05/06/2025
🐏 “আমার প্রিয় সন্তান, কুরবানির মহত্ত্ব বুঝো”
আমার সোনা,
তুমি তো জানো, কুরবানির ঈদ কত আনন্দের! আমরা নতুন জামা পরি, নামাজে যাই, পশু দেখি, মাংস খাই। কিন্তু ঈদের এই আনন্দের পেছনে আছে অনেক বড় একটি শিক্ষা—যেটা তোমাকে আজ আমি শিখাতে চাই।
অনেক বছর আগে, আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন-ইব্রাহিম (আলাইহিস সালাম)। তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি আল্লাহর কথা শুনতেন সবসময়। আল্লাহ যখন তাঁকে তাঁর প্রিয় জিনিস কুরবানি করতে বললেন-
তা ছিল তাঁর সন্তান ইসমাইল (আলাইহিস সালাম)-
তখন তিনি একটুও দ্বিধা করেননি।
আর ইসমাইলও বলেছিল,
“আব্বা, আপনি আল্লাহর আদেশ মানুন। আমি ধৈর্য ধরব।”
আল্লাহ এই ত্যাগ দেখে খুব খুশি হলেন। তখন তিনি বললেন,
“তোমরা তো পরীক্ষায় পাস করেছো!”
আর ইসমাইলের বদলে একটি দুম্বা কুরবানি করা হয়েছিল।
🌟 কুরবানির শিক্ষা কী?
প্রিয় বাচ্চা,
• কুরবানি মানে শুধু পশু জবাই করা নয়,
• কুরবানি মানে, আমরা আমাদের লোভ, অহংকার, রাগ, এবং খারাপ অভ্যাস আল্লাহর জন্য ত্যাগ করি।
• কুরবানি শেখায় ভালো ব্যবহার, সহানুভূতি, গরিবদের সাহায্য করা, আর আল্লাহকে বেশি ভালোবাসা।
🤲 তুমি কী করতে পারো?
• কুরবানির পশুকে ভালোবাসবে, তাকে আদর করবে।
• ঈদের দিনে গরিব ও অসহায়দের জন্য মাংস ও খাবার ভাগ করে দেবে।
• তুমি ধৈর্য ধরবে, নম্র থাকবে, আর সবার সাথে দয়া দেখাবে।
তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে তিনিও তোমাকে খুব ভালোবাসবেন। আর কুরবানির ঈদ হবে শুধু খুশির নয়, হবে বরকতের ঈদ। 🌙💕
আপনার সন্তানকে শিক্ষা দিন, কুরবানী শুধু গরু কাটা নয়,
কুরবানী মানে হচ্ছে - আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা।
নিজের লোভ, রাগ, জিদ আর অহংকার কেটে ফেলা।
গরিবদের সাথে ভাগাভাগি করা।
এবং আল্লাহর কথা মনে রেখে ত্যাগ করা।
NurtureSpace by Eva