
16/03/2024
🎯সু-দক্ষ এবং ট্রেনিং প্রাপ্ত হোম নার্স
যোগাযোগ:☎️01705330591
👉আমরা আপনার বৃদ্ধ অসুস্থ পিতা মাতা ও আপনজনকে ২৪ ঘন্টা বাসায় সেবা দিয়ে থাকি । আমরা সু-দক্ষ এবং ট্রেনিং প্রাপ্ত,সেবক সেবিকা, পেশেন্ট কেয়ার এটেন্ডেন্ট দিয়ে থাকি। যারা অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না ঠিক তাদের জন্যই আমাদের এই হোম সার্ভিস।
অন কল নার্সিং সার্ভিস
✅ ব্লাড প্রেসার,, পালস, জ্বর, ব্লাড সুগার, শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করবে।
✅ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাব। (মুখে /ইনঞ্জেকশন/এন জি টিউব/পায়খানার রাস্তার মাধ্যমে)।
✅ ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যত্ন নিবে।
✅ সঠিক সময়ে গোসল করাবে। হাত, পা এবং পিঠের যত্ন নিবে।
সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াবে। মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করবে।
✅ রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুইয়ে রাখবে।
✅ চলা ফেরায় সাহায্য করবে এবং অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকবে।
যোগাযোগ:☎️01705330591
Nursing Home Care Services in 64 Districts of Bangladesh