25/02/2025
পাত্রী চাই।
আমেরিকান সিটিজেন পাত্র, বাংলাদেশে বাড়ী সিলেট। পাত্র অত্যন্ত ধার্মিক ও পরহেজগার। পাত্রের একজন স্ত্রী ও একজন ছেলে সন্তান আছে। পাত্র, তার স্ত্রীর সম্পূর্ণ সম্মতিক্রমে, ইসলাম ও রাসূল (সঃ) এর সুন্নাহ মোতাবেক, হালাল তরিকায় ও নেক উদ্দেশ্যে আরেকজন স্ত্রীর দায়িত্ব নিতে আগ্রহী। পাত্রের প্রথম স্ত্রীও অত্যন্ত ধার্মিক, এবং পাত্রের দ্বিতীয় বিবাহের জন্য প্রথম স্ত্রী নিজেই উৎসাহ দিচ্ছেন। পাত্র একজন দ্বীনদার পরহেজগার এবং কুরআনে হাফেজা পাত্রী খুজছেন।পাত্রীর পরিবার অসচ্ছল, অথবা পাত্রী এতিম হলেও চলবে। পাত্র, পাত্রীর পরিবারের সমস্ত আর্থিক দায়িত্ব গ্রহণ করতেও রাজি আছেন। কিন্তু, পাত্রী দ্বীনদার ও হাফেজা হতে হবে। আগ্রহী পাত্রী বা অভিবাবক ইনবক্সে ফোন নাম্বার সহ যোগাযোগ করতে পারেন।