সমস্যা” সহ অন্যান্য শারীরিক সমস্যার চিকিৎসা সেবা নিতে পারেন।
"আপনার শতভাগ ব্যাক্তিগত গোপনীয়তা বজায় থাকবে।"
চিকিৎসায় আমি অবশ্যই "ইউরোপ স্টেন্ডার্ড" অর্জিনাল জার্মানি ও সুইজারল্যান্ডের মেডিসিন ব্যবহার করি।
যৌন স্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিতে আপনাদের পাশে আছি।
Dr.Biplab Kumar Biswas
BHMS (DU) 1st Class, BHS (Upper)
MPH( Master in Public Health)
Reg no: H-829 (DG Health)
Assistant Professor , Department of Homeopathic Medicine (MM),
Shariatpur Homeopathic Medical College & Hospital.
Mobile No : 01911686844