21/09/2025
যেসব রোগে ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন:-
বাতের ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ও গোড়ালির ব্যথা, আঘাতজনিত ব্যথা, ডিস্ক প্রলেপস-জনিত ব্যথা, সায়াটিকা, হাড় ক্ষয়জনিত ব্যথা (যেমন: সারভাইক্যাল ও লাম্বার স্পন্ডাইলোসিস, অস্টিও-আরথ্রাইটিস), জয়েন্ট শক্ত হয়ে যাওয়া বা ফ্রোজেন সোল্ডার, প্লাস্টার বা অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেসস, স্ট্রোক-জনিত প্যারালাইসিস, স্পাইনাল কর্ড ইনজুরি বা অন্য কারণে প্যারালাইসিস-জনিত সমস্যা, মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি, বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যা থেকে পরিপূর্ণ সুস্থতা লাভের জন্য ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন। এমন কোনো উপসর্গ থাকলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।