24/07/2025
রোজ বিকেলে জানালার পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকত আমার ছেলে, নিলয়।
পাঁচ বছর বয়সেও কথা বলে না, কারো সঙ্গে ঠিক করে চোখে চোখ রাখে না।
প্রথমে ভেবেছিলাম, সময়ের ব্যাপার… সবাই বলে, “বড় হলে ঠিক হয়ে যাবে।”
কিন্তু সময় পেরোতে থাকল, আমি বুঝলাম — আমার সন্তানের পৃথিবীটা একটু আলাদা।
বাকি সবার মতো সে কথা বলতে পারে না, স্কুলে মানিয়ে নিতে পারে না, এমনকি নিজের অনুভূতিও ঠিকভাবে প্রকাশ করতে পারে না।
আর সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল — ওর রাগ।
ওর রাগ যেন পাহাড় ভেঙে পড়ে!
একটু কিছু হলেই খেলনা ছুড়ে ফেলে, নিজের মাথায় আঘাত করে, এমনকি আমার গায়ে হাত তুলত।
সবাই বলত, “তোমার ছেলে জেদি”, “খারাপ হয়ে যাচ্ছে” — অথচ আমি জানতাম, ওর ভিতরে কিছু একটা আটকে আছে।
আমি নিজেকে দোষ দিতাম। ভাবতাম, আমি কোথায় ভুল করলাম?
হাসপাতাল, চেম্বার, লম্বা লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন কাটিয়ে দিতাম।
কিন্তু কোথাও যেন "বোঝা" আর "সহানুভূতি"র অভাব ছিল।
ঠিক তখনই একদিন HEALTHx-এর হোম-বেসড কাউন্সেলিং সার্ভিস–এর কথা শুনলাম।
সেই প্রথম দিন, যখন থেরাপিস্ট আমাদের বাসায় এলেন — নিলয়ের মুখে একটুখানি হাসি দেখেছিলাম।
নিজের খেলনার মধ্যে বসে ধীরে ধীরে সে রঙ চিনতে শিখল, চোখে চোখ রাখল, আর ছোট ছোট শব্দ বলার চেষ্টা করল।
ওর রাগ এখনও আছে — কিন্তু এখন ও বলে:
“মা, আমি রাগ করেছি… কিন্তু মারব না”
আমি চুপচাপ চোখের জল গোপন করেছিলাম।
সেই দিন বুঝেছিলাম —
সঠিক সহায়তা, সঠিক সময়ে পাওয়া গেলে, বদলে যেতে পারে একটি শিশুর পুরো ভবিষ্যৎ।
✅ স্পেশাল শিশুর জন্য দরকার বোঝা, ধৈর্য আর সঠিক থেরাপি।
🏡 সেটা যদি হয় নিজের বাসায় — তাহলে শিশুর মনের দরজাগুলো খুলে যেতে শুরু করে।
🤍 আপনি একা নন। HEALTHx আছে আপনার পাশে।
HEALTHx এর হোম-বেসড কাউন্সেলিং দিয়ে বদলাতে পারে আপনার সন্তানের জীবন। বুকিং করুন এখনই!
আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেঃ
+8801969908181
+8801571016461
#স্পেশাল_শিশু #বুঝতে_শেখি #আপনি_একা_নন #শিশুর_মন