Homeo Health Care

Homeo Health Care এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান যার প্রধান লক্ষ্য সঠিক চিকিৎসা ও ঔষধের মাধ্যমে ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়া।

হয়ে যাক একটু ধাধার চর্চা@দেখি কে পারে এই ধাঁধাটির সঠিক উত্তর দিতে.... আর সঠিক উত্তরদাদাদের মধ্যে একজন পাবে ২০ টাকা মোবা...
10/11/2024

হয়ে যাক একটু ধাধার চর্চা@দেখি কে পারে এই ধাঁধাটির সঠিক উত্তর দিতে.... আর সঠিক উত্তরদাদাদের মধ্যে একজন পাবে ২০ টাকা মোবাইল রিচার্জ ✆

09/11/2024

GOOD NIGHT ALL

 # #কেন হোমিও চিকিৎসা নেব????প্রতিনিয়তই নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। রোগ সারাতে শরণাপন্ন হচ্ছেন ডাক্তারের। রোগ থেকে স...
03/11/2024

# #কেন হোমিও চিকিৎসা নেব????

প্রতিনিয়তই নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। রোগ সারাতে শরণাপন্ন হচ্ছেন ডাক্তারের। রোগ থেকে সেরে উঠতে বিভিন্ন চিকিৎসাপদ্ধতি গ্রহণ করেন। তবে অ্যালোপ্যাথি চিকিৎসাতেই ভরসা রাখে অধিকাংশ মানুষ। অন্যদিকে হোমিওপ্যাথি চিকিৎসাও যে রোগ সারিয়ে তুলতে পারে, তাতে ভরসাই রাখেন না। অথচ জ্বর, ঠান্ডা থেকে শুরু করে বড় রোগের চিকিৎসাও হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ভালো হয়। হোমিওপ্যাথি চিকিৎসায় নিয়মিত নিয়ম মেনে ওষুধ খেতে হবে। রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।

 # োমিও_চিকিৎসার_আবিষ্কারক_কে ????ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তিন...
30/08/2024

# োমিও_চিকিৎসার_আবিষ্কারক_কে ????

ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন,
তিনি হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক।

# # #হোমিও_চিকিৎসা_কি ?????

হোমিওপ্যাথি হল একটি ছদ্মবৈজ্ঞানিক[১][২][৩][৪] বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটি ১৭৯৬ সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান আবিষ্কার করেন। হোমিওপ্যাথ নামে পরিচিত এর চিকিৎসকরা বিশ্বাস করেন যে পদার্থ সুস্থ মানুষের মধ্যে একটি রোগের উপসর্গ সৃষ্টি করে সেই একই পদার্থ অসুস্থ মানুষের মধ্যে একই ধরনের উপসর্গ নিরাময় করতে পারে; এই মতবাদকে বলা হয় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, বা "সদৃশ সদৃশকে আরোগ্য করে"।[৫] হোমিওপ্যাথিক ঔষধকে রেমিডি বলা হয় এবং হোমিওপ্যাথিক ডায়োলেশন ব্যবহার করে তৈরি করা হয়। এই প্রক্রিয়ায়, নির্বাচিত পদার্থ বারবার মিশ্রিত করা হয় যতক্ষণ না চূড়ান্ত পণ্যটি রাসায়নিকভাবে দ্রবণীয় থেকে আলাদা হয়। প্রায়শই মূল পদার্থের একটি অণুও পণ্যটিতে থাকার আশা করা যায় না।[৬] প্রতিটি ডায়োলেশনে হোমিওপ্যাথ ঔষধটিকে আঘাত করতে পারে অথবা ঝাঁকি দিতে পারে, এই দাবী করে যে পাতলা পদার্থটি অপসারণের পরে মূল পদার্থটি মনে রাখে। চিকিৎসকরা দাবি করেন যে এই ধরনের প্রস্তুতকৃত ঔষধ, রোগীকে খাওয়ার পরে, রোগের চিকিৎসা বা নিরাময় করতে পারে।[৭]

হ্যানিম্যান বিশ্বাস করতেন সকল অসুখের মূলে রয়েছে "মিয়াসম" নামক একধরনের প্রতিক্রিয়া এবং হোমিওপ্যাথিক ওষুধ এই মিয়াসম দূর করার জন্য কার্যকর। সাধারণত হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করার জন্য একটি নির্দিষ্ট দ্রব্যকে ক্রমাগত লঘূকরণ করা হয় অ্যালকোহল অথবা পতিত জলে দ্রবীভূত করে। এই লঘূকরণ এতবার করা হয়ে থাকে যে শেষপর্যন্ত এই মিশ্রণে প্রাথমিক দ্রব্যের অণু পরিমাণও অবশিষ্ট থাকে না।[৮] ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, জৈবরসায়ন এবং জীববিজ্ঞান সম্পর্কে যে সকল প্রাসঙ্গিক বৈজ্ঞানিক জ্ঞান অর্জিত হয়েছে তা হোমিওপ্যাথির বিপরীত।

12/06/2023

Address

Dhaka

Telephone

+8801921252453

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeo Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share