21/06/2020
আসসালামু আলাইকুম আপুরা! আশা করি সবাই ভালো আছেন।
#প্রশ্ন: মেন্সট্রুয়াল কাপ কি?
মেন্সট্রুয়াল কাপ হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পুন এর রিপ্লেসমেন্ট। এটি ১০০% মেডিকেল গ্রেড সিলিকনের তৈরী ইকো ফ্রেন্ডলি একটা কাপ যেটা ভ্যাজাইনাল ক্যানেলে ইন্সার্টেশনের পর ব্লাড কালেক্ট করে। কালেক্টেড ব্লাড খুব সহজে ফ্ল্যাশ করে দেয়া যায়। এবং ক্লিনিং এর পর কাপটি বারবার ব্যবহার করা যায়।
#প্রশ্ন :ব্যানিফিট গুলো কি?
◆একটা কাপ ৫- ১০ বছর পর্যন্ত সর্বোচ্চ ইউজ করতে পারবেন। এটি এক ধরণের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট
◆ সর্বোচ্চ ১০- ১২ ঘন্টা পরে থাকা যাবে, সিনথেটিক/ক্যামিকেল ম্যাটেরিয়াল নেই ইনফেকশনের ভয় নেই।
◆যেকোন রকমের একটিভিটি অনায়াসে করা যাবে।
◆একবার ব্যবহারের পর ধুয়ে আবার ব্যবহার করা যাবে।
◆এই কাপ ইকো ফ্রেন্ডলি কেননা আপনি যদি পাঁচ বছর প্যাড ইউজ করেন তাহলে চিন্তা করেছেন কি কতগুলো প্যাড আপনি পরিবেশে ফেলছেন সেখানে কাপ ইউজ করে জাস্ট ব্লাড টা ফেলে দিলেই হয়ে গেল।
#প্রশ্ন: কাপ টি কি আমি প্রতিবার ব্যবহার এর আগেই গরম পানিতে ফুটিয়ে নিবো?
পিরিয়ডের শুরুতে কাপটি পর্যাপ্ত পানিতে 3-5 মিনিট ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। তারপর অন্যান্য দিন গুলোতে সোপ /লিকুইড সোপ দিয়ে ধুয়ে ব্যবহার করবেন। পিরিয়ড শেষ হয়ে গেলে আবার 3-5 মিনিট গরম পানিতে ফুটিয়ে পরবর্তী মাসের জন্য সংরক্ষণ করবেন।
#প্রশ্ন: কাপটি কি আমার ভিতরে আটকে যেতে পারে বা অদৃশ্য হয়ে যেতে পারে?
প্রথমত, কাপটি আপনার ভিতরে অদৃশ্য হয়ে যাবে না, তবে এটি সামান্য উপরে উঠতে পারে। সেক্ষেত্রে রিলাক্স থেকে নিঃশাস ফেললে কাপটি নিচে নেমে আসবে। স্কোয়াটিংয়ের চেষ্টা করুন এবং কাপটির নীচে না পৌঁছা পর্যন্ত আপনার পেটের পেশীগুলি দিয়ে চাপ প্রয়োগ করুন। মনে রাখবেন কাপটি ভেজাইনা তে হারিয়ে যেতে পারে না; এটি মহাকর্ষ বল দ্বারা নীচে নেমে যাবে।
#প্রশ্ন: আমি যদি শুয়ে থাকি তাহলে কি ব্লাড আমার জরায়ুতে ফিরে যাবে?
না, রক্ত আপনার জরায়ুতে প্রবাহিত হওয়ার কোন সম্ভাবনা নেই - এমনকি আপনি যদি উল্টোদিকল হয়ে শুয়ে থাকেন তবুও না। হিউম্যান এনাটমি অনুযায়ী ব্লাড ভিতরে যাওয়ার কোন সুযোগ নেই।
#প্রশ্ন: কাপ পরা অবস্থায় আমি কি প্রস্রাব করতে পারি?
হ্যাঁ, প্রস্রাব ও পিরিয়ড এর রাস্তা আলাদা তাই প্রস্রাব করার সময় আপনাকে কাপটি সরাতে হবে না।
#প্রশ্ন: আমি ভার্জিন, আমি কি কাপ ব্যবহার করতে পারি?
হ্যাঁ, আপনি ভার্জিন হলেও কাপ ব্যবহার করতে পারেন ,যদিও আপনাকে কিছুটা সচেতন হতে হবে। তবে, চিকিৎসা বিজ্ঞান অনুসারে হাইমেন থাকা বা না থাকা কিন্তু ভার্জিনিটি নয়।
#প্রশ্ন: 12 ঘন্টা কাপটি ব্যবহার করা কি নিরাপদ?
হ্যাঁ, সর্বাধিক 12 ঘন্টা ব্যবহারের করতে পারবেন স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে। কাপ ইন্সার্ট ও রিমুভের সময় অবশ্যই হাত জীবাণুমুক্ত করে নিতে হবে।
⭐ সাইজ: যাদের বেইবি আছে সেসকল আপুদের জন্য লার্জ সাইজ আর যাদের বেবি নেই কিংবা বিয়ে হয় নি সে সকল আপুদের জন্য স্মল সাইজ।
☀ আমরাই দিচ্ছি সুলভ মূল্যে চায়নার অন্যতম বিখ্যাত ব্র্যান্ড Furuize এর ১০০% মেডিকেল গ্র্যাড সিলিকন দিয়ে তৈরি Menstrual Cup.
⭐ price: 310 tk per cup
Delivery charge: 70tk inside Dhaka city
Courier charge outside Dhaka city: 120tk
হ্যাপি মেন্সট্রুয়েশন