DR.MD. Mobarak Hosen - ENT Specialist

DR.MD. Mobarak Hosen - ENT Specialist I'm very simple, always have faith & reliance in almighty Allah.

ENT Specialist & Head-Neck Surgeon Dr.Md.Mobarak Hosen (Tanvir)
MBBS (RMC)
BCS (Health)
MS (ENT & HNS), BSMMU
FCPS (ENT, Final Part)
Registrar (ENT & HNS)
Mymensingh Medical College Hospital Always try to help others as far as i can, specially sick and ill people to improve their physical & mental health with my knowledge of my noble profession.

14/08/2025
এই রোগীটার গলায় অনেক বড় একটা গলগন্ড রোগ নিয়ে আমার কাছে আসে । সেই সাথে তার বাম পাশের গাল ফুলে গেছে ,সম্ভবত বাম পাশে তার স...
11/08/2025

এই রোগীটার গলায় অনেক বড় একটা গলগন্ড রোগ নিয়ে আমার কাছে আসে । সেই সাথে তার বাম পাশের গাল ফুলে গেছে ,সম্ভবত বাম পাশে তার সাইনুনাসাল মেলিগন্যনান্সি নামক এক প্রকার ক্যান্সার হয়েছে ।

10/08/2025

মহান আল্লাহ তায়ালা প্রতি রাতে সবাই কে সুরা মুলক পড়ার তৌফিক দান করুক

আমাকে না পড়ে ঘুমিয়ো না।

*(সূরা মুলক।)

The Power Of
'Surah Mulk'

মনে করুন,আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ।আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।

একটু পরেই-
কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?

তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই'। কবর আজাবের'ও কোনো চান্স নাই।' []

অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'। ❤️

[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।
(সংগৃহীত)

CT scan of temporal bone:Anatomical structures of left ear and cholesteatoma in right ear.
09/08/2025

CT scan of temporal bone:Anatomical structures of left ear and cholesteatoma in right ear.

দুরুদ শরীফ পড়ার অপার ফজিলতচারটি বিষয় মাথায় রেখে দুরুদ শরীফ পড়ুন, আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।১) র...
06/08/2025

দুরুদ শরীফ পড়ার অপার ফজিলত

চারটি বিষয় মাথায় রেখে দুরুদ শরীফ পড়ুন,
আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনার নাম জানেন!

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর যখন আপনি দুরুদ পাঠ করেন, তখন একজন বিশেষ ফেরেশতা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দুরুদের সংবাদ পৌঁছে দেন।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায়।"
(সুনান আবু দাউদ, হাদিস: ২০৪২; মুসনাদ আহমদ: ১০৫৯৪)

অন্য হাদিসে এসেছে,
"তোমাদের দুরুদ ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে।"
(মুসনাদ আহমদ: ১৬৩০৩, সহিহ ইবনে হিব্বান: ৯১০, হাদিস সহিহ)

২) একবার দুরুদ পড়লে আল্লাহ দশগুণ রহমত বর্ষণ করেন!

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:
"যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন।"
(সুনান আন-নাসায়ি: ১২৯৭, সহিহ ইবনে হিব্বান: ৯০৮, সহিহ হাদিস)

আর আল্লাহ তাআলা কুরআনে বলেন:
"নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে বিশ্বাসীগণ! তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো।"
(সুরা আল-আহযাব: ৫৬)

৩) দুরুদ শরীফ সমস্যার সমাধান এনে দেয়

যে ব্যক্তি দুরুদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন, এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে।

হাদিসে এসেছে,
"তোমাদের সমস্যার সমাধান ও গুমাহ মাফের জন্য দুরুদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো।"
(সুনান আত-তিরমিজি: ২৩৮১, সহিহ হাদিস)

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলল:
"হে আল্লাহর রাসূল! আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দুরুদে নির্ধারণ করেছি।"
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন:
"তাহলে তোমার চিন্তা-ভাবনা থেকে দুঃখ-কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে।"
(সুনান আত-তিরমিজি: ২৪৫৭, সহিহ হাদিস)

৪) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছেন

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন! তাঁর সামনে তাঁর প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন।

কিয়ামতের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন:
"আমার উম্মত! আমার উম্মত!"
(সহিহ মুসলিম: ২০২, তিরমিজি: ২৪৪৩)

তিনি বলতেন:
"হে আল্লাহ! আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ! আমার উম্মতকে ক্ষমা করো।"
(সহিহ মুসলিম: ২৪৯)

অতিরিক্ত আমল: দুরুদের সাথে ইস্তেগফার ও দোয়া ইউনুস

দুরুদের পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ) পড়লে এবং দোয়া ইউনুস (لَا إِلٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ) পাঠ করলে জীবন থেকে বিপদ দূর হয়।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দেবেন।"
(সুনান আত-তিরমিজি: ৩৫০৫, সহিহ হাদিস)

দুরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত, সমস্যার সমাধান এবং জান্নাতের সুসংবাদ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দুরুদ পড়ার তাওফিক দান করুন, আমিন!
(copied)

রোগীটির মুখের বাম পাশে  Verrucous Carcinoma নামক এক ধরণের ক্যান্সার হয়েছিলো । এই ক্যান্সার অংশ অপারেশনের মাধ্যমে ফেলে দি...
06/08/2025

রোগীটির মুখের বাম পাশে Verrucous Carcinoma নামক এক ধরণের ক্যান্সার হয়েছিলো । এই ক্যান্সার অংশ অপারেশনের মাধ্যমে ফেলে দিয়ে পুনরায় উপরের আর নিচের ঠোট সহ মুখটা ঠিক করে দেই । রোগী আলহামদুলিল্লাহ ভাল আছে ।

নাকের Basal Cell Carcinoma(BCC) নামক এক ধরণের ক্যান্সার হয়েছিলো । এটা অপারেশন করে ফেলে দিয়ে কপাল থেকে মাংস  (Paramedian ...
05/08/2025

নাকের Basal Cell Carcinoma(BCC) নামক এক ধরণের ক্যান্সার হয়েছিলো । এটা অপারেশন করে ফেলে দিয়ে কপাল থেকে মাংস (Paramedian Forehead flap) এনে নাক পুনরায় ঠিক করে দেই।
(Pictures given with permission of the patient)

ESP in Eagle's Syndrome.
30/07/2025

ESP in Eagle's Syndrome.

04/07/2025

রোগীটার শ্বাস নিশ্বাসের সাথে বাম পাশে গলার নিচের অংশে ফুলে যায় , External Laryngocele নামক স্বরযন্ত্রের একটা অসুখের জন্য সেটা হতে পারে । (রোগীর অনুমতিক্রমে)

15/05/2025

(Copied)
চলুন আজ একটা হাদীস পড়ি--

খালিদ বিন ওয়ালিদ রাঃ হতে বর্ণিত, তিনি বলেন- একবার এক ব্যক্তি রাসুল (সঃ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসুল!
আমি আপনার কাছে ইহকালীন ও পরকালীন কিছু বিষয়ে জিজ্ঞাসা করতে চাই।
জবাবে রাসুল (সঃ) বললেন- তোমার যা ইচ্ছে হয় জিজ্ঞেস কর। তখন উক্ত ব্যক্তি এক এক করে প্রিয় রাসূলকে ২৪ টি প্রশ্ন করলেন। যথাঃ

প্রশ্ন-১ঃ
আমি সবচেয়ে বেশি জ্ঞানী হতে চাই। (কিভাবে সবচেয়ে জ্ঞানী হওয়া যায়?)
রাসূল (সঃ) জবাবে বললেন-
"তুমি আল্লাহকে ভয় কর। তাহলে তুমি সবচেয়ে অধিক জ্ঞানী হতে পারবে ।"

প্রশ্ন-২ঃ
আমি মানুষের মধ্যে সবচেয়ে অমুখাপেক্ষী হতে চাই ।
জবাবঃ
"তুমি অল্পে তুষ্ট থাক। তবেই সবচেয়ে অধিক অমুখাপেক্ষী হবে।"

প্রশ্ন-৩ঃ
আমি মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হতে চাই।
জবাবে রাসূল স. বললেন-
"মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। সুতরাং তুমি মানুষের উপকারকারী হয়ে যাও।

প্রশ্ন-৪ঃ
আমি মানুষের মধ্যে সর্বাধিক ন্যায়পরায়ণ হতে চাই ।
জবাবঃ
"তুমি তোমার নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্যও তাই পছন্দ কর। তাহলেই তুমি সর্বাধিক ন্যায়পরায়ণ হয়ে যাবে।"

প্রশ্ন-৫ঃ
আমি আল্লাহর নিকট বিশিষ্ট ব্যক্তি হতে চাই।
আল্লাহর রাসূল স. বললেন-
"তুমি বেশী করে আল্লাহকে স্মরণ (জিকির) কর। তাহলেই তুমি আল্লাহর নিকট বিশিষ্ট বান্দা হয়ে যাবে। "

প্রশ্ন-৬ঃ
আমি অনুগ্রহকারীদের (মু্হসিন) দলভুক্ত হতে চাই।
জবাবঃ
"তুমি এমনভাবে আল্লাহর ইবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তা না পার অন্তত এতুটুকু বিশ্বাস কর যে তিনি তোমাকে দেখছেন।"

প্রশ্ন-৭ঃ
আমি পরিপূর্ণ ঈমানদার হতে চাই।
নবী স. জবাবে বললেন-
"তোমার চরিত্রকে সুন্দর/সুষমামণ্ডিত কর। তবেই তোমার ঈমান পুর্ণতা পাবে।"

প্রশ্ন-৮ঃ
আমি আল্লাহর আনুগত্যকারীদের অন্তর্ভূক্ত হতে চাই।
জবাবঃ
"তুমি আল্লাহর ফরজ বিধানসমুহ আদায় কর। তবেই তুমি আনুগত্যশীলদের অন্তর্ভূক্ত হতে পারবে ।"

প্রশ্ন-৯ঃ
আমি পাপমুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করতে চাই।
জবাব তিনি বললেন-
"তুমি অপবিত্র হলে ভালো করে পবিত্রতার গোসল কর। তাহলেই কিয়ামতের দিন বে- গুনাহ অবস্থায় আল্লাহর সাথে মিলিত হবে।"

প্রশ্ন-১০ঃ
আমি কিয়ামতের দিবসে নুরের মধ্যে আমার হাশর হওয়া পছন্দ করি।
রাসূল স. এর জবাব-
"তুমি কারো উপরে জুলুম করো না। তাহলেই কিয়ামতের দিবসে নূরের মধ্যে তোমার হাশর হবে।"

প্রশ্ন-১১ঃ
আমি পছন্দ করি আমার রব আমার উপর দয়া করুক।
জবাবে রাসূল স. বললেন-
"তুমি তোমার নিজের প্রতি ও আল্লাহর সৃষ্টজীবের প্রতি দয়া কর। তাহলে আল্লাহ তোমার উপর দয়া করবেন।

প্রশ্ন-১২ঃ
আমি চাই যে আমার গুনাহ কম হোক।
জবাবঃ
"আল্লাহর কাছে তওবা করো। তাহলে (ক্ষমাপ্রাপ্ত হয়ে) তোমার গুনাহ কমে যাবে। "

প্রশ্ন-১৩ঃ
আমি মানুষের মাঝে সম্মানিত হওয়াকে পছন্দ করি।
রাসূল স. এর জবাবঃ
"তুমি মানুষের নিকট আল্লাহর বিরুদ্ধে নালিশ করো না। তাহলে তুমি সম্মানিত হতে পারবে।"

প্রশ্ন-১৪ঃ
আমি চাই আমার রিজিক বিস্তৃত হোক।
জবাবে তিনি বললেন-
"সর্বদা পবিত্র অবস্থায় থাক। তাহলে তোমার রিজিক প্রশস্ত হবে।"

প্রশ্ন-১৫ঃ
আমি আল্লাহ ও তার রাসূলের প্রিয়জনের অন্তর্ভুক্ত হতে চাই।
জবাব ছিলো-
"তবে আল্লাহ ও তার রাসুল যা পছন্দ করেন তুমিও তাই পছন্দ কর।"

প্রশ্ন-১৬ঃ
আমি আল্লাহর ক্রোধ থেকে নিরাপদ থাকতে চাই।
জবাবঃ
"তুমি কারো প্রতি রাগান্বিত হয়ো না। তাহলে তুমি আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকতে পারবে।"

প্রশ্ন-১৭ঃ
আমার দোয়া কবুল হোক আমি তা পছন্দ করি।
জবাবঃ
"তুমি হারাম থেকে বিরত থাক, তাহলে তোমার দোয়া কবুল হবে।"

প্রশ্ন-১৮ঃ
আমি চাই যে আল্লাহ আমাকে জনসমক্ষে অপমান না করুক।
রাসূল স. বললেন-
"তোমার লজ্জাস্থানের হিফাজত কর, যেন জনসম্মুখে তোমাকে অপদস্থ করা না হয়।"

প্রশ্ন-১৯ঃ
আমি কামনা করি আল্লাহ যেন আমার দোষত্রুটি গোপন রাখেন।
জবাবে রাসূল স. বললেন-
"তুমি অপর মুসলিম ভাইয়ের দোষত্রুটি গোপন রাখো, তবে আল্লাহও তোমার দোষত্রুটি গোপন রাখবেন।"

প্রশ্ন-২০ঃ
কোন জিনিস আমার গুনাহসমুহ মিটিয়ে দিবে ?
রাসূল স. বললেন-
"চোখের পানি, নম্রতা এবং রোগ-ব্যাধি তোমার গুনাহসমূহ মিটিয়ে দিবে।"

প্রশ্ন-২১ঃ
কোন নেক কাজ আল্লাহর নিকট সবচেয়ে উত্তম?
জবাবঃ
"উত্তম চরিত্র, বিনয়, বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকা।"

প্রশ্ন-২২ঃ
কোন গুনাহ আল্লাহর নিকট সবচেয়ে বড়?
রাসূল স. জবাবে বললেন-
"মন্দ স্বভাব ও কৃপণতা আল্লাহর নিকট বড় গুনাহ।"

প্রশ্ন-২৩ঃ
কোন জিনিস আল্লাহর গজবকে প্রশমিত করে?
জবাবঃ
"গোপনে দান-সদকাহ করা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা।"

প্রশ্ন-২৪ঃ
কোন জিনিস জাহান্নামের আগুন নিভিয়ে দেয়?
জবাবে রাসূল সাঃ বললেন-
"রোজা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়।"

[সুত্রঃ কানজুল উম্মাল, খন্ডঃ ১৬, পৃষ্ঠাঃ ১২৭, হাদিসনং ৪৪ এবং ১৫৪]

Post SMR septal perforation.(Done elsewhere)Today the patient came to my chamber with the history of nasal crusting, blo...
18/04/2025

Post SMR septal perforation.(Done elsewhere)

Today the patient came to my chamber with the history of nasal crusting, blockage and whistling sound during respiration.

Address

What's App & Imo � +8801521119351
Dhaka

Telephone

+8801521119351

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR.MD. Mobarak Hosen - ENT Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR.MD. Mobarak Hosen - ENT Specialist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram