HEALTHx

HEALTHx প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা এখন এক সাথে এক জায়গাতেই! With an objective to Bangladesh Govt.

HEALTHx is a digital healthcare platform in Bangladesh where four 'P’s of health ecosystem being connected digitally – Patients, Physicians, Providers (Pharmacies, Diagnostics, Clinic & Hospitals) & Payors (Health Insurers). to support in achieving Universal Health Coverage (UHC) objective and SDG 3 goal of “Ensure healthy lives and promote well-being for all’, HEALTHx aims to make the primary hea

lthcare accessible and affordable for all, removing ‘Pain points’ of Physicians & Providers through driving the digitization of the health sector. HEALTHx aspires to be the largest digital healthcare venture of the country, hence, we are targeting to partner with min. 500 hospitals & clinics; 5,000 Physicians; 5,000 pharmacies and serve 200,000 patients of the country by 2025!

বর্তমান ডিজিটাল যুগে একজন চিকিৎসকের জন্য নিজেকে রোগীদের সামনে উপস্থাপন করার সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া।এ...
26/07/2025

বর্তমান ডিজিটাল যুগে একজন চিকিৎসকের জন্য নিজেকে রোগীদের সামনে উপস্থাপন করার সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া।এটি শুধু আপনার পরিচিতি বৃদ্ধি নয়, বরং আপনার পার্সোনাল চেম্বার বা অনলাইন কনসালটেশন সেবাকে স্থানীয়ভাবে / নিজ শহরজুড়ে পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলার একটি আধুনিক ও ফলপ্রসূ উপায়।

বর্তমানে বাংলাদেশে ৬ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে এবং প্রায় প্রতিটি মানুষের হাতেই একটি স্মার্টফোন।এই বিপুল ডিজিটাল উপস্থিতিকে কাজে লাগিয়ে যদি পরিকল্পিতভাবে অনলাইন প্রমোশন চালানো যায়, তবে চিকিৎসক হিসেবে আপনার দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্যতা ও প্রসার নিশ্চিত করা সম্ভব।

এই লক্ষ্যেই HEALTHx - এর Smart Doctor এখন ডাক্তারদের জন্য নিয়ে এসেছে ডিজিটাল মার্কেটিং ও ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস — যার মাধ্যমে আপনি সহজেই আরও অনেক মানুষের কাছে আপনার অভিজ্ঞতা, সেবা এবং স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং সার্ভিসে যা থাকছেঃ

১. HEALTHx - এর অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ হতে ডিজিটাল প্রমোশন
২. HEALTHx - এর ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন ও ইউটিউব চ্যানেল থেকে স্বাস্থ্যবিষয়ক পোস্ট, ভিডিও ও সচেতনতামূলক কনটেন্ট এর মাধ্যমে প্রমোশন
৩. ডাক্তারের নিজস্ব সোশ্যাল মিডিয়া পেইজ সেটআপ (ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন ও ইউটিউব চ্যানেল ) ও ম্যানেজমেন্ট
৪. ডাক্তারের নিজস্ব পেইজ থেকে বুস্টিং / এড ক্যাম্পেইন রান করে দেয়া
৫. সারাদেশব্যাপি বা ডাক্তারের চেম্বারর লোকেশন টার্গেটেড প্রমোশন

ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসে যা থাকছেঃ

১. রোগীর কল, মেসেজ ও কমেন্ট ম্যানেজ করা
২. রোগীর হেলথ রেকর্ড প্রেসক্রিপশন ও হিস্টোরি সংরক্ষণ
৩. অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও কনসালটেশন শিডিউল ম্যানেজমেন্ট
৪. অ্যাপয়েন্টমেন্ট এর আগে রোগীকে ফলোআপ করা ও কনসালটেশন নিশ্চিত করা
৫. ২৪/৭ ডেডিকেটেড কাস্টমার কেয়ার সাপোর্ট

ডিজিটাল মার্কেটিং ও ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস সংক্রান্ত বিস্তারিত জানতে এবং যেকোনো সহযোগিতায় যোগাযোগ করুন এই নম্বরে +880 1401-120468

রোজ বিকেলে জানালার পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকত আমার ছেলে, নিলয়।পাঁচ বছর বয়সেও কথা বলে না, কারো সঙ্গে ঠিক করে চোখে চোখ রা...
24/07/2025

রোজ বিকেলে জানালার পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকত আমার ছেলে, নিলয়।

পাঁচ বছর বয়সেও কথা বলে না, কারো সঙ্গে ঠিক করে চোখে চোখ রাখে না।
প্রথমে ভেবেছিলাম, সময়ের ব্যাপার… সবাই বলে, “বড় হলে ঠিক হয়ে যাবে।”

কিন্তু সময় পেরোতে থাকল, আমি বুঝলাম — আমার সন্তানের পৃথিবীটা একটু আলাদা।

বাকি সবার মতো সে কথা বলতে পারে না, স্কুলে মানিয়ে নিতে পারে না, এমনকি নিজের অনুভূতিও ঠিকভাবে প্রকাশ করতে পারে না।
আর সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল — ওর রাগ।

ওর রাগ যেন পাহাড় ভেঙে পড়ে!
একটু কিছু হলেই খেলনা ছুড়ে ফেলে, নিজের মাথায় আঘাত করে, এমনকি আমার গায়ে হাত তুলত।
সবাই বলত, “তোমার ছেলে জেদি”, “খারাপ হয়ে যাচ্ছে” — অথচ আমি জানতাম, ওর ভিতরে কিছু একটা আটকে আছে।

আমি নিজেকে দোষ দিতাম। ভাবতাম, আমি কোথায় ভুল করলাম?

হাসপাতাল, চেম্বার, লম্বা লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন কাটিয়ে দিতাম।
কিন্তু কোথাও যেন "বোঝা" আর "সহানুভূতি"র অভাব ছিল।

ঠিক তখনই একদিন HEALTHx-এর হোম-বেসড কাউন্সেলিং সার্ভিস–এর কথা শুনলাম।

সেই প্রথম দিন, যখন থেরাপিস্ট আমাদের বাসায় এলেন — নিলয়ের মুখে একটুখানি হাসি দেখেছিলাম।

নিজের খেলনার মধ্যে বসে ধীরে ধীরে সে রঙ চিনতে শিখল, চোখে চোখ রাখল, আর ছোট ছোট শব্দ বলার চেষ্টা করল।
ওর রাগ এখনও আছে — কিন্তু এখন ও বলে:
“মা, আমি রাগ করেছি… কিন্তু মারব না”

আমি চুপচাপ চোখের জল গোপন করেছিলাম।
সেই দিন বুঝেছিলাম —
সঠিক সহায়তা, সঠিক সময়ে পাওয়া গেলে, বদলে যেতে পারে একটি শিশুর পুরো ভবিষ্যৎ।

✅ স্পেশাল শিশুর জন্য দরকার বোঝা, ধৈর্য আর সঠিক থেরাপি।
🏡 সেটা যদি হয় নিজের বাসায় — তাহলে শিশুর মনের দরজাগুলো খুলে যেতে শুরু করে।

🤍 আপনি একা নন। HEALTHx আছে আপনার পাশে।

HEALTHx এর হোম-বেসড কাউন্সেলিং দিয়ে বদলাতে পারে আপনার সন্তানের জীবন। বুকিং করুন এখনই!

আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেঃ
+8801969908181
+8801571016461

#স্পেশাল_শিশু #বুঝতে_শেখি #আপনি_একা_নন #শিশুর_মন

এক বছর ধরে চাকরি নেই।দিনের পর দিন ইন্টারভিউ, কিন্তু কোনো খবর নেই।বাসার ভাড়া, বাজারের খরচ, বাচ্চার দুধ, স্কুলের টাকা—সব ক...
23/07/2025

এক বছর ধরে চাকরি নেই।
দিনের পর দিন ইন্টারভিউ, কিন্তু কোনো খবর নেই।

বাসার ভাড়া, বাজারের খরচ, বাচ্চার দুধ, স্কুলের টাকা—
সব কিছু দিন দিন পাহাড় হয়ে দাঁড়ায়।

রাতের বেলা ঘুম আসে না।
মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরে—

“আমি কী কোনো কাজের না?”

কিছু হলেই রাগ উঠে যায়।
স্ত্রী ছোট কিছু বললেই চিৎকার করে ওঠা,
বাচ্চার সামনে রেগে যাওয়া,
রাস্তায় অপরিচিত মানুষের সাথেও খারাপ ব্যবহার করা…

কখনো নিজের আচরণে নিজেরই ঘৃণা হয়।
তবুও কিছুতেই ঠিক করা যায় না।
মনের ভেতরে কেমন অন্ধকার, হাহাকার।

একদিন স্ত্রী কাঁদতে কাঁদতে বলল,

“তুমি আগে যেমন ছিলে, আমি সেই মানুষটাকে চাই। আমরা যদি কারো সাহায্য নিই?”

তখনই খুঁজে পাওয়া হয় একজন সাইকোলজিস্টের খোঁজ।
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট হয়। প্রথম দিন কোনো কথা বের হয় না। বুকের ভেতর হাহাকার জমে থাকে।

ধীরে ধীরে বলা শুরু হয়— নিজের ভেতরের অজানা ভয়, ব্যর্থতার ভয়, রাগের কারণ।

সাইকোলজিস্ট শোনে।
বুঝিয়ে দেয়, এই রাগ, হতাশা, বিরক্তি— সবকিছুই মানসিক চাপের অংশ।
এগুলো লুকিয়ে রাখা নয়, সমাধান করা যায়।

সপ্তাহে সপ্তাহে কথা বলার পর, একদিন স্ত্রীকে বলার মতো সাহস হয়—

“আমি চেষ্টা করছি, আমাদের জন্য। ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছি।”

এখনো হয়তো চাকরি হয়নি,
কিন্তু এখন পরিবারে আবার শান্তি ফিরছে, হাসি ফিরছে।
রাগ আর অশান্তি বদলে আস্তে আস্তে শান্তি আসছে।

🌿 মনে রাখবেন: মানসিক শান্তি ছাড়া জীবনের কোনো কিছুই সহজ নয়।

আপনিও যদি এমন পরিস্থিতির মধ্যে থাকেন, দেরি না করে একজন সাইকোলজিস্টের সাথে কথা বলুন।

21/07/2025

আজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
কেউ বার্ন ইউনিটে, কেউ মৃত্যুর সঙ্গে লড়ছে।
এই মুহূর্তে রক্তই তাদের বাঁচার শেষ ভরসা।

আমরা আজ ২০০০+ রক্তদাতার নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ একটি ব্লাড ব্যাংক লিস্ট পাবলিক করেছি —
যাতে একটাও প্রাণ যেন শুধু রক্তের অভাবে নিভে না যায়।

⏱️ লিস্ট সেকেন্ডে সেকেন্ডে আপডেট হচ্ছে।
📞 জরুরি প্রয়োজনে বার্ন ইনস্টিটিউট হটলাইন: ০১৯৪৯০৪৩৬৯৭
📞 ডাক্তারের সাথে পরামর্শ করতে হটলাইন: +8801969908181

ভিজিট করুন HEALTHx এর ওয়েবসাইট এ -
https://healthxbd.com/find-doctors

আপনার একটা শেয়ারই কারো বাবা, মা, ভাই, বোন কিংবা সন্তানের জীবন রক্ষা করতে পারে।

#রক্ত_লাগবে #রক্তদাতা #রক্তের_প্রয়োজন

ধন্যবাদ ও কৃতজ্ঞতা, Private University Students Alliance of Bangladesh - PUSAB আপনারা আজ শুধু একটি উদ্যোগ নেননি, অনেকগুলো প্রাণ বাঁচানোর পথ খুলে দিয়েছেন।

বাংলাদেশের রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে HEALTHx ও Uadw Doctor's Consultancy &  Diagnostic Center  এখন...
21/07/2025

বাংলাদেশের রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে HEALTHx ও Uadw Doctor's Consultancy & Diagnostic Center এখন একসাথে কাজ করছে।

হেলথএক্স এর রোগীরা পাবেন এখন বিশেষ স্বাস্থ্যসেবার সুবিধা:
১. বিশেষজ্ঞ ডক্টর কন্সালটেশন
২. সকল প্রকার টেস্ট এর উপর ৩৫% পর্যন্ত ছাড়
৩. বাসায় বসে নমুনা পরীক্ষা
৪. ঘরে বসেই ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নেয়ার সুবিধা

আপনার স্বাস্থ্যসেবা এখন আরও সহজ ও সাশ্রয়ী করতে আজই যোগাযোগ করুন এর সাথে।

অনলাইন বা অফলাইনে যে কোন সময় ডাক্তারের সাথে পরামর্শ করতে ভিজিট করুন HEALTHx এর ওয়েবসাইট এ - https://healthxbd.com/find-doctors

আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেঃ
+8801969908181
+8801571016461


মা হঠাৎ কয়েকদিন ধরে হাঁপিয়ে উঠছিলেন, কখনও ক্লান্ত লাগছিল, কখনও মাথা ঘুরে উঠতো। আমরা ভেবেছিলাম, গরমে দুর্বল হয়ে পড়েছেন। অ...
19/07/2025

মা হঠাৎ কয়েকদিন ধরে হাঁপিয়ে উঠছিলেন, কখনও ক্লান্ত লাগছিল, কখনও মাথা ঘুরে উঠতো। আমরা ভেবেছিলাম, গরমে দুর্বল হয়ে পড়েছেন। অন্যদিকে, বাবা প্রায়ই হাঁটার পর খুব ক্লান্ত হয়ে পড়তেন, মাঝে মাঝে বুক ধড়ফড় করতো।

একদিন রাতে হঠাৎ করে মায়ের প্রেসার খুব কমে যায়। আবার পরের সপ্তাহে বাবার প্রেসার বেড়ে গিয়ে চোখে অন্ধকার দেখতে পান। তড়িঘড়ি করে দু'বারই হাসপাতালে ছুটতে হয়।

ডাক্তার স্পষ্টভাবে বললেন — “নিয়মিত রক্তচাপ না মাপলে, এমন ঝুঁকি থেকেই যাবে।”

সেদিনই বুঝলাম, শুধু ওষুধ নয় — ঘরে একটা ব্লাড প্রেশার মেশিন থাকাও জরুরি।

আমরা ঘরে নিয়ে এলাম ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন —
যেটা দিয়ে মা প্রতিদিন সকাল-সন্ধ্যায় প্রেসার চেক করেন। আর বাবা হাঁটার পর বা ক্লান্ত বোধ করলে নিজেই প্রেসার মাপেন।

এখন আর ছোটখাটো উপসর্গ নিয়ে ভয় পাই না।
যখনই কিছু অস্বাভাবিক লাগে — সঙ্গে সঙ্গে চেক করি, ব্যবস্থা নিই।

এই একটা ছোট মেশিন আমাদের পরিবারে বিশ্বাস, নিরাপত্তা আর মানসিক প্রশান্তি ফিরিয়ে এনেছে।

🩺 ঘরে বসেই কিনুন ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন
পাইকারি মূল্যে, বিশাল ডিসকাউন্টে!

📦 সীমিত স্টক | 🕒 অফার চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত
📞 বিস্তারিত জানতে কল করুন: 01789896537
💬 অর্ডার দিন এখনই!

অফিস, মিটিং, ডেডলাইন – এসবের মাঝে নিজের শরীরের খবর রাখা হয় কই?আমরা প্রতিদিন কাজ করি টার্গেট নিয়ে, চাপ নিয়ে, কম ঘুম আর...
19/07/2025

অফিস, মিটিং, ডেডলাইন – এসবের মাঝে নিজের শরীরের খবর রাখা হয় কই?

আমরা প্রতিদিন কাজ করি টার্গেট নিয়ে, চাপ নিয়ে, কম ঘুম আর অনেক স্ট্রেস নিয়ে। কিন্তু সেই স্ট্রেসই একসময় শরীরের ভেতরে নীরবে ক্ষতি করতে থাকে।

এখানেই দরকার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (Primary Health Check-up)

কেন দরকার নিয়মিত চেকআপ?

-উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওজন – এসব অনেক সময় বোঝাই যায় না শুরুতে
-একটু আগে ধরতে পারলেই বড় রোগ প্রতিরোধ করা যায়
-অফিসে সবার Productivity বাড়ে, sick leave কমে
-কর্মীদের মধ্যে সচেতনতা তৈরি হয়, স্বাস্থ্যবান সংস্কৃতি গড়ে ওঠে

অনেক অফিসেই এখন অফিস টাইমেই health check-up এর ব্যবস্থা হচ্ছে — যেন কর্মীদের আর আলাদা করে হাসপাতালে যেতে না হয়।
কাজের ফাঁকে ৫-১০ মিনিটের এই যত্নটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

অফিসে এমন একটি হেলথ চেকআপ প্রোগ্রাম চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন: +880 1401120466

অথবা রেজিস্ট্রেশন https://forms.gle/GqHeLZmCRmPi6o4f6

বিস্তারিত জানুন: www.healthxbd.comকরুনঃ

দীর্ঘদিন ধরে পেটের সমস্যা যেন নিত্যসঙ্গী হয়ে গেছে।খালি পেটে থাকলেই বুক জ্বালাপোড়া, হালকা ঝাল-তেল খেলেই অস্বস্তি শুরু।প্র...
16/07/2025

দীর্ঘদিন ধরে পেটের সমস্যা যেন নিত্যসঙ্গী হয়ে গেছে।
খালি পেটে থাকলেই বুক জ্বালাপোড়া, হালকা ঝাল-তেল খেলেই অস্বস্তি শুরু।

প্রথমে ভেবেছিলেন, সাধারণ গ্যাস্ট্রিক — একটা অ্যান্টাসিড খেলেই ঠিক হয়ে যাবে।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা বেড়েছে।
রাতে ঘুম ভেঙে যায় অস্বস্তিতে, সকালে উঠে ক্লান্ত লাগে, কাজে মন বসে না।
একসময় বাইরে খাওয়া তো বাদ, এখন তো বাসার সাদাসিধা খাবারেও সমস্যা হয়।

বারবার ভাবা হয়েছে ডাক্তার দেখানো দরকার,
কিন্তু সময়?
চাকরি, পরিবার, দায়িত্ব — সব মিলিয়ে কোথায় সেই সুযোগ?

📱 একদিন ফেসবুকে চোখে পড়লো —
"মাত্র ২০০ টাকা থেকে শুরু, ঘরে বসেই অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের পরামর্শ!"

আর দেরি না করে বুকিং করলেন অনলাইনেই।
ডাক্তারের সঙ্গে ভিডিও কলে কথা হলো,
শোনা হলো সমস্যার পুরোটাই, মিললো প্রয়োজনীয় প্রেসক্রিপশন আর খাদ্যতালিকা।

⏳ এখন কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে।
পেটের সেই পুরোনো যন্ত্রণা অনেকটাই কমেছে।
স্বাভাবিক খাওয়া, ঘুম আর কাজ — সবকিছুতে ফিরছে স্বস্তি।

💻 ঘরে বসেই চিকিৎসা
⏰ সময় ও ভিড়ের ঝামেলা ছাড়াই
🧠 বিশেষজ্ঞ চিকিৎসক, নিশ্চিন্ত সমাধান
🌐 ভিজিট করুন: www.healthxbd.com
📞 অথবা কল করুন: 01969908181

প্রতিদিন ভোরেই ঘুম ভাঙত তীব্র মাথাব্যথা নিয়ে।সকালটা শুরু হতো পেইনকিলার দিয়ে, আর দিন যত গড়াতো, ব্যথা তত বাড়তো।অফিসে যাওয়া...
13/07/2025

প্রতিদিন ভোরেই ঘুম ভাঙত তীব্র মাথাব্যথা নিয়ে।
সকালটা শুরু হতো পেইনকিলার দিয়ে, আর দিন যত গড়াতো, ব্যথা তত বাড়তো।

অফিসে যাওয়া হয়ে উঠত না...
গুরুত্বপূর্ণ মিটিংগুলো একের পর এক মিস হচ্ছিল।
মাথার এই যন্ত্রণা যেন জীবনের সব রঙ ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছিল।

📱একদিন ফেসবুকে চোখে পড়লো —
"মাত্র ২০০ টাকা থেকে শুরু, ঘরে বসেই বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শ!"

রিমা আর দেরি করেনি।
মোবাইল থেকে এক ক্লিকেই বুক করলো সময়।
অনলাইনেই কথা বললো নিউরোলজিস্টের সঙ্গে।
ডাক্তার ব্যথার কারণটা বুঝে ওষুধ আর লাইফস্টাইল প্ল্যান দিলেন।

⏳ তিন সপ্তাহ পর —
ব্যথা নেই বললেই চলে।

আজ রিমা আবার সকাল উপভোগ করে।
ছেলেকে স্কুলে দিয়ে, নিজেও অফিসে যায় হাসিমুখে।
জীবনটা আবার সচল হয়েছে।

👉 এখনই বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শ নিন অনলাইনেই!
মাত্র ২০০৳ থেকে শুরু ভিজিট ফি।

💻 ঘরে বসেই চিকিৎসা
⏰ সময় ও ভিড়ের ঝামেলা ছাড়াই
🧠 বিশেষজ্ঞ চিকিৎসক, নিশ্চিন্ত সমাধান

🌐 ভিজিট করুন: www.healthxbd.com
📞 অথবা কল করুন: 01969908181

#মাইগ্রেন #মাথাব্যথা #অনলাইনচিকিৎসা

#ঘরেবসেইচিকিৎসা #বিশেষজ্ঞডাক্তার

We are excited to share that HEALTHx users can now enjoy up to 35% off on treatment services at UADW Doctor's Consultanc...
10/07/2025

We are excited to share that HEALTHx users can now enjoy up to 35% off on treatment services at UADW Doctor's Consultancy & Diagnostic Centre! This partnership offers exclusive discounts, making quality healthcare more accessible and affordable for you.


05/07/2025

বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত।

ফ্যাটি লিভার হলো লিভার বা যকৃতের একটি রোগ, যেখানে লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমা হয়। সাধারণত, লিভারে অল্প পরিমাণে চর্বি থাকা স্বাভাবিক, কিন্তু যখন এই চর্বি বেশি পরিমাণে জমা হতে শুরু করে, তখন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ফ্যাটি লিভার 'হেপাটিক স্টেটোসিস' নামেও পরিচিত।

আপনার ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার ৮টি লক্ষণ
1. দীর্ঘস্থায়ী ক্লান্তি
2. পেটে ব্যথা
৩. অনিচ্ছাকৃত ওজন বৃদ্ধি
৪. গাঢ় প্রস্রাব
5. জন্ডিস
৬. পেট বা পায়ে ফোলাভাব
7. উন্নত লিভার এনজাইম
৮. ক্ষুধা না থাকা বা বমি বমি ভাব

লিভারের যেকোনো সমস্যায় প্রয়োজন দ্রুত পদক্ষেপ নেয়া এবং প্রথম ধাপেই একজন লিভার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া। আপনার বা আপনার পরিবারের যেকোনো সদস্যের লিভার - এর সমস্যা সংক্রান্ত পরামর্শে বা সার্জারির সহযোগিতায় পাশে পাবেন আমাদের লিভার বিশেষজ্ঞ যিনি বর্তমানে কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

সহকারী অধ্যাপক ডাঃ ফরহাদ হোসেন মোঃ শাহেদ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (হেপাটোলজি),
এমআরসিপিএস (গ্লাসগো), এমএসিপি (ইউএসএ)
লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ
অভিজ্ঞতাঃ ২৫ বছর

অনলাইন বা অফলাইনে যে কোন সময় ডাক্তারের সাথে পরামর্শ করতে ভিজিট করুন HEALTHx এর ওয়েবসাইট এ - https://healthxbd.com/find-doctors

আমাদের ইনবক্সে মেসেজ দিন অথবা কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারেঃ
+8801969908181
+8801571016461


05/07/2025

আপনি কি একজন BMDC নিবন্ধনকৃত ডাক্তার? ডিজিটাল এই যুগে আপনার পরিচিতি ছড়িয়ে দিতে চান দেশব্যাপি?

তাহলে এখনই ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের 'স্মার্ট ডক্টর' পোর্টালে আর সহজেই খুলে ফেলুন নিজের একটি ডিজিটাল প্রোফাইল।

আপনার এই ডিজিটাল প্রোফাইল প্রদর্শিত হবে HEALTHx এর 'স্মার্ট ডক্টর' পোর্টালে যেখানে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ আপনাকে খুঁজে নিতে পারবে, দেখে নিতে পারবে আপনার বিস্তারিত প্রোফাইল। পরবর্তীতে আপনার অনলাইন কিংবা অফলাইন চেম্বারের শিডিউল দেখে আপনার এপয়েন্টমেন্ট বুক করতে পারবে প্রয়োজন অনুযায়ী!

স্মার্ট ডক্টর এর সুবিধা সমূহ :

১.ডক্টর ডিজিটাল প্রোফাইল
- পেশাগত অভিজ্ঞতা
- একাডেমিক ডিগ্রি
- প্রশিক্ষণ অভিজ্ঞতা
- পেশাগত সদস্যপদ
- পেশাগত অর্জন

২. HEALTHx - এর ফেসবুক, ইন্সটাগ্রাম, লিংকডইন, ইউটিউব থেকে ডিজিটাল প্রমোশনের / ডাক্তারের নিজস্ব ফেসবুক পেইজ ম্যানেজমেন্ট এর সুবিধা
৩.চেম্বার ডিটেইলস আপডেট রাখার সুবিধা
৪. অনলাইন / অফলাইন শিডিউল ম্যানেজ করার সুবিধা
৫.কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে ই-প্রেসক্রিপশন করার সুবিধা
৬.প্রেস্ক্রিপশন লিস্ট সংরক্ষণের সুবিধা
৭.পেশেন্টের হেলথ রেকর্ড সংরক্ষণ করার সুবিধা
৮.একসাথে একজায়গায় দেশি ও বিদেশি ক্লিনিক্যাল গাইডলাইনের সুবিধা

তাই আর দেরি না করে নিচে দেয়া লিংকে গিয়ে খুলে ফেলুন আপনার ডিজিটাল প্রোফাইল একদম ফ্রিতে: https://doc.healthxbd.com/register

যে কোন প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন এই নাম্বারেঃ
01401120468


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when HEALTHx posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HEALTHx:

Share