HEALTHx

HEALTHx প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা এখন এক সাথে এক জায়গাতেই! With an objective to Bangladesh Govt.

HEALTHx is a digital healthcare platform in Bangladesh where four 'P’s of health ecosystem being connected digitally – Patients, Physicians, Providers (Pharmacies, Diagnostics, Clinic & Hospitals) & Payors (Health Insurers). to support in achieving Universal Health Coverage (UHC) objective and SDG 3 goal of “Ensure healthy lives and promote well-being for all’, HEALTHx aims to make the primary healthcare accessible and affordable for all, removing ‘Pain points’ of Physicians & Providers through driving the digitization of the health sector. HEALTHx aspires to be the largest digital healthcare venture of the country, hence, we are targeting to partner with min. 500 hospitals & clinics; 5,000 Physicians; 5,000 pharmacies and serve 200,000 patients of the country by 2025!

বয়স্ক বাবা-মা বা প্রিয়জনের যত্ন নিতে কি কাউকে প্রয়োজন? 🥺দীর্ঘদিন অসুস্থ, দুর্বল বা শয্যাশায়ী প্রিয়জনের পাশে সবসময় ...
09/10/2025

বয়স্ক বাবা-মা বা প্রিয়জনের যত্ন নিতে কি কাউকে প্রয়োজন? 🥺
দীর্ঘদিন অসুস্থ, দুর্বল বা শয্যাশায়ী প্রিয়জনের পাশে সবসময় থাকা সহজ নয় — কিন্তু তাঁদের যত্নটা প্রাপ্য সবচেয়ে ভালোভাবে ❤️

HEALTHx-এর দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভাররা দিন-রাত পাশে থাকবে আপনার প্রিয়জনের প্রতিটি প্রয়োজনে

🩺 দৈনন্দিন যত্ন ও ওষুধ খাওয়ানো
🚑 হাসপাতাল ট্রান্সফার সহায়তা
🏥 সার্জারির আগে ও পরে বিশেষ কেয়ার
🍲 খাবার ও ব্যক্তিগত যত্ন
💬 মানসিক সাপোর্ট ও সহচরিতা

আপনার প্রিয়জন থাকুক নিরাপদ, আর আপনিও থাকুন নিশ্চিন্ত 💙
এখনই বুক করুন দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার!

📞 যোগাযোগ করুন: +880 1401-120468
⏰ সেবা: ১২ ঘণ্টা | ২৪ ঘণ্টা

হঠাৎ জ্বর আসছে? মনে হচ্ছে কোনো বড় সমস্যা হতে পারে?⚠️ বর্তমানে অনেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছেন। জ্বরের সঙ্গে দেখা দি...
11/09/2025

হঠাৎ জ্বর আসছে? মনে হচ্ছে কোনো বড় সমস্যা হতে পারে?

⚠️ বর্তমানে অনেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছেন। জ্বরের সঙ্গে দেখা দিতে পারে:

#শরীর ব্যথা
#অবসাদ
#তেতো মুখ
#অরুচি

🩺 দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।
💰 মাত্র ২০০ টাকা থেকে শুরু, ঘরে বসেই ডাক্তারের পরামর্শ।

We extend our sincere thanks to Confidence Power Holdings Limited for trusting HEALTHx as your healthcare partner. 🤝This...
11/09/2025

We extend our sincere thanks to Confidence Power Holdings Limited for trusting HEALTHx as your healthcare partner. 🤝

This initiative reflects CPHL’s strong commitment to employee well-being recognizing that health is not just a benefit, but a long-term investment that drives productivity, loyalty, and organizational success.

At HEALTHx, we go beyond health checkups to deliver integrated corporate wellness solutions helping companies foster healthier, more resilient, and high-performing teams. Together, we are building a workplace culture where employee care is at the heart of sustainable growth.

At Confidence Power Holdings Limited, we believe good health drives great work. In collaboration with Health X, we organized a workplace health checkup to ensure our team’s well-being remains a top priority.

প্রতিদিন ভোরেই ঘুম ভাঙত তীব্র মাথাব্যথা নিয়ে।সকালটা শুরু হতো পেইনকিলার দিয়ে, আর দিন যত গড়াতো, ব্যথা তত বাড়তো।অফিসে যাওয়া...
11/09/2025

প্রতিদিন ভোরেই ঘুম ভাঙত তীব্র মাথাব্যথা নিয়ে।
সকালটা শুরু হতো পেইনকিলার দিয়ে, আর দিন যত গড়াতো, ব্যথা তত বাড়তো।

অফিসে যাওয়া হয়ে উঠত না...
গুরুত্বপূর্ণ মিটিংগুলো একের পর এক মিস হচ্ছিল।
মাথার এই যন্ত্রণা যেন জীবনের সব রঙ ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছিল।

📱একদিন ফেসবুকে চোখে পড়লো —
"মাত্র ২০০ টাকা থেকে শুরু, ঘরে বসেই বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শ!"

রিমা আর দেরি করেনি।
মোবাইল থেকে এক ক্লিকেই বুক করলো সময়।
অনলাইনেই কথা বললো নিউরোলজিস্টের সঙ্গে।
ডাক্তার ব্যথার কারণটা বুঝে ওষুধ আর লাইফস্টাইল প্ল্যান দিলেন।

⏳ তিন সপ্তাহ পর —
ব্যথা নেই বললেই চলে।

আজ রিমা আবার সকাল উপভোগ করে।
ছেলেকে স্কুলে দিয়ে, নিজেও অফিসে যায় হাসিমুখে।
জীবনটা আবার সচল হয়েছে।

👉 এখনই বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শ নিন অনলাইনেই!
মাত্র ২০০৳ থেকে শুরু ভিজিট ফি।

💻 ঘরে বসেই চিকিৎসা
⏰ সময় ও ভিড়ের ঝামেলা ছাড়াই
🧠 বিশেষজ্ঞ চিকিৎসক, নিশ্চিন্ত সমাধান

🌐 ভিজিট করুন: www.healthxbd.com
📞 অথবা কল করুন: 01969908181

#মাইগ্রেন #মাথাব্যথা #অনলাইনচিকিৎসা

#ঘরেবসেইচিকিৎসা #বিশেষজ্ঞডাক্তার

প্রতিটি প্রতিষ্ঠানই এখন তাদের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতা ও সার্বিক যত্নের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে।এরই ধারা...
01/09/2025

প্রতিটি প্রতিষ্ঠানই এখন তাদের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতা ও সার্বিক যত্নের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এরই ধারাবাহিকতায়, গত শনিবার পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড -এর কর্পোরেট অফিসে দিনব্যাপী HEALTHx এর উদ্যোগে একটি হেলথ চেক-আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কর্মকর্তা-কর্মচারীদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড এর কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি আন্তরিক ও যত্নশীল।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিলঃ
১। রক্তচাপ পরিমাপ
২। গ্লুকোজ/ডায়াবেটিস পরীক্ষা
৩। হিমোগ্লোবিন পরীক্ষা
৪। ওজন পরিমাপ
৫। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা
৬। অ্যাডভান্সড হেলথ চেকআপ
৭। অন-স্পট ডাক্তার পরামর্শ

এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের প্রতি দায়িত্বশীলতা ও যত্নের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপনার ব্যস্ত জীবনে নিজ বা পরিবারের সদস্যদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা টেস্টের জন্য অপেক্ষা করা যখন কষ্টসাধ্য হয়ে ওঠে HEALTHx...
16/08/2025

আপনার ব্যস্ত জীবনে নিজ বা পরিবারের সদস্যদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা টেস্টের জন্য অপেক্ষা করা যখন কষ্টসাধ্য হয়ে ওঠে HEALTHx তখনই আপনার দাড়প্রান্তে। এখন ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে হেলথ চেকআপ হবে খুব দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে।

HEALTHx -এর হোম স্যাম্পল কালেকশন সার্ভিসের মাধ্যমে লিভার ও কিডনি চেকআপ করুন ঘরে বসেই এবং ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে রিপোর্ট ডেলিভারি।

📌 মাত্র ৩ ঘণ্টায় স্যাম্পল কালেকশন
📌 ২৪ ঘন্টায় অনলাইন রিপোর্ট ডেলিভারি
📌 ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্টের হার্ডকপি ডেলিভারি

অনেক প্রবাসী ভাই–বোন বুকে চাপ, গ্যাস্ট্রিক বা হৃদরোগের সমস্যা নিয়ে ভুগেছেন। কিন্তু সঠিক সময়ে চিকিৎসার অভাবে অনেকেই মারা ...
16/08/2025

অনেক প্রবাসী ভাই–বোন বুকে চাপ, গ্যাস্ট্রিক বা হৃদরোগের সমস্যা নিয়ে ভুগেছেন। কিন্তু সঠিক সময়ে চিকিৎসার অভাবে অনেকেই মারা যাচ্ছেন বিশেষ করে হৃদরোগজনিত কারণে। ২০১৬ সালের একটি সরকারি তথ্য অনুযায়ী, প্রবাসীদের মৃত্যুর প্রায় ৫০% হরট অ্যাটাক বা কার্ডিয়াক রোগজনিত। আর সৌদি আরব থেকে আসা মৃতদেহের ৭৬% “প্রাকৃতিক” কারণে—যেমন ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ নিশ্চিতভাবে নির্ধারণ ছাড়াই মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়

👉 কারণ?
✔️ সহজে ডাক্তার না পাওয়া
✔️ চিকিৎসা ব্যয় অনেক বেশি
✔️ ভাষাগত প্রতিবন্ধকতা
✔️ হাসপাতালে যাওয়া বা ছুটি ম্যানেজের সমস্যা

ফলে, বুকে চাপ, গ্যাস্ট্রিক বা হার্টের সমস্যা গুরুতর হয়ে অনেক সময় প্রাণঘাতি হয়ে উঠছে।

💡 তাই HEALTHx নিয়ে এসেছে সহজ সমাধান —
👉 ইমু বা হোয়াটসঅ্যাপে বাংলায় ডাক্তার পরামর্শ সেবা
👉 কম খরচে, নির্ভরযোগ্য চিকিৎসা
👉 ২৪/৭ অনলাইন কনসালটেশন

📞 কল করুন: +8801969908181
🌐 ভিজিট করুন: www.healthxbd.com

স্মার্ট ডক্টর এর ই-প্রেসক্রিপশন সল্যুশনে বিশেষ অফার। ৫০% ডিসকাউন্টে বছরে মাত্র ৪৯৯ টাকা!স্মার্ট ডক্টর এর ই-প্রেসক্রিপশন ...
03/08/2025

স্মার্ট ডক্টর এর ই-প্রেসক্রিপশন সল্যুশনে বিশেষ অফার। ৫০% ডিসকাউন্টে বছরে মাত্র ৪৯৯ টাকা!

স্মার্ট ডক্টর এর ই-প্রেসক্রিপশন এমন একটি অনলাইন ভিত্তিক প্রেসক্রিপশন রাইটিং এবং পেশেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যার মাধ্যমে ডক্টর রা প্রেসক্রিপশন ও করতে পারবেন, পাশাপাশি পেশেন্ট এর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রেকর্ড ও ম্যানেজ করতে পারবেন।

এছাড়াও বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত জীবনকে আরও কার্যকর ও ফলপ্রসু করতে স্মার্ট ডক্টর
ই-প্রেসক্রিপশনের মোবাইল ভারশন ও ডেভেলপ করা হয়েছে। এখন ডক্টররা চাইলে ল্যাপটপ, কম্পিউটার অথবা তাদের হাতের নাগালে থাকা স্মার্টফোন থেকেই ই-প্রেসক্রিপশন করে দিতে পারবেন।

স্মার্ট ডক্টর এর ই-প্রেসক্রিপশন সল্যুশন একটি সম্পূর্ণ ক্লাউড বেইজড সিস্টেম। তাই কোনো প্রকার ইন্সটলেশনের ঝামেলা ছাড়া কম্পিউটার কিংবা স্মার্টফোন থেকে এটি ব্যবহার করা যায় এবং দেশের যেকোনো জায়গা হতে যেকোনো সময়।

এতে আপনি আরো পাচ্ছেন ২২০০০+ মেডিসিন এর ডাটাবেজ, অটোফিল সুবিধাসহ ৫০০০+ এডভাইস,
২০০০+ চিফ কমপ্লেইন্টস, ২০০০+ ইনভেস্টিগেশন।

ই-প্রেসক্রিপশন আপনার মূল্যবান সময় বাঁচাবে ,হাতে লেখার ঝামেলা থেকে মুক্তি দেবে, দ্রুততম সময়ে প্রেসক্রিপশন তৈরি করে রোগীর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, রোগী পাবে ঝকঝকে সুন্দর একটি প্রেসক্রিপশন, এছাড়াও আপনি খুব সহজেই আপনার পেশেন্টের তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে তার সামগ্রিক মেডিকেল রেকর্ড সংরক্ষণ করতে পারবেন।

তাই, আর দেরি না করে নিচে দেয়া লিংকে গিয়ে আজই রেজিষ্ট্রেশন করুন এবং লগ ইন করে মোবাইল বা কম্পিউটার থেকে ব্যবহার করুন ই-প্রেসক্রিপশন https://doc.healthxbd.com/register

যে কোন প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন এই নাম্বারেঃ
01401120461
01401120468

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত — আর প্রতিদিনই বাড়ছে থাইরয়েড ও হরমোনজনিত সমস্যায় ভোগা ...
03/08/2025

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত — আর প্রতিদিনই বাড়ছে থাইরয়েড ও হরমোনজনিত সমস্যায় ভোগা রোগীর সংখ্যা।

এসব রোগকে অবহেলা করলে হতে পারে হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর, চোখের সমস্যা, নার্ভ ড্যামেজসহ ভয়ঙ্কর জটিলতা।

তাই এখনই সময় সচেতন হবার — বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ঘরে বসেই।

✅ অনলাইন ভিডিও কনসালটেশন
✅ শুরু মাত্র ২৫০ টাকা থেকে
📞 বুকিং: 01969908181
🌐 www.healthxbd.com/all-doctors

📢 WE ARE HIRING – Join HEALTHx!Are you passionate about making a difference in the digital healthcare space?HEALTHx, one...
03/08/2025

📢 WE ARE HIRING – Join HEALTHx!

Are you passionate about making a difference in the digital healthcare space?
HEALTHx, one of Bangladesh’s fastest-growing digital healthcare ventures, is looking for enthusiastic team members to join our journey to make primary healthcare accessible and affordable for all.

Open Positions:
🔹 Digital Marketing Trainee
🔹 Intern – Customer Service
🔹 Intern – Business Development

📩 Apply Now: Send your CV to contact@healthx.com.bd
🌐 Learn more about us: www.healthxbd.com

Let’s shape the future of digital health — together!

আট বছরের সংসার।একটি ছেলে আছে — সাত বছর বয়স।সংসারের শুরুটা ছিল হাসিমুখে, ভালোবাসায় ভরা।একসময় সবকিছু বদলে যেতে থাকে — কথা ...
03/08/2025

আট বছরের সংসার।
একটি ছেলে আছে — সাত বছর বয়স।
সংসারের শুরুটা ছিল হাসিমুখে, ভালোবাসায় ভরা।
একসময় সবকিছু বদলে যেতে থাকে — কথা কমে যায়, ব্যস্ততা বাড়ে, মন খারাপ জমে থাকে।

জাহিদ কাজ নিয়ে ব্যস্ত থাকত, অফিস শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে নিঃশব্দে খেত, শুয়ে পড়ত।
রুখসানা নিজের একাকিত্বে ডুবে থাকত — বাচ্চা, সংসার, দায়িত্ব আর অতীত স্মৃতির মাঝে।

জাহিদের ভেতরে একটাই দাহ — সে একদিন হঠাৎ দেখে ফেলে রুখসানা তার পুরনো এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে।

সবচেয়ে আপন মানুষটার কাছ থেকে এমন কিছু দেখা…
জাহিদের বিশ্বাস ভেঙে পড়ে।

সে কিছু বলে না, কিন্তু ভেতরে এক ধরণের অভিমান জন্ম নেয় —
"আমি তো সব দিয়েছি, তাহলে কেন…?"

রুখসানাও বোঝে — দূরত্ব বাড়ছে। কিন্তু সাহস করে কিছু বলতে পারে না।
সে চায় বোঝাতে — "আমি ভুল করেছি, হ্যাঁ। কিন্তু সম্পর্কটা শেষ করতেই তো চাইনি। আমি শুধু একাকিত্বে ভেঙে পড়েছিলাম… একবার কথা বলতে গিয়েছিলাম।"

অভিমান, সন্দেহ আর ভুল বোঝাবুঝিতে দুইজনেই হেরে যাচ্ছিল সম্পর্কের কাছে।
ডিভোর্সের কাগজ প্রস্তুত। পরিবার জানে, বন্ধু জানে।

ঠিক তখনই এক বন্ধু বলে —
“ডিভোর্স নাও, যদি সত্যিই শেষ চাও।
কিন্তু তার আগে অন্তত একবার কাপল কাউন্সেলিং করো।
শেষ চেষ্টা করা তো অন্যায় না।”

তারা চুপচাপ প্রথম সেশনে বসে।
অনলাইন ভিডিও কল।
একপাশে জাহিদ, একপাশে রুখসানা — মাঝখানে বছর বছরের অভিমান।

সাইকোলজিস্ট জিজ্ঞেস করেন —
“যদি একটা কথায় বোঝাতে বলেন, কী হারিয়েছেন একে অপরের মাঝে?”

রুখসানা কাঁদতে কাঁদতে বলে —
“আমি ওর বিশ্বাস হারিয়েছি…”
জাহিদের চোখে পানি আসে —
“আমি ওর পাশে থাকার সাহসটা হারিয়েছি…”

তিনটা সেশন।
তিনটা চেষ্টা — বোঝার, বলার, ক্ষমা চাওয়ার।

ডিভোর্স হয়নি।
ভালোবাসা এখনো নতুন করে শিখছে হাঁটতে।
তাদের ছেলে আজ স্কুলে একটা ছবি এঁকে এনেছে — মা, বাবা আর সে — তিনজন একসাথে।

প্রতিদিনই আসছে এমন অনেক কেস —
দূরত্ব, অভিমান, ডিভোর্সের দ্বারপ্রান্তে থাকা দম্পতি।

আমরা তাদের গল্প শুনি,
তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সাইকোলজিস্ট সাজেস্ট করি।

আমাদের একটাই চেষ্টা —
ডিভোর্স নয়, সম্পর্কটা থাকুক… ভালোবাসা বাঁচুক।

HEALTHx – ঘরে বসেই কাপল কাউন্সেলিং।

ঘরে বসেই অডিও / ভিডিও কলের মাধ্যমে সাইকোলজিস্টের - এর পরামর্শ নিতে ভিজিট করুন HEALTHx এর ওয়েবসাইট এ - https://healthxbd.com/find-doctors
আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেঃ
+8801969908181
+8801571016461

রাফি আর তানিয়া — ছয় বছর ধরে একসাথে, অথচ এখন দুজনেই একা। একই ছাদের নিচে থেকেও কথাগুলো হারিয়ে গেছে।রাফি ভাবে, "তানিয়া বদলে...
02/08/2025

রাফি আর তানিয়া — ছয় বছর ধরে একসাথে, অথচ এখন দুজনেই একা। একই ছাদের নিচে থেকেও কথাগুলো হারিয়ে গেছে।

রাফি ভাবে, "তানিয়া বদলে গেছে। আগের মতো আর ভালোবাসে না।"
তানিয়া ভাবে, "রাফি তো আর আগের মতো বোঝে না আমাকে।"

ঝগড়াটা হয়েছিল এক পুরনো বিষয় নিয়ে — কে কাকে কবে আঘাত করেছিল।
তারপর শুধু নীরবতা। কেউই ক্ষমা চায়নি, কেউই বোঝার চেষ্টা করেনি।

দিন দিন দূরত্ব বাড়ছিল।
ভালোবাসা ছিল, কিন্তু বোঝাপড়া ছিল না।
বিশ্বাস ছিল, কিন্তু কথাবার্তা ছিল না।
মনে ছিল, কিন্তু মুখে ছিল না।

একদিন তানিয়া একটা বিজ্ঞাপন দেখল —
"সম্পর্কে দূরত্ব? সমাধান শুরু হোক বোঝাপড়া দিয়ে। এখন ঘরে বসেই সাইকোলজিস্টের সঙ্গে কাপল কাউন্সেলিং।"

তানিয়া বুকিং দিলো। প্রথম দিন রাফি কিছুই বলতে চাইলো না। কিন্তু সাইকোলজিস্ট শুধু শুনলেন — না বিচার করে, না দোষ ধরে।
আস্তে আস্তে জমে থাকা কথাগুলো বেরিয়ে এলো।
কান্না এলো।
মাফ চাওয়া এলো।
বুঝতে শেখা এলো।

আজও ঝগড়া হয় — কিন্তু এবার শেষ হয় বোঝাপড়ায়।
রাফি আর তানিয়া শিখেছে, সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে নয়, বোঝাপড়া আর সৎ কথোপকথন দিয়েই টিকে থাকে।

🟢 দূরত্ব কমাতে আজই কাউন্সেলিং শুরু করুন
📲 ঘরে বসেই অভিজ্ঞ সাইকোলজিস্টের সঙ্গে সেশন নিন
❤️ সম্পর্ক বাঁচাতে এক ধাপ এগিয়ে আসুন — বোঝা ও বোঝানোর জন্য।

ঘরে বসেই অডিও / ভিডিও কলের মাধ্যমে সাইকোলজিস্টের - এর পরামর্শ নিতে ভিজিট করুন HEALTHx এর ওয়েবসাইট এ - https://healthxbd.com/find-doctors
আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেঃ
+8801969908181
+8801571016461

Address

Address: Level 2, Nam Village, House 06, Road 2, Block L, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when HEALTHx posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HEALTHx:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram