Tanzil's Health Care

Tanzil's Health Care "Your health matters! 'Sanaullah Tanzil' is here to provide simple, reliable, and practical medical tips to help you stay healthy and informed."

ওষুধ বানাতে লাগে ১৫ বছর কিন্তু ব্যাকটেরিয়া সেটা নিষ্ক্রিয় করতে পারে মাত্র ১ বছরে! বিশ্বের সেরা বিজ্ঞানীরা মাথা খাটিয়ে, ব...
26/11/2025

ওষুধ বানাতে লাগে ১৫ বছর কিন্তু ব্যাকটেরিয়া সেটা নিষ্ক্রিয় করতে পারে মাত্র ১ বছরে! বিশ্বের সেরা বিজ্ঞানীরা মাথা খাটিয়ে, বছরের পর বছর গবেষণা করে, হাজার কোটি টাকা খরচ করে একটা নতুন এন্টিবায়োটিক তৈরি করলেন। সময় লাগলো গড়ে ১৫ বছর। কিন্তু সেই এন্টিবায়োটিক বাজারে আসার এক বছরও পেরোয়নি ব্যাকটেরিয়া চুপিচুপি নিজের শরীর বদলে ফেলল।তারপর সেই নতুন ওষুধও আর কাজ করলো না! এটাই হলো এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়ংকর সত্য। তাই বলাই যায় বিজ্ঞানীরা ধীর গতিতে দৌড়াচ্ছে, কিন্তু ব্যাকটেরিয়া দৌড়াচ্ছে রেসিং কারের মতো!

যে রোগকে আজ আমরা “সাধারণ” বলি কাল সেটা আবার প্রাণঘাতী হয়ে ফিরে আসতে পারে। একটা সময় মানুষ যক্ষায় মারা যেতো, অস্ত্রোপচার ছিল ভয়ংকর ঝুঁকিপূর্ণ, একটা কাটা ঘাঁ থেকেও মৃত্যু হতো! এন্টিবায়োটিকই আমাদের সেই ভয় থেকে বাঁচিয়েছে। কিন্তু যদি এইভাবেই রেজিস্ট্যান্স বাড়তে থাকে আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাবো?

অকারণে এন্টিবায়োটিক খাবেন না
প্রেসক্রিপশন ছাড়া নয়
কোর্স অসম্পূর্ণ নয়
নিজে বাঁচুন, পরবর্তী প্রজন্মকেও বাঁচান

পাখি হয়েও দুধ দেয় কবুতর, প্রকৃতির বিস্ময়কর রূপ!!দুধ মানেই আমরা ভাবি গরু, ছাগল, মানুষ বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর কথা...
29/10/2025

পাখি হয়েও দুধ দেয় কবুতর, প্রকৃতির বিস্ময়কর রূপ!!

দুধ মানেই আমরা ভাবি গরু, ছাগল, মানুষ বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর কথা। কিন্তু প্রকৃতির এক আশ্চর্য দান হলো—কবুতরের দুধ। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও সত্যি, কবুতরও দুধ দেয়! এই দুধকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন “পিজন মিল্ক” (Pigeon Milk), যা কবুতরছানার জীবনের শুরুতে একমাত্র খাদ্য হিসেবে কাজ করে।

কীভাবে তৈরি হয় এই দুধ?

এই দুধ স্তন্যপায়ীদের মতো স্তনগ্রন্থি থেকে আসে না। বরং এটি কবুতরের গলার ভেতরে থাকা ‘ক্রপ’ (crop) নামের একটি থলি সদৃশ অঙ্গ থেকে নিঃসৃত হয়। কবুতর ডিম ফোটার কয়েকদিন আগে থেকেই ক্রপের ভেতরের কোষগুলো ঘন হয়ে দুধের মতো এক ধরনের সাদা তরল তৈরি করতে শুরু করে। ছানা ফুটে বের হওয়ার পর মা-বাবা উভয়েই ঠোঁটের মাধ্যমে এই দুধ খাওয়ায়।

কী আছে কবুতরের দুধে?

গবেষণায় দেখা গেছে, কবুতরের দুধে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, অ্যান্টিবডি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ইমিউন সেল থাকে। এসব উপাদান নবজাতক কবুতরছানার রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ইমিউন কোষ ও প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বাচ্চাকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং দ্রুত বৃদ্ধি ঘটায়।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—পুরুষ ও স্ত্রী উভয় কবুতরই এই দুধ তৈরি করতে পারে। প্রাণিজগতে এ ধরনের উদাহরণ অত্যন্ত বিরল। সাধারণত দুধ উৎপাদন কেবল মাদার প্রাণীর কাজ হলেও কবুতরের ক্ষেত্রে বাবারাও ছানার খাবার তৈরিতে সমান ভূমিকা রাখে।

শুধু কবুতর নয়, আরও কিছু পাখি যেমন ফ্লেমিংগো ও সম্রাট পেঙ্গুইন প্রজাতির পাখিরাও দুধজাতীয় তরল উৎপাদন করে। তবে কবুতরের দুধ সবচেয়ে বেশি পুষ্টিকর এবং জৈবিকভাবে জটিল বলে মনে করা হয়।

বিজ্ঞানীরা বলছেন, পিজন মিল্কের রাসায়নিক গঠন ও জৈব প্রক্রিয়া মানুষের বুকের দুধের সঙ্গে আশ্চর্য মিল রয়েছে। এটি শুধু পুষ্টির উৎস নয়, বরং এক ধরনের ইমিউন সিস্টেম ট্রেনার—যা নবজাতক ছানাকে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধে সক্ষম করে।

বর্তমানে ইউরোপ, অস্ট্রেলিয়া ও জাপানে এই দুধ নিয়ে বায়োটেকনোলজিক্যাল গবেষণা চলছে। বিজ্ঞানীরা খুঁজে দেখছেন, এটি থেকে মানব ব্যবহারের উপযোগী কোনো ইমিউন বুস্টার বা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট তৈরি করা সম্ভব কি না।

প্রকৃতিতে এমন অনেক বিস্ময় লুকিয়ে আছে যা আমাদের জীবনবিজ্ঞানের ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। কবুতরের দুধ সেই বিস্ময়গুলোর একটি—যেখানে কোনো স্তন্যগ্রন্থি ছাড়াই প্রাণী তার সন্তানকে পুষ্টি জোগাতে সক্ষম হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া বোঝা গেলে ভবিষ্যতে প্রাণিজগতে খাদ্য উৎপাদন ও পুষ্টিবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

28/10/2025

"ডায়াবেটিসের ৩টি গোপন উপসর্গ – যেগুলো ৯০% মানুষ মিস করে!"

---

ডায়াবেটিস কি গোপনে আপনার শরীরে বাসা বেঁধেছে?
অনেক সময় এমন ৩টি উপসর্গ দেখা দেয়, যেগুলোকে আমরা সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাই — অথচ সেগুলো হতে পারে টাইপ ২ ডায়াবেটিসের সাইলেন্ট সিগন্যাল!

এই ভিডিওতে আপনি জানবেন: ✅ গলা বা ঘাড়ে কালো দাগ কেন হয়
✅ সবসময় ক্লান্ত বা ঘুম ঘুম লাগার গোপন কারণ
✅ হঠাৎ মুড সুইং বা মানসিক অস্থিরতা কিভাবে ডায়াবেটিসের সাথে সম্পর্কিত

এই উপসর্গগুলোকে অবহেলা না করে সময় থাকতে সচেতন হোন।
ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং নিজের ও পরিবারকে সুস্থ রাখুন।

---

🔎 কীওয়ার্ডস (tags):
#ডায়াবেটিস
#গোপনউপসর্গ





#ডায়াবেটিসচিনে_নিন

---

ইয়াহয়া ইবনু ইয়াহয়া (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মুকিম ও মুসাফির অবস্থায় সালাত দু’দু রাক’আত ফরজ করা হয়েছ...
28/10/2025

ইয়াহয়া ইবনু ইয়াহয়া (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মুকিম ও মুসাফির অবস্থায় সালাত দু’দু রাক’আত ফরজ করা হয়েছিল। পরে সফরের সালাত ঠিক রাখা হল কিন্তু মুকিমের সালাতে বৃদ্ধি করা হল।

Surely this is a great blessing from Allah Ta'ala🥹

এইডসের রেড জোন সিরাজগঞ্জ, শনাক্ত ২৫৫!!
27/10/2025

এইডসের রেড জোন সিরাজগঞ্জ, শনাক্ত ২৫৫!!

27/10/2025

বাংলাদেশের মানুষ ভ্যাক্সিন নিতে ভয় পায় আর দোকানদারের কথায় এন্টিবায়োটিক খায়।

মেডিকেল সাইন্স!!একটা মেশিন বানাতে যেমন কতো শতো এক্সপেরিমেন্ট করতে হয়।আজকে মেডিকেল সাইন্সে এতো এতো সাকসেসফুল অপারেশন আবিষ...
26/10/2025

মেডিকেল সাইন্স!!
একটা মেশিন বানাতে যেমন কতো শতো এক্সপেরিমেন্ট করতে হয়।আজকে মেডিকেল সাইন্সে এতো এতো সাকসেসফুল অপারেশন আবিষ্কৃত হয়েছে,এগুলো কী খুব সহজে হয়ে গেছে?
এর পিছনে রয়েছে হাজারো মানুষের আত্মত্যাগ।

human body anatomy ভালোভাবে বুঝতে কতো ক্যাডেবার (মৃত লাশের ) উপর এক্সপেরিমেন্ট হয়েছে তার হিসেব নেই!।এমনকি জীবন্ত মানুষের উপরও হয়েছে এক্সপেরিমেন্ট!

নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এনার্কা ওয়েস্টকটকে।
১৭ বছরের একটা কৃষ্ণাঙ্গ মেয়ে ,সে ছিলে একজন enslaved girl..
তার সামনে গাইনোকোলোজির father জেমস সিম সাহেব,যার নামে sims speculum..
এনার্কা মেয়েটার রোগটার নাম ছিলো vesicovaginal fistula (অর্থাৎ মূত্রথলির সাথে যোনি পথের কানেকশন,যে কারণে যোনিপথ দিয়ে মূত্র বের হয়)

এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেজন্য বের করতে হবে অপারেশনের পদ্ধতি!!

প্রায় ৩০ বার এনার্কার উপর এক্সপেরিমেন্ট করে,সিমস সাহেব সফল হোন vesicovaginal fistula সার্জারিতে!!
বলা হয়ে থাকে সিমস সাহেব খুব রেসিস্ট ছিলেন,৩০ বার ট্রায়াল ওনি এনেস্থেসিয়া ছাড়াই করেছেন।
তখনও এনেস্থিসিয়া ছিলো,কিন্তু আজকের মতো এতো সহজলভ্য ছিলোনা।তাই সিমস সাহেব একজন ব্লাক slave এর উপর এটা ব্যবহার করতে রাজি ছিলেন না!!

আজকের দুনিয়ায় আপনি কল্পনা করতে পারবেন?
এনেস্থিসিয়া ছাড়া এতোবার ট্রায়াল!!

নাজি ডাক্তাররা ইহুদিদের উপর ইতিহাসে অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছিলো বলে জানা যায়:
১.জীবন্ত ইহুদিদের ব্রেইনে পেরেক ঠুকে ঠুকে আমরা ব্রেইনের যে area গুলোর কার্যকর নিয়ে জানি সেগুলো আবিষ্কৃত হয়েছিলো!! কোন lobe কিভাবে কাজ করে,কোন lobe damage হলে কী হয়!!
২.বন্দিদের ফ্রিজিং করে hypothermia এক্সপেরিমেন্ট
৩.বন্দিদের বিভিন্ন রোগ দিয়ে infected করে (tb..malaria,প্লেগ,কলেরা) এগুলোর ভ্যাক্সিন তৈরীর এক্সপেরিমেন্ট করতো!

আফ্রো আমেরিকান ব্লাক ৪০০ যুবকদের syphilis এর চিকিৎসা করা হয়নি পেনিসিলিন এভেইলেবল থাকা সত্বেও!!
কেনো জানেন: শুধুমাত্র syphilis এর লং টার্ম কমপ্লিকেশন বুঝতে!!

যে রেডিয়েশন এক্সপোজার নিয়ে যে এতো সচেতন আমরা,এই রেডিয়েশনে এক্সপোজ করে কতক লোককে দিনের পর দিন রাখা হয়েছিলো এটার complications বুঝতে!!

কতো মানুষের অমানবিক ত্যাগে আজ এই চিকিৎসাবিদ্যা!!

চলবে...

© ডা. তামিম

#মেডিসিন #সচেতনতা #ডাক্তার

22/10/2025

• ঘন ঘন প্রস্রাব? হতে পারে ডায়াবেটিসের লক্ষণ!
---
আপনি কি বারবার টয়লেটে যাচ্ছেন?
রাতেও ঘুম ভেঙে প্রস্রাব করতে হয় বারবার?

⚠️ সাবধান! এটি হতে পারে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ — যা অনেকেই অবহেলা করে।
এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি:

✅ ঘন ঘন প্রস্রাব কেন হয়
✅ এটি কীভাবে ডায়াবেটিসের সংকেত হতে পারে
✅ আরও কোন লক্ষণগুলো লক্ষ্য করবেন
✅ কখন রক্তে গ্লুকোজ পরীক্ষা করবেন
✅ ঘরোয়া কিছু সহজ পরামর্শ যা আপনাকে রক্ষা করতে পারে

ভিডিওটি দেখুন এবং নিজে সচেতন হন, প্রিয়জনদেরও সচেতন করুন।

📌 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য বিষয়ে আরও সঠিক তথ্য পেতে!

---
Do you urinate frequently—especially at night?

⚠️ It might be an early warning sign of Diabetes — a silent killer if left unnoticed.
In this video, you’ll learn:

✅ Why frequent urination happens
✅ How it is connected to diabetes
✅ Other early warning signs to watch
✅ When to get your blood sugar tested
✅ Simple daily tips to protect your health

Watch, Learn, and Share — for a healthier future.

🔔 Subscribe to our channel for more medical and lifestyle insights!

---


#ডায়াবেটিস ্রস্রাব

20/10/2025

আজকে রাত ৯ টায় লাইভ স্ট্রিম করব এবং আপনাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।ইনশাআল্লাহ্।

19/10/2025

“পেটের মেদ কমাতে বাস্তবভিত্তিক ফর্মুলা | Belly Fat Burn Tips”

🔥 ভিডিও টাইটেল: পেটের মেদ কমাতে বাস্তবভিত্তিক ফর্মুলা | Belly Fat Burn Tips by Sanaullah

আপনি কি সত্যিই চান আপনার পেটের চর্বি প্রাকৃতিকভাবে কমাতে — কোন ডায়েট ছাড়া, জিমে ঘন্টার পর ঘন্টা সময় না দিয়েও? 😲
তাহলে এই ভিডিওটি আপনার জন্যই!

এই ভিডিওতে আমি, Sanaullah Tanzil, শেয়ার করছি একদম বাস্তবভিত্তিক ফর্মুলা — যা মেডিকেল সায়েন্স এবং রিয়েল লাইফ রেজাল্টে কাজ করেছে।
👉 মাত্র ৫ মিনিটের রুটিন প্রতিদিন পালন করলেই আপনি পাবেন দৃশ্যমান পরিবর্তন!

📌 ভিডিওর মূল পয়েন্টগুলো:
⏰ 0:21 – সকালের সেরা পানীয়:
শিখে নিন আপেল সিডার ভিনেগার, লেবুর রস, ও চিয়া সিড দিয়ে তৈরি ফ্যাট বার্নিং ড্রিংক।

🍽️ 1:01 – ওভারনাইট ফাস্টিং (Intermittent Fasting):
জানুন কিভাবে শুধু ১২–১৪ ঘণ্টা না খেয়ে থাকার অভ্যাস ইনসুলিন নিয়ন্ত্রণ ও ফ্যাট বার্নে সহায়তা করে।

🥗 – উপাদানগুলোর গুণাগুণ:
প্রতিটি উপাদান কিভাবে হজম, ডিটক্স ও মেটাবলিজম বাড়ায় — তা বিস্তারিত জানুন।

🏊‍♂️ – সুইমিং ও সুগার রিমুভাল টিপস:
পেটের মেদ কমাতে অ্যাকটিভ লাইফস্টাইল ও চিনি বাদ দেওয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো জানুন।

✨ এই ভিডিও দেখার পর আপনি জানবেন:
✅ কীভাবে দিনে মাত্র কয়েক মিনিটে Belly Fat Burn শুরু করবেন
✅ কোন খাবার ও অভ্যাস মেদ কমানোর পথে বাধা দেয়
✅ বাস্তবিক, সহজ ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টিপস

👇 Subscribe করুন .SanaullahTanzil
স্বাস্থ্য, পুষ্টি ও লাইফস্টাইল বিষয়ক আরও সহজবোধ্য ভিডিওর জন্য 🔔

📢

28/09/2025

ভোলার মানুষের দুর্দশার শেষ হবে কবে?!?

ভোলা থেকে সেন্ট্রালে বা অন্য জায়গায় যাওয়ার একমাত্র পথ নদীপথ হওয়ায়, আবহাওয়া, লঞ্চ; এসবের উপর নির্ভর করে থাকা লাগে।
আর মাঝপথে লঞ্চের ইঞ্জিন নষ্ট হলেতো হইলই😮‍💨যেমনটা এখন হয়েছে,রাত ৭.৪০ এ ছেড়ে সকাল ৪.৩০ এ ঢাকা পৌঁছানোর কথা থাকলেও, লঞ্চের একটা ইঞ্জিন নষ্ট থাকার কারণে এখনো পর্যন্ত ঢাকা পৌঁছাতে পারিনি অথচ সকাল ১০টা থেকে ১১টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যেটা মিস করলে ৭ দিন অপেক্ষা করা লাগবে।

এখন, লঞ্চে এতগুলো মানুষের এতগুলো সময়ের রেস্পনসিবিলিটি কে নিবে ?!? প্রতিবারই সরকার ক্ষমতায় এসে, বড় বড় আশার বাণী শুনিয়ে যায়, কিন্তু আদৌওতে আজ প্রজন্ত কেউই ভোলা-বরিশাল সেতু বানাতে পারলা না,আপসোস!!

Address

Dhaka

Telephone

+8801705258212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanzil's Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tanzil's Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram