
26/07/2025
বর্তমান ডিজিটাল যুগে একজন চিকিৎসকের জন্য নিজেকে রোগীদের সামনে উপস্থাপন করার সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া।এটি শুধু আপনার পরিচিতি বৃদ্ধি নয়, বরং আপনার পার্সোনাল চেম্বার বা অনলাইন কনসালটেশন সেবাকে স্থানীয়ভাবে / নিজ শহরজুড়ে পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলার একটি আধুনিক ও ফলপ্রসূ উপায়।
বর্তমানে বাংলাদেশে ৬ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে এবং প্রায় প্রতিটি মানুষের হাতেই একটি স্মার্টফোন।এই বিপুল ডিজিটাল উপস্থিতিকে কাজে লাগিয়ে যদি পরিকল্পিতভাবে অনলাইন প্রমোশন চালানো যায়, তবে চিকিৎসক হিসেবে আপনার দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্যতা ও প্রসার নিশ্চিত করা সম্ভব।
এই লক্ষ্যেই HEALTHx - এর Smart Doctor এখন ডাক্তারদের জন্য নিয়ে এসেছে ডিজিটাল মার্কেটিং ও ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস — যার মাধ্যমে আপনি সহজেই আরও অনেক মানুষের কাছে আপনার অভিজ্ঞতা, সেবা এবং স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং সার্ভিসে যা থাকছেঃ
১. HEALTHx - এর অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ হতে ডিজিটাল প্রমোশন
২. HEALTHx - এর ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন ও ইউটিউব চ্যানেল থেকে স্বাস্থ্যবিষয়ক পোস্ট, ভিডিও ও সচেতনতামূলক কনটেন্ট এর মাধ্যমে প্রমোশন
৩. ডাক্তারের নিজস্ব সোশ্যাল মিডিয়া পেইজ সেটআপ (ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন ও ইউটিউব চ্যানেল ) ও ম্যানেজমেন্ট
৪. ডাক্তারের নিজস্ব পেইজ থেকে বুস্টিং / এড ক্যাম্পেইন রান করে দেয়া
৫. সারাদেশব্যাপি বা ডাক্তারের চেম্বারর লোকেশন টার্গেটেড প্রমোশন
ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসে যা থাকছেঃ
১. রোগীর কল, মেসেজ ও কমেন্ট ম্যানেজ করা
২. রোগীর হেলথ রেকর্ড প্রেসক্রিপশন ও হিস্টোরি সংরক্ষণ
৩. অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও কনসালটেশন শিডিউল ম্যানেজমেন্ট
৪. অ্যাপয়েন্টমেন্ট এর আগে রোগীকে ফলোআপ করা ও কনসালটেশন নিশ্চিত করা
৫. ২৪/৭ ডেডিকেটেড কাস্টমার কেয়ার সাপোর্ট
ডিজিটাল মার্কেটিং ও ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস সংক্রান্ত বিস্তারিত জানতে এবং যেকোনো সহযোগিতায় যোগাযোগ করুন এই নম্বরে +880 1401-120468