03/08/2025
আট বছরের সংসার।
একটি ছেলে আছে — সাত বছর বয়স।
সংসারের শুরুটা ছিল হাসিমুখে, ভালোবাসায় ভরা।
একসময় সবকিছু বদলে যেতে থাকে — কথা কমে যায়, ব্যস্ততা বাড়ে, মন খারাপ জমে থাকে।
জাহিদ কাজ নিয়ে ব্যস্ত থাকত, অফিস শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে নিঃশব্দে খেত, শুয়ে পড়ত।
রুখসানা নিজের একাকিত্বে ডুবে থাকত — বাচ্চা, সংসার, দায়িত্ব আর অতীত স্মৃতির মাঝে।
জাহিদের ভেতরে একটাই দাহ — সে একদিন হঠাৎ দেখে ফেলে রুখসানা তার পুরনো এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে।
সবচেয়ে আপন মানুষটার কাছ থেকে এমন কিছু দেখা…
জাহিদের বিশ্বাস ভেঙে পড়ে।
সে কিছু বলে না, কিন্তু ভেতরে এক ধরণের অভিমান জন্ম নেয় —
"আমি তো সব দিয়েছি, তাহলে কেন…?"
রুখসানাও বোঝে — দূরত্ব বাড়ছে। কিন্তু সাহস করে কিছু বলতে পারে না।
সে চায় বোঝাতে — "আমি ভুল করেছি, হ্যাঁ। কিন্তু সম্পর্কটা শেষ করতেই তো চাইনি। আমি শুধু একাকিত্বে ভেঙে পড়েছিলাম… একবার কথা বলতে গিয়েছিলাম।"
অভিমান, সন্দেহ আর ভুল বোঝাবুঝিতে দুইজনেই হেরে যাচ্ছিল সম্পর্কের কাছে।
ডিভোর্সের কাগজ প্রস্তুত। পরিবার জানে, বন্ধু জানে।
ঠিক তখনই এক বন্ধু বলে —
“ডিভোর্স নাও, যদি সত্যিই শেষ চাও।
কিন্তু তার আগে অন্তত একবার কাপল কাউন্সেলিং করো।
শেষ চেষ্টা করা তো অন্যায় না।”
তারা চুপচাপ প্রথম সেশনে বসে।
অনলাইন ভিডিও কল।
একপাশে জাহিদ, একপাশে রুখসানা — মাঝখানে বছর বছরের অভিমান।
সাইকোলজিস্ট জিজ্ঞেস করেন —
“যদি একটা কথায় বোঝাতে বলেন, কী হারিয়েছেন একে অপরের মাঝে?”
রুখসানা কাঁদতে কাঁদতে বলে —
“আমি ওর বিশ্বাস হারিয়েছি…”
জাহিদের চোখে পানি আসে —
“আমি ওর পাশে থাকার সাহসটা হারিয়েছি…”
তিনটা সেশন।
তিনটা চেষ্টা — বোঝার, বলার, ক্ষমা চাওয়ার।
ডিভোর্স হয়নি।
ভালোবাসা এখনো নতুন করে শিখছে হাঁটতে।
তাদের ছেলে আজ স্কুলে একটা ছবি এঁকে এনেছে — মা, বাবা আর সে — তিনজন একসাথে।
প্রতিদিনই আসছে এমন অনেক কেস —
দূরত্ব, অভিমান, ডিভোর্সের দ্বারপ্রান্তে থাকা দম্পতি।
আমরা তাদের গল্প শুনি,
তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সাইকোলজিস্ট সাজেস্ট করি।
আমাদের একটাই চেষ্টা —
ডিভোর্স নয়, সম্পর্কটা থাকুক… ভালোবাসা বাঁচুক।
HEALTHx – ঘরে বসেই কাপল কাউন্সেলিং।
ঘরে বসেই অডিও / ভিডিও কলের মাধ্যমে সাইকোলজিস্টের - এর পরামর্শ নিতে ভিজিট করুন HEALTHx এর ওয়েবসাইট এ - https://healthxbd.com/find-doctors
আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেঃ
+8801969908181
+8801571016461