Dr. Shantonu Kumar’s Vasculocare

Dr. Shantonu Kumar’s Vasculocare This is a dedicated vascular center established with aim to serve patients with advanced techniques

Peripheral Artery Narrowing: ধমনি সরু হয়ে রক্তপ্রবাহ কমে যাওয়ার নীরব ভাসকুলার সমস্যাPeripheral Artery Narrowing হলো এমন ...
30/11/2025

Peripheral Artery Narrowing: ধমনি সরু হয়ে রক্তপ্রবাহ কমে যাওয়ার নীরব ভাসকুলার সমস্যা

Peripheral Artery Narrowing হলো এমন একটি অবস্থা যেখানে হাত,পা বা শরীরের অন্যান্য অংশে রক্তবাহী ধমনিগুলো ধীরে ধীরে সরু হয়ে যায়।
এর ফলে আক্রান্ত স্থানে যথেষ্ট রক্ত ও অক্সিজেন পৌঁছায় না, এবং সময়ের সাথে নানা ধরনের ব্যথা, অসাড়তা ও টিস্যু ক্ষতির ঝুঁকি বাড়ে।

➡️ এই সমস্যা ধীরে ধীরে শুরু হয়—তাই শুরুতেই লক্ষ্য করলে ভবিষ্যৎ জটিলতা কমানো সম্ভব।

🔸 যে লক্ষণগুলো Peripheral Artery Narrowing–এর ইঙ্গিত দেয়
• হাঁটলে পায়ে ব্যথা (Walking pain বা Claudication)
• সামান্য হাঁটলেই পা শক্ত হয়ে আসা
• পায়ের আঙুল বা পা ঠান্ডা অনুভব
• ত্বক ফ্যাকাশে বা নীলচে হয়ে যাওয়া
• পায়ের ক্ষত শুকাতে সময় লাগা
• পায়ে অসাড়তা বা ঝিনঝিনি
👉 অনেকেই এসবকে সাধারণ ব্যথা মনে করেন—কিন্তু এগুলো ধমনি সরু হওয়ার গুরুত্বপূর্ণ সংকেত।

🔸 Peripheral Artery Narrowing এর চিকিৎসা না করলে কী হতে পারে? (জটিলতা)
• রক্তপ্রবাহ আরও কমে গিয়ে টিস্যু ক্ষতি
• আঙুল বা পায়ের অংশ কালো হয়ে যাওয়া (Ischemia/Gangrene)
• তীব্র ব্যথা
• হাঁটা-চলা সীমিত হয়ে যাওয়া
• দীর্ঘমেয়াদি ক্ষত
• Limb-threatening অবস্থায় রূপ নেওয়া
➡️ ধমনি সরু হয়ে গেলে রক্তপ্রবাহ কমে যায়—যা সময়মতো গুরুত্ব না দিলে পায়ের স্বাস্থ্যে বড় বিপর্যয় ঘটাতে পারে।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (বৃহস্পতিবার,শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

27/11/2025

আজকের ভিডিওতে ভাস্কুলার (রক্তনালী) সম্পর্কিত আপনাদের বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। 🩺

এই ভিডিওতে সহজ ভাষায় উত্তরগুলোর ব্যাখ্যা দিয়েছি, যাতে আপনি নিজেই প্রাথমিক ধারণা নিতে পারেন এবং প্রয়োজন হলে সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

📌 ভিডিওটি দেখুন, ভালো লাগলে শেয়ার করুন—আপনার পরিবারের কারও কাজে লাগতে পারে।
📌 দেখার পর আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো।

সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। ❤️

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

Aneurysm: ধমনির দেয়াল দুর্বল হয়ে “বেলুনের মতো” ফুলে ওঠা—নীরব কিন্তু অত্যন্ত বিপজ্জনক ভাসকুলার সমস্যাAneurysm হলো এমন একট...
22/11/2025

Aneurysm: ধমনির দেয়াল দুর্বল হয়ে “বেলুনের মতো” ফুলে ওঠা—নীরব কিন্তু অত্যন্ত বিপজ্জনক ভাসকুলার সমস্যা

Aneurysm হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের কোনো ধমনির দেয়াল দুর্বল হয়ে যায় এবং ধমনিটি বেলুনের মতো ফুলে ওঠে।
এটি ধীরে ধীরে বড় হতে থাকে—কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ দেয় না, তাই এটিকে বলা হয় “Silent Killer”.
➡️ Aneurysm ফেটে গেলে কয়েক মিনিটের মধ্যেই মারাত্মক পরিণতি ঘটতে পারে।

🔸 Aneurysm কেন হয়?
• দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ
• ধূমপান করলে
• ধমনির দেয়াল দুর্বল হওয়ার জেনেটিক প্রবণতা
• বয়স বৃদ্ধি
• বাতজনিত রোগ থাকলে
• রক্তনালিতে ক্যালসিয়াম জমা হলে
• আঘাত বা ইনজুরি
• সংক্রমণজনিত ধমনি দুর্বলতা (rare) থাকলে

Aneurysm–এর লক্ষণ
• পেটের ভেতরে ধুকপুক অনুভব
• নাভির কাছে চাপ বা ব্যথা
• পেটে স্পন্দন লাগা
• হঠাৎ তীব্র পিঠব্যথা
• পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যাওয়া

👉 অনেক সময় কোনো লক্ষণই থাকে না—এটাই এর সবচেয়ে বড় ঝুঁকি।

🔸 Aneurysm এর চিকিৎসা না করালে কী হতে পারে?
• ধমনি ফেটে ভেতরে প্রচণ্ড রক্তপাত
• হঠাৎ শক
• মস্তিষ্ক বা অঙ্গপ্রত্যঙ্গে রক্ত না পৌঁছানো
• অঙ্গের টিস্যু নষ্ট হয়ে যাওয়া
• কয়েক মিনিটেই জীবনহানির সম্ভাবনা
➡️ Aneurysm–এর সবচেয়ে ভয়ংকর দিক হলো—ফেটে গেলে বাঁচার সম্ভাবনা খুব কম।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (বৃহস্পতিবার,শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।


Lymphedema: লিম্ফ প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পা বা হাতে স্থায়ী ফোলাLymphedema হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের লিম্ফেটিক সিস...
21/11/2025

Lymphedema: লিম্ফ প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পা বা হাতে স্থায়ী ফোলা

Lymphedema হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের লিম্ফেটিক সিস্টেমে বাধা তৈরি হয় এবং লিম্ফ বা লসিকা শরীরের একটি অংশে জমে থাকে।
এর ফলে পা, হাত বা শরীরের নির্দিষ্ট স্থানে ধীরে ধীরে স্থায়ী ফোলা তৈরি হয়।

➡️ এটি শুধু ফোলা নয়—সময়ের সাথে ত্বক,ত্বকের নীচের চর্বির স্তরে ব্যাপক প্রভাব ফেলে। এমনকি শরীরের আকৃতিতে স্থায়ী ও কদর্য পরিবর্তন আনতে পারে।

🔸 যে লক্ষণগুলো Lymphedema–এর ইঙ্গিত দেয়
• পা বা হাতে ধীরে ধীরে স্থায়ী ফোলা
• ত্বক মোটা হয়ে যাওয়া
• ভারী ভারী অনুভূতি
• হাতের আঙুল বা পায়ের আঙুল ফুলে যাওয়া
• ফোলা অংশে টান টান অস্বস্তি
• মাঝে মাঝে ব্যথা বা জ্বালা
• ত্বক রুক্ষ ও শক্ত হয়ে ফেটে যাওয়া।

👉 শুরুর দিকে ফোলা কমে–বাড়ে, কিন্তু পরে পুরোপুরি স্থায়ী হয়ে যায়।

🔸 Lymphedema থেকে কি কি জটিলতা হতে পারে ?
• বারবার ত্বকে সংক্রমণ (Cellulitis)
• ত্বক অতিরিক্ত মোটা হয়ে যাওয়া (Elephantiasis)
• ব্যথা ও অস্বস্তি
• ত্বক ফেটে যাওয়া বা শুকিয়ে যাওয়া
• প্রাত্যহিক জীবনযাত্রা এবং কর্মে ব্যােঘাত
• মানসিক চাপ ও জীবনযাত্রার মান কমে যাওয়া

➡️ Lymphedema সময়ের সাথে আরও কঠিন ও জটিল হয়ে ওঠে, তাই আগেই সচেতনতা জরুরি।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (বৃহস্পতিবার,শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

Chronic Venous Insufficiency (CVI): পায়ের শিরায় রক্ত জমে থাকার দীর্ঘমেয়াদি সমস্যাCVI কী?CVI হলো এমন একটি অবস্থা যেখানে প...
20/11/2025

Chronic Venous Insufficiency (CVI): পায়ের শিরায় রক্ত জমে থাকার দীর্ঘমেয়াদি সমস্যা

CVI কী?

CVI হলো এমন একটি অবস্থা যেখানে পায়ের শিরার ভাল্ভ ঠিকভাবে কাজ করে না। ফলে রক্ত নিচের দিকে জমে যায় এবং পায়ে ধীরে ধীরে ফোলা, ব্যথা ও ত্বকের পরিবর্তন দেখা দেয়।

যে লক্ষণগুলো দেখা যেতে পারে

• পা ভারী মনে হওয়া
• পা বা গোড়ালি ফুলে থাকা
• রাতে পায়ে টান ধরা
• ত্বক কালো বা বাদামি হয়ে যাওয়া
• শিরা চোখে পড়ার মতো ফুলে ওঠা
• ক্ষত তৈরি হয়ে দেরিতে শুকানো

কেন গুরুত্ব সহকারে দেখা উচিত?

CVI সময়ের সাথে আরও খারাপ হতে পারে এবং—
• Varicose Veins
• Venous Ulcer
• ত্বকের স্থায়ী ক্ষতি

এর মতো জটিলতা তৈরি করতে পারে।

➡️ সময়মতো পরীক্ষা ও সঠিক চিকিৎসা নিলে CVI সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

19/11/2025

🧑‍⚕️ Today’s Case Review: Muscle Fiber Injury (Muscle Strain)

আজকের ভিডিওতে আমি একজন রোগীর অবস্থা মূল্যায়ন করেছি, যিনি পিকনিকে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ পেশীতে তীব্র ব্যথা অনুভব করেন। পরীক্ষা করে দেখা যায়, তার Muscle Fiber Injury হয়েছে—যা সাধারণত পেশীর ভেতরের ক্ষুদ্র ফাইবার ছিঁড়ে গেলে হয়ে থাকে।

রোগীর লক্ষণ (Simple Observations)

আকস্মিক ব্যথা শুরু

হাঁটতে অসুবিধা

আক্রান্ত স্থানে হালকা ফোলা

চাপ দিলে ব্যথা অনুভূত হওয়া

🧑‍⚕️ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি কীভাবে এই ধরনের ইনজুরি হয় এবং করণীয় কী।

গুরুত্বপূর্ণ সতর্কতাঃ

খেলা বা ব্যায়ামের আগে ওয়ার্ম-আপ না করলে এ ধরনের ইনজুরি খুব সাধারণ। নিয়মিত স্ট্রেচিং এবং সঠিক টেকনিক ইনজুরির ঝুঁকি কমায়।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

Spider Veins: ত্বকের ওপর পাতলা জালের মতো শিরা — সৌন্দর্যের সমস্যা নাকি স্বাস্থ্যঝুঁকি?Spider Veins হলো ত্বকের ঠিক নিচে থ...
18/11/2025

Spider Veins: ত্বকের ওপর পাতলা জালের মতো শিরা — সৌন্দর্যের সমস্যা নাকি স্বাস্থ্যঝুঁকি?

Spider Veins হলো ত্বকের ঠিক নিচে থাকা খুব সূক্ষ্ম, লাল–নীল অথবা বেগুনি রঙের জালের মতো শিরা।
অনেকে ভাবেন এটি শুধু সৌন্দর্যের সমস্যা, কিন্তু অনেক সময় এটি শিরার দুর্বলতার প্রাথমিক লক্ষণও হতে পারে।

➡️ যদিও Spider Veins সাধারণত বিপজ্জনক নয়, তবে এটি ভেনাস সিস্টেমের সমস্যার শুরু নির্দেশ করতে পারে।

স্পাইডার ভেইন কেন হয়?

• দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা
• গর্ভাবস্থা ও হরমোন পরিবর্তন
• বংশগত কারণ
• বেশি ওজন
• বয়স বৃদ্ধি
• সূর্যের আলোতে অতিরিক্ত থাকা

যে লক্ষণগুলো দেখা দিতে পারে

• ত্বকের ওপর পাতলা লাল/নীল শিরা
• মাঝে মাঝে হালকা জ্বালা বা চুলকানি
• দীর্ঘক্ষণ দাঁড়ালে পা ভারী লাগা
• রাতে ক্র্যাম্প বা টান ধরা

কেন গুরুত্ব সহকারে দেখা উচিত?
Spider Veins ভবিষ্যতে Varicose Veins বা Venous Reflux–এ রূপ নিতে পারে।
সময়মতো পরীক্ষা ভবিষ্যতের জটিলতা থেকে সুরক্ষা দেয়।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

বয়স মানেই রক্তনালীর সমস্যা—এটা মিথ!সঠিক জীবনযাপনেই ঝুঁকি কমানো সম্ভব।👉 নিয়মিত ব্যায়াম👉 পুষ্টিকর খাবার👉 ধূমপান সম্পূর্ণ এ...
17/11/2025

বয়স মানেই রক্তনালীর সমস্যা—এটা মিথ!

সঠিক জীবনযাপনেই ঝুঁকি কমানো সম্ভব।

👉 নিয়মিত ব্যায়াম
👉 পুষ্টিকর খাবার
👉 ধূমপান সম্পূর্ণ এড়িয়ে চলা

এসব মেনে চললে বয়স বাড়লেও রক্তনালীর সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা যায়।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

Deep Vein Thrombosis (DVT): পায়ের গভীর শিরায় রক্ত জমাট—নীরব কিন্তু ঝুঁকিপূর্ণ সমস্যাDVT হলো এমন একটি অবস্থা যেখানে পায়ের...
16/11/2025

Deep Vein Thrombosis (DVT): পায়ের গভীর শিরায় রক্ত জমাট—নীরব কিন্তু ঝুঁকিপূর্ণ সমস্যা

DVT হলো এমন একটি অবস্থা যেখানে পায়ের বা শরীরের গভীর শিরায় রক্ত জমাট (Blood Clot) তৈরি হয়।
এই ক্লট যদি ছুটে গিয়ে ফুসফুসে পৌঁছে শ্বাসনালিতে ব্লক তৈরি করে, তাকে বলা হয় Pulmonary Embolism (PE)—যা জীবনহানির কারণও হতে পারে।

➡️ তাই পা ফুলে গেলে বা ব্যথা থাকলে কখনোই অবহেলা করা উচিত নয়।

যে লক্ষণগুলো DVT–এর ইঙ্গিত দিতে পারে

• এক পা হঠাৎ ফুলে যাওয়া
• পায়ে ব্যথা বা চাপ অনুভব
• পা স্পর্শ করলে উষ্ণ লাগা
• ত্বকে লালচে বা নীলচে পরিবর্তন
• হাঁটলে ব্যথা বাড়া

👉 অনেক সময় কোনো লক্ষণ ছাড়াও DVT থাকতে পারে।

DVT কেন হয়?

• দীর্ঘ সময় বসে থাকা (বাস/বিমান ভ্রমণ)
• বড় কোনো সার্জারি বা দীর্ঘদিন শয্যাশায়ী থাকা
• স্থূলতা
• ধূমপান
• ডিহাইড্রেশন
• জন্মনিরোধক বড়ি বা হরমোন থেরাপি
• DVT–এর পারিবারিক ইতিহাস
• ক্যান্সার বা কিছু ওষুধের প্রভাব

পা হঠাৎ ফুলে যাওয়া, ব্যথা বা উষ্ণতা অনুভব করলে অবিলম্বে ডপলার আল্ট্রাসাউন্ড করানো প্রয়োজন।
প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণই জটিলতা কমাতে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

রক্তনালী সার্জারি—ভয়ের নয়, আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য সমাধানউন্নত মেডিকেল প্রযুক্তির কারণে রক্তনালী সার্জারি এখন Minima...
15/11/2025

রক্তনালী সার্জারি—ভয়ের নয়, আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য সমাধান

উন্নত মেডিকেল প্রযুক্তির কারণে রক্তনালী সার্জারি এখন Minimally Invasive ও উন্নত Endovascular পদ্ধতিতে করা সম্ভব।
ফলে ঝুঁকি কম, সুস্থতা দ্রুত এবং চিকিৎসা আরও নির্ভুল।

👨‍⚕️মিথ নয়, সত্যকে জানুন—
নিরাপদ ও আধুনিক চিকিৎসা এখন আপনার নাগালেই।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

রক্তনালী ব্লক? জীবন শেষ—এটা ভুল ধারণা!সঠিক তথ্য জানুন,এড়িয়ে চলুন ভ্রান্ত ধারণা।👨‍⚕️রক্তনালী ব্লক এখন চিকিৎসাযোগ্য—সময়মত...
13/11/2025

রক্তনালী ব্লক? জীবন শেষ—এটা ভুল ধারণা!
সঠিক তথ্য জানুন,এড়িয়ে চলুন ভ্রান্ত ধারণা।

👨‍⚕️রক্তনালী ব্লক এখন চিকিৎসাযোগ্য—সময়মতো সঠিক ব্যবস্থা নিলেই সুস্থ জীবন ফিরে পাওয়া সম্ভব।

যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

ভেরিকোজ ভেইন (Varicose Veins): পায়ে ফুলে ওঠা নীলচে শিরা কি বিপদের সংকেত?অনেকের পায়ে নীলচে বা বেগুনি রঙের ফুলে ওঠা শিরা দ...
12/11/2025

ভেরিকোজ ভেইন (Varicose Veins): পায়ে ফুলে ওঠা নীলচে শিরা কি বিপদের সংকেত?

অনেকের পায়ে নীলচে বা বেগুনি রঙের ফুলে ওঠা শিরা দেখা যায় — একে বলা হয় *ভেরিকোজ ভেইন*।
শুরুতে এটি শুধু সৌন্দর্যের সমস্যা মনে হলেও, সময়ের সাথে এটি হতে পারে গুরুতর *ভাসকুলার জটিলতা*।

⚠️ সাধারণ উপসর্গসমূহ:

* দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে পায়ে ব্যথা ও ভারী লাগা
* রাতে পায়ে ক্র্যাম্প বা টান ধরা
* পায়ের নিচে ফুলে যাওয়া বা ফোলা ভাব
* শিরা ফুলে ওঠা ও ত্বকের নিচে পাক খাওয়া দেখা
* ত্বক কালচে হয়ে যাওয়া বা ক্ষত সৃষ্টি হওয়া

কেন হয়:

* রক্তনালির ভাল্ভ দুর্বল বা ক্ষতিগ্রস্ত হওয়া
* স্থূলতা (মোটা হওয়া)
* গর্ভাবস্থা
* দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা
* পারিবারিক ইতিহাস

❤️ মনে রাখবেন —

প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে ভেরিকোজ ভেইন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আধুনিক *লেজার ট্রিটমেন্ট ও এন্ডোভাসকুলার থেরাপি* এখন অনেক কার্যকর ও নিরাপদ সমাধান।

🏥 যেকোনো ভাসকুলার সমস্যার আধুনিক চিকিৎসা পেতে যোগাযোগ করুনঃ

🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare

🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬

🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।

Address

Dhaka

Opening Hours

Monday 17:00 - 19:00
Tuesday 17:00 - 19:00
Wednesday 17:00 - 19:00
Thursday 17:00 - 19:00
Saturday 17:00 - 19:00
Sunday 17:00 - 19:00

Telephone

+8801715405567

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shantonu Kumar’s Vasculocare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shantonu Kumar’s Vasculocare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram