Đr-Almas Ali Hriday

Đr-Almas Ali Hriday This is my personal page...�

📚 "একজন শিক্ষিকার বিদায় — আমার জীবনের গর্ব, আমার মা"(৩ আগস্ট ২০২৫ – একটি ইতিহাসের শেষ অধ্যায় নয়, বরং এক অধ্যায়ের চিরন্ত...
03/08/2025

📚 "একজন শিক্ষিকার বিদায় — আমার জীবনের গর্ব, আমার মা"

(৩ আগস্ট ২০২৫ – একটি ইতিহাসের শেষ অধ্যায় নয়, বরং এক অধ্যায়ের চিরন্তন আরম্ভ)

আজকের দিনটা আমার জীবনে শুধুই একটি তারিখ নয়।
আজ আমার মা, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা,
শিক্ষকতা জীবন থেকে বিদায় নিচ্ছেন — কিন্তু এই বিদায় শুধু পদ থেকে,
ভালোবাসা আর শিক্ষার পথচলা থেমে যায় না কখনো!

🏫 দুটি বিদ্যালয়, এক স্বপ্ন — আলোকিত সমাজ গড়ার প্রতিজ্ঞা

প্রথম অধ্যায় ছিল —
"১৮নং জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়",
১৬টি বছর, অগণিত শিশুর হাতে কলম তুলে দেওয়া,
সেই সব কোমল মুখ আজ ছড়িয়ে আছে দেশজুড়ে —
কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ হয়তো মা’র মতোই পরবর্তী প্রজন্মের পথপ্রদর্শক।

তারপর দ্বিতীয় অধ্যায় —
"সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়",
২০১০ থেকে ২০২৫ পর্যন্ত — আরও ১৫টি বছর,
আরও শত শত শিশুদের জীবনে জ্ঞান, শৃঙ্খলা, এবং ভালোবাসার বীজ বপন করেছেন।

💖 শাসনের আড়ালে যে ভালোবাসা লুকিয়ে থাকে, তা শুধু একজন মা-ই দিতে পারেন।

শিক্ষক হিসেবে তিনি ছিলেন কঠোর,
কিন্তু সেই কঠোরতার ভিতরে ছিল এক অপার মমতা,
একজন মা যেমন সন্তানের ভুল দেখলে চুপচাপ সহ্য করতে পারেন না,
তেমনই আমার মা নিজের ছাত্রছাত্রীদের জীবন গড়তেও কোনো ছাড় দেননি।

আমিও সেই শিক্ষার্থী ছিলাম —
জীবনের শুরুতে যার হাত ধরে “অ” লেখা শিখেছি,
আর রাতে সেই একই মানুষ আমার কপালে চুমু খেয়ে বলেছেন,
“ভালো মানুষ হয়ে বড় হও — এটা-ই আমার স্বপ্ন।”

🌿 একজন শিক্ষক কেবল পেশাগত দায়িত্ব পালন করেন না — তিনি জাতি গড়েন।

আমার মা একা নন —
তিনি একজন প্রতীক — সেই সমস্ত নীরব লড়াকুদের,
যারা প্রতিদিন ৩০-৪০ টি শিশুদের মনের দরজায় আলো নিয়ে হাজির হন।

তাঁর চোখে ছিল ভবিষ্যৎ গড়ার দীপ্তি,
তাঁর হাতে ছিল আশার আলো,
আর হৃদয়ে ছিল অগাধ ধৈর্য, আদর্শ, আর সততার স্ফুলিঙ্গ।

👩‍👧 আর মা হিসেবেও…

তিনি আমার কাছে শুধু মায়ের সংজ্ঞা নন,
তিনি ছিলেন সহজ সরল জীবনের দিকনির্দেশনা।
চাপের মাঝেও হাসিমুখ,
অভাবের মাঝেও সন্তানের স্বপ্ন পূরণের নিরব চেষ্টা।যেকোনো খারাপ সময়ে, কেউ যখন পাশে থাকে নাই,তিনি আমাকে পরম মমতায় আগলে রেখেছেন।

🌼 **আজ যখন তিনি পেছনে ফেলে আসছেন তাঁর প্রিয় শ্রেণিকক্ষ,

চোখের কোণে জমছে জল — কিন্তু মুখে সেই চিরচেনা শান্ত হাসি।**

আজ মা-কে দেখে মনে হচ্ছে —
একজন যোদ্ধা তার অস্ত্র রাখছেন,
কিন্তু যুদ্ধের জয়, ইতিহাস হয়ে থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে।

🌟 আমার কাছে সবচেয়ে বড় পরিচয় — আমি একজন শিক্ষিকার সন্তান।

আজ থেকে আমার মায়ের স্কুলে যাওয়া বন্ধ,
কিন্তু প্রতিদিন কোনো না কোনো ছাত্রের মনে উনি থেকে যাবেন,
তাঁর শেখানো শব্দ, মুল্যবোধ, শৃঙ্খলা — সবকিছুতেই।

সকল ছাত্রছাত্রীর মনে আজ একটি কথা ঘুরপাক খাচ্ছে —
"ম্যাডাম, আপনি আমাদের দ্বিতীয় মা-বাবা ছিলেন।"

আর আমি বলছি —
"আমি তোমার ছেলে — এই পরিচয়ই আমার জীবনের শ্রেষ্ঠ গর্ব।"

🌈 শুভ অবসর, মা।

তুমি অবসর নাও —
কিন্তু তোমার কাজ, আদর্শ, আর ভালোবাসা চিরকাল চলবে।
তোমার মত মানুষ কোনোদিন থেমে যায় না,
তারা ইতিহাস হয়ে ওঠে।

💝শিক্ষকতা শুধু পেশা নয় — এটা আত্মার দীপ্তি।

আর আমার মা সেই দীপ্তির আলো হয়ে পথ দেখিয়েছেন হাজারো শিক্ষার্থীদের।

মা তুমি দীর্ঘজিবী হও, হাজার বছর বেচে থাকো।

সবাই আমার মা এর জন্য দোয়া করবেন 🤲🤲

03/08/2025

কতো সুন্দর ছিলো সেই দিন গুলো💚🌿

22/07/2025

আমি দূর হতে তোমারেই দেখেছি💚🌿

যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:😥😥"আমি জানতাম তুমি আসবে"!...
22/07/2025

যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:😥😥

"আমি জানতাম তুমি আসবে"!💔💔

Twinkle Twinkle Little stars.How i wonder what u are!Up above the world so high,Like a diamond in the sky.
21/07/2025

Twinkle Twinkle Little stars.
How i wonder what u are!
Up above the world so high,
Like a diamond in the sky.

21/07/2025

আল্লাহ রহম করো🙏🥲🥲

21/07/2025

মাইলস্টোন কলেজের বিমান দু'র্ঘটনা🥲🥲
আল্লাহ সবাইকে হেফাজত করুক।

20/07/2025

💥 ব্রেকিং নিউজ:
👉 ৪৮তম স্পেশাল বিসিএসের ফলাফল প্রকাশিত!
👉 মোট উত্তীর্ণ: ৫২০৬ জন [MBBS⎯৪৬৯৫ জন এবং BDS⎯৫১১ জন]

স্পেশাল বিসিএস বলেই চাকরি হয়ে যাবে এমনটা ভাবার কোন সুযোগই নেই।৪৮তম স্পেশাল বিসিএস পরীক্ষার প্রিলি দিল প্রায়  ৪২০০০ ডাক্ত...
18/07/2025

স্পেশাল বিসিএস বলেই চাকরি হয়ে যাবে এমনটা ভাবার কোন সুযোগই নেই।

৪৮তম স্পেশাল বিসিএস পরীক্ষার প্রিলি দিল প্রায় ৪২০০০ ডাক্তার।

নিয়োগ পাবে মাত্র ২৭০০,বাকী ৩৯০০০+ নিয়োগ পাবেন না।

স্পেশাল বলে সহজেই চান্স পেয়ে যাবে ব্যাপারটা মোটেও এরকম নয়। মাত্র ৭% ডাক্তারের চাকরি পাবেন, ৯৩% ডাক্তারই নিয়োগ পাবেন না।

যে ৩৮০০০ জন ডাক্তার নিয়োগ পাবেন না, তাদের হয়তো আত্নীয় স্বজন এবং অন্য অনেকের কাছ থেকে কথা শুনতে হবে, স্পেশাল হওয়া সত্ত্বেও কেনো চান্স পেলো না।

তবে যারা এই পরীক্ষাটি সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই কাউকে এই ধরনের কথা বলে বিব্রত করবেন না।

যে কোন চিকিৎসক এর জন্য আজীবনের পথটা অবশ্যই অত্যন্ত চেলেঞ্জিং, যা এই পেশার বাহিরের মানুষদের বুঝানো শুধু কঠিনই নয় বরং অসম্ভব...

আর নিজের পরিবারের আশেপাশের মানুষগুলো যদি এই পেশার বাহিরে হয়, তারাই সম্ভবত খোটা দিতে সবচেয়ে বেশি ওস্তাদ৷

সংগৃহীত

11/07/2025

দলমত বুঝি না,এ-ই নরপশু দের সর্বোচ্চ শাস্তি চাই। এমনভাবে শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এই কাজ করার দুঃসাহস না পায়।

10/07/2025

শহীদ ওয়াসিম আকরাম 🥹💝

সময়টা ২০২১ সাল, মাগরিবের নামাজ পড়ে মোবাইলে গেইম খেলছিলাম। রেজাল্ট দেখার খুব একটা ছিল না। প্রথম আর তৃতীয় দিনের পরীক্ষা...
08/07/2025

সময়টা ২০২১ সাল,
মাগরিবের নামাজ পড়ে মোবাইলে গেইম খেলছিলাম। রেজাল্ট দেখার খুব একটা ছিল না। প্রথম আর তৃতীয় দিনের পরীক্ষা ভালো হলেও দ্বিতীয় দিনের পরীক্ষা ভালো হয়নি।

আমার ওয়াইফ তার মোবাইলে রেজাল্ট বের করে আমাকে যখন দেখালো আমি প্রথমে ভাবলাম এডিট করে নিয়ে আসছে। সেই ২০১৫ সাল থেকে ফেল দেখতে দেখতে বিশ্বাসই করতে পারিনি।

যাই হোক সাথে সাথে সেজদায় চলে গেলাম।

অনেককে দেখা যায় দুই তিনবার পরীক্ষা দিয়ে হতাশ, আর পরীক্ষা দিব না টাইপ কথা বার্তা।

দোয়া কর আর লেগে থাক। যুদ্ধে না গেলে যুদ্ধে জিতবি কিভাবে?

FCPS (Medicine, Final Part)
MD (Gastro, Phase B, Under BMU)

বিঃদ্রঃ MD gastroenterology তে চান্স পেয়েছি অষ্টমবার পরীক্ষা দিয়ে! আর পার্ট ওয়ান পাশ করেছি ১১ তম বারে

১৮ বার পরিক্ষা না দেওয়া পর্যন্ত ছাড়বি না। জীবন কি এত সস্তা রে পাগলের দল? এত চাপ নিস কেন?
বেহায়ার মতো লেগে থাক। বুঝেছিস?

FCPS Part-1 গ্রুপ থেকে সংগৃহীত।

Address

Dhaka

Telephone

+8801521106132

Website

Alerts

Be the first to know and let us send you an email when Đr-Almas Ali Hriday posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Đr-Almas Ali Hriday:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category