30/11/2025
Peripheral Artery Narrowing: ধমনি সরু হয়ে রক্তপ্রবাহ কমে যাওয়ার নীরব ভাসকুলার সমস্যা
Peripheral Artery Narrowing হলো এমন একটি অবস্থা যেখানে হাত,পা বা শরীরের অন্যান্য অংশে রক্তবাহী ধমনিগুলো ধীরে ধীরে সরু হয়ে যায়।
এর ফলে আক্রান্ত স্থানে যথেষ্ট রক্ত ও অক্সিজেন পৌঁছায় না, এবং সময়ের সাথে নানা ধরনের ব্যথা, অসাড়তা ও টিস্যু ক্ষতির ঝুঁকি বাড়ে।
➡️ এই সমস্যা ধীরে ধীরে শুরু হয়—তাই শুরুতেই লক্ষ্য করলে ভবিষ্যৎ জটিলতা কমানো সম্ভব।
🔸 যে লক্ষণগুলো Peripheral Artery Narrowing–এর ইঙ্গিত দেয়
• হাঁটলে পায়ে ব্যথা (Walking pain বা Claudication)
• সামান্য হাঁটলেই পা শক্ত হয়ে আসা
• পায়ের আঙুল বা পা ঠান্ডা অনুভব
• ত্বক ফ্যাকাশে বা নীলচে হয়ে যাওয়া
• পায়ের ক্ষত শুকাতে সময় লাগা
• পায়ে অসাড়তা বা ঝিনঝিনি
👉 অনেকেই এসবকে সাধারণ ব্যথা মনে করেন—কিন্তু এগুলো ধমনি সরু হওয়ার গুরুত্বপূর্ণ সংকেত।
🔸 Peripheral Artery Narrowing এর চিকিৎসা না করলে কী হতে পারে? (জটিলতা)
• রক্তপ্রবাহ আরও কমে গিয়ে টিস্যু ক্ষতি
• আঙুল বা পায়ের অংশ কালো হয়ে যাওয়া (Ischemia/Gangrene)
• তীব্র ব্যথা
• হাঁটা-চলা সীমিত হয়ে যাওয়া
• দীর্ঘমেয়াদি ক্ষত
• Limb-threatening অবস্থায় রূপ নেওয়া
➡️ ধমনি সরু হয়ে গেলে রক্তপ্রবাহ কমে যায়—যা সময়মতো গুরুত্ব না দিলে পায়ের স্বাস্থ্যে বড় বিপর্যয় ঘটাতে পারে।
যেকোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন -
🩺 ডাঃ শান্তনু কুমার ঘোষ
সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)
এমবিবিএস, এমএস (কার্ডিওভাসকুলার এন্ড থোরাসিক সার্জারী)
এফএসিএস (ইউএসএ)
ফেলো (ভাসকুলার সোসাইটি ফর লিম্ব সালভেজ, ইন্ডিয়া)
লেজার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ (ফর্টিস হসপিটাল,মোহালী ও দিভাস, গুজরাট, ইন্ডিয়া)(ভাসকুলার, এন্ডোভাসকুলার ও লেজার বিশেষজ্ঞ সার্জন)
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।
📞 মোবাইল: ০১৭৯০১১৯৯৩৫
ই-মেইল: shantonukumarghosh@gmail.com,
vasculocare@gmail.com
ওয়েবসাইট: www.vasculocare.com
ফেইসবুক : Dr. Shantonu Kumar’s Vasculocare
🏥চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ইউনিট-২, (শ্যামলী শাখা)
রুম - ৫০৯ শ্যামলী শাখা: বাড়ি # ১/৫, ব্লক # বি,
মোহাম্মদপুর হাউজিং এস্টেট (গজনবী রোড)
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
হটলাইনঃ ০৯৬৬৬-৭৮৭৮০৬
🏥রোগী দেখার সময়ঃ
বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (বৃহস্পতিবার,শুক্রবার ও ছুটির দিন বন্ধ)।